চতুর্থ শ্রেণি ইংরেজি। চার অধ্যায় এক্টিভিটি প্রশ্নের উত্তর পর্ব ২ - Online story

Wednesday 12 April 2023

চতুর্থ শ্রেণি ইংরেজি। চার অধ্যায় এক্টিভিটি প্রশ্নের উত্তর পর্ব ২

 


 

 আগের পর্ব দেখুন

 Word Trove
 (ওয়ার্ড ট্রোভ)
—–—শব্দ ভাণ্ডার :

opponents (অপোনেন্টস্)
(noun)
: competitors/players of the opposite side.
(কমপিটিটরস/প্লেয়ারস অফ দি অপোজিট সাইড)—প্রতিযোগী/বিরুদ্ধ পক্ষের খেলোয়াড়।
anxious (অ্যাংশাস্) (adjective)
: worried (ওরিড) – চিন্তিত।


stunned (স্টান্ড্) (verb)
: shocked (শকড়)—খুবই অবাক হওয়া/আঘাত পাওয়া।

stammering (স্ট্যামারিং)
(noun)
: speaking with difficulty
(স্পিকিং, উইথ ডিফিকাল্টি)—কষ্ট করে কথা বলা, তোতলামি।

prestige (প্রেস্টিজ) (noun)
: reputation/pride (রেপুটেশন/প্রাইড)—খ্যাতি/গর্ব।


cheered ( চিয়ার্ড) (verb)
: shouted with joy (শাউটেড উইদ জয়)—আনন্দে চিৎকার করা।






              Activity-3
Write T for true and F for false statements in the given boxes :
(রাইট ‘টি’ ফর টু অ্যান্ড ‘এফ’ ফর ফলস স্টেটমেন্টস্ ইন দ্য গিভেন বক্সেস।)
—প্রদত্ত বাক্সে সত্য বাক্যগুলির জন্য T’ ও মিথ্যাগুলির জন্য T ,F” লেখো :
a) Apu went to see a football match.
(অপু ওয়েন্ট টু সি এ ফুটবল ম্যাচ।)
–অপু একটি ফুটবল ম্যাচ দেখতে গেছিল।
Ans:-F


b) The team from Motiganj was last year's winner.
(দ্য টিম ফ্রম মোতিগঞ্জ ওয়াজ লাস্ট ইয়ারস্ উইনার।) — মোতিগঞ্জের দলটি গত বছরের বিজয়ী।
Ans:-T


c) Many people gathered at Burir Math to enjoy the match.
(মেনি পিপল গ্যাদারড্ অ্যাট বুড়ীর মাঠ টু এনজয় দ্য ম্যাচ।)
—বুড়ীর মাঠে অনেক লোক জড়ো হয়েছিল ম্যাচ উপভোগ করার জন্য।
Ans:-T


d) Nasir pulled Apu to the playground.
(নাসির পুলড্ অপু টু দ্য প্লেগ্রাউন্ড।)—নাসির অপুকে খেলার মাঠে টেনে নিয়ে গেল।
Ans:-F



                  Activity - 4
Match column A with column B to make meaningful sentences.
(ম্যাচ কলাম এ উইদ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেনসেস্।)
—অর্থপূর্ণ বাক্য তৈরি করার জন্য সারি A-এর সঙ্গে সারি B-কে মেলাও :

a) Apu and his cousin must go to
Burir Math.
—অপু আর ওর ভাইকে বুড়ীর মাঠে যেতেই হত i) because his mother is ill.
—কারণ তার মা অসুস্থ।



b) Apu was anxious –অপু চিন্তিত ছিলii) for our village – আমাদের গ্রামের জন্য।



c) Nasir hasn't come—নাসির আসেনিiii) by 4 O'clock – ৪টের মধ্যে।


d) It's a matter of prestige
—এটা সম্মানের বিষয iv) about his role in the match
—ম্যাচে তার ভূমিকা নিয়ে।


Let's continue
For the first few rounds we were very much on a high. We clapped, we
shouted. But our opponents played really well. One by one our players were caught. Motiganj team was close to victory. Our supporters were losing their hope was the only member still playing. This time it was my turn! I took a deep breath and murmured, "kabadi... kabadi..."I moved into their part of the ground.

Let's continue (গেট্‌স্ কন্টিনিউ)
• উচ্চারণ ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস উই ওয়্যার ভেরী মাচ অন এ হাই। উই ক্ল্যাপড, উই শাউটেড। বাট আওয়ার অপোনেন্টস স্লেড রিয়্যালি ওয়েল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ারস ওয়্যার কট। মোতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি। আওয়ার সাপোর্টারস্ ওয়্যার লুজিং ফেয়ার হোপ। আই ওয়াজ দি অনলি মেম্বার স্টিল প্লেয়িং। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন। সে আই টুক এ ডিপ ব্রিস অ্যান্ড মারমারড, 'কাবাডি ... কাবাডি...' আই মুভণ্ড ইনটু দেয়ার পার্ট অফ দ্য গ্ৰাউন্ড

বঙ্গানুবাদঃ প্রথম কয়েকবার আমরা খুবই উত্তেজিত ছিলাম। আমরা হাততালি দিচ্ছিলাম, চিৎকার করছিলাম। কিন্তু
আমাদের প্রতিপক্ষ সত্যিই খুব ভালো খেলছিল। আমাদের খেলোয়াড়রা একের পর এক ধরা পড়ে যাচ্ছিল। মোতিগঞ্জের
দলটি জয়ের খুব কাছে এসে গেছিল। আমাদের সমর্থকরা আশা হারিয়ে ফেলছিল। আমি একমাত্র সদস্য খেলতে বাকি
ছিলাম। এবার আমার পালা ছিল। আমি একটা লম্বা শ্বাস নিলাম ও বিড়বিড় করে বলতে থাকলাম, 'কাবাডি... কাবাডি...
আমি মাঠে ওদের দিকের অংশটাতে ঢুকলাম


As expected, they caught me easily. I tried to jump but fell on the
ground. All of them piled upon me. I couldn't move. I felt helpless.

উচ্চারণ:-অ্যাজ এক্সপেকটেড, দে কট মি ইজিলি। আই ট্রায়েড টু জাম্প বাট ফেল অন দ্য গ্রাউন্ড। অল অফ দেম।পাইলড্ আপন মি। আই কূডনট মুভ। আই ফেল্ট হেল্পলেস।

বঙ্গানুবাদঃ ‌ যে রকমটা ভেবেছিলাম, ওরা আমাকে সহজেই ধরে ফেলল। আমি লাফাতে
চেষ্টা করলাম কিন্তু মাটিতে পড়ে গেলাম। ওরা সবাই আমার ওপর স্তূপের মতো জমতে থাকল। আমি নড়তে পারছিলাম
না। আমার অসহায় লাগছিল।)

At that moment, felt a severe bite on my right leg. I had never experienced
such a painful bite before! It must be an ant, I thought. To save myself from
more bites, I gave a jerk. Oops! My opponents didn't expect such a jerk from an almost defeated player.

উচ্চারণ : অ্যাট দ্যাট মোমেন্ট, আই ফেন্ট এ সিডিয়ার বাইট অন মাই রাইট লেগ। আই হ্যাড নেভার এক্সপেরিয়েন্সড
সাচ এ পেইনফুল বাইট বিফোর। ইট মাস্ট বি অ্যান অ্যান্ট, আই থট। টু সেভ মাইসেলফ ফ্রম মোর বাইটস, আই গেভ
এ জার্ক। উপস। মাই অপোনেন্টস ডিডনট্ এক্সপেক্ট সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার।

বঙ্গানুবাদঃ সেই মুহূর্তে আমি আমার ডান পায়ে একটা জোর কামড় অনূভব করলাম। এইরকম ব্যথাদায়ক কামড়
আমি আগে কখনো অনুভব করিনি। আমি ভাবলাম, এটা নিশ্চয়ই একটা পিঁপড়ে। আরও কামড় থেকে নিজেকে বাঁচানোর
জন্য আমি জোর ঝাকুনি দিয়ে লাফ দিয়েছিলাম। ওহ। আমার প্রতিপক্ষরা প্রায় হেরে যাওয়া একটা খেলোয়াড়ের কাছ
থেকে এইরকম লাফ আশা করেনি।

পরের পর্ব দেখুন