দশম শ্রেণী ভৌত বিজ্ঞান ৮ অধ্যায় অনুশীলন উত্তর পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ
গণিত লম্ব বৃত্তাকার চোঙ অঙ্কগুলির সমাধান দেখুন
দশম শ্রেণী
ভৌত বিজ্ঞান ৮ অধ্যায়
পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ
বিভাগ বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (MCQ)
নীচের কোন্টি ক্ষার ধাতু নয়?
(A) Na
(B) Rb
(C) Ba
(D) Cs
উত্তর-(C) Ba (এটি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু।
2. প্রদত্ত কোন্টি ইউরেনিয়ামোত্তর মৌল?
(A )At
(B) Ir
(C)Np
(D)Rn
উত্তর-(C)Np প্লুটোনিয়াম
3. কোন্ ক্ষার ধাতুর আকার সবচেয়ে বড়ো?
(A) Li
(B) Na
(C)Rb
(D)Cs
উত্তর-(D)Cs
4. কোন্ হ্যালোজেনটির তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে কম?
(A) F
(B) Cl
(C) Br
(D I
উত্তর-(A) F
5. কোন্টির জারণ ক্ষমতা সর্বাধিক?
(A) Li
(B)N
(C) O
(D) F
উত্তর-(D) F
6. কোন্গুলি নোব্ল গ্যাস মৌল?
® গ্রুপ 2
® গ্রুপ 14
© গ্রুপ 16
গ্রুপ 18
উত্তর-গ্রুপ 18
7. কোন্ হ্যালোজেন মৌলটির আকার সবচেয়ে ছোটো?
(A) CI
(B) Br
(C)F
(D)I
উত্তর-(D)I
৪. কোন্ মৌলটির বিজারণ ক্ষমতা সবচেয়ে কম?
(A)K
B Na
(C)Li
(D) Cs
উত্তর-(C)Li
বিভাগ খ অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন মান
একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও।
1. আধুনিক পর্যায় সারণিতে কয়টি গ্রুপ ও পর্যায় আছে?
উত্তর -আধুনিক পর্যায় সারণিতে 18 গ্রুপ ও 7 পর্যায় আছে।
2. কোন্ কোন্ পর্যায়কে হ্রস্ব পর্যায় বলে?
উত্তর-1,2,3, নম্বর পর্যায়কে হ্রস্ব পর্যায় বলে?
3. দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হয় কোন্ কোন্ মৌল দিয়ে ?
উত্তর-দ্বিতীয় Li এবং তৃতীয় Na দিয়ে। পর্যায় শুরু হয়।
4. মৌলের এমন একটি ধর্মের নাম লেখো যা পর্যাবৃত্ত নয়।
উত্তর -গন্ধ, চৌম্বক ধর্ম, দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা ইত্যাদি পর্যাবৃত্ত ধর্ম নয়।
5. ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন্ গ্রুপে অবস্থান করে?
উত্তর-ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি ২নং গ্রুপে অবস্থান করে।
6. সন্ধিগত মৌলগুলির অবস্থান কোন্ কোন্ শ্রেণিতে?
উত্তর-সন্ধিগত মৌলগুলির অবস্থান ৩ থেকে ১২ নং শ্রেণিতে।।
7. যে-কোনো পর্যায়ে কোন্ গ্রুপের মৌলের আয়নন শক্তি সবচেয়ে বেশি?
উত্তর-যে-কোনো পর্যায়ে ১৮নং গ্রুপের মৌলের আয়নন শক্তি সবচেয়ে বেশি।
৪. সর্বোচ্চ আয়নীভবন শক্তিসম্পন্ন মৌল কোন্টি?
উত্তর- He (এখানে মনে রাখবে সর্বনিম্ন Cs)
9. সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক মৌলটির নাম লেখো।
উত্তর- ফ্লূরিন (সর্বনিম্ন হবে সিজিয়াম )
স্তম্ভ মেলাও।
ৰামস্তম্ভ। ডানস্তম্ভ
1.হ্যালোজেন মৌল ® গ্রুপ 7
2 সন্ধিগত মৌল ® গ্রুপ 17
3 আদর্শ মৌল ® গ্রুপ 18
4.নোবল গ্যাস ® গ্রুপ 1
উত্তর-
ৰামস্তম্ভ। ডানস্তম্ভ
1.হ্যালোজেন মৌল ® গ্রুপ 17
2 সন্ধিগত মৌল ® গ্রুপ 7
3 আদর্শ মৌল ® গ্রুপ 1
4.নোবল গ্যাস ® গ্রুপ 18
শূন্যস্থান পূরণ করো।
1. পঞ্চম পর্যায়ে মৌলের সংখ্যা----।
উত্তর-18টি
2. -- ছাড়া সকল সন্ধিগত মৌলই কঠিন ধাতু।
উত্তর- Hg (মার্কারি)
3. কোনো শ্রেণি বরাবর ওপর থেকে নীচে বিজারণ ধর্ম----পায়।
উত্তর-বৃদ্ধি
সত্য/মিথ্যা নিরূপণ করো।
1. পর্যায়-সারণির যে-কোনো পর্যায়ে নোব্ল গ্যাস মৌলের আয়নাইজেশন শক্তির মান সবচেয়ে কম হয়।
উতর-ভুল (বেশি হয়)
2. শ্রেণি বরাবর উপর থেকে নীচে পারমাণবিক ব্যাসার্ধবাড়ে।
উত্তর-ঠিক
3. ফ্লুরিনের তড়িৎঋণাত্মকতা সর্বনিম্ন। ×
উত্তর-ভুল
বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন
1. নিউল্যাক্সের অষ্টক সূত্রটি বিবৃত করো।
উত্তর-
2. আধুনিক পর্যায়-সূত্রটি বিবৃত করো।
উত্তর-
3. দুটি ক্ষারীয় মৃত্তিকা ধাতুর উদাহরণ দাও।
উত্তর-
4. প্রদত্ত মৌলগুলির অবস্থান পর্যায় সারণির কোন্ গ্রুপে :
H, He, Na, Cl ?
উত্তর-
5. আকার বৃদ্ধির ক্রম অনুযায়ী সাজাও: Li, F, O, N |
উত্তর-
6. আয়নন শক্তির অধঃক্রমে সাজাও : K, Cs, Li, Rb ।
উত্তর-
7. ক্রমহ্রাসমান জারণ ধর্ম অনুযায়ী সাজাও: Al, CI, PI
উত্তর-
8. আয়নাইজেশন শক্তি বলতে কী বোঝ?
বিভাগ ঘ দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন
উত্তর-
← মান 3
1. পরমাণু-ক্রমাঙ্ক মৌলের রাসায়নিক ধর্মের নিয়ন্ত্রক কেন?
উত্তর-
2. পর্যায় সারণিতে শ্রেণি ও পর্যায় বরাবর মৌলের আকার কীভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো।
উত্তর-
3. পর্যায় সারণিতে মৌলের তড়িৎ-ঋণাত্মকতা শ্রেণি ও পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয় ব্যাখ্যা করো।
উত্তর-
4. হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন ব্যাখ্যা করো।
উত্তর-
5. সন্ধিগত মৌলগুলির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর-
6. হাইড্রোজেনকে ক্ষার ধাতুগুলি এবং হ্যালোজেনের সঙ্গে একই গ্রুপে রাখার সপক্ষে দুটি করে যুক্তি দাও।
উত্তর-
7. নির্দেশ অনুসারে সাজাও
[i] Cl, Br, F, I (তড়িৎ-ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে
উত্তর-
[ii] K, Cs', Na, Rb, Li (আকারের অধঃক্রমে)
উত্তর-
[iii] Be, B, N, O, C (আয়নীভবন শক্তির ঊর্ধ্বক্রমে)
উত্তর-
৪. মেন্ডেলিভের পর্যায় সারণির তিনটি ত্রুটি উল্লেখ করো।
উত্তর--