দশম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীল প্রশ্নের উত্তর প্রান্তিক - Online story

Monday 27 February 2023

দশম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীল প্রশ্নের উত্তর প্রান্তিক

 



লম্ব বৃত্তাকার চোঙের অংক সমাধান দেখুন
ভৌত বিজ্ঞান ৮অধ্যায় অনুশীলন প্রশ্নের উত্তর
দশম শ্রেণী জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীল প্রশ্নের উত্তর। জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়


1. লজ্জাবতীর পাতা স্পর্শ করলে যে কারণে নুইয়ে পড়ে,তা হল –
 (A) কেমোন্যাস্টি (B) সিসমোন্যাস্টি (C) ফটো-ট্রপিজম (D) ফটোট্যাকটিক চলন
উঃ -(B) সিসমোন্যাস্টি

 2. রসস্ফীতির তারতম্যেচলন ঘটে—
(A) বনচাড়াল গাছে (B) পদ্মে (C) সূর্যমুখীতে (D) রিওগাছে
উঃ -(A) বনচাড়াল গাছে

 3. দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন্ অংশ? (A

A) হাইপোথ্যালামাস (B) থ্যালামাস (C) লঘুমস্তিষ্ক (D) গুরুমস্তিষ্ক
উঃ -(C) লঘুমস্তিষ্ক

 4. যে বক্রচলন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, তা হল –
 (A) ন্যাস্টিক চলন (B) ট্যাকটিক চলন
(C) ট্রপিক চলন (D) প্রোটোপ্লাজমীয় চলন
উঃ -(C) ট্রপিক চলন

5. পদ্মফুল দিনের আলোয় ফোটে ও সন্ধেবেলায় মুদে যায়, এটি যে প্রকার চলন
তা হল-
(A) থার্মোন্যাস্টি (B) কেমোন্যাস্টি (C) ফটোন্যাস্টি (D) সিসমেন্যাস্টি
উঃ -(C) ফটোন্যাস্টি

 6. বীজের সুপ্তদশ্য ভঙ্গ করে অঙ্কুরোদগম ঘটায়-
(A) অস্কিন (B) জিব্বারেলিন (C) সাইটোকাইনিন।(D) ইম্মিলিন
উঃ -জিব্বারেলিন


7. প্রাণীদেহের অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরিত হয়-
(A) উৎসেচক (B) ভিটামিন (C) হরমোন (D) জৈব অম্ল।
উঃ -(C) হরমোন

8. ডায়াবেটিস মেলিটাস রোগটি কিসের অভাবে হয়

(A) ভ্যাসোপ্রেসিন (B) ইনসুলিন (C) কাগণ (D) ADH
উঃ -B) ইনসুলিন


9. স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যগত একক হল—–
(A) নিউরোগ্লিয়া (B) নিউরোন (C) নিউরোসাইটন (D) পেরিক্যারিয়ান
উঃ -(B) নিউরোন

 10. একটি মিশ্র স্নায়ুর উদাহরণ হল –

 (A) ভেগাস (B) অলফ্যাক্টরি
(C) অপটিক (D) অকিউলোমোটর

উঃ -A) ভেগাস

 11. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের প্রধান স্ফীত গোলাকার অংশটি হল—–
(A) মস্তিষ্ক (B) সুষুম্নাকাণ্ড (C) নিউরোগ্লিয়া (D) গ্যাংলিয়ন
উঃ -A) মস্তিষ্ক


 12. মানবমস্তিষ্কের সর্ববৃহৎঅংশটি হল-
(A) সেরিব্রাম (B) সেরিবেলাম (C) পনস্ (D) লঘুমস্তিষ্ক
উঃ -(A) সেরিব্রাম


13. দেহতাপমাত্রা নিয়ন্ত্রণকারী মস্তিষ্কের অংশটি হল—–
(A) হাইপোথ্যালামাস (B) এপিথ্যালামাস
(C) মেটাথ্যালামাস (D) এপিথ্যালামাস
উঃ -(A) হাইপোথ্যালামাস

 14. মানবচঙ্কুর যে অংশে প্রতিবিম্ব গঠিত হয়, তা হল-
(A) রেটিনা (B) কর্নিয়া (C) তারারস্থ (D) কোরয়েড
উঃ -A) রেটিনা

15. মাছের গমনে সাহায্য করে– (A) ঐচ্ছিক পেশি (B) মায়োটোম পেশি (C) ভিসেরাল পেশি (D) অনৈচ্ছিক পেশি
উঃ -(B) মায়োটোম পেশি


 16. পায়রার ডানার পালকের সংখ্যা হল-

 (A) 23 টি (B) 12 টি (C) 14 টি
(D) 25 টি

উঃ -(A) 23 টি

17. একটি ফ্রেন্মর পেশির উদাহরণ হল –
(A) হ্যামস্ট্রিং (B) গ্যাসট্রোকনেনিয়াস (C) A ও B উভয়ই (D) কোনোটিই নয়।
উঃ -(C) A ও B উভয়ই


18. যে পেশির সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে সরে যায় তা হল-
(A) এক্সটেনসর পেশি (B) অ্যাবডাক্টর পেশি (C) অ্যাডাক্টর পেশি (D) ফেক্সর পেশি।
উঃ -(A) এক্সটেনসর পেশি





B.অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান 1
শূন্যস্থানগুলিতে উপযুক্ত শব্দ বসাও :



1.------ হরমোনের কম ক্ষরণে রক্তের শর্করা মাত্রা বৃদ্ধি পায়।
উঃ - ইনসুলিন

 2. ট্যাকটিক চলন একপ্রকার -----চলন।
উঃ - আবিষ্ট সামগ্রিক  চলন

 3. জিওট্রপিক চলনের উদ্দীপক হল---।
উঃ - অভিকর্ষ টান।


4. ফাইটোহরমোন বলে-------হরমোনকে।
উঃ - উদ্ভিদ

5. আলোক জারণের ফলে বিনষ্ট হয়---হরমোন।
উঃ - অক্সিন


 6. উদ্ভিদের বার্ধক্য বিলম্বকারী হরমোনটি-----
উঃ - সাইটোকাইনিন।

7. STHক্ষরিত হয় পিটুইটারির----
খণ্ড থেকে।

উঃ - অগ্র খন্ড

 8. আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হল অগ্ন্যাশয়ের------অংশ।
উঃ - অন্তক্ষরা

 9. মূত্রের সঙ্গে গ্লুকোজ নির্গত হওয়াকে----বলে।
উঃ -গ্নুকোসুরিয়া

10. স্নায়ুতন্ত্র হল প্রাণীদেহের---
সমন্বায়ক।

উঃ - ভৌত ₹আর হরমোন হচ্ছে রাসায়নি

11. স্নায়ুকোশের শাখাবিহীন দীর্ঘ প্রবর্ধকটি হল-------।
উঃ - অ্যাক্সন


12. কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত হয়--- ও ---দ্বারা।

উঃ - মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড



13. সুষুম্নাকাণ্ডের গহ্বরটি হল---

উঃ - নিউরো সিল বা কেন্দ্রীয় নালী

14. প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের-----।
উঃ -সুষুম্নাকাণ্ড

15. বয়স বাড়লে লেন্স অস্বচ্ছ হয়ে যায়। একে.---বলে।
উঃ -ক‍্যাটারাক্ট বা ছানি পড়া

16. সিলিয়ারি গমন দেখা যায়,---

উত্তর- প্যারামেসিয়ামে


17.ডানার পালকগুলিকে বলে
নালীদেহের ভারসাম্য রক্ষা করে।

উত্তর-রেমিজেস


18. কানের----- নালি দেহের ভারসাম্য রক্ষা করে

উঃ - অর্ধবৃত্তাকার নালী


(II) সত্য অথবা মিথ্যা নিরূপণ করো :


1. স্নায়ুকোশের অ্যাক্সোলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র‍্যানভিয়ারের পর্ব গঠন করে।
উঃ -সত্য

2. হাইড্রিলা ও পাতাশ্যাওলায়
প্রোটোপ্লাজমীয় চলন দেখা যায়।

উঃ -সত্য

3. ন্যাস্টিক চলন উদ্দীপকের
তীব্রতা অনুযায়ী ঘটে।

উঃ -সত্য

4. কেমোন্যাস্টিক চলনের উদ্দীপক হল রাসায়নিক পদার্থ।
উঃ -সত্য

 5. অক্সিনের প্রবাহ মেরুবর্তী।
উঃ -সত্য

6. ফ্লোরিজেন একপ্রকার প্রকল্পিত হরমোন।
উঃ -সত্য

 7. রিচমন্ড-ল্যাং প্রভাবের সঙ্গে
সম্পর্কযুক্ত হরমোনটি হল অক্সিন।

উঃ -মিথ্যা (সাটোকাইনিন হবে)

৪. থাইরক্সিন একটি
আয়োডিনযুক্ত হরমোন।

উঃ -সত্য

 9. প্রাণী হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রিত
হয় ফিডব্যাক পদ্ধতি দ্বারা।

উঃ - সত্য

 10. ভ্যাসোপ্রেসিন, অ্যান্টিডাই
ইউরেটিক হরমোনের অপর নাম।

উঃ -সত্য


11. শুক্রাশয় থেকে নিঃসৃত হয়
টেস্টোস্টেরন।

উঃ -সত্য

12. নিল দানা দেখা যায় স্নায়ুকোশের অ্যাক্সনে।
উঃ -মিথ্যা(নিল দানা দেখা যায় স্নায়ুকোশের কোষদেহে)


13. হাইপোগ্লসাল একপ্রকার মোটর স্নায়ু।
উঃ -মিথ্যা(হাইপোগ্লসাল একপ্রকার করোটিক স্নায়ূ


14. গুরুমস্তিষ্কের
গোলার্ধদ্বয়ের যোজক হল ভারমিস।

উঃমিথ্যা(লঘুমস্তিষ্কেরগোলার্ধদ্বয়ের যোজক হল ভারমিস

 15. অ্যামিবার গমন অঙ্গ
হল সিউডোপোডিয়া।

উঃ -সত্য

16. মানুষের রেটিনায় রড কোশের
সংখ্যা বেশি।

উঃ -সত্য


17. ইনসুলিন প্রেটিন বিপাকে বাধা দেয়।
উঃ-মিথ্যা (ইনসুলিন প্রেটিন বিপাকে সাহায্য করে)
 

 

 

 

বামস্তম্ভ-ডানস্তম্ভ মিলিয়ে উভয় স্তম্ভের ক্রমিক সংখ্যাসহ সঠিক জোড়াটি পুনরায় লেখো :
বামস্তম্ভ।                 ডানস্তম্ভ
(i) একনেত্র দৃষ্টি (a) B কোশের নিঃসরণ
(ii) গ্লুকাগন (b) বীজ ও মুকুলের সুপ্তাবস্থাকে
ভঙ্গ করে।
(iii) জিব্বারেলিন | (c) দুটি চোখ দিয়ে দুটি বস্তু দেখা যায়
(iv) বনচাড়াল (d) প্রতিবর্ত কেন্দ্র
(v) ADH (e) প্রকরণ চলন
       (f) বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ


উঃ -
(i) একনেত্র দৃষ্টি  (c) দুটি চোখ দিয়ে দুটি
(ii) গ্লুকাগন। ( a) B কোশের নিঃসরণ
(iii) জিব্বারেলিন | (b) বীজ ও মুকুলের সুপ্তাবস্থাকে ভঙ্গ করে
(iv) বনচাড়াল (e) প্রকরণ চলন
(v) ADH
       (f) বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ

এই অধ্যায়ের পরের প্রশ্নের উত্তর গুলির জন্য এই লিংকে ক্লিক করু