বৃত্তি পরীক্ষা চতুর্থ শ্রেণি 2022 সালের ফলাফল - Online story

Monday, 3 April 2023

বৃত্তি পরীক্ষা চতুর্থ শ্রেণি 2022 সালের ফলাফল


 

 

 3 এপ্রিল 2023 বর্তমান কাগজ  থেকে সংগ্রহ করা হয়েছে‌

    চতুর্থ শ্রেণির
    বৃত্তি পরীক্ষা

   শুরু ৩ অক্টোবর
চলতি বছরের চতুর্থ শ্রেণির বৃত্তি পরীক্ষা শুরু হবে ৩ অক্টোবর। রবিবার ২০২২-এর বৃত্তি পরীক্ষার কৃতী পড়ুয়াদের সংবর্ধনা
অনুষ্ঠান শেষে একথা জানান প্রাথমিক বৃত্তি শিক্ষা উন্নয়ন পর্ষদের সম্পাদক তপন সামন্ত। পরীক্ষা চলবে ৩ থেকে ৭
অক্টোবর। কিছুদিনের মধ্যে রেজিস্ট্রেশন শুরু হবে বলে জানিয়েছেন তপনবাবু৷
১৯৯২ সাল থেকে চলছে এই
পরীক্ষা। মাঝে কোভিডের কারনে
দু’বছর হয়নি। প্রেসিডেন্সির ডিরোজিও হলে এদিন ৪৫০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। ৯ এপ্রিল শিলিগুড়ি ও মেদিনীপুরে বাকিদের
হাতে শংসাপত্র ও পুরস্কার তুলে
দেওয়া হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়। পরীক্ষায় প্রথম হয়েছে কোচবিহার সারদা শিশুতীর্থের সৌমজিৎ পাল।
স্বর্ণপদক ও ১২০০ টাকার বৃত্তি এবং অভিধান ও ‘মহামানব বিদ্যাসাগর’ নামে বই দেওয়া হয় তাকে। দ্বিতীয় স্থানে আছে চারজন—মালদার কৃত্তিকা মণ্ডল, পূর্ব মেদিনীপুরের শ্রাবন্তী রানা, হুগলির কৃতিষা মণ্ডল ও
বীরভূমের মহিমা বিশ্বাস
। এদের
প্রত্যেককে দেওয়া হয় রৌপ্যপদক, বই : ও বৃত্তির টাকা। তৃতীয় স্থানাধিকারী মুর্শিদাবাদের আরিয়ান মণ্ডলকেও দেওয়া হয় ব্রোঞ্জপদক এবং বই ও বৃত্তির টাকা। গতবছর পরীক্ষা হয় ১২
থেকে ১৭ অক্টোবর। মোট পরীক্ষার্থী ছিল ১ লক্ষ ৫২ হাজার ২০৪ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ছিল ২২০০। কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন জগদীশ বোস ন্যাশানাল সায়েন্স ট্যালেন্ট সার্চের অধিকর্তা মৈত্রেয়ী ভট্টাচার্য, অধ্যাপক তরুণকান্তি নস্কর প্রমুখ।



3 এপ্রিল 2023 বর্তমান কাগজে দেয়া হয়েছে