সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিঞ্জান প্রথম অধ‍্যায় তাপ গুরুত্বপূর্ণ ১নম্বর প্রশ্নের উত্তর - Online story

Thursday, 2 February 2023

সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিঞ্জান প্রথম অধ‍্যায় তাপ গুরুত্বপূর্ণ ১নম্বর প্রশ্নের উত্তর




সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিঞ্জান
প্রথম অধ‍্যায়
  তাপ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ (ছোটো)
একটি বা দুটি বাক্যে উত্তর দাও

তাপ কী?

তাপ একপ্রকার শক্তি, যা গ্রহণে বস্তু গরম হয়ে যায় এবং বর্জনে বস্তু ঠান্ডা হয়ে যায়।

পারদ থার্মোমিটার কী?

» যে থার্মোমিটারে উষ্ণতা মাপক তরল হিসেবে পারদ ব্যবহারকরা হয় তাকে পারদ থার্মোমিটার বলে।


পারদ থার্মোমিটারের উয়তামাপক ধর্ম কী?

» পারদ থার্মোমিটারের উয়তামাপক ধর্ম হল তাপমাত্রা বৃদ্ধিতে পারদের আয়তন প্রসারণ।



 থার্মোমিটারে পারদ ছাড়া আর কোন্ তরল ব্যবহার করা হয়?
» থার্মোমিটারে পারদ ছাড়াও অ্যালকোহল ব্যবহার করা হয়।


থার্মোমিটারের স্থিরাঙ্ক বলতে কী বোঝ?
» কোনো থার্মোমিটারের স্কেল তৈরি করার জন্য যে দুটি নির্দিষ্ট উয়তা ব্যবহার করা হয়, সেই দুটি নির্দিষ্ট উন্নতাকে থার্মোমিটারের স্থিরাঙ্ক বলে।


তাপ কয় প্রকার ও কী কী?
তাপ তিন প্রকার —(1) বোধগম্য তাপ, (2) লীন তাপ ও(3) বিকীর্ণ তাপ।



বোধগম্য তাপ কাকে বলে?
যে তাপ গ্রহণে বস্তুর উয়তা বাড়ে এবং বর্জনে উয়তা কমে, তাকে বোধগম্য তাপ বলে।


লীন তাপ কাকে বলে?

» যে তাপ গ্রহণে বা বর্জনে বস্তুর উয়তার পরিবর্তন না হয়ে শুধু অবস্থার পরিবর্তন হয়, তাকে লীন তাপ বলে।

 কোনো বস্তু ঠান্ডা না গরম কোন্ বৈশিষ্ট্যের দ্বারা জানা যায় ?
» তাপমাত্রার সাহায্যে কোনো বস্তু ঠান্ডা না গরম সঠিক ভাবে বলা যায়।



 কোনো বস্তুর উন্নতা বৃদ্ধির পরিমান দ্বিগুণ করা হলে বস্তু কর্তৃক গৃহীত তাপের পরিমান কী হবে?
>> বস্তুর উন্নতা বৃদ্ধির পরিমান দ্বিগুণ করা হলে বস্তু কর্তৃক গৃহীত তাপের পরিমান দ্বিগুণ হবে।



থার্মোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়?
» থার্মোমিটারের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয়।



ডাক্তারি থার্মোমিটারে কোন্ তরল ব্যবহার করা হয়?
» ডাক্তারি থার্মোমিটারে প্রসারণশীল তরলরূপে পারদ ব্যবহার করা হয়।


 ডাক্তারি থার্মোমিটারে তাপমাত্রার কোন্ পাল্লা পর্যন্ত দাগ কাটা থাকে?
» ডাক্তারি থার্মোমিটারে তাপমাত্রার পাল্লা 35°C থেকে 45°C এবং 95°F থেকে 110°F পর্যন্ত।



ক্যালোরিমিতি শব্দটির অর্থ কী?
» ‘ক্যালোরি’ শব্দটির অর্থ তাপ এবং ‘মিতি’ শব্দটির অর্থ পরিমাপ। অর্থাৎ ক্যালোরিমিতি শব্দের অর্থ তাপের পরিমাপ।



কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে?
» কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ নির্ভর করে—(1) বস্তুর ভর, (2 )বস্তুর উয়তা এবং (3) বস্তুর উপাদান-এর ওপর।



জলের আপেক্ষিক তাপ কত?
জলের আপেক্ষিক তাপ
1.000 cal/(g. °C)]


পারদের আপেক্ষিক তাপ কত?

পারদের আপেক্ষিক তাপ
0.033 cal/(g. °C)]

অ্যালকোহলের আপেক্ষিক তাপ কত?
অ্যালকোহলের আপেক্ষিক তাপ
0.550 cal/(g. °C)]

অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত?
অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ
0.215 cal/(g. °C)]

রুপার আপেক্ষিক তাপ কত?

রুপার আপেক্ষিক তাপ
0.0057 [cal/(g. °C)]

 পদার্থের কোন্ ধর্মের জন্য সেই পদার্থকে থার্মোমিটারের তরল হিসেবে ব্যবহার করা যায়?
» তাপ প্রয়োগে প্রায় সব পদার্থের আয়তন প্রসারণ হয়। এই ধর্মের জন্য কোনো পদার্থ থার্মোমিটারে ব্যবহার করা হয়।



 


 থার্মোমিটারের নিম্নস্থিরাঙ্ক কী?

> প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উন্নতায় বিশুদ্ধ বরফ গলে জল হয় বা বিশুদ্ধ জল জমে বরফে পরিণত হয়, তাকে নিম্নস্থিরাঙ্ক বলে।


থার্মোমিটারের ঊর্ধ্বস্থিরাঙ্ক কী?
> প্রমাণ বায়ুমণ্ডলীর চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্প হয় সেই উষ্ণতাকে থার্মোমিটারের উর্ধ্ব স্থির অংক বলে



থার্মোমিটারের প্রাথমিক অন্তর কি?

>> থার্মোমিটারের ঊর্ধ্বস্থিরাঙ্ক ও নিম্নস্থিরাঙ্কের মধ্যে উন্নতায় ব্যবধানকে প্রাথমিক অন্তর বলে।




 মানবদেহের তাপমাত্রা মাপার জন্য কোন্ থার্মোমিটার ব্যবহার করা হয়?
>> মানবদেহে
তাপমাত্রা মাপার জন্য ডাক্তারি থার্মোমিটার -ব্যবহার করা হয়।


1 ডিগ্রি সেলসিয়াস (1°C) পরিবর্তন ও 1 ডিগ্রি ফারেনহাইট (1°F) পরিবর্তনের মধ্যে সম্পর্ক কী?
                           9"
» 1°C পরিবর্তন =---- F পরিবর্তন
                           5




 0°C ও O°F -এর মধ্যে কোন্‌টি কম?

>> 0°F কম।




 মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত?
১৯ মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4°F বা 37°C |



1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন ও 1 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তনের মধ্যে কোন্‌টি বড়ো?
» 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন বড়ো।
কারণ 100 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন
= 180 ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন
.:. 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন
   9
= ---ডিগ্রি ফারেনহাইট পরিবর্তন
   5



 A থেকে B-তে তাপ প্রবাহিত হচ্ছে। কোন্‌টির তাপমাত্রা বেশি হবে?

» A-র তাপমাত্রা বেশি হবে।



তাপের একক কী?
» CGS পদ্ধতিতে তাপের একক ক্যালোরি ও SI-তে জ্বল।

নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন দুটি পদার্থের নাম করো।
>> নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন দুটি পদার্থ হল মোম ও কাচ।



SI এককে বরফ গলনের লীন তাপ কত?
>> SI এককে বরফ গলনের লীন তাপ 336 kJ/ kg |




 জলের স্ফুটনাঙ্ক কোথায় বেশি হবে? দার্জিলিং না কলকাতা?
>> দার্জিলিং-এর তুলনায় কলকাতায় জলের স্ফুটনাঙ্ক বেশি।


0°C-এর সমপরিমাণ জল—
350°C -এর বরফ ও
কোন্‌টিতে হাত দিলে বেশি ঠান্ডা লাগবে?


» 0°C-এর বরফে হাত দিলে বেশি ঠান্ডা লাগবে।


 1 ক্যালোরি তাপ বলতে কী বোঝ ?
1 গ্রাম বিশুদ্ধ জলের উন্নতা 1°C বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকেই । ক্যালোরি বলে।



 ক্যালোরি ও জ্বলের সম্পর্ক কী?
» 1 ক্যালোরি = 4.1855 জুল।
:



সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের উয়তার মধ্যেসম্পর্কটি লেখো।

> কোনো উন্নতার পাঠ সেলসিয়াসে C এবং ফারেনহাইটে Fহলে উভয়ের মধ্যে সম্পর্ক :
হবে  C       F-32
        --- = -------
        5.         9



 পদার্থের অবস্থান্তর ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন?

>পদার্থের অবস্থান্তর হল ভৌত পরিবর্তন।







বিশুদ্ধ জল ও লবণ জল—এদের মধ্যে কোন্‌টির স্ফুটনাঙ্ক বেশি?
>> লবণ জলের স্ফুটনাঙ্ক বেশি।


 খনির মধ্যে বায়ুমণ্ডলীয় চাপের মান ভূ-পৃষ্ঠের থেকে বেশি। খনিতে জলের স্ফুটনাঙ্ক বাড়বে, না কমবে?
>> খনিতে জলের স্ফুটনাঙ্ক বাড়বে।


0°C তাপমাত্রার 1 গ্রাম জল থেকে 80 ক্যালোরি তাপ বের করে নিলে কী হবে? চূড়ান্ত তাপমাত্রা কত হবে?
> জল বরফে পরিণত হবে।
>> চূড়ান্ত তাপমাত্রা 0°Cই থাকবে।



কোন্ উন্নতায় ফারেনহাইট এবং সেলসিয়াস স্কেলের পাঠ সমান?
» –40°F বা –40°C উন্নতায় ফারেনহাইট ও সেলসিয়াস স্কেলের পাঠ সমান।


 কোনো বস্তুর উন্নতা °C হলে কেলভিন স্কেলে ওই উন্নতা কত?
» কেলভিন স্কেলে ওই উয়তা = ( + 273 ) KI


 কেলভিন স্কেলে 27°C-এর পাঠ কত হবে?
>> কেলভিন স্কেলে ওই উয়তা
= (27+ 273) K = 300K |


 তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে যে তাপ কোনো বস্তুর অবস্থার পরিবর্তন ঘটায় তাকে কী তাপ বলে?
>> লীন তাপ তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থান্তর ঘটায়।



 কোন্ তাপ থার্মোমিটারে পাঠ পরিবর্তন করে না?
>> লীন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না।

 এমন পদার্থের নাম করো যা সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়।
>> কর্পূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথলিন ইত্যাদি কঠিন থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়।


 সকল পদার্থেরই কি নির্দিষ্ট গলনাঙ্ক আছে?
>> সকল পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক নেই।



 পদার্থের গলনাঙ্ক ও হিমাঙ্ক কি একই হয়?
>> বিশুদ্ধ কেলাসের গলনাঙ্ক ও হিমাঙ্ক একই হয়।


 সমস্ত প্রাণীরই কি শরীরের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা আছে?
>> না, কেবল স্তন্যপায়ী প্রাণী ও পাখিদেরই এই ক্ষমতা আছে।




 100°C তাপমাত্রার 1 গ্রাম জলীয় বাষ্প থেকে 537 ক্যালোরি তাপ বের করে নিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে?
> 100°C তাপমাত্রার 1 গ্রাম জলীয় বাষ্প থেকে 537ক্যালোরি তাপ বের করে নিলে ওই জলীয় বাষ্প জলেপরিণত হবে কিন্তু তাপমাত্রা 100°C-ই থাকবে।


0°C উন্নতায় 1 গ্রাম বরফকে ০°C উন্নতায় 1 গ্রাম জলে।পরিণত করতে কত তাপ লাগবে?
>> ৪০ ক্যালোরি তাপ লাগবে।



বায়ুশূন্য স্থানে তরলের স্ফুটনাঙ্ক কীরূপ হয়?
>> বায়ুশূন্য স্থানে বায়ুচাপ শূন্য। কাজেই তরল যে-কোনো উন্নতায় ফুটতে থাকবে।