বৈপরীত্য উত্তাপ কাকে বলে? নবম শ্রেণীর ভূগোল প্রথম পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন - Online story

Monday, 13 March 2023

বৈপরীত্য উত্তাপ কাকে বলে? নবম শ্রেণীর ভূগোল প্রথম পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন

 প্রশ্ন -বৈপরীত্য উত্তাপ কাকে বলে?
উত্তর- আমরা জানি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায় । যদি কোন কোন কারণে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পায় । তাহলে তাকে বৈপরীত্য উত্তাপ বলে।  রাত্রিবেলায় পর্বতের উপর অংশে শীতল ও ভারী বায়ু পর্বতে ঢাল বেয়ে নিচে নেমে আসে এই বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলা হয়। তখন পর্বতের পাদদেশের গরম বায়ু উপরে উঠে যায়।


পার্থক্য লেখ
 ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত


ঘূর্ণবাত                       প্রতীপ ঘূর্ণবাত
১) নিম্নচাপ বিশিষ্ট ঝড় ১)উচ্চচাপ বিশিষ্ট
 কে ঘূর্ণবাত বলে ।    ঝড়কে প্রতীপঘূর্ণবাত
                                            বলে
২) নিম্নচাপ বিশিষ্ট অঞ্চলে। ২)উচ্চচাপ বিশিষ্ট
 ঘূর্ণবাত দেখা যায়        অঞ্চলে প্রতীপঘূর্ণবাত   
                                         দেখা যায়।
৩)ঘূর্ণবাতে আকাশ   ৩)প্রতীপ ঘূর্ণবাতে
অপরিষ্কার থাকে।  পরিষ্কার আকাশ দেখা  
                                     যায়
৪) ঘূর্ণবাতে কেন্দ্রে ৪)প্রতীপ ঘূর্ণবাতে
 নিম্নচাপ সৃষ্টি হয়।।   কেন্দ্রে উচ্চচাপ
                                সৃষ্টি হয়

৫)ঘূর্ণবাতে বায়ু। ৫) প্রতীপ ঘূর্ণবাতে
 ঊর্ধ্বগামী হয় ।।   বায়ু নিম্নগামী হয়

 ৬) ঘুর্নাবাতে ধ্বংস  ৬) প্রতীপ ঘূর্ণবাতে
ক্ষমতা বেশি থাকে    ধ্বংসত্ব ক্ষমতা নেই।



পার্থক্য লেখ সমুদ্র বায়ু এবং স্থলবায়ু
   স্থলবায়ু।                  সমুদ্র বায়ু             

১ স্থল থেকে আগত ১) সমুদ্র থেকে আগত
বায়ুকে স্থলবায়ু বলে বায়ুকে সমুদ্র বায়ু বলে

২) স্থলবায়ুর বেগ।    ২) সমুদ্র বায়ুর বেগ
বিকাল এবং সন্ধ্যায়।   ভোরবেলা ও
বেশি হয়।                সকালবেলায় বেশি হয়।

৩) স্থলবায়ু প্রবাহের   ৩) স্থলবায়ু প্রবাহের
সময় স্থলভাগে নিম্নচাপ     সময় স্থলভাগে  এবং জলভাগে উচ্চচাপ  উচ্চ চাপ জলভাগে
সৃষ্টি হয়।                          নিম্নচাপ সৃষ্টি হয়

৪)স্থলবায়ু সাধারণত।     ৪)সমুদ্র বায়ু
 শুষ্ক হয়                   জলীয়বাষ্পপূর্ণ হয়

৫) স্থলবায়ু দুপুর থেকে ৫) সমুদ্র বায়ু ভোর
 সন্ধ্যে প্রবাহিত হয়        থেকে সকাল প্রবাহিত
                                     হয়।


পার্থক্য লেখ গিরিখাত ও ক্যানিয়ন

      গিরিখাত                 ক্যানিয়ন