বাণী"লেনিনের মূল্যবান কথা •
★সশস্ত্র বিপ্লব ছাড়া ক্ষমতা দখল করা সম্ভব নয়।
★ধর্ম জনগনের কাছে, আফিমের নেশার মতো।
★জাতি শোষক এবং শোষিত। তাদের মধ্যে কখনো মিল হতে পারে না।
★ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে মানুষের সার্বিক মুক্তি।
★শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই আমার জীবনের একমাত্র লক্ষ্য।
★সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সাম্যতা বিরাজ করুক।
★মানুষ জন্মগ্রহণ করে কেন? জন্মগ্রহণ করে একটি অভিপ্রায় পূর্ণ করার জন্য। সে
অভিপ্রায় হল সকল মানুষের অর্থনৈতিক স্বাধীনতা।
★ধনী এবং নির্ধনের মধ্যে যে বৈষম্য, তা মানুষের সৃষ্টি। এই বৈষম্য দূর করতে
হবে। এর জন্য মরণ সংগ্রাম দরকার।
মানুষ, তুমি ভুলো না নির্দিষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্য পূরণের জন্য তুমি এ পৃথিবীতে
এসেছ, সেই কর্তব্য তোমাকে সম্পূর্ণ করতেই হবে।