ভূগোল নবম শ্রেণীর অনুশীলন উত্তর প্রথম অধ্যায় class 9 geography anushilan answer about 1st chapter wb - Online story

Sunday 26 February 2023

ভূগোল নবম শ্রেণীর অনুশীলন উত্তর প্রথম অধ্যায় class 9 geography anushilan answer about 1st chapter wb

 





নবম শ্রেণীর ভূগোল অনুশীলন প্রথম অধ্যায়

• বহুবিকল্পভিত্তিক প্রশ্নের নমুনা উত্তর :
প্রশ্নের মান 1
১ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো
১। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ—
(ক) বুধ
 (খ) পৃথিবী
(গ) শুক্র
(ঘ) মঙ্গল


১। (ক) বুধ

২।পৃথিবীর নিকটতম গ্রহ—
(ক) মঙ্গল
(খৃ) শুক্র
(গ) চাঁদ
(স) বুধ
উঃ-(খৃ) শুক্র


৩। পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরতে সময় লাগে—
(ক) ২৭দিন
(খ) ২৭ দিন ½
(গ) ২৮ ½দিন
(ঘ) ৩০ দিন
উঃ-(খ) ২৭ দিন ½


৪। পৃথিবীর—
(ক) একটি
 (খ) দুটি
(গ) নয়টি
(ঘ) তিনটি গতি আছে
উঃ-(খ) দুটি

৫।সৌরজগতে গ্রহের সংখ্যা—
(ক) ৮টি
 (খ) ৯টি
(গ) ১০টি
 (ঘ) ১১টি
উঃ-—(ক) ৮টি


৬। আয়তন অনুসারে পৃথিবী সৌরজগতের—(ক) চতুর্থ
(খ) পঞ্চম
(গ) ষষ্ঠ
(ঘ) প্রথম গ্রহ
উঃ-—(ক) চতুর্থ

৭। ‘পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে’ সর্বপ্রথম বলেছিলেন—
(ক) আর্যভট্ট
 (খ) কোপারনিকাস
(গ) গ্যালিলিও
(ঘ) নিউটন
উঃ-কোপারনিকাস



৮। ‘পৃথিবী সূর্যের চারদিকে এবং নিজের চারদিকে ঘোরে’ সর্বপ্রথম বলেছিলেন—
(ক) আর্যভট্ট
(খ) কোপারনিকাস
 (গ) নিউটন
 (ঘ) গ্যালিলিও
উঃ-খ) কোপারনিকাস

৯। পৃথিবীর আকৃতি—
(ক) কমলালেবুর মতো
(খ) নাসপাতির মতো
(গ) অভিগত গোলাকার
(ঘ) আপেলের মতো
উঃ-অভিগত গোলাকার


১০। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস—

(ক) ১২,৭৪৬ কিমি
(থ) ১২,৭৫৬ কিমি
 (গ) ১২,৭৬৬ কিমি)
(ঘ) ১২,৭৭৬ কিমি
উঃ-(থ) ১২,৭৫৬ কিমি (১২,৭৫৭ কিমি হবে।

১১। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা,—

(ক) ৪২  কিমি
(খ) ৫২ কিমি
 (গ) ৬২ কিমি
 (ঘ) ৭২ কিমি স্ফীত
উঃ-ক) ৪২  কিমি (৪৩ কিমি হবে।


১২। প্লুটোকে বলে—

(ক) কুলীন গ্রহ
 (খ) বামন গ্রহ
(গ) উপগ্রহ
(ঘ) নক্ষত্র
উঃ-বামন গ্রহ

১৩। নীল গ্রহ বলা হয়—
(ক) পৃথিবীকে
(খ) মঙ্গলকে
(গ) বুধকে
(ঘ) শনিকে
উঃ-ক) পৃথিবীকে

১৪। সৌরজগতের বৃহত্তম গ্রহ হল –
 (ক) পৃথিবী
(খ) বৃহস্পতি
(গ) শনি
 (ঘ) ইউরেনাস
উঃ-খ) বৃহস্পতি

১৫। দূরত্ব অনুসারে সূর্যের দূরতম গ্রহ –
 (ক) বুধ
 (খ) বৃহস্পতি
 (গ) মঙ্গল
 (ঘ) ইউরেনাস

উঃ-ঘ)ইউরেনাস

১৬। সূর্যের একেবারে ওপরের দিকে তাপমাত্রা হল-
(ক) ৫৮০০° সে
 (খ) ৬৫০০°সে
(গ) ৭০০০° সে
(ঘ) ৮০০০° সে
উঃ-(খ) ৬৫০০°সে


১৭। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব—
(ক) ১০ কোটি কিমি
(খ) ১৬ কোটি কিমি
(গ) ১৮ কোটি কিমি
(ঘ) ১৯ কোটি কিমি
উঃ-(খ) ১৬ কোটি কিমি (প্রায় ১৫কোটি কিমি হবে।)


১৮। টাইটান উপগ্রহ –
(ক) শনির
(খ) বৃহস্পতির
 (গ) ইউরেনাসের
 (ঘ) পৃথিবীর উপগ্রহ
উঃ-(ক) শনির



১৯। উপকূলের দিকে আগত জাহাজের যে অংশ আগে দেখা যাবে তা হল –
(ক) মাস্তুল
 (খ) ছাদ
(গ) তলদেশ
(ঘ) কোনোটাই নয়
উঃ-ক) মাস্তুল

২০। এরাটোথেনিস ছিলেন—
(ক) রোমান
(খ) গ্রিক
(গ) মিশরীয়
 (ঘ) ভারতীয় দার্শনিক
উঃ-খ) গ্রিক


২১। পৃথিবীর গড় ব্যাসার্ধ –
 (ক) ৬,৪০০ কিমি
(খ) ৫,৪০০ কিমি
 (গ) ৭,৪০০ কিমি
(ঘ) ৮, ৪০০ কিমি
উঃ-ক) ৬,৪০০ কিমি

২২। মহাকাশ থেকে পৃথিবীকে দেখায়—
(ক) সবুজ
(খ) সাদা
(গ) নীল
 (ঘ) লাল

উঃ- (গ) নীল

বাক্যটি 'সভ্য' হলে 'ঠিক' এবং
প্রতিটি

১। চাঁদ পৃথিবী একমাত্র উপগ্রহ।
উঃ-ঠিক

 ২।চাঁদ পৃথিবী আলোয় আলোকিত।
উঃ-ভুল( ঠিক উত্তরটি হবে সূর্যের আলোয় আলোকি)

 ৩। মঙ্গল পৃথিবী নিকটতম গ্রহ
উঃ-ভুল( ঠিক উত্তরটি হবে শুক্র গ্রহ)

৪। বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম গ্রহ।
উঃ-ঠিক


 ৫। নক্ষত্রগুলির নিজস্ব আলো নেই।

উঃ-ভুল( ঠিক উত্তরটি হবে নিজস্ব আলো আছে।)


৬। সূর্যের নিকটতম গ্রহ বুধ।

উঃ-ঠিক

৭। পৃথিবীর আকৃতি উপবৃত্তাকার।
উঃ-ভুল( ঠিক উত্তর কি হবে অভিগত গোলক)

৮। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী তৃতীয় গ্রহ।
উঃ-ঠিক


৯। পৃথিবীর দুটি গতি আছে।

উঃ-ঠিক

১০। একমাত্র পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে।
উঃ-ঠিক

১১। বামন গ্রহ এরিসের দুটি উপগ্রহ রয়েছে।

উঃ-ভুল (১টি আছে)


১২। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৪ কোটি ৯৫ লক্ষ কিমি।
উঃ-ঠিক(১৫ হবে)


১৩। প্রায় ৪৫০ কোটি বছর আগে পৃথিবীর উৎপত্তি হয় বলে অনুমান।
উঃ-ঠিক

১৪। পৃথিবী গোল বলে সমুদ্রগামী জাহাজকে কিছুক্ষণ পরে আর দেখতে পাই না।
উঃ-ঠিক

১৫। খ্রিস্ট জন্মের ৩০০ বছর আগে এরাটোথেনিস বলেছিলেন যে পৃথিবী গোল।
উঃ-ভুল (২০০বছর হবে।)


১৬। যত উপর থেকে দেখা যাবে দিগন্তরেখা তত বেড়ে যাবে।
উঃ-ঠিক

১৭। চন্দ্রগ্রহণের সময় চাঁদের ওপর পৃথিবীর গোলাকার ছায়া পড়ে।
উঃ-ঠিক

১৮। পৃথিবীর আকৃতি পৃথিবীরই মতো।
উঃ-ঠিক


১৯। নিরক্ষরেখা বরাবর পৃথিবী ৪৩ কিমি স্ফীত।
উঃ-ঠিক


২০। পৃথিবীর মেরু ব্যাসের দৈর্ঘ্য ১২,৭৫৬ কিমি।
উঃ-ভুল