ক্লাস সিক্স ভূগোল প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পাতা ধরে ধরে
বাংলা 'চিঠি" জসীমউদ্দীন কবিতা অনুশীলন প্রশ্নের উত্তর দেখো।
ক্লাস সিক্স
ভূগোলে
(তোমাদের প্রতি অধ্যায়ের পাতা অনুসারে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেওয়া হলো।)
এক অধ্যায়
আকাশ ভরা সূর্য তারা
১ পাতা
প্রশ্ন জ্যোতির্বিজ্ঞান বলতে কি বোঝ?
উত্তর: চাঁদ, সূর্য, তারা, ছায়াপথ ,ধুমকেতু উল্কা, ইত্যাদি পর্যবেক্ষণ করে জানার বিজ্ঞান চর্চা হল জ্যোতির্বিজ্ঞান।
প্রশ্ন; নীহারিকা কি?
উত্তর -মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হল নীহারিকা।
প্রশ্ন :নক্ষত্রের জন্ম কোথা থেকে হয় ?
উত্তর; নীহারিকা থেকে নক্ষত্রের জন্ম হয়।
২ পাতা
প্রশ্ন: আমরা কোন ছায়াপথে বাস করছি?
উত্তর ; আকাশ গঙ্গা।
প্রশ্ন সূর্য পৃথিবী এগুলি কোন ছায়াপথে আছে?
উত্তর; আকাশগঙ্গা ।
প্রশ্ন নক্ষত্র ও গ্রহের মধ্যে দুটি পার্থক্য লেখ।
উত্তর;(১) নক্ষত্র গুলি নিজস্ব আলো আছে। গ্রহগুলি নিজস্ব আলো নেই ।
(২)নক্ষত্রের আলো মিটমিট করে ।গ্রহের আলো।স্থির ।
প্রশ্ন ;কোন তারার উষ্ণতা সবচেয়ে বেশি ?
উত্তর; বিরাট নীল তারার।
প্রশ্ন: সূর্য বাদে আমাদের কাছে নক্ষত্রটির নাম কি?
উত্তর :প্রক্সিমা সেনটাউরি ।
প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তর :প্রায় ১৫ কোটি ।
প্রশ্ন :সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় নেয়?
উত্তর :৮ মিনিট ২০ সেকেন্ড
প্রশ্ন: বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগ কত?
উত্তর :৩০০,০০০ কিমি ।
প্রশ্ন: আলোকবর্ষ বলতে কী বোঝো?
উত্তর: বায়ুশূন্য অবস্থায় আলোর গতিবেগে, আলো এক বছরে যতটা দূরত্ব পার হয় ,তাকে এক আলোকবর্ষ বলে।
প্রশ্ন 'পৃথিবী থেকে কত আলোকবর্ষ দূরে প্রক্সিমা সেন্টারি অবস্থান করছে?
উত্তর : ৪.২ আলোকবর্ষ ।
প্রশ্ন: নক্ষত্র মন্ডল বলতে কী বোঝো?
উত্তর: কাছাকাছি থাকা তারা গুলোকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতির তৈরি হয়। এরকম এক একটা তারার ঝাঁক কে বলে নক্ষত্র মন্ডল।
প্রশ্ন :সপ্তর্ষিমণ্ডল দেখতে কেমন?
উত্তর:(?) প্রশ্ন চিহ্নের মতো।
প্রশ্ন -ক্যাসিওপিয়া দেখতে কেমন?
উত্তর :ইংরেজি (M) অক্ষরের মতো ।
প্রশ্ন: বক মন্ডল দেখতে কেমন?
উত্তর : ক্রুশ চিহ্নের মত ।
প্রশ্ন: কালপুরুষ দেখতে কেমন?
উত্তর: পুরান কাহিনীর এক সাহসী শিকারির মতন।
৩ পাতা
প্রশ্ন: দিনের বেলায় তারা দেখা যায় না কেন?
উত্তর: সূর্যের আলোয় তারাগুলি ঢাকা পড়ে যায়। তাই আমরা দেখতে পাই না ।
প্রশ্ন :তারাগুলি মিট মিট করে কেন?
উত্তর :তারাগুলি পৃথিবীতে থেকে অনেক দূরে অবস্থান করে ।তাদের আলো অনেক বায়ূ স্তর পেরিয়ে আসতে হয়। তাই এই বায়ুস্তর পেরিয়ে আসার সময় আলো গুলো বেঁকে যায় ।তাই আলো গুলোকে আমরা মিটমিট করা দেখি।
প্রশ্ন: খালি চোখে কতগুলি তারা লেখা যায়? উত্তর: প্রায় ছয় হাজারের মতো ।
প্রশ্ন: বহুকাল ধরে নাবিকেরা কোন তারাকে দেখে দিক নির্ণয় করত?
উত্তর 'ধ্রুবতারা
প্রশ্ন: ধ্রুবতারা কোন আকাশে থাকে?
উত্তর :উত্তর আকাশে।
প্রশ্ন: কৃতিকা একটি নক্ষত্র মন্ডল এর নাম। এ কথাটি ঠিক না ভুল ?
উত্তর :ঠিক।
প্রশ্ন টেলিস্কোপ কি?
উত্তর :আকাশ দেখার জন্য কাজে লাগানো বিশাল চোঙ এর মত দেখতে যন্ত্র।
প্রশ্ন: মান মন্দির কি?
উত্তর: টেলিস্কোপের জন্য তৈরি করতে হয় বিরাট গোলাকার গম্বুজ এটাকে বলা হয় মানমন্দির ।
প্রশ্ন :একটি টেলিস্কোপের মাধ্যমে কত আলোকবর্ষ দূরে তারা দেখা যায়?
উত্তর: ২০০ কোটি আলোকবর্ষ ।
৪ পাতা
প্রশ্ন:সৌরজগৎ বা সৌর পরিবার বলতে কী বোঝো?
উত্তর: সূর্য পৃথিবী চাঁদ তারা বা অন্যান্য গ্রহদের নিয়ে যে সূর্যের সংসার তাকে আমরা বলি সৌর পরিবার।
বইয়ের প্রশ্ন :
(১)সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি?
উত্তর: বুধ
প্রশ্ন: সবচেয়ে বড় গ্রহ কোনটাকে মনে হয়?
উত্তর: বৃহস্পতি
প্রশ্ন: দূরত্বের বিচারে আমাদের পৃথিবী কত নম্বরে আছে?
উত্তর: সূর্য থেকে তিন নম্বরে আছে।
৫ পাতা
প্রশ্ন: সূর্যের বাইরের দিকে উষ্ণতা কত?
উত্তর: প্রায় 6000 ডিগ্রী সেন্টিগ্রেড।
প্রশ্ন :সূর্যের ভেতর দিকে তাপমাত্রা কত ?
উত্তর: প্রায় ১.৫ কোটি ডিগ্রী সেন্টিগ্রেড।
প্রশ্ন সূর্য পৃথিবীর তুলনায় কত গুন বড়ো?
উত্তর: তের লক্ষ গুণ বড়ো
প্রশ্ন: সূর্য পৃথিবীর তুলনায় কত গুন ভারী? উত্তর : তিন লক্ষ গুণ ভারী ।
প্রশ্ন :সূর্য রশ্মি র কত ভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায় ?
উত্তর :২০০ কোটি ভাগের একভাগ।
প্রশ্ন: মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু কত দিন থাকে?
উত্তর : প্রায় এক হাজার কোটি বছর।
প্রশ্ন: আকাশগঙ্গার ঠিক কোনখানে সৌরজগতের অবস্থান?
উত্তর : আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্র থেকে কিছুটা দূরে প্রান্ত ভাগে।
প্রশ্ন :সৌর কলঙ্ক বলতে কী বোঝো?
উত্তর : সূর্যের গায়ে যেখানে উত্তাপ একটু কম সে জায়গাগুলো কম উজ্জ্বল তাই কালো দেখায়। এগুলো হলো সৌর কলঙ্ক ।
প্রশ্ন- চাঁদ সূর্যের তুলনায় ছোট তাহলে আমরা দুটোকে প্রায় সমানাকারে দেখি কেন ?
উত্তর : চাঁদ আমাদের অনেক কাছে থাকে।তাই দুটোকে প্রায় সমানাকারে দেখি।
প্রশ্ন: সৌর ঝড় বলতে কী বোঝো ?
উত্তর: সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। একে সৌর ঝড় বলে।
প্রশ্ন :সৌর ঝড় কত বছর অন্তর জোরালো হয়?
উত্তর: 11 বছর অন্তর।
প্রশ্ন :সৌর ঝড়ের সময় কি কি ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে?
উত্তর ;কৃত্রিম উপগ্রহ গুলি ক্ষতি হয়ে যাওয়ার ভয় বেশি থাকে।
প্রশ্ন খালি চোখে সূর্য গ্রহণ দেখলে চোখের কোন অংশের ক্ষতি হয়?
উত্তর :চোখের রেটিনা অংশের ক্ষতি হয় ।
৬ পাতা
প্রশ্ন :সন্ধ্যাতারা বলতে কী বোঝো?
উত্তর :সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সবথেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়। তাকে সন্ধ্যা তারা বলে ।
প্রশ্ন: সন্ধ্যা তারা আসলে কোন গ্রহ?
উত্তর: শুক্র গ্রহ ।
প্রশ্ন: গ্রহ এবং উপগ্রহের মধ্যে দুটি পার্থক্য লেখ।
উত্তর: গ্রহগুলি নক্ষত্রের চারিদিকে আবর্তন করে। উপগ্রহগুলি গ্রহের চারদিকে আবর্তন করে।
গ্রহগুলি বড় আকারের হয়। উপগ্রহগুলি ছোট আকারে হয়।
প্রশ্ন: অন্তস্থ গ্রহ বলতে কী বোঝো?
উদাহরণ দাও।
উত্তর ;সৌর পরিবারের ভিতরের দিকে গ্রহ গুলি হল অন্তস্থ গ্রহ। যেমন। বুধ শুক্র পৃথিবী মঙ্গল ।
প্রশ্ন: বহিঃস্থ গ্রহ বলতে কী বোঝো? উদাহরণ দাও ।
সৌর পরিবারের বাইরে দিকে গ্রহগুলি হল বহিঃস্থ গ্রহ।
যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ,নেপচুন।
প্রশ্ন- বুধ গ্রহের রং কেমন?
উত্তর -ধূসর
প্রশ্ন: কোন গ্রহের আবর্তন গতির তুলনায় পরিক্রম গতি প্রায় সমান?
উত্তর- শুক্র গ্রহ
প্রশ্ন সৌরজগতে উষ্ণতম গ্রহ টির নাম লেখ। উত্তর শুক্র
প্রশ্ন কেন শুক্র উষ্ণতা বেশি?
উত্তর শুক্রগ্ৰহে প্রচুর কার্বন ডাই অক্সাইড গ্যাস আছে। যেটি তাপ ধরে রাখতে পারে সে জন্য শুক্র গ্রহ উষ্ণতা বেশি।
৭ পাতা
প্রশ্ন- পৃথিবীর আবর্তন কাল সময় কত ?
উত্তর :২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
প্রশ্ন- নীল গ্রহ কোনটিকে বলা হয়?
উত্তর- মঙ্গল গ্রহকে
প্রশ্ন :কেন মঙ্গল গ্রহকে নীল গ্রহ বলা হয়? উত্তর :মহাকাশ থেকে পৃথিবীকে দেখলে নীল রঙের দেখায় ।তাই পৃথিবীকে নীল গ্রহ বলে ।
প্রশ্ন' লাল গ্রহ কোনটিকে বলা হয়?
উত্তর: মঙ্গল।
প্রশ্ন: কেন মঙ্গলকে লাল গ্রহ বলা হয়?
উত্তর :মঙ্গল গ্রহের মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড অর্থাৎ লোহা থাকায় দেখতে লাল লাগে। তাই মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলে।
প্রশ্ন। কোন গ্রহের মাধ্যাকর্ষণ সবথেকে বেশি? উত্তর: বৃহস্পতি
প্রশ্ন :কোন গ্রহের বলয় দেখা যায় ?
উত্তর; শনি গ্রহের।
প্রশ্ন: শনিগ্রহের কয়টি বলয় দেখা যায়?
উত্তর: সাতটি বলয় দেখা যায়।
প্রশ্ন: কোন গ্রহের রং সবুজ?
উত্তর; ইউরেনাস
প্রশ্ন: কেন ইউরেনাস গ্রহের রং সবুজ?
উত্তর:এই গ্রহে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকার জন্য ইউরেনাস গ্রহকে সবুজ লাগে।
৮পাতা
প্রশ্ন: কোন গ্রহের রং নীল?
উত্তর; নেপচুন গ্রহ
প্রশ্ন :কেন নেপচুন গ্রহের রং নীল ?
উত্তর: মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এই গ্রহের রং নীল ।
প্রশ্ন :বামন গ্রহ কাকে বলে? উদাহরণ দাও উত্তর :যে সকল গ্রহের কক্ষপথে কোন মহাজাগতিক বস্তু থাকলে ,গ্রহটি সরিয়ে দিতে পারে না ।তাকে বামন গ্রহ বলে ।
যেমন- প্লুটো
প্রশ্ন: উপগ্রহ কাকে বলে?
উত্তর ;যে গুলি গ্রহের চারিদিকে আবর্তন করে তাকে উপগ্রহ বলে।
, প্রশ্ন চাঁদের আকষর্ণ পৃথিবীর তুলনায় কত গুণ বেশি বা কম?
উত্তর :একের ছয় ভাগ কম ।
প্রশ্ন ;পৃথিবীতে ছয় ফুট লাফালে চাঁদে কযত ফুট লাফাতে পারবে ?
উত্তর:ছত্রিশ ফুট
প্রশ্ন: পৃথিবীতে ছয় কেজি ওজন হলে চন্দ্রে কত কেজি ওজন হবে?
উত্তর :এক কেজি
প্রশ্ন পৃথিবীর একটি উপগ্রহের নাম লেখ উত্তর -চাঁদ
প্রশ্ন মঙ্গলে দুইটি উপগ্রহের নাম লেখ।
উত্তর :ডাইমোস এবং ফোবোস
প্রশ্ন :বৃহস্পতি দুটি উপগ্রহের নাম লেখ উত্তর:ইউরোপাএবং গ্যানিমিড
প্রশ্ন শনির বৃহত্তম উপগ্রহ টি নাম লেখ।
উত্তর: টাইটান।
প্রশ্ন ইউরেনাসের একটি উপগ্রহের নাম লেখ উত্তর: মিরান্ডা
প্রশ্ন নেপচুনের একটি উপগ্রহের নাম লেখ। উত্তর। ট্রাইটন।
নয় পাতা