সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিঞ্জান প্রথম অধ‍্যায়(তাপ) বড়ো প্রশ্নের উত্তর - Online story

Thursday, 2 February 2023

সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিঞ্জান প্রথম অধ‍্যায়(তাপ) বড়ো প্রশ্নের উত্তর

 




সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিঞ্জান
প্রথম অধ‍্যায়(তাপ) বড়ো প্রশ্নের উত্তর

প্রশ্ন-তাপ গ্রহণ বা বর্জন করলে কোনো পদার্থের অণুতে কী পরিবর্তন লক্ষ করা যায়?
»তাপ গ্রহণ করলে পদার্থের অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায় ফলে অণুগুলির বেগ বৃদ্ধি পায় এবং আন্তরাণবিক ব্যবধান বেড়ে যায়। তাপ বর্জনে অণুগুলির গতিশক্তি হ্রাস পায় ফলে ওদের বেগ এবং আন্তরাণবিক ব্যবধান কমে যায়।



প্রশ্ন- ডাক্তারি থার্মোমিটার ফুটন্ত জলে পরিষ্কার করা উচিত নয় কেন?
>> ফুটন্ত জলের তাপমাত্রা 212°F বা 100°C। কিন্তু ডাক্তারি থার্মোমিটারে সর্বোচ্চ 110°F বা 42°C পর্যন্ত তাপমাত্রা মাপা যায়। এর থেকে বেশি তাপমাত্রার জলে থার্মোমিটারের কুণ্ডটিকে ডোবালে পারদ অনেক বেশি প্রসারিত হবে এবং নলের দেয়ালে চাপ দেবে। তাপমাত্রা খুব বেশি হলে থার্মোমিটারের নলটি ফেটে যায়। তার ফলে পারদ চারিদিকে ছিটকে পড়ে।

প্রশ্ন-ডাক্তারি থার্মোমিটারের নলের একটু অংশ সরু করে রাখা হয় কেন?
>> ডাক্তারি থার্মোমিটারে কুণ্ডের ঠিক ওপরে নলটিকে একটু সরু করে রাখা হয়, দেহের সংস্পর্শে পারদের তাপমাত্রা বৃদ্ধি পেলে কুণ্ডের পারদ আয়তনে, প্রসারিত হয়ে সরু অঞ্চলের বাধা পেরিয়ে নলের মধ্যে চলে যায় দেহের বাইরে আনার সময় পারদের তাপমাত্রা হ্রাস পেলেও পারদ আর ওই সরু অঞ্চল পেরিয়ে কুণ্ডে ফিরে আসতে পারে না। ফলে দেহের তাপমাত্রা সঠিকভাবে জানা যায়।


প্রশ্ন-আপেক্ষিক তাপ কী? তামার আপেক্ষিক তাপ 0.09 cal/(g . °C) বলতে কী বোঝ?

উত্তর-
একক ভরের কোনো বস্তুর 1°C তাপমাত্রা বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন তাকেই ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে

তামার আপেক্ষিক তাপ 0.09 cal/(g. °C) বলতেবোঝা যায় যে 1g তামার 1°C তাপমাত্রা বৃদ্ধি করতে0.09 cal তাপ লাগবে।

প্রশ্ন-বরফ গলনের লীন তাপ ৪০ ক্যালোরি/গ্রাম বলতে কীবোঝ?

উত্তর- বরফ গলনের লীন তাপ ৪০ ক্যালোরি/গ্রাম বলতে বোঝায় যে 0°C তাপমাত্রার । গ্রাম বরফকে সম্পূর্ণরূপে 0°C তাপমাত্রার জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হবে।


প্রশ্ন-বরফ গলনের লীনতাপ 336 কিলোজুল/কেজি বলতে কী বোঝ?
উত্তর-বরফ গলনের লীনতাপ 336 কিলোজুল/কেজি বলতে বোঝায়, যে 0°C তাপমাত্রার 1 কেজি বরফকে সম্পূর্ণরূপে 0°C তাপমাত্রার জলে পরিণত করতে হলে ওই বরফে 336 কিলোজুল তাপ দিতে হবে।


প্রশ্ন-জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি/গ্রাম বলতে কী বোঝ?

উত্তর-জলের বাষ্পীভবনের লীন তাপ 537 ক্যালোরি/গ্রাম বলতে বোঝায় যে 100°C-এর 1 গ্রাম জলকে সম্পূর্ণরূপে বাষ্পে পরিণত করতে হলে ওই জলে 537ক্যালোরি তাপ দিতে হয়।



প্রশ্ন- ডাক্তারি থার্মোমিটারে কোন্ দাগে একটি তিরচিহ্ন দেওয়া থাকে ও কেন?
 উত্তর-ডাক্তারি থার্মোমিটারে 98.4°F-এর কাছে একটি দাগ দেওয়া থাকে।
>> কারণ 98.4°F উম্মতাটি সুস্থ, স্বাভাবিক মানুষের দেহের তাপমাত্রা চিহ্নিত করে।


প্রশ্ন-লীন তাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না ?
উত্তর- লীন তাপ গ্রহণ বা বর্জনে পদার্থের উন্নতার কোনো পরিবর্তন হয় না। তাই লীন তাপ থার্মোমিটারের পাঠের কোনো পরিবর্তন করে না।

প্রশ্ন- কোনো বস্তুকে ঠান্ডা করার জন্য কোন্‌টি বেশি কার্যকরী—0°C-এর বরফ না 0°C-এর জল?
»উত্তর- 0°C-এর বরফ বেশি কার্যকরী। কারণ, দুটিই 0°Cতাপমাত্রায় থাকলেও বরফের গলনের জন্য প্রয়োজনীয় লীন তাপ ওই বস্তু থেকে গৃহীত হয়।


প্রশ্ন- পরিবেশের তাপমাত্রা খুব কমে গেলে আমাদের শরীর কীভাবে মানিয়ে নেয়?
উত্তর- যখন খুব ঠান্ডা পড়ে, তখন আমরা শীতে কাঁপি। এর ফলে মাংসপেশির মধ্যে অবস্থিত গ্লাইকোজেন অণু বিশ্লিষ্ট হয় এবং কার্বন ডাইঅক্সাইড, জল ও তাপ উৎপন্ন হয়। এই তাপ শরীরের তাপমাত্রা বজায় রাখে।



প্রশ্ন- পরিবেশের তাপমাত্রা খুব বেড়ে গেলে আমাদের শরীর কীভাবে তার সঙ্গে মানিয়ে নেয়?
উত্তর- যখন খুব গরম পড়ে তখন আমাদের ঘাম হয়, যা বাইরের পরিবেশে বাষ্পীভূত হয় এবং শরীর থেকে প্রয়োজনীয় লীন তাপ গ্রহণ করে আমাদের শরীরকে ঠান্ডা করে।


 প্রশ্ন-সূর্য থেকে আসা তাপশক্তি কীভাবে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করে?

উত্তর-তাপের জন্যই পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রিত হয়। সূর্য থেকে আসা তাপ পৃথিবীর চারপাশের বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে
তোলে। এর ফলে উত্তপ্ত হালকা বায়ু ওপরের দিকে ওঠেএবং শীতল, ভারী বায়ু নীচের দিকে নেমে আসে এবং একটি পরিচলন স্রোতের সৃষ্টি হয়। এর ফলে বায়ুপ্রবাহ তৈরি হয়। এই বায়ুপ্রবাহ এবং সমুদ্রস্রোতের সমবায়ে
পৃথিবীর বিভিন্ন অংশে তাপ সঞ্চালিত হয় ও জলবায়ু নিয়ন্ত্রিত হয়।


প্রশ্ন-গরিষ্ঠ থার্মোমিটার কী? একটি উদাহরণ দাও।

>উত্তর- যে থার্মোমিটারে কেবল সর্বোচ্চ তাপমাত্রা মাপা যায়।তাকে গরিষ্ঠ থার্মোমিটার বলে।

ডাক্তারি থার্মোমিটারএকটি গরিষ্ঠ থার্মোমিটার।

প্রশ্ন-থার্মোমিটারকে সুবেদী করতে হলে কী করা দরকার?
 

উত্তর- থার্মোমিটারকে সুবেদী করতে হলে— কুণ্ডের আয়তন বেশি হওয়া দরকার, ও নলের রন্ধ্র সর্বত্র সমান ব্যাসের ও খুব সরু হওয়া দরকার, 3 তরলের আয়তন প্রসারণ বেশি
হওয়া দরকার।


প্রশ্ন-থার্মোমিটারকে দ্রুত ক্রিয়াশীল কী করে করা যায়?
•উত্তর- থার্মোমিটারকে দ্রুত ক্রিয়াশীল করতে হলে— কুণ্ডের আয়তন কম হওয়া দরকার, 2 কুণ্ডের কাচটি পাতলা হওয়া দরকার, 3 কুণ্ডটি চোঙাকৃতি হওয়া দরকার এবং 4 থার্মোমিটারের তরলটি এমন হওয়া উচিত যে সেটি পরীক্ষাধীন বস্তু থেকে দ্রুত তাপ গ্রহণ করে।


প্রশ্ন-থার্মোমিটারের সুবেদিতা বলতে কী বোঝ ? 

উত্তর-থার্মোমিটারের যে ধর্মের জন্য খুব সামান্য তাপমাত্রার পার্থক্যও খুব সূক্ষ্ম ভাবে মাপা যায় তাকে থার্মোমিটারের সুবেদিতা বলে।