তৃতীয় শ্রেণীর বাংলা এবং গণিতপ্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র 2021
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র
2021
প্রাপ্ত নম্বর------ নির্ণায়কের স্বাক্ষর
গ্ৰেড -------- ------------
বিষয়-গণিত
শ্রেণী ---তৃতীয় পূর্ণমান ১০ সময়২০মিনিট
নাম- ---------------------------------- রোল ----
বিদ্যালয়ের নাম ------------------------------
-------------------------------------------------------
(১) .(ক) দুই শতক এক দশক দুই একক =
(২২২/২১২/২৩২)
উত্তর- ২১২
(খ) পাঁচশত সাত = (৫৭০/৫০৭/৫১৭)
উত্তর- ৫০৭
(গ) ছয় দশক চার একক = (৬৪/৭৪/৫৪)
উত্তর- ৬৪
(খ) বিশেষ বিন্যাসে নম্বর লেখা আছে, ঠিক
সেই ভাবে পরের দুটি সংখ্যা লেখ, ৩,৬,৯
উত্তর-
৩৬৯, ,৯৬৩ ,৬৯৩, ৩৯৬,
(২)যোাগফল নির্ণয় কর
উত্তর-
শতক দশক একক
৩ ০ ৪
+২ ৩ ২
-------------------------------------
৫ ৩ ৬
(৩)বিয়োগ ফল নির্ণয় কর।
উত্তর-
শতক দশক একক
৫ ৭ ২
- ২ ৫ ৮
-------------------------------------
৩ ১ ৪
(৪) নিচের অংকগুলির সমাধান নির্ণয় কর
(ক) একটি গাছে ১১২টি টগর ফুল ফুটেছে। প্রতি গাছে সমান সংখ্যক ফুল ফুটে থাকলে, এ রকম ৩ টি গাছে কত গুলি টগর ফুল ফুটেছে?
উত্তর- ১২২× ৩ =৩৬৬
গাছে ৩৬৬ টি টগর ফুল ফুটেছে।
(1) হাওড়া স্টেশন থেকে দিঘা বেড়াতে যাচ্ছি। সকালের ট্রেনে ২২১ জন এবং দুপুরের ট্রেনে ১৭২ জন যাচ্ছি। কোন ট্রেনে কতজন বেশি যাচ্ছি?
উত্তর-
সকালের ট্রেনে ২২১ জন
দুপুরের ট্রেনে ১৭২ জন
--------------------------------
মোট ৪১ জন
প্রথম ট্রেনে কতজন৪৯ জন বেশি যাচ্ছি।
(গ) মিহির বাজারে গিয়ে ১৬০ টাকার চাল, ৩৫ টাকার চিনি ও ৮ টাকার নুন কিনেছে। সে মোট কত টাকার জিনিস কিনেছে?
উত্তর-
১ ৬ ০ টাকার চাল,
৩ ৫ টাকার চিনি
৮ টাকার নুন
---------------------------
মোট ২ ০ ৩ টাকা
সে মোট ২ ০ ৩ টাকার জিনিস কিনেছে।
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্র
2021
প্রাপ্ত নম্বর------ নির্ণায়কের স্বাক্ষর
গ্ৰেড -------- ------------
বাংলা সাহিত্য
শ্রেণী ---তৃতীয় পূর্ণমান ১০ সময়২০মিনিট
নাম- ---------------------------------- রোল ----
বিদ্যালয়ের নাম ------------------------------
-------------------------------------------------------
১) বর্ণ বিশ্লেষণ করো (১)টি। ১×২=২
(ক)ক্ষমা--ক+ ষ -ম+আ
(খ) খাতা -খ+ আ + ত + আ
২) এলোমেলো বর্ণগুলো সাজিয়ে সঠিক শব্দ তৈরি করো (২টো).
(ক) লু চু কো রি -লুকোচুরি
(খ) প শ্র র ম = পরিশ্রম
(গ) ৎ ক চি র -চিৎকার
(ঘ) ল দে য়া= দেয়াল
৩) শব্দার্থ লেখো: (যেকোন ২টি)
অলস -কুঁড়ে উপস্থিত -হাজির
গাঁয়ে - গ্ৰামে। আঁধার--অন্ধকার
৪) বাক্য রচনা কর : (১টি)
সবুজ- গাছের পাতার রং সবুজ
অথবা সবুজ শাকসবজি শরীরের পক্ষে উপকার।
চাষী- চাষী মাঠে চাষ করে।
অথবা চাষী মাঠে ফসল ফলায়।
বিপরীত শব্দ অর্থ লেখো : (যেকোন ২টি)
বুড়ো -ছোকরা
উচিত -অনুচিত
লাভ -ক্ষতি
দিন - রাত
6) অতি সংক্ষেপে প্রশ্নের উত্তর দাও :
(ক) চাষীর ছেলে নিজে চাষ-আবাদ করার কথা ভাবতে পারতনা কেন?
উত্তর- চাষির ছেলে খুব অলস ছিল তাই নিজে চাষাবাদ করার কথা ভাবতে পারত না।
(খ) কীসের জলে ফেনার রাশি দেখা যাচ্ছে?
উত্তর-
(গ) ফুলপরিরা কোন সময় পৃথিবীতে নেমে আসত?
উত্তর-
শিক্ষক-শিক্ষিকা সাক্ষর-----
তারিখ.---