বাণী- আব্রাহাম লিঙ্কনের মুল্যবান কথা• - Online story

Thursday 2 February 2023

বাণী- আব্রাহাম লিঙ্কনের মুল্যবান কথা•

 





   বাণী- আব্রাহাম লিঙ্কনের মুল্যবান কথা•


★সমস্ত মানুষের স্বাধীন চিন্তা করার অধিকার আছে। আমরা কেউই তার ওই অধিকার কেড়ে নিতে পারি না



★পৃথিবীর সব মানুষের মধ্যে সহমর্মিতা বজায় থাকবে। একজন অন্যজনের ওপর অন্যায় অত্যাচার করতে পারবে না।


★জনগণের সরকার জনগণদ্বারা এবং জনগণের জন্যেই চালিত হওয়া উচিত।

★পৃথিবীতে একজন মানুষ স্বাধীন সত্তা নিয়ে বেঁচে থাকবে। তাকে কেন আমরা ক্রীতদাস
হিসাবে পরিগণিত করব?




★ধনী এবং দরিদ্রের মধ্যে বিভাজন রেখাটি অবিলম্বে মুছে দেওয়া দরকার। নাহলে পৃথিবীতে কখনো শান্তি আসবে না


★অকারণে পররাজ্য লোভী হওয়া উচিত নয়। যদি যুদ্ধ করতেই হয়, তাহলে প্রয়োজন ছাড়া করা উচিত নয়।

★আগামী দিনের ইতিহাস রচিত হলে সাধারণ মানুষের পরিশ্রমের দ্বারা। সাধারণ মানুষদের আমরা কখনো সমাজের মূল স্রোত থেকে বিচ্ছিন্ন করতে পারব না।



★যদি কেউ প্রশ্ন করে আমি কী হিসাবে আপনাদের কাছে বেঁচে থাকব? আমি বলব, একজন সাধারণ মানুষ হিসাবে। এই প্রেসিডেন্টের মুকুট আমার মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে, এই মুকুট না থাকলেও আমি লিঙ্কন হিসাবেই থাকব।




★Government of the People by the people and for the people.

★কখনো কোনো মানুষের প্রতি অন্যায় অত্যাচার করা উচিত নয়। মনে রাখতে হবে,যে কোনো সময় দাবার চাল উলটে যেতে পারে।

★বিরোধী পক্ষকে উপযুক্ত মর্যাদা দিতেই হবে। গণতন্ত্রের প্রতি তার মস্ত বড়ো স্থান আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অধিকাংশ ক্ষেত্রে এই আপ্ত বাক্যটি ভুলে যাই।


★প্রাকৃতিক বিপর্যয় দেখা দিলে ঠাণ্ডা মাথায় মোকাবিলা করা দরকার। মনে রাখতে হবে প্রাকৃতিক বিপর্যয় চিরস্থায়ী হয় না।



★হেরে গেলেও কখনও পালিয়ে যাবে না। একবার কেন, কোনও কাজে যদি তুমি একশবারও হেরে যাও, তা হলেও পিছু হটে যেও না। তোমার আকাঙ্ক্ষিত বস্তু
বা লক্ষ্যের পিছনে ধাওয়া করে যাও। জয় তোমার হবেই।

★If slavery is not wrong. nothing is wrong.




★নারী এবং শিশুদের আলাদাভাবে রক্ষা করা দরকার। কারণ তারাই হল এই সমাজের
সুগন্ধিত পুষ্প।


★যৌবন জীবনের সর্বশ্রেষ্ঠ সময়। যৌবনকে কখনো অবহেলা করতে নেই।


★পড়াশোনার প্রতি তীব্র আকাঙ্খা না থাকলে মানুষ জীবনে উন্নতি সাধন করতে পারবে না। অভিভাবকদের উচিত শিশুদের এই ব্যাপারে আরও উৎসাহ দেওয়া।


★যে ভাবে তুমি শুরু করবে, শিশু সে ভাবই বহন করবে... মনুষ্যত্বের ভাগ্য তার হাতে।


★Just as I would not like to be a slave so I would not like to be
a master.


★আমি যেমন ক্রীতদাস হতে চাই না, তেমনই আমি তার মালিক হতেও চাই না।


★স্বপ্ন দেখার অধিকার সকলের থাকা উচিত, বলা তো যায় না, কোনো একটি স্বপ্ন কখনো হয়তো সফল হয়ে যাবে।

★নিরোগ শরীর না থাকলে মানুষ কোনো কাজ করতে পারে না। নিরোগ শরীর রাখার
জন্য নিয়মিত ব্যায়াম চর্চা করা উচিত।