নবম শ্রেণী ইতিহাস (দ্বিতীয় অধ্যায) বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সম্রাজ্য ও জাতীয়তাবাদ - Online story

Wednesday 22 February 2023

নবম শ্রেণী ইতিহাস (দ্বিতীয় অধ্যায) বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সম্রাজ্য ও জাতীয়তাবাদ

 


  "ব‍্যোমযাত্রীর ডায়রি" প্রশ্নের উত্তর দেখুন

 

ভূগোল প্রথম অধ্যায় অনুশীলন প্রশ্নের উত্তর দেখুন
              নবম শ্রেণী
ইতিহাস (দ্বিতীয় অধ্যায)

 বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সম্রাজ্য ও জাতীয়তাবাদ
 

 ইতিহাস তৃতীয় অধ্যায়ের অনুশীলন প্রশ্নের উত্তর দেখুন

 

ভৌত বিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীলন দেখুন

বিভাগ ক বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো ।
১. ডাইরেক্টরি নামে নতুন প্রজাতন্ত্রী শাসন শুরু হয়েছিল—

A ইংল্যান্ডে
© ইটালিতে
B ফ্রান্সে
© রাশিয়ায়

B ফ্রান্সে

২. দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত হন—
A নেপোলিয়ন।
® বিসমার্ক
© মেটারনিক
© হিটলার

A নেপোলিয়ন




৩. ‘কোড নেপোলিয়ন'-এ স্থান পায়—
® ১৮১টি উক্তি
© ১২৮১টি উক্তি
® ২৮১টি উক্তি
© ২২৮১টি উক্তি

© ২২৮১টি উক্তি


বিভাগ খ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি
 একটি বাক্যে উত্তর দাও।



১. ডাইরেক্টরি কী?

উত্তর ফ্রান্সের দুই কক্ষ বিশিষ্ট পাঁচজন ডাইরেক্টর কে নিয়ে যে আইনসভা গঠিত হয়েছিল ‌তাকে ডাইরেক্টরি বলে।

 ২. কে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত
হন?


উত্তর-নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান নামে অভিহিত
হন?



 ৩. ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ কী ছিল?

উত্তর-ফরাসি বিপ্লবের তিনটি মূল আদর্শ ছিল স্বাধীনতার, সাম্যও মৈত্রী।


৪. নেপোলিয়ন কোন্ কোন্ রাজ্যাংশ নিয়ে ‘কিংডম অব ওয়েস্টফেলিয়া’ গঠন করেন?

উত্তর-নেপোলিয়ন হ‍্যানোভার, ব্রান্সউইক , হেসে রাজ্যাংশ নিয়ে ‘কিংডম অব ওয়েস্টফেলিয়া’ গঠন করেন।


 ৫. কোন্ সন্ধির মাধ্যমে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়?

উত্তর- "ফনটেনব্ল‍্য সন্ধি"র মাধ্যমে নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়‌।


 ৬. কোন রাজবংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডস-এর সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়?

উত্তর-অরেঞ্জ রাজবংশের অধীনে বেলজিয়ামকে নেদারল্যান্ডস-এর সঙ্গে যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

৭. কার সঙ্গে নেপোলিয়ন ফনটেন ব্ল্যু চুক্তি স্বাক্ষর করেন?

উত্তর-স্পেনের রাজা চতুর্থ চার্লসের সঙ্গে নেপোলিয়ন ফনটেন ব্ল্যু চুক্তি স্বাক্ষর করেন।


ঠিক বা ভুল নির্ণয় করো।
১. ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, স্বাধীনতা ও মৈত্রী।

উত্তর-ঠিক

২. ১১টি ক্ষুদ্র জার্মান রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ গঠিত হয়।
ভুল (ঠিক উত্তর হবে১৬)


৩. ডাইরেক্টরির আমলে সিসঅ্যলপাইন প্রজাতন্ত্রের পরে নাম হয় ইটালি প্রজাতন্ত্র।

উত্তর-ঠিক


৪. মহাদেশীয় অবরোধ ব্যবস্থা জারি করেন নেপোলিয়ন বোনাপার্ট।


উত্তর-ঠিক

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’স্তম্ভ মেলাও।
১.↑ ভাদেমিয়ার ঘটনা A কনফেডারেশন অব
                                   রাইন
2.রাইন রাষ্ট্রসংঘ।       B সামরিক চক্র
3 জুন্টা                     C পূর্বতন ব্যবস্থা
4 অঁসিয়া রেজিম       D অক্টোবরের ঘটনা





উত্তর-
১.↑ ভাদেমিয়ার ঘটনা D অক্টোবরের ঘটনা
2.রাইন রাষ্ট্রসংঘ।       A কনফেডারেশন অব
                                    রাইন
3 জুন্টা                     B সামরিক চক্র
4 অঁসিয়া রেজিম       C পূর্বতন ব্যবস্থা



1. লিপজিগের যুদ্ধ.  A রুশ যুদ্ধনীতি
2 গ্র্যান্ড ডাচি অব ওয়ারশ B ফরাসি বাহিনী
3 পোড়ামাটি নীতি.      C.জাতিসমূহের যুদ্ধ
4 গ্র্যান্ড আর্মি.        D প্রাশিয়াভুক্ত পোল্যান্ড


উত্তর-
1. লিপজিগের যুদ্ধ. C.জাতিসমূহের যুদ্ধ
2 গ্র্যান্ড ডাচি অব ওয়ারশ  D প্রাশিয়াভুক্ত
                                     পোল্যান্ড
3 পোড়ামাটি নীতি.       A রুশ যুদ্ধনীতি
4 গ্র্যান্ড আর্মি.     B ফরাসি বাহিনী  


প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো।
১. ব্যাডেন-নেপোলিয়ন কর্তৃক গঠিত ‘রাইন রাষ্ট্রসংঘ’-এর অন্তর্গত একটি ক্ষুদ্র রাষ্ট্র।



২. আইবেরিয় উপদ্বীপ—যেখানে
ব্রিটিশ শক্তির বিরুদ্ধে নেপোলিয়ন যুদ্ধে জড়িয়ে পড়েন।
৩. সেন্ট হেলেনা দ্বীপ—নেপোলিয়ন যেখানে তাঁর শেষ জীবন অতিবাহিত করেন।

৪. ওয়াটারলু—যেখানে
নেপোলিয়ন তাঁর জীবনের শেষ যুদ্ধে অংশগ্রহণ করেন।


শূন্যস্থান পূরণ করো।
১. নেপোলিয়ন-----দেশকে ‘গ্র্যান্ড ডাচি অব ওয়ারশ’- তে পরিণত করেন।
উত্তর-পোল‍্যাণ্ড।

২. নেপোলিয়ন সুইটজারল্যান্ডে
হেলভেটিক প্রজাতন্ত্রের স্থলে গঠন করেন-----

উত্তর- সুইস্ কনফেডারেশন।

৩. নেপোলিয়ন----দেশের রাজা ষষ্ঠ চার্লসের সঙ্গে ফনটেন ব্ল্যু চুক্তি স্বাক্ষর করেন।

উত্তর-স্পেনের




নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি
নির্বাচন করো।
১. বিবৃতি: ফ্রান্সে ডাইরেক্টরি নামে নতুন প্রজাতান্ত্রিক শাসন ফরাসিবাসীর মোহভঙ্গ ঘটায়।
ব্যাখ্যা: (ক) এই শাসন প্রজাদের স্বাধীনতা ও অধিকার রক্ষায় ব্যর্থ হয়। (খ) প্রজাতান্ত্রিক শাসন সমাজতান্ত্রিক শাসনে রূপান্তরিত হয়।
 (গ) এই শাসনব্যবস্থা অচিরেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে।

উত্তর- (গ) এই শাসনব্যবস্থা অচিরেই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে।
 

২. বিবৃতি: কোড নেপোলিয়ন প্রবর্তনের পর ফ্রান্সের আইনগুলি অনেক সহজসরল হয়ে ওঠে।.
ব্যাখ্যা : (ক) কোড নেপোলিয়নের মাধ্যমে দেশের উত্তর ও
দক্ষিণ প্রান্তের আইনগুলির মধ্যে সামঞ্জস্য ও ঐক্য রক্ষা করা
হয়। (খ) আইনসংহিতার বিধিগুলি অনেক সহজসরলভাবে
তৈরি করা হয়। (গ) দণ্ড নির্ধারণ বা বিচারব্যবস্থার ক্ষেত্রে
দ্রুত সিদ্ধান্ত নেওয়া শুরু হয়।
 
উত্তর-
(ক) কোড নেপোলিয়নের মাধ্যমে দেশের উত্তর ও দক্ষিণ প্রান্তের আইনগুলির মধ্যে সামঞ্জস্য ও ঐক্য রক্ষা করা।

 

৩. বিবৃতি: নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা প্রবর্তন
করেন।


 

ব্যাখ্যা : (ক) মহাদেশ জুড়ে ফরাসি শাসন ক্রমশই দুর্বল হয়ে পড়ছিল। (খ) ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ফ্রান্স
ক্রমশই পিছিয়ে পড়ছিল।
(গ) ইংল্যান্ড, জার্মানি ও ইটালি এই তিন মহাদেশীয় শক্তিফ্রান্স আক্রমণের প্রস্তুতি শুরু করেছিল।
উত্তর-

(খ) ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় ফ্রান্স
ক্রমশই পিছিয়ে পড়ছিল।
য়তাবাদ


বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলি
২-৩টি বাক্যে উত্তর দাও।
১. কোড নেপোলিয়ন বলতে
কী বোঝ? 

 উত্তর-কোড নেপোলিয়ান
নেপোলিয়নের অন্যতম সংস্কারমূলক কাজের দৃষ্টান্ত ছিল কোড নেপোলিয়ান প্রবর্তন। বিপ্লবের পরবর্তীতে ফ্রান্সে কোনো সাধারণ আইন ছিল না। সমগ্র দেশে প্রায় চারশোটি আইনবিধি প্রচলিত ছিল। ফ্রান্সের উত্তরাংশব্যাপী প্রথাগত আইন এবং দক্ষিণাংশব্যাপী রোমান আইন প্রচলিত ছিল। এ ছাড়াও বিভিন্ন প্রদেশে রাজকীয়, যাজকীয় ও সামন্ত আইন প্রচলিত ছিল। নেপোলিয়ান এই জটিলতার অবসান ঘটিয়ে সমগ্র দেশে সামঞ্জস্যপূর্ণ আইন প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেন। চার বছরব্যাপী প্রায় ৪4টি অধিবেশনে আলোচনার পর 1804 খ্রিস্টাব্দে আইন-সংহিতা সংকলিত হয়। যা ‘কোড নেপোলিয়ান' নামে খ্যাত।
কোড নেপোলিয়ানে মোট 2287টি ধারা ছিল। এর তিনটি অংশ ছিল—দেওয়ানি কোড, ফৌজদারি কোড এবং বাণিজ্যিক কোড।

২. কোড নেপোলিয়নের গুরুত্ব লেখো।

ঊত্তর- কোড নেপোলিয়ান ছিল বিভিন্ন নীতি ওদৃষ্টিভঙ্গির একটি সমন্বয়, যার মধ্যে বিপ্লবী ধ্যানধারণার স্পষ্ট ছাপ লক্ষণীয়। আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় সহিষ্বতা, উত্তরাধিকার ক্ষেত্রে সমানাধিকার, সামন্ততান্ত্রিক বিশেষ সুবিধার উচ্ছেদ, প্রতিভার স্বাভাবিক স্ফুরণের
সুযোগ—প্রভৃতি বিপ্লবের মুখ্য ফসলগুলি এই সুসংবদ্ধ আইনবিধিতে স্থান পায়। তবে অনেকে মনে করেন এই আইনবিধির দ্বারা পুরাতনতন্ত্রের যুগের রোমান আইনের ন্যায় আইন চালু হওয়ায় সমাজে স্থিতি আসলেও, এর ফলে প্রগতিশীল পরিবর্তনের পথ বন্ধ হয়ে যায়। নেপোলিয়ানের কর্তৃত্ব দৃঢ় হলেও বিপ্লবের স্রোত রুদ্ধ হয়। বিপ্লবের
উত্তরাধিকার এই আইনবিধিতে বেশিরভাগ ক্ষেত্রে রক্ষা করা হয়নি। তথাপি কোড নেপোলিয়ান ইউরোপে স্বীকৃতি পায়।

 ৩. নেপোলিয়ন নিজের বংশের
সদস্যদের কোথায় কোথায় শাসক পদে বসান? 

 উত্তর-নির্বাচিত আধিকারিকদের জায়গায় তিনি বিজিত দেশগুলিতে নিজের পছন্দমতো আধিকারিকদের নিয়োগ করেন।
তাঁর নির্দেশেই ইটালিতে সৎ পুত্র ইউজিন, জার্মানিতে ভাই জেরোম, স্পেনে আর- এক ভাই জোসেফ, নেদারল্যান্ডসে আর-এক ভাই লুসিয়ান, নেপল্স-এ ভগ্নিপতি মিউরাহ্ শাসন ক্ষমতায় বসেন।

৪. চতুর্থ শক্তিজোট কীভাবে গঠিত হয়? 

উত্তর- নেপোলিয়নীয় সাম্রাজ্যের অর্থ ছিল ইউরোপে বিপ্লবের সম্প্রসারণ। তিনি দম্ভ সহকারে বলেছিলেন" আমি বিপ্লব"। পরের দিকে তিনি স্বৈরাচারী হয়ে ওঠায়, ইউরোপে মানুষের শ্রদ্ধা ও আস্থা হারান। এবং তার সাম্রাজ্যবাদী ভাবমূর্তি স্পষ্ট হয়ে ওঠে। প্রতিক্রিয়াস্বরূপ ইউরোপের মানুষের মধে জাতীয়তাবাদের উন্মেষ ঘটে। তারা নেপোলিয়নের
স্বৈরাচার ও অত্যাচারের বিরুদ্ধে সবর হয়। নেপোলিয়নের সাম্রাজ্যবাদের সুবাদে জার্মানি,ইটালি, স্পেন ওপোল্যান্ডের
মতো ইউরোপীয় দেশগুলিতে
জাতীয়তাবাদী আদর্শের পূর্ণ বিকাশ ঘটে। এবং চতুর্থ শক্তি গড়ে ওঠে।

৫. রাইন রাষ্ট্রসংঘ বা
কনফেডারেশন অব রাইন কী? 

উত্তর- নেপোলিয়ন সম্ভবত
নিজের অজান্তেই জার্মান
জাতীয়তাবাদের উত্থানের
পথ তৈরি করে দেন। তিনি
পবিত্র রোমান সাম্রাজ্যের
অবসান ঘটান (১৮০৬ খ্রি.)। উরটেমবার্গ, ব্যাডেন, ব্যাভারিয়া, হেসে-ডার্মস্টাডসহ ১৬টি ক্ষুদ্র জার্মান নেপোলিয়ন ‘রাইন রাষ্ট্রসংঘ’ (Confederation of Rhine) গড়ে তোলেন। পুরোনো আইন ও বিচার  করে পশ্চিম জার্মানিতে কোড নেপোলিয়ন চালু হয়

 

৬. লিপজিগের যুদ্ধকে
জাতিসমূহের যুদ্ধ বলা হয় কেন? 

উত্তর-লিপজিগের  যুদ্ধে নেপোলিয়নের বিরুদ্ধে মিলিতভাবে ১৩ টি  জাতি যোগদান করেছিল। তাই লিপজিগের যুদ্ধকে
জাতিসমূহের যুদ্ধ বলা হয় । 

৭. কী কারণে নেপোলিয়ন
স্পেনের দখল নিতে উদ্যত হন?

 উত্তর-পর্তুগাল দখলের সময় নেপোলিয়ন গভয়কে দক্ষিণ পোর্তুপাল দামের প্রতিশ্রুতি দেন। বিনিময়ে গডয় নেপোলিয়নকে চিনির তরফ থেকে সাহায্য করার আশ্বাস দেন। এতে স্পেনের যুবরাজ সপ্তম ফার্দিনান্দ এর সন্দেহ হয়। যে চার্লসের মৃত্যুর পর গডয় স্পেনের সিংহাসন দখলের ষড়যন্ত্র করছেন। তাই ফ্যামিনাঙ্গ স্পেনের সিংহাসনে নিজের কর্তৃত্ব সুনিশ্চিত করার জন্য
নেপোলিয়নের কাছে সাহায্য প্রার্থনা করেন। এই সুযোগে নেপোলিয়ন স্পেন দখলের পরি কল্পনা নেন।

 

 ৮. পোড়ামাটি নীতি বলতে
কী বোঝ?
উত্তর-
ফরাসি সেনাদল রাশিয়ার ভেতর প্রবেশ করলে রুশ সেনারা পিছিয়ে যেতে থাকে। সেনারা যোগাযোগের মাধ্যম তথা রাস্তাঘাট ও সেতুগুলি ধ্বংস করে দেয়। রুশ কৃষকরা শস্যাগার, শস্যক্ষেত্রে গুলিতে আগুন লাগিয়ে দেয়। ও পানীয় জলে বিষ মিশিয়ে দেয়, যাতে নেপোলিয়নের সেনারা খাদ্য ও জল থেেকে বঞ্চিত হয়। এভাবে শস্য পুড়িয়ে খাদ্য সরবরাহ ব্যবস্থাকে নষ্ট করে দেওয়ার রীতি ‘পোড়ামাটি নীতি’ নামে পরিচিত।

বিভাগ ঘ বিশ্লেষণধর্মী প্রশ্নাবলি
৭-৮টি বাক্যে উত্তর দাও।
১. টীকা—কোড
নেপোলিয়ন। 

উত্তর আগে দেওয়া হয়েছে

২. নেপোলিয়নীয় সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত সংক্ষেপে আলোচনা করো। 

 উত্তর-ফরাসি বিপ্লবের আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। এই বিপ্লব
সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সুদূরপ্রসারী পরিবর্তন এনেছিল।
সামাজিক ক্ষেত্রে বিপ্লবের লক্ষ্য ছিল সাম্য প্রতিষ্ঠা। প্রথম দুই সম্প্রদায়ের
(যাজক ও অভিজাত) বিশেষ অধিকারের বিলোপসাধন করেছে এই
বিপ্লব। বংশগৌরবকে অগ্রাহ্য করে, যোগ্যতা ও দক্ষতাকেই পদলাভের
একমাত্র মাপকাঠি হিসেবে প্রতিষ্ঠা করেছিল বিপ্লবী সংবিধান সভা।
অন্যদিকে এই বিপ্লবের ফলে রাজনৈতিক ক্ষেত্রে রাজার একচ্ছত্র
স্বৈরাচারী ক্ষমতার অবসান ঘটিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে
শাসনভার ন্যস্ত হয়। নেপোলিয়ান শাসনতান্ত্রিক ক্ষেত্রে সাম্য ও মৈত্রীর
আদর্শকে গ্রহণ করলেও স্বাধীনতার আদর্শকে মেনে নেননি। প্রথম কনসাল হিসেবে সকল ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত রেখে তিনি গণতন্ত্রকে অস্বীকার করেন। অস্ট্রিয়া, রাশিয়া ও প্রাশিয়াকে পরাজিত করে বিশাল সাম্রাজ্য গঠন করেন। ফলে ফরাসি বিপ্লবের যেসকল আদর্শকে কেন্দ্ৰ করে তিনি ক্ষমতায় উত্তরণ ঘটান, তাঁর সাম্রাজ্যিক কার্যকলাপ সেইসকল
আদর্শের সঙ্গেই বিরোধ সৃষ্টি করেছিল। রাজনৈতিকভাবে তিনি ক্রমশ স্বৈরাচারী বুরবোঁ রাজাদেরই উত্তরাধিকারী হয়ে ওঠেন। মানুষের ভোটে নির্বাচিত সংস্থাগুলির ওপর ভরসা না করে, তিনি রাজকর্মচারীদের
মাধ্যমেই শাসন চালাতে থাকেন। প্রিফেক্ট এবং সাবপ্রিফেক্ট নামে পরিচিত এই রাজকর্মচারীরা ছিলেন নেপোলিয়ানেরই অনুগত। এইভাবে তিনি শাসনব্যবস্থায় বিপ্লবী আমলের বিকেন্দ্রীকরণের পরিবর্তে বুরবোঁ
আমলের কেন্দ্রীকরণের নীতিকেই ফিরিয়ে আনেন।

 

৩. নেপোলিয়নের সাম্রাজ্যিক কার্য-কলাপের সঙ্গে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের বিরোধ
সংক্ষেপে আলোচনা করো।

 উত্তর-নেপোলিয়ানের সেনাবাহিনী যেখানেই প্রবেশ করেছিল, সেখানেই পুরাতনতন্ত্রের পতন ঘটেছিল। তাঁর সাম্রাজ্য স্থাপনের মধ্যে দিয়ে একদিকে সামন্ততন্ত্রের পতন ঘটেছিল অপরদিকে চার্চের প্রাধান্য লুপ্ত হয়েছিল। প্রতিভা
ও যোগ্যতার গুরুত্ব বৃদ্ধি করে সাম্যকে তিনি গুরুত্ব দিয়েছিলেন। তাঁর প্রবর্তিত কোড নেপোলিয়ানের মাধ্যমে ইউরোপে সাম্যের বাণী ছড়িয়ে পড়েছিল। বিপ্লবের বাণী ইউরোপে ছড়িয়ে দিয়ে তিনি কার্যত ফরাসি বিপ্লবকে ইউরোপীয় বিপ্লবে রূপান্তরিত করেছিলেন। তিনি ছিলেন বিপ্লবের প্রতীক, মুক্তির অগ্রদূত।কিন্তু বাস্তবিক ক্ষেত্রে একনায়কতন্ত্র ও স্বাধীনতার সহাবস্থান কোনোক্রমেই সম্ভব ছিল না। ইউরোপে তাঁর শাসন যুদ্ধজয়ের ওপর ভিত্তি করেই দাঁড়িয়েছিল। তাঁর শাসনে গণতন্ত্রের কোনো স্থান ছিল না, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারও স্বীকৃতি পায়নি



 

 ৪. ইউরোপের পুনর্গঠনের
সংক্ষিপ্ত বিবরণ দাও। 

 উত্তর- ইউরোপের পুনর্গঠন
1802 খ্রিস্টাব্দের পরবর্তী সময়ে নেপোলিয়ান
ফরাসি সৈন্যবাহিনী ও কূটনীতি প্রয়োগের মাধ্যমে।ইউরোপের বিভিন্ন রাজ্যের সীমান্ত বারবার পরিবর্তিত করেন। এই পরিবর্তনের পশ্চাতে কোনো পূর্ব নির্দিষ্ট পরিকল্পনা নয়, রোমান সাম্রাজ্যের স্মৃতির প্রেরণা
ছিল বলে অনেক ঐতিহাসিক মনে করেন। নেপোলিয়ান নিজে মন্তব্য করেছিলেন, ইউরোপীয় জাতিসমূহের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করার জন্যই তিনি সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। অবশ্য প্রয়োজনবোধে তিনি
জাতীয়তাবোধকে নিজের কাজে লাগিয়েছিলেন।
ইটালির লম্বার্ডিকে ভিত্তি করে তিনি সিজালপাইন
প্রজাতন্ত্রের সৃষ্টি করেন। যদিও অস্ট্রিয়াকে ভেনিস
সমর্পণ করা হয় এবং পিডমন্টকে ফ্রান্সের অন্তর্ভুক্ত করা হয়। 1802 খ্রিস্টাব্দে সিজালপাইন প্রজাতন্ত্রকে ইতালীয় প্রজাতন্ত্র আখ্যা দেন। 1805 খ্রিস্টাব্দে ফরাসি সাম্রাজ্য জেনোয়াকে গ্রাস করে, 1808 খ্রিস্টাব্দে পার্মা, পিয়াসেঞ্জা ও টাস্কানি এবং 1809 খ্রিস্টাব্দে পোপের রাজ্য এবং অ্যাড্রিয়াটিক সমুদ্র অতিক্রম করে ক্যারিনথিয়া, ক্রোশিয়া ও ডালমেশিয়াসহ ইলিরীয় প্রদেশসমূহকে নিজ নিয়ন্ত্রণে স্থাপন করেন। 1811 খ্রিস্টাব্দ নাগাদ এই রাজ্যের সীমানা অ্যাড্রিয়াটিক সমুদ্রের
তীর ঘেঁষে ভেনেশিয়া, অস্ট্রিয়ার সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল, এ্যাস্কোপ ও ট্রেনটিনো পর্যন্ত বিস্তৃত হয়। ইটালির উত্তরে প্রজাতন্ত্রের যুগের হেলেভেটিক প্রজাতন্ত্র নেপোলিয়ানের যুগে সুইস কনফেডারেশনে পরিণত হয়। এই কনফেডারেশনের উনিশটি ক্যানটন
ফ্রান্সের ওপর নির্ভরশীল ছিল। আরও উত্তরে রেনিস প্রদেশ ও বেলজিয়াম ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল।বেলজিয়ামের উত্তরে অবস্থিত বাটাভীয় প্রজাতন্ত্র 1804 খ্রিস্টাব্দে হল্যান্ড রাজ্যে রূপান্তরিত হয় এবং নেপোলিয়ানের জ্যেষ্ঠ ভ্রাতা লুই হল্যান্ডের সিংহাসনে বসেন। যদিও 1810 খ্রিস্টাব্দে তিনি অপসারিত হন।এবং হল্যান্ড ফরাসি সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।

৫. ফ্রান্সের জনগণের নেপোলিয়ন-
বিরোধী প্রতিক্রিয়া কীরূপ ছিল তা সংক্ষেপে লেখো।
 উত্তর-■ ফ্রান্সে নেপোলিয়ানের বিরুদ্ধে প্রতিক্রিয়া : নেপোলিয়ান যতদিন ফরাসিবাসীকে যুদ্ধজয়ের গৌরব এনে দিয়েছেন, ফ্রান্স তাঁকে সমর্থন করেছে। কিন্তু পরবর্তীকালে নেপোলিয়ানের একনায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা,
বাস্বাধীনতা হরণ, গুপ্তচর নিয়োগ প্রভৃতি কারণে ফরাসি জনগণের মধ্যে ক্ষোভ পুঞ্জিভূত হতে থাকে। মহাদেশীয়
অবরোধ ব্যবস্থার ব্যর্থতা ফ্রান্সের মানুষদের মধ্যে নেপোলিয়ান বিরোধী প্রতিক্রিয়ার জন্ম দেয়। ইংল্যান্ডের জাহাজ
ফরাসি উপকূলে না আসার ফলে বিস্তীর্ণ ইউরোপের বহু অঞ্চলের মতো ফরাসি কিছু শহরেও কারখানার উৎপাদন
ক্ষতিগ্রস্ত হয়, বেকারত্ব বাড়ে। এরপর আইবেরীয় উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়ের পর নতুন সামরিক অভিযানগুলির
জন্য নেপোলিয়ানের প্রচুর অর্থের প্রয়োজন হয়। ফরাসি মানুষের ওপরও করের চাপ বাড়ে। মানুষ ক্ষুব্ধ হয়। তা
ছাড়া একসময়ে বিপ্লবী আদর্শের বাহক নেপোলিয়ান যখন তাঁর সাম্রাজ্যবাদী রাজতন্ত্রী রূপটা প্রকাশ করেন তখন
জাতীয়তাবাদী, বিপ্লবী ফ্রান্স তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল


 

৬.জার্মানিতে জনগণের নেপোলিয়ন-বিরোধী প্রতিক্রিয়া
কীরূপ ছিল তা সংক্ষেপে লেখো। 

 উত্তর-■ জার্মানিতে প্রতিক্রিয়া : নেপোলিয়ান রাইন নদীর পূর্বতীরের রাজ্যগুলি দখল করে নিয়েছিলেন। গোটা জার্মানিতে প্রাশিয়া আর অস্ট্রিয়া ছাড়া অন্য সব ক-টি রাজ্যই তাঁর নিয়ন্ত্রণাধীন হয়ে পড়ে। কিন্তু নেপোলিয়ানের
কাছে পরাজয় জার্মান দার্শনিকদের মধ্যে এবং শিক্ষিত সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। প্রথম দিকে জার্মান দার্শনিক ও সাহিত্যিক গ্যোটের মতো কেউ কেউ নেপোলিয়ানের প্রশংসা করেছেন। তাঁকে
ইউরোপের মুক্তিদাতা মনে করা হয়েছে। কিন্তু, পরে দেখা যায় অন্যান্য স্বৈরাচারী শাসকের মতো তিনিও ক্ষমতালোভী,উচ্চাকাঙ্ক্ষী এবং বংশগৌরবে বিশ্বাসী। এই সময় থেকেই জার্মানিতে তাঁর বিরুদ্ধে প্রতিক্রিয়ার সূত্রপাত ঘটে।প্রাশিয়ার স্বদেশপ্রেমী হামবোল্ট, হিন্ডেনবার্গ, স্টাইন, শার্নহর্স্ট প্রমুখ শিক্ষাসংস্কারের মাধ্যমে যুবসম্প্রদায়কে
নেপোলিয়ানের শাসননীতির কুফল সম্পর্কে সচেতন করে তোলেন। ফলে কৃষক, শ্রমিক, ছাত্ররা বিপুল সংখ্যায় নেপোলিয়ান বিরোধী মুক্তিসংগ্রামে যোগ দেয়


 

৭. ফ্রান্স ও রাশিয়ার মধ্যে
যুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো।
 

উত্তর-রাশিয়া আক্রমণ
নেপোলিয়নীয় যুদ্ধে জয়পরাজয় সুনিশ্চিতভাবে নির্ধারিত হয়েছিল রাশিয়ায়। নেপোলিয়নীয় বাহিনীর সর্বাত্মক বিনাাশ ঘটেছিল রাশিয়ায়। আড়াই লক্ষ সৈন্য নিহত হয়েছিল এবং বন্দি হয়েছিল এক লক্ষ। রাশিয়া থেকে যে
পশ্চাদপসরণ শুরু হয় তা নেপোলিয়ানের রাজনৈতিক ভাগ্যনির্ধারণ করে দেয়।1807 খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি দ্বারা রুশ-ফরাসি মৈত্রী স্থাপিত হয়েছিল। কিন্তু মহাদেশীয় অবরোধের অবাস্তব পরিকল্পনা রাশিয়ার
অর্থনীতির ওপর বিরূপ প্রভাব ফেলেছিল। অভ্যন্তরীণ ক্ষেত্রে জার সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এমতাবস্থায়
জার আলেকজান্ডার টিলজিটের চুক্তি ভঙ্গ করে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেন। এই ঘটনায় নেপোলিয়ান অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন। 1812 খ্রিস্টাব্দে তিনি সুইটজারল্যান্ড, ইটালি,
হল্যান্ড, প্রাশিয়া, অস্ট্রিয়া, পোল্যান্ডসহ ইউরোপের কুড়িটি দেশের সেনা দ্বারা গঠিত গ্র্যান্ড আর্মি নিয়ে মস্কো অভিযান করেন। রুশ সেনাপতি কুটুজেভের নেতৃত্বে রুশ গেরিলা বাহিনীর আক্রমণের মুখে ফরাসি সৈন্যবাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। রুশ সেনাবাহিনী কর্তৃক গৃহীত ‘পোড়ামাটি নীতি’ এবং মস্কোর তীব্র শীত ও প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে নেপোলিয়ানের পরাজয় নিশ্চিত হয়ে ওঠে। ফলত, নেপোলিয়ান পশ্চাদপসরণ করতে বাধ্য হন

 

 

 

মান 8
বিভাগ ও ব্যাখ্যামূলক প্রশ্নাবলি
১৫-১৬টি বাক্যে উত্তর দাও।
১. ফরাসি রাজনীতির কোন্ প্রেক্ষাপটে নেপোলিয়নের
আবির্ভাব ঘটে? নেপোলিয়ন বোনাপার্টের ক্ষমতা লাভের
কাহিনি বর্ণনা করো? [3+5] ২. নেপোলিয়নীয় সাম্রাজ্য ও
জাতীয়তাবাদী আদর্শ কীভাবে অবস্থান করে? এই দুই
আদর্শের পারস্পরিক পরিণতি কী ছিল? [5+3]
৩. নেপোলিয়নীয় সাম্রাজ্যের বিরুদ্ধে জাতীয়তাবাদী
1 প্রতিক্রিয়া আলোচনা করো। ৪. আইবেরিয় উপদ্বীপে
3 নেপোলিয়নের অভিযান ও তাঁর প্রতিক্রিয়া আলোচনা করো।
৫. নেপোলিয়ন কর্তৃক রাশিয়া আক্রমণের বর্ণনা দাও।
মান


সমগ্ৰ তৃতীয় অধ্যায়ের প্রশ্নের উত্তর দেখুন