পঞ্চম শ্রেণীর পরিবেশ প্রশ্ন উত্তর প্রথম পরীক্ষার জন্য
পঞ্চম শ্রেণি (পরিবেশ) প্রথম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী
১ পাতা
প্রশ্ন- শরীরে বর্ম কোনটিকে বলা হয়?
উত্তর- চামড়া ।
প্রশ্ন- চামড়ার নিচে কি কি থাকে ?
উত্তর -মাংস-পেশী নার্ভ ,শিরা, ধমনী ।
প্রশ্ন -ত্বকের কাজ কি?
উত্তর- বাইরের আঘাত ও সূর্যের অদৃশ্য আলোর অতি বেগুনি রশ্মি হাত থেকে বাঁচায়।
প্রশ্ন- সূর্যের আলো ও ক্ষতিকারক রশ্মির নাম কি?
উত্তর -অতিবেগুনি রশ্মি ।
প্রশ্ন- শরীরের নলের মত অংশ গুলিকে কি বলে?
উত্তর- শিরা, ধমনী ।
২ পাতা
প্রশ্ন-শরীরে কোথাকার চামড়া বেশি পুরু হয়?
উত্তর -গোড়ালি চামড়া।
প্রশ্ন- শরীরে কোথাকার চামড়া পাতলা এবং পুরু কি করে বুঝবে?
উত্তর- দুই আঙুলে চামড়াটা ধরলে বোঝা যাবে।
৩ পাতা
প্রশ্ন- শরীরে কোন জায়গা পুড়ে গেলে তাড়াতাড়ি কি করবে ?
উত্তর -ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে ।
প্রশ্ন -ফোস্কা পড়লে চামড়ার ভিতরে ত্বকে ক্ষতি হয় / বাইরে ত্বকে বেশি ক্ষতি হয়।
উত্তর -বাইরের ত্বকে ।
৪ পাতা
প্রশ্ন -সাহেবরা ফর্সা হয় কেন ?
উত্তর -সাহেবদের শরীরে মেলানিন কম থাকে তাই সাহেবরা ফর্সা হয়।
প্রশ্ন- যাদের রং কালো তাদের শরীরে মেলালীন পরিমাণ কেমন থাকে ?
উত্তর -বেশি।
প্রশ্ন- ত্বকের রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়?
উত্তর- ভিটামিন ডি ।
প্রশ্ন -শরীর থেকে বেশি পরিমাণ নুন বেরিয়ে গেলে কি ক্ষতি হতে পারে?
উত্তর- অজ্ঞান হওয়ার ঘটনা ঘটতে পারে ।
৫-পাতা
প্রশ্ন - কালো চামড়া মানুষেরা নিজেদের সম্মান বাঁচায় লড়াই করেছিল এদের মধ্যে কয়েকজন মানুষের নাম করো।
উত্তর -নেলসন ম্যান্ডেলা , মার্টিন লুথার কিং।
প্রশ্ন- শরীরের লোম চুল এগুলি কাজ কি?
উত্তর -বাইরে আঘাত থেকে রক্ষা করা।
৬- পাতা
প্রশ্ন- বয়স বাড়লে চুল সাদা হয়ে যায় কেন?
উত্তর- বয়স বাড়লে মেলালিন তৈরি কমে যায়। তাই চুল সাদা হয়।
৭-পাতা
প্রশ্ন -গন্ডারের খগ্গ আসলে কি?
উত্তর- জমাট বাঁধা চুল।
প্রশ্ন -কাকাতুয়া ঝুটি আসলে কি?
উত্তর- জমাট বাধা পালক ।
প্রশ্ন -কোন প্রাণী গায়ে কাঁটায় ভর্তি?
উত্তর -সজারু ।
৮-পাতা
প্রশ্ন- ডাক্তারেরা কোন রোগের জন্য নখ দেখেন ?
উত্তর- রক্ত অল্পতা ।
প্রশ্ন -নখ দেখে কি করে বোঝা যায় রক্ত অল্পতা রোগ হয়েছে ?
উত্তর -নখের মাঝখানটা চামচের মতো হয়ে যায় এবং নখের রং ফ্যাকাসে হয়ে যায়।
প্রশ্ন- কোন প্রাণী নখ লুকিয়ে রাখে ?
উত্তর -বিড়াল ।
৯- পাতা
প্রশ্ন -কোন পাখি নখগুলি সূচালো হয় ?
উত্তর- শিকারি পাখির।
প্রশ্ন- পশুপাখিদের নখ বাড়ে না কেন?
উত্তর- পশুপাখিরা নখ ঘষে । নখ বাড়তে দেয় না।
১০ পাতা
প্রশ্ন- কব্জি থেকে পাঁচটি আঙুলে মোট কয়টি হাড় থাকে ?
উত্তর- পাঁচটি।
প্রশ্ন- শরীরে মোট কয়টি হাড় আছে কি দেখে বোঝা যায় ?
উত্তর- কঙ্কাল।
১১ পাতা
প্রশ্ন -অস্থি কে হাড় বলে ।
ঠিক / ভুল
উত্তর- ঠিক
প্রশ্ন -হাড়ের জোড়কে কি বলে ?
উত্তর -অস্থি-সন্ধি বলে ।
প্রশ্ন -কনুই থেকে কবজি পর্যন্ত হাতার নাম কি?
উত্তর -আলনা ও রেডিয়াস
প্রশ্ন -কাঁধ থেকে কোন পর্যন্ত হাড়ের নাম কি?
উত্তর -হিউমেরাস।
প্রশ্ন- মেরুদন্ডকে আর কি নামে চেনা যায়?
উত্তর -ভার্টিব্রা বা কশেরুকা।
প্রশ্ন -কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম কি?
উত্তর- ফিমার।
প্রশ্ন- হাঁটুর নিচে থেকে গোড়ালি পর্যন্ত হাড়ের নাম কি?
উত্তর- টিবিয়া ও ফিবুলা ।
প্রশ্ন- লিগামেন্ট কি ?
উত্তর- শরীরে থাকা দড়ির মতো জিনিস । যার মধ্যে তরল পদার্থ থাকে। যার সাহায্যে হাড়ের নড়াচাড়া হয়।
প্রশ্ন -কি করলে অস্থি সন্ধি ভালো থাকে?
উত্তর- জিমন্যাস্টিক করলে ।
প্রশ্ন -কি খেলে অস্থি সন্ধি ভালো থাকে ?
উত্তর -দুধ, ডিম।
প্রশ্ন -অস্থি সন্ধি ভালো রাখার জন্য কোন খনিজ মৌলটির প্রয়োজন?
উত্তর- ক্যালসিয়াম
১২ পাতা
প্রশ্ন- পেশির কাজ কি?
উত্তর- কোন কিছু টানতে , উপরে তুলতে সাহায্য করা।
প্রশ্ন -পাখির ডানা শক্তপোক্ত হয় কেন ?
উত্তর -পাখির ডানার অস্থি গুলি খুব ভালো।
প্রশ্ন- শরীরে হাড় দেখা যায় না এমন একটি প্রাণীর নাম করো।
উত্তর- কেঁচো
১৩ পাতা
প্রশ্ন- শরীরের পাম যন্ত্র টির নাম কি ?
উত্তর -হৃৎপিণ্ড
প্রশ্ন -যক্ষার জীবাণু কোথায় বেশি ক্ষতি করে?
উত্তর- ফুসফুসে
১৫ পাতা
প্রশ্ন- যক্ষা রোগের লক্ষণ গুলি কি কি ?
উত্তর- প্রথম প্রথম বিকালে জর হবে। রাতের ঘাম ,শ্বাসকষ্ট হবে ।ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে। খাবারে অরুচি বোধ হবে। বাড়াবাড়ি হলে কাশির সঙ্গে রক্ত বের হবে। ওজন কমে যাবে।
প্রশ্ন-DOT কোন রোগের জন্য চিকিৎসা করা হয়?
উত্তর যক্ষা রোগের জন্য ।
প্রশ্ন- যক্ষা রোগ কখন বাড়াবাড়ি হতে পারে?
উত্তর -ওষুধ খেতে খেতে মাঝ পথে ওষুধ খাওয়া থামিয়ে দিলে, যক্ষ কারো বাড়াবাড়ি হতে পরে।
প্রশ্ন- যক্ষা রোগের জীবাণু কতদিন আগে আবিষ্কার হয়েছে?
উত্তর- প্রায় 130 বছর আগে।
প্রশ্ন- বিসিজি টিকা কোন রোগের জন্য দেওয়া হয়?
উত্তর; কলেরা রোগের জন্য।
১৬ পাতা
প্রশ্ন; বাড়িতে O R S কিভাবে বানাবে ?
উত্তর -এক গ্লাস ফুটানো জলে এক চামচ চিনি আর এক চিমটি নুন দিয়ে O R S বানানো হয় ।
প্রশ্ন -কলেরা রোগের লক্ষণ গুলো কি কি?
উত্তর -পাতলা চাল ধোয়া জলের মতো পায়খানা হবে। বমি হবে বালতি বালতি ।
১৭ পাতা
প্রশ্ন নেই
18 পাতা
প্রশ্ন -ডাক্তারেরা কোন যন্ত্রের সাহায্য বুকের হৃদপিন্ডের স্পন্দন মাপে?
উত্তর -স্টেথোস্কোপ ।
১৯ পাতা
প্রশ্ন নেই
20 পাতা
প্রশ্ন- লেন্স কে ইংরেজিতে কী বলে?
উত্তর -আতস কাঁচ ।
২১ পাতা
প্রশ্ন- মাটি কয় প্রকার ও কি কি ?
উত্তর- মাটি তিন প্রকার ।এঁটেল মাটি, বেলে মাটি ,দোঁয়াশ মাটি।
প্রশ্ন -কোন মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি? উ
ত্তর -এঁটেল মাটি।
প্রশ্ন -কোন মাটিতে বালি এবং কাদার ভাগ বেশি থাকে?
উত্তর -দোঁয়াশ মাটি।
প্রশ্ন- কোন মাটিতে বালি ভাগ বেশি থাকে?
উত্তর -বেলে মাটি ।
প্রশ্ন- মাটির মধ্যে কি কি মিশে আছে দেখতে হলে কি দিয়ে দেখবে।?
উত্তর -আতস কাঁচ দিয়ে।
২২- পাতা( প্রশ্ন নেই)
২৩ পাতা
প্রশ্ন- মাটির সজীব জৈব উপাদান টির নাম লেখ।
উত্তর -কেঁচো ।
প্রশ্ন- কি কি সার দিলে মাটি উর্বর হয়?
উত্তর- নাইট্রোজেন স্যার ,ফসফেট স্যার, কম্পোস্ট স্যার
২৪ পাতা
প্রশ্ন -একটি জৈব সারের নাম লেখ ।
উত্তর -কম্পোস্ট সার ।
প্রশ্ন- একটি রাসায়নিক সারের নাম লেখ।
উত্তর -ইউরিয়া।
প্রশ্ন- মাটির শত্রু কারা?
উত্তর- পলিথিন ,প্লাস্টিক ইত্যাদি।
২৫ পাতা
প্রশ্ন -বীজ ধান কি?
উত্তর- বীজ তলা থেকে যে ধান তোলা হয়।
প্রশ্ন- কোন ধানের জন্য বীজ তলা করতে হয় না ?
উত্তর -আউশ ধান।
প্রশ্ন -বীজ তলা কি?
উত্তর -প্রথমে ছোট জায়গায় যেখানে ধান ছড়িয়ে চারা গাছ তৈরি করা হয়, তাকে বীজতলা বলে ।
২৬ পাতা
প্রশ্ন -কোথায় চায়ের বাগান দেখতে পাওয়া যাবে ?
উত্তর- দার্জিলিঙে ।
২৭ পাতা
প্রশ্ন- ভূমিধস আটকাতে হলে কি করতে হবে?
উত্তর -গাছ লাগাতে হবে। পলিথিন,, প্লাস্টিক, ঔষধের বোতল এগুলো মাটিতে ফেলা বন্ধ করতে হবে ।
২৮ পাতা
প্রশ্ন-" বাঁওড়"কি ?
উত্তর -নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়। তাকে বাঁওড় বলে।
প্রশ্ন -ঝোরা কি?
উত্তর -পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝরনা কে ঝোরা বলে।
২৯ পাতা( প্রশ্ন নেই)
৩০ পাতা
প্রশ্ন -নয়নজুলি কি?
উত্তর -রাস্তার আশেপাশে জল জমে থাকা খাল গুলিকে নয়নজুলি বলে ।
প্রশ্ন -নয়নজুলিকে কি ধরনের মাছ দেখা যায়?
উত্তর -চাং,কই ,মাগুর ইত্যাদি।
৩১ পাতা (প্রশ্ন নেই)
৩২ পাতা
প্রশ্ন- রাসায়নিক বিক্রিয়া কি ?
উত্তর -দুধে লেবুর রস দিলে দুধ ছানা কেটে যায় ।এটাই রাসায়নিক বিক্রিয়া।
আবার কাপড়ে দাগ লাগলে লেবুস রস দিলে দাগ উঠে যায় এটাও রাসায়নিক বিক্রিয়া
প্রশ্ন-" বাঁওড়"কি ?
উত্তর -নদীর বাঁকে খানিকটা জায়গা নদী থেকে আলাদা হয়ে বদ্ধ জলা হয়ে যায়। তাকে বাঁওড় বলে।
প্রশ্ন -ঝোরা কি?
উত্তর -পাহাড়ি অঞ্চলে ছোট ছোট ঝরনা কে ঝোরা বলে।