নবম শ্রেণী ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় অনুশীলন প্রশ্নের উত্তর ভৌত পরিবেশ
নবম শ্রেণী -ভৌতবিজ্ঞান- প্রথম অধ্যায় -ভৌত পরিবেশ
অনুশীলনী
A. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ):
[প্রশ্নমান – 1]
1. অভিমুখ নিরপেক্ষ রাশিটি হল—(ক) ভরবেগ (খ) ত্বরণ (গ) গতিশক্তি (ঘ) ওজন।2.
উত্তর(গ) গতিশক্তি
2.অভিমুখ সাপেক্ষ রাশিটি হল—
(ক) আয়তন (খ) ঘনত্ব (গ) স্থিতিশক্তি (গ) ক্ষেত্রফল।
উত্তর-ঘনত্ব
ঘনত্ব = ভর/আয়তন। এখানে ভর ও আয়তন যথাক্রমে মৌলিক ও যৌগিক রাশি। দুই বা ততোধিক মৌলিক যৌগিক রাশির ভাগফলও লব্ধ রাশি হয়। তাই, ঘনত্বও লব্ধ রা
3. কেরোসিন তেল পরিমাপ করা হয়—(ক) লিটারে (খ) গ্রামে (গ) কিলোগ্রামে (ঘ) কুইন্টালে।
উত্তর-ক) লিটারে
4. রেডিয়ান যে ভৌত রাশির একক তা হল—-(ক) ভর (খ) কোণ (গ) আয়তন (ঘ) কম্পাঙ্ক।
উত্তর-(খ) কোণ
5. এককহীন একটি ভৌত রাশি হল—(ক) পৃথিবীর বয়স(খ) সূর্য থেকে পৃথিবীর দূরত্ব(গ) চন্দ্রের ভর(ঘ) আপেক্ষিক ঘনত্ব।
উত্তর-(ঘ) আপেক্ষিক ঘনত্ব।
6. 1লিটার সমান-(ক) 1 cc(খ) 10 cc (গ) 100 cc (ঘ) 1000 cc
উত্তর-(ঘ) 1000 cc
17. 1 ফার্মি সমান-(ক) 10-15m (খ) 10-13m (গ) 1013m (ঘ) 1015m।
উত্তর-(ক) 10-15m
8. এদের মধ্যে কোন্টি দূরত্বের একক নয়-(ক) পারসেক(খ) আলোকবর্ষ(গ) AU (ঘ) amu
উত্তর-(ঘ) amu
9. এদের মধ্যে যেটি প্রাথমিক একক তা হল—(ক) পাস্কাল (খ) নিউটন (গ) কুরী (ঘ) ক্যান্ডেলা।
উত্তর-(গ) কুরী
10. চাপের মাত্রা হল—(ক) [ML-1T-2] (খ) [ML2T-2] (গ) [MLT-2] (ঘ) [MLT2] |
উত্তর-(ক) [ML-1T-2]
বাকি প্রশ্নের উত্তরগুলি দেখতে হলে এই লিংকে ক্লিক করুন