বাণী" কার্ল মার্ক্সের মুল্যবান কথা •
বাণী" কার্ল মার্ক্সের মমূল্যবান কথা •
★প্রতিটি পুরাতন সমাজের গর্ভে যখন নতুন সমাজের উদ্ভব হয়, শক্তি তখন ধাত্রী হিসাবে কাজ করে।
★মানুষের ওপর শাসনের স্থান নেবে বস্তুর শাসন এবং উৎপাদন প্রণালির গতি নিয়ন্ত্রণ।
★Man makes religion, religion does not make man.
★ধর্ম জনগনের কাছে, আফিমের নেশার মতো।
★শ্রেণি সংগ্রাম অবশ্যই সর্বহারার একনায়কত্বে পৌঁছে শেষ হবে।
★শৃঙ্খলা ছাড়া শ্রমিকদের আর হারাবার কিছু নেই কিন্তু পাবার আছে অনেক কিছু।
দুনিয়ার শ্রমিক এক হও।