সপ্তম শ্রেণীর গণিত নিজে করি ৩.১ অধ্যায় সমাধান। - Online story

Wednesday, 15 February 2023

সপ্তম শ্রেণীর গণিত নিজে করি ৩.১ অধ্যায় সমাধান।

 



নিজে করি ৩.৫ দেখুন
3.2 দেখুন
সপ্তম শ্রেণীর গণিত
নিজে করি ৩.১


নিজে করি-3.1
 

1) নীচের অনুপাতগুলি সমান কিনা দেখি ও চারটি সংখ্যা সমানুপাতী কিনা লিখি:

(a) 7 : 2 এবং 28 : 8
সমাধান-
7 : 2.    =7 : 2
28 : 8= 7 : 2( 2 দিয়ে ভাগ করিয়া)

:. অনুপাতগুলি সমান

প্রথম পদ ×চতুর্থ পদ =
 দ্বিতীয় পদ ×তৃতীয় পদ
7 ×8 = 2 × 28
56 = 56
:.চারটি সংখ্যা সমানুপাতী




, (b) 9 : 7 এবং 18 : 14,
সমাধান:


9 : 7 = 9 : 7
18 : 14 = 9 : 7 (2 দিয়ে ভাগ করিয়া)

:. অনুপাতগুলি সমান

প্রথম পদ ×চতুর্থ পদ =
 দ্বিতীয় পদ ×তৃতীয় পদ
9 ×14 = 7 × 18
126    =  126
:.চারটি সংখ্যা সমানুপাতী


(c) 1.5 : 3 এবং 4.5 : 9,
সমাধান:

                15     30
1.5 : 3 =    ----- :  ----  =15 : 30=1:2
                  10     10



                 45     90
4.5 : 9 =    ----- :  ----  =45 : 90=1:2
                  10     10


 :. অনুপাতগুলি সমান

প্রথম পদ ×চতুর্থ পদ =
 দ্বিতীয় পদ ×তৃতীয় পদ
1.5× 9 = 3 × 4.5
13.5    =  13.5
:.চারটি সংখ্যা সমানুপাতী



(d) 7 : 3 এবং 5 : 2,


সমাধান-
7 : 3.    = 7 : 3
5 : 2= 5 : 2

:. অনুপাতগুলি অসমান

প্রথম পদ ×চতুর্থ পদ =
 দ্বিতীয় পদ ×তৃতীয় পদ
7 ×2 = 3 × 5
14 = 15
:.চারটি সংখ্যা সমানুপাতী নয়।





(e)3ab : 4aq এবং 6b : 8q,


সমাধান-
3ab : 4aq.    =3b : 4q( a দিয়ে ভাগ করিয়া)
6b : 8q= 3b : 8q ( 2 দিয়ে ভাগ করিয়া)

:. অনুপাতগুলি সমান

প্রথম পদ ×চতুর্থ পদ =
 দ্বিতীয় পদ ×তৃতীয় পদ
3ab × 8q = 4aq × 6b
24abq  = 24 abq

 
:.চারটি সংখ্যা সমানুপাতী



(f) 5.2 : 6.5 এবং 4 : 5,

সমাধান:

                  52     65
5.2 : 6.5    ----- :  ----  =52 : 65= 4 : 5
                  10     10

4 : 5 = 4 : 5

 :. অনুপাতগুলি সমান

প্রথম পদ ×চতুর্থ পদ =
 দ্বিতীয় পদ ×তৃতীয় পদ
5.2 × 5 = 6.5 × 4
26.0   =  26.0
26 = 26
:.চারটি সংখ্যা সমানুপাতী

(g) 3y: 7y এবং 12p : 28p,

সমাধান-
3y : 7y.    = 3 : 7(y  দিয়ে ভাগ করিয়া)

12p : 28p = 3 : 7(4p  দিয়ে ভাগ করিয়া)

:. অনুপাতগুলি সমান

প্রথম পদ ×চতুর্থ পদ =
 দ্বিতীয় পদ ×তৃতীয় পদ
3y × 28p = 7y ×12p
84yp = 84yp
:.চারটি সংখ্যা সমানুপাতী




(h) 5pq : 7pr এবং 15s : 21q [যেখানে a, q, y, p, rশূন্য নয়]

সমাধান-
5pq : 7pr.    = 5q : 7r(p  দিয়ে ভাগ করিয়া)

15s : 21p = 3s : 7p(4p  দিয়ে ভাগ করিয়া)

:. অনুপাতগুলি অসমান

প্রথম পদ ×চতুর্থ পদ =
 দ্বিতীয় পদ ×তৃতীয় পদ
5pq × 21q = 7pr ×15s
105pq² = 105 prs
:.চারটি সংখ্যা সমানুপাতী নয়।


2)একটি আয়তাকার চিত্রের দৈর্ঘ্য 10 সেমি. এবং প্রস্থ 6 সেমি.। চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ 2 সেমি. বাড়ানো হলো। আয়তাকার চিত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ একই অনুপাত থাকবে কিনা দেখি।
সমাধান;-
আয়তাকার চিত্রের দৈর্ঘ্য  :  প্রস্থ
                           =10 সেমি : 6 সেমি
                           = 10 : 6
                             =5 : 3

2 সেমি বাড়ানো হলে, এখন চিত্রটির
  আয়তাকার চিত্রের দৈর্ঘ্য  :  প্রস্থ
                    =(10 +2)সেমি : (6 +2)সেমি
                           = 12সেমি :  8 সেমি
                                =12 :  8
                                = 3 :   2
পূর্বের চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এবং পরিবর্তিত চিত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত আলাদা।




3) পরাণবাবু 500 গ্রাম চিনি 17.50 টাকায় কিনলেন এবং দীপেনবাবু 2 কিগ্রা. চিনি 70 টাকায় কিনলেন। চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে কিনা দেখি।

(2 কিগ্ৰা =) 2000 গ্ৰাম।

 চিনির পরিমাণের অনুপাত
পরাণবাবু :  দীপেনবাবুর
            500 : 2000
               = 5: 20
                 = 1:4
চিনির দামের অনুপাত
পরাণবাবুর  : দীপেনবাবু
        = 17.50 : 70
          17.50     70×100
      = ---------  :  -----------
             100         100
          1750       7000
      = ---------  :  -----------
             100         100
        
       =   1750   :    7000

      = 175  :  700
      = 35.    140
      = 5.    :. 20
     =. 1 :. 4
চিনির পরিমাণের অনুপাত = চিনির দামের অনুপাত
: চিনির পরিমাণ ও দাম সমানুপাতে আছে।




4) ফাঁকা ঘর পূরণ করি:

(i) 5 : 7 :: :25 : ---

.5 : 7:: 25: x
5x =25×7
      25×7
x = -------
        5
বা,x = 35

উত্তর- 5: 7:: 25: [35




(ii) 6 : 7 : : --- : 35
  6 :7:: :x : 35


 6 × 35  =7 × x
   বা7 x =  6 × 35  

         6 × 35
বা,x = -------
           7
বা,x = 30

উত্তর- 5: 7:: [30]: 35


(iii) 21:28::: 3: ---

 21:28::: 3: : x

21x =28 × 3
      28 × 3
x = -------
        21
বা,x = 4

উত্তর-  21:28::: 3: [4]


(iv) 9 : 24 :: -- : 8

9 : 24 :: x : 8
9 × 8  =24 × x
 
  বা,24x =  9 × 8

         9 × 8
বা,x = -------
           24
বা,x = 3

উত্তর- 9 : 24 :: [3] : 8

 পরের অধ্যায়ের উত্তরগুলি দেখুন