দশম শ্রেণীর ভুগোল ২ অধ্যায় অনুশীলনী উত্তর
ভৌত বিজ্ঞান ৮ অধ্যায় অনুশীলন দেখুন
দশম শ্রেণীর ভুগোল ২ অধ্যায়
অনুশীলনী উত্তর
●- বিভাগ (A) বিকল্পভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান - 1
● চিহ্নিত করো (MCQ):
1. বায়ুমণ্ডলের উর্ধসীমা হল (a) 950 কিমি (b) 975 কিমি (c) 10,000 কিমি (d) 10,050 কিমি.
উঃ-(c) 10,000 কিমি
2. বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান হল
(a) নাইট্রোজেন (b) হাইড্রোজেন (c) অক্সিজেন (d) হিলিয়াম।
উঃ-নাইট্রোজেন
3. বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ
(a) 0.003% (b) 0.033% (c) 0.035%(d) 0.023% 15.
উঃ-0.03%
4.বায়ুমণ্ডলে নাইট্রোজেন ও অক্সিজেনের হয়
অনুপাত হল (a) 4 : 1 (b) 1 : 4 (c) 4:3 (d) 2:31
উঃ-(a) 4 : 1
5. ক্ষুব্বমণ্ডল নামে পরিচিত?
(a) স্ট্র্যাটোস্ফিয়ার (b) মেসোস্ফিয়ার (c) ট্রপোস্ফিয়ার (d) আয়নোস্ফিয়ার।
উঃ-(c) ট্রপোস্ফিয়ার
6. একটি নিষ্ক্রিয় গ্যাস হল-
(a) হাইড্রোজেন (b) অক্সিজেন 6
(c) জেনন (d) কার্বন ডাইঅক্সাইড।
উঃ-(c) জেনন
7. অতিবেগুনি রশ্মি শোষিত হয় (a) ট্রপোস্ফিয়ার স্তরে (b) স্ট্র্যাটোস্ফিয়ার
স্তরে (c) ওজোনোস্ফিয়ার স্তরে (d) আণবিক নাইট্রোজেন স্তরে।
উঃ-c) ওজোনোস্ফিয়ার
8. বিমান চলাচলের উপযোগী বায়ুস্তর হল
(a) ট্রপোস্ফিয়ার (b) স্ট্র্যাটোস্ফিয়ার (c) মেসোস্ফিয়ার (d) আয়নোস্ফিয়ার।
উঃ-(b) স্ট্র্যাটোস্ফিয়ার
9. পৃথিবীর তাপ মণ্ডলকে প্রধানত
ক-টি ভাগে ভাগ করা হয়?
(a) তিনটি (b) ছয়টি
(c) চারটি (d) পাঁচটি।
উঃ-(a) তিনটি
10. পৃথিবীর অ্যালবেডোর
পরিমাণ (a) 34% (b) 45% (c) 64% (d) 66%।
উঃ-(a) 34%
বিভাগ (B) অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিকপ্রশ্ন :
প্রশ্নমান - 1
* শূন্যস্থান পূরণ করো :
1. বায়ু গঠনকারী গ্যাসের মধ্যে নাইট্রোজেন ও ---------এই দুটি গ্যাসই প্রধান।
উঃ-অক্সিজেন
2. ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে এবং
ভূপৃষ্ঠ থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বায়ুস্তরকে--------বলে।
উঃ-স্ট্র্যাটোস্ফিয়ার
3. অরোরা বোরিয়ালিস দেখা যায়------অঞ্চলে।
উঃ-সুমেরু
4. মেরুজ্যোতি সৃষ্টি হয়-------স্তরে।
উঃ- থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার
5.বায়ূমণ্ডলে----- নাইট্রোজেন থাকে।
উঃ- 78 .084%
6. স্ট্যাটোস্ফিয়ার স্তরকে--------
-ও বলা হয়।
উঃ-শান্ত মণ্ডল
7. উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়------স্তরে।
উঃ- মেসোস্ফিয়ার
৪. হোমোস্ফিয়ারের ঊর্ধ্বসীমা হল------কিমি।
উঃ-50
9. -------.যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। সৃষ্টি হয়।
উঃ- ব্যারোমিটার
10. জলীয়বাষ্পের------ফলে বায়ুমণ্ডলে কুয়াশার সৃষ্টি হয়।
উঃ- সংস্পর্শের
11.------বেলায় সমুদ্রবায়ু প্রবাহিত হয়।
উঃ- বিকাল
12. পর্বতের------ঢালে বৃষ্টিচ্ছায়া অঞ্চল দেখা যায়।
উঃ- অনুবাত
* সত্য/মিথ্যা নিরূপণ করো :
1. ট্রপোস্ফিয়ার প্রতি 100 মিটার উচ্চতায় 6.4°C হারে উয়তা হ্রাস পায়।
উঃ-সত্য
2. স্ট্রাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়।
উঃ-সত্য
3. কুমেরু অঞ্চলের বায়ুস্তরে ওজোন গ্যাসের ঘনত্ব কমে যাওয়ায় ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে।
উঃ-সত্য
4. ইনসোলেশান কথাটির বাংলা অর্থ আগত সৌরকিরণ।
উঃ-সত্য
5. তাপ পরিমাপকযন্ত্র হল থার্মোমিটার।
উঃ-মিথ্যা
6. সমোষ্বরেখাগুলি সমান উন্নতাজ্ঞাপক কাল্পনিক রেখা।
উঃ-সত্য
7. ক্রমবর্ধমান স্বাভাবিক উয়তা বৃদ্ধিকে বিজ্ঞানীরা বিশ্ব উয়ায়ন বলেছেন।
উঃ-সত্য
8. থার্মোমিটার যন্ত্রে পারদস্তম্ভের উচ্চতা দেখে বায়ুর চাপ মাপা হয়।
উঃ-মিথ্যা
9. আয়নবায়ুকে বাণিজ্য বায়ু বলে।
উঃ-সত্য
10. বিকালে বা সন্ধ্যার সময় স্থলবায়ুর বেগ সর্বাধিক হয়।
উঃ-মিথ্যা (এখানে কথাটা সমুদ্র বায়ু হবে)
11. অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে ক্রান্তীয় ঘূর্ণবাতকে হ্যারিকেন বলে।
উঃ-মিথ্যা
12. আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টাসে করা হয়।
উঃ-সত্য
* স্তম্ভ মেলাও :
ডানস্তম্ভ। ৰামস্তম্ভ
(i) উন্নতার তাপীয় মিশ্রণ (a) পরিপুত্ত বায়ু -
(ii) জেটবিমান চলাচল. (b) হাইগ্রোমিটার
(iii) বেতার তরঙ্গ (c)ট্রপোস্ফিয়ার-
প্রতিফলন
(iv) আপেক্ষিক আর্দ্রতা (d) অ্যানিমোমিটার
(f) বায়ুর গতিবেগ. (e) আয়নোস্ফিয়ার
(g) এল নিনো. h1) প্রশান্ত মহাসাগর
(vii) আপেক্ষিক আর্দ্রতা 100
(g) স্ট্যাটোস্ফিয়ার
উঃ-i) উন্নতার তাপীয় মিশ্রণ (a) পরিপুত্ত বায়ু -
(ii) জেটবিমান চলাচল.
(iii) বেতার তরঙ্গ প্রতিফলন (c)ট্রপোস্ফিয়ার-
(iv) আপেক্ষিক (b) হাইগ্রোমিটার
আর্দ্রতা
(f) বায়ুর গতিবেগ. (e) আয়নোস্ফিয়ার
(g) এল নিনো. h1) প্রশান্ত মহাসাগর
(vii) আপেক্ষিক (g) স্ট্যাটোস্ফিয়ার
আর্দ্রতা 100
* একটি বা দুটি শব্দে উত্তর দাও :
1. বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা কত?
উঃ-বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা 10,000 কিমি।
2. বায়ুমণ্ডলের 97%উপাদান কত কিমি উচ্চতার মধ্যে সীমাবদ্ধ?
উঃ-বায়ুমণ্ডলের 97%উপাদান 30 কিমি উচ্চতার মধ্যে সীমাবদ্ধ।
3. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত?
উঃ-বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ 78.048%
4. বায়ুমণ্ডলের কোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি?
উঃ- বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি।
5. বায়ুমণ্ডলের কোন্ স্তরকে শান্তমণ্ডল বলে?
উঃ- বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরকে শান্তমণ্ডল বলে।
6. উয়তার স্বাভাবিক হ্রাস হার কত?
উঃ-উয়তার স্বাভাবিক হ্রাস হার 6.4℃/1000km