বাণী ভগত সিং-এর মুল্যবান কথা - Online story

Monday, 6 February 2023

বাণী ভগত সিং-এর মুল্যবান কথা

 ভগত সিং-এর মুল্যবান কথা

★স্বাধীনতা আমাদের জন্মগত অধিকার, আমরা স্বাধীনতার জন্য আমরণ লড়াই করব।
শৃঙ্খল ছিড়তে হবে, প্রতিরোধ ভাঙতে হবে, বাধার প্রাচীর চূর্ণ করতে হবে, তবেই
আমরা আমাদের ঈপ্সিত লক্ষ্যের কাছে পৌঁছাতে পারব।

★এই পৃথিবীতে কোনো কিছুই অজেয় নয়। সব কিছুকে আমরা জয় করতে পারি।
তবে তার জন্য আত্মবিশ্বাস এবং আত্মশক্তি থাকা দরকার। আত্মশক্তি না থাকলে
কোনো জাতি উন্নতি করতে পারে না।


★সামাজিক ভেদাভেদ দূর করতে হবে।

★সাম্যবাদ প্রতিষ্ঠা করতে হবে। সাম্যবাদের
মাধ্যমেই সামাজিক উন্নতি সম্ভব।


★ভারতবর্ষ ঈশ্বরের এক অপূর্ব অবদান। ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতি অনেক হাজার
বছরের পুরোনো। দুঃখের বিষয়, আমরা ভারত সভ্যতার উন্নত দিকগুলি ভুলে যাচ্ছি।

★ব্রিটিশ শাসকের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করতে হবে। সংগ্রামের কোনো বিকল্প
নেই।

★দরকার হলে জীবনের শেষ রক্তবিন্দু উৎসর্গ করে দিতে হবে। তবেই আমরা
ঈপ্সিত পথে পৌঁছোতে পারব।


★স্বাধীনতা সংগ্রামে জাতি-ধর্ম নির্বিশেষে সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে। মনে
রাখতে হবে, এখন সামনে লক্ষ্য একটাই—তা হল ভারতের স্বাধীনতা।সাম্রাজ্যবাদ কা নাশ হো, ইনকিলাব জিন্দাবাদ।



★জনগনের সমর্থন বা প্রশংসা না পেলে একজন বিপ্লবী তাঁর আদর্শ ত্যাগ করবে,
একথা ভাবা নেহাতই মুখার্মি।