নেপোলিয়নের বিভিন্ন যুদ্ধনবম শ্রেণির ইতিহাস ২অধ্যায়
নবম শ্রেণির
ইতিহাস
২অধ্যায়
বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ
নেপোলিয়নের বিভিন্ন যুদ্ধ
পিরামিডের যুদ্ধ -
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর-২১ জুলাই, ১৭৯৮ খ্রিস্টাব্দে
ফ্রান্স ও ম্যামলুক
ফ্রান্স জয়লাভ করে
প্রশ্ন-নীলনদের যুদ্ধ-
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয়? এবং কে জয় লাভ করে?
উত্তর-১-৩ আগস্ট, ১৭৯৮ খ্রিস্টাব্দে
ফ্রান্স ও ইংল্যান্ড
ইংল্যান্ড জয়লাভ করে।
আবুকিরের যুদ্ধ-
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর-২৫ জুলাই, ১৭৯৯ খ্রিস্টাব্দ
ফরাসি ও অটোমান বাহিনী
এই যুদ্ধ হয় ফরাসি জয় লাভ করে।
মারেঙ্গোর যুদ্ধ।
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?-
উত্তর-১৪ জুন, ১৮০০ খ্রিস্টাব্দ
ফ্রান্স ও অস্ট্রিয়া এই যুদ্ধ হয়
অস্ট্রেলিয়া জয়লাভ করে।
ট্রাফালগারের নৌযুদ্ধ -
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?-
উত্তর-২১ অক্টোবর, ১৮০৫ খ্রিস্টাব্দ
ফরাসি ও ব্রিটিশ নৌবাহিনী
এই যুদ্ধে ব্রিটিশ নৌবাহিনী জয় লাভ করে।
অস্টারলিজ়ের যুদ্ধ -
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর- ২ ডিসেম্বর, ১৮০৫ খ্রিস্টাব্দ
ফ্রান্স এবং রাশিয়া ও অস্ট্রিয়া
এই যুদ্ধে ফ্রান্স জয় লাভ করে।
জেনা-আউরস্টেড যুদ্ধ
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর- ১৪ অক্টোবর, ১৮০৬ খ্রিস্টাব্দ
ফ্রান্স ও প্রাশিয়া
এই যুদ্ধে ফ্রান্স জয় লাভ করে।
ফ্রিডল্যান্ডের যুদ্ধ
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর- ১৪ জুন, ১৮০৭ খ্রিস্টাব্দ
ফ্রান্স ও রাশিয়া
এই যুদ্ধে ফ্রান্স জয় লাভ করে।
কোরান্যা যুদ্ধ
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর- ১৬ জানুয়ারি, ১৮০৯ খ্রিস্টাব্দ
ফরাসি ও ব্রিটিশ বাহিনী
এই যুদ্ধে ব্রিটিশ বাহিনী জয় লাভ করে।
ওয়াগ্রামের যুদ্ধ
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর- ৫-৬ জুলাই, ১৮০৯ খ্রিস্টাব্দ
ফ্রান্স ও অস্ট্রিয়া
এই যুদ্ধে ফ্রান্স জয় লাভ করে।
স্যালামাঙ্কার যুদ্ধ
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর- ২২ জুলাই, ১৮১২ খ্রিস্টাব্দ
ব্রিটিশ ও পোর্তুগিজ বাহিনী
এবং ফরাসি বাহিনী
এই যুদ্ধে ব্রিটিশ ও পোর্তুগিজ বাহিনী জয় লাভ করে।
বোরোডিনোর যুদ্ধ
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর- ৭ সেপ্টেম্বর, ১৮১২ খ্রিস্টাব্দ
ফ্রান্স ও রাশিয়া
এই যুদ্ধে ফ্রান্স জয় লাভ করে।
লুজেন ও বজেন-এর যুদ্ধ
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর- মে, ১৮১৩ খ্রিস্টাব্দ
প্রাশো-রাশিয়া ও ফরাসি বাহিনী
এই যুদ্ধে ফ্রান্স জয় লাভ করে।
লিপজিগের যুদ্ধ
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর- ১৬-১৯ অক্টোবর, ১৮১৩ খ্রিস্টাব্দ
অস্ট্রিয়া, প্রাশিয়াও রাশিয়া,
এই যুদ্ধে প্রাশিয়াও রাশিয়া, জয় লাভ করে।
ওয়াটারল-এর যুদ্ধ
কত সালে ,কাদের মধ্যে যুদ্ধ হয় এবং কে জয় লাভ করে?
উত্তর-১৮ জুন, ১৮১৫ খ্রিস্টাব্দ
ব্রিটিশ ও প্রাশিয়ার সাথে ফ্রান্স
এই যুদ্ধে ব্রিটিশ ও প্রাশিয়া জয় লাভ করে।