বাণী"মাও সে তুং-এর মূল‍্যবান কথা • - Online story

Thursday, 2 February 2023

বাণী"মাও সে তুং-এর মূল‍্যবান কথা •

 






   বাণী"মাও সে তুং-এর মূল‍্যবান কথা •

★চীনে রাষ্ট্র ব্যবস্থায় ধনী এবং নির্ধনের মধ্যে তফাত থাকবে না।


★সমস্ত সমাজে সমস্ত মানুষের মুখে অন্ন এবং মাথায় ছাদের ব্যবস্থা করা আমাদের জাতীয় কর্তব্য।



★যুবক-যুবতীরা কঠিন কঠোর পরিশ্রমের জন্য প্রস্তুত হও, মনে রাখবে পরিশ্রমের
কোনো বিকল্প নেই।



★দেশকাল সবকিছুই নির্ভর করছে রাষ্ট্রনৈতিক ব্যবস্থাপনার ওপর। তাই অর্থনৈতিক উন্নয়ন দরকার।



★মানবজাতির ইতিহাস অর্থনৈতিক শোষণের ইতিহাস। এই শোষণের বিরুদ্ধে রুখে
দাঁড়ানো আমাদের কর্তব্য।


★জীবনে কখনো হতাশ হবে না। মনে রাখবে, হতাশ সব থেকে বড়ো শত্রু।


★ প্রত্যেকটি মুহূর্তকে কাজে লাগাবার চেষ্টা করবে, জীবন প্রত্যেকটি মুহূর্তের সংযোজন
ছাড়া আর কিছু নয়।



★ কখনো অলসতার মধ্যে দিন কাটাবে না। আলস্যকে পরিহার করাই মনুষ্যত্বের সাধনা।



★জগতে যা কিছু হচ্ছে, তার একটি নির্দিষ্ট কার্যকারণ আছে। সেই কার্যকারণ ছাড়া
কোনো ঘটনাই ঘটতে পারে না।



★জীবনে ধারাবাহিকতার মধ্যে মাঝে মাঝে ছেদ আসে, সেই ছেদযুক্ত সময়ে নিশ্চল
হয়ে বসে থাকবে না। তখন ভবিষ্যতের জন্য পরিকল্পনা করবে।



★শতপুষ্প প্রস্ফুটিত হোক, সহস্র চিন্তাধারা প্রবাহিত হোক।