ইতিহাসের ধারণা অষ্টম শ্রেণীর ইতিহাস প্রথম অধ্যায় প্রশ্নোত্তর
দ্বিতীয় অধ্যায় দেখুন
অষ্টম শ্রেণী
ইতিহাস (প্রথম অধ্যায়)
ইতিহাসের ধারণা
(এই অধ্যায় থেকে কখনো বড় প্রশ্ন আসে না। বা দেওয়া হয় না। যদি প্রশ্ন আসে ছোট প্রশ্ন। তাই ছোট প্রশ্ন গুলির মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি আমি উত্তর সহ দিলাম।)
প্রশ্ন-.বর্তমানের ইতিহাস কোথা থেকে ঠিক হয়?
উঃ। বর্তমানের ইতিহাস ঠিক হয় অতীত থেকে।
প্রশ্ন-.বর্তমান কীভাবে অতীতের ইতিহাস থেকে ঠিক হয়?
উঃ। অতীতে পূর্বপুরুষদের করা অপরাধের ভার বহন করতে হয় বর্তমান ব্যক্তিটিকে। এইভাবেই বর্তমান ঠিক হয় অতীতের ইতিহাস থেকে।
প্রশ্ন-রবীন্দ্রনাথের আগে ভারতীয়দের ইতিহাস নিয়ে কে প্রশ্ন তুলেছিলেন?
উঃ। রবীন্দ্রনাথের আগে এই প্রশ্ন তুলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
প্রশ্ন- বঙ্কিম বলেছেন, আমি তুমি সবাই মিলে আমাদের ইতিহাস লিখব—এর অসুবিধা কোথায়?
উঃ। কথাটি শুনতে ভালো হলেও তা সম্ভব নয়। কারণ যে সমাজে একটা বড়ো অংশের মানুষ লেখাপড়া জানে না তারা কীভাবে দেশের ইতিহাস লিখবে এ প্রশ্ন থেকেই যায়।
প্রশ্ন-. আধুনিক যুগের ইতিহাস লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান কী?
উঃ। মুদ্রা আধুনিক যুগের ইতিহাস লেখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উপাদান।
প্রশ্ন-. ভারতের ইতিহাস আসলে কী?
উঃ। ভারতের ইতিহাস আসলে কিছু শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী লেখা ইতিহাস।
প্রশ্ন-. কবে চিনের সাথে ব্রিটেনের যুদ্ধ হয়েছিল, কেন?
উঃ। ঊনবিংশ শতকের গোড়ার দিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, মালওয়া প্রভৃতি অঞ্চল থেকে চিনে আফিম রফতানি করত। সেই আফিম রফতানি নিয়ে চিনের সঙ্গে ব্রিটেনের সংঘাত ও শেষে যুদ্ধ হয়েছিল।
প্রশ্ন- ভারতের ইতিহাসের কটি ভাগ? .উঃ। ভারতের ইতিহাসের তিনটি ভাগ—প্রাচীন, মধ্য ও আধুনিক।
প্রশ্ন-আধুনিক শব্দটা কোন্ শব্দ থেকে এসেছে? এর অর্থ কী?
উঃ। আধুনিক শব্দটা 'অধুনা' শব্দ থেকে এসেছে। এর অর্থ বর্তমানকালে" নতুন।"
-
প্রশ্ন- পলাশির যুদ্ধ হয় কবে?
উঃ। ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়।
প্রশ্ন- 'রাজাবলি' কে লিখেছিলেন। রাজাবলির কি নিয়ে লেখা হয়েছিল?
উঃ ১৮০৮ খ্রিস্টাব্দে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 'রাজাবলি' নামে একটি ইতিহাস বই লিখেছিলেন।
রাজাদের কথা বলার জন্যই রাজাবলি বইটি লেখা হয়েছিল।
প্রশ্ন-'History of British India' বইটি কার লেখা? বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল?
উঃ। ১৮১৭ খ্রিস্টাব্দে 'History of British India' নামে ভারতের ইতিহাস লেখেন জেমস মিল।
বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা।
. প্রশ্ন-ঔরঙ্গজেবের মৃত্যু কোন যুগে ধরা হত?
উঃ। ঔরঙ্গজেবের মৃত্যু হয় তাঁর সময়কালকে সাধারণত ভারতের ইতিহাসে মধ্যযুগে ধরা হয়।
প্রশ্ন-. পলাশির যুদ্ধকে কোন পর্বে ধরা হত? উঃ। পলাশির যুদ্ধকে আধুনিক পর্বে ধরা হত।
।
প্রশ্ন-. আধুনিক ইতিহাস লেখার উপাদানগুলি কী কী?
উঃ। প্রশাসনিক কাগজপত্র, বই, ডায়েরি, চিঠি থেকে শুরু করে জমি বিক্রির দলিল বা রোজকার বাজারের স্বর্ণ, ছবি,
মানচিত্র, পোস্টার, বিজ্ঞান, সংবাদপত্র এ সবই ইতিহাসের উপাদান।
.প্রশ্ন- অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনী কার লেখা?
উঃ। অ্যালান অক্টোভিয়ান হিউমের জীবনী লেখক হলেন উইলিয়াম ওয়েডারবান।
প্রশ্ন-ভারতের ইতিহাস জানার অন্যতম উপাদান কী?
উঃ। ফোটোগ্রাফ।
প্রশ্ন-ফোটোগ্রাফ থেকে কী জানা যায় ?
উঃ-ফোটোগ্রাফ থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ইতিহাসের বিষয় জানা যায়।
প্রশ্ন-হরিপুরা কংগ্রেসের অধিবেশন কবে হয়েছিল?
উঃ। ১৯৩৮ খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের অধিবেশন হয়েছিল।
প্রশ্ন- ব্রিটিশ সরকার বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ আন্দোলনগুলিকে কী বলেছেন?
উঃ। ব্রিটিশ সরকার বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহ আন্দোলনগুলিকে বলেছেন হাঙ্গামা বা উৎপাত।
প্রশ্ন- উপনিবেশবাদের মূল কথা কী?
উঃ। একটি অঞ্চলের জনগণ ও সম্প্রদায়কে অন্য একটি অঞ্চলের স্বার্থে ব্যবহার করা, এটাই উপনিবেশবাদের মূল কথা।
প্রশ্ন-ভারতের আধুনিক ইতিহাসে কীসের সন্ধান পাওয়া গিয়েছিল ?
উঃ। ভারতের সমাজ, রাজনীতি, সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা তার হদিশও পাওয়া গিয়েছিল।
দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নের জন্য ক্লিক করুন।