আমাজনের জঙ্গলে চতুর্থ শ্রেণি বাংলা হাতে কলমে প্রশ্নের উত্তর - Online story

Sunday, 16 April 2023

আমাজনের জঙ্গলে চতুর্থ শ্রেণি বাংলা হাতে কলমে প্রশ্নের উত্তর



দক্ষিণ মেরু অভিযান গল্পে অনুশীলন প্রশ্নের উত্তর দেখুন

চতুর্থ শ্রেণি বাংলা
আমাজনের জঙ্গলে
 অমরেন্দ্র চক্রবর্তী
অনুশীলন প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেয়া হলো
হাতেকলমে প্রশ্নের উত্তর



১। অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বইয়ের নাম লেখো।

 উঃ আমাজনের জঙ্গলে ও শাদাঘোড়া অমরেন্দ্র চক্রবর্তীর লেখা দুটি বই।


২। ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি আর কোন পত্রিকার সম্পাদক?
উঃ -ভ্রমণ পত্রিকা ছাড়াও তিনি কর্মক্ষেত্র, কালের কষ্টিপাথর এবং ছেলেবেলা পত্রিকার সম্পাদকছিলেন।


৩। ঠিক উত্তরের তলায় দাগ দাও :

৩.১ লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হল (ইউক্রেন/আমাজন/ সুন্দরবন)।

 উঃ আমাজন।



৩.২ আমাদের একেবারে (পিছনের/সামনের/পাশের) নৌকা থেকে ভারি সুরেলা বাজনা ভেসে আসছিল।
উঃ সামনের।

৩.৩ কোনও একটা নৌকা থেকে বোতোর দেখা পাওয়ার (মিনিট দুয়েকের/মিনিট সাতেকের/মিনিট দশেকের) মধ্যেই সব নৌকায় সেই সুখবর ছড়িয়ে যায়।
উঃ মিনিট দুয়েকের।


৩.৪ (উবা/বোতো/টোবো) আমার চোখের দৃষ্টি দেখে বুঝতে চায় আমি কে?
উঃ উবা।



৩.৫ উৰা (চকখড়ি/লতাপাতা/কাঠকুটো) দিয়ে ছবি আঁকায় ভারি ওস্তাদ।
উঃ কাঠকুটো।


৬। নীচের শব্দগুলি দিয়ে বাক্যরচনা করো
ধীরে ধীরে—  বয়স্ক মানুষরা ধীরে ধীরে পথ হাটে।
 বসে বসে— বসে বসে আহার করতে হয়
আগে আগে- মন্ত্রীর গাড়ি আগে আগে পুলিশের গাড়

 হেঁটে-হেঁটে— নদী মেলা  হেঁটে হেঁটে যেতে হয়।
আগে আগে -ছোটদের আগে আগে যেতে নেই ।

জেগে-জেগে— পাহারাদার রাত জেগে জেগে পাহারা দেয়।





৮। নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
৮.১ লেখক কোথায় হারিয়ে গিয়েছিলেন?
উঃ লেখক আমাজনের জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন।

৮.২ লেখক কাকে বন্ধু হিসেবে পেয়েছিলেন?
উঃ লেখক আমাজনের বাসিন্দা উবা কে বন্ধু হিসেবে পেয়েছিলেন।


৮.৩ জলের দেবতা বলে কাকে আমাজনের বাসিন্দারা মানে?
উঃ বোতো নামে একটি জলজ প্রাণী।


৮.৪ উবা কোন্ শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল?

 উঃ কলকাতা শহরকে উবা বালির দেশ বলে বুঝিয়েছিল।


৮.৫ বালির দেশ—কথার অর্থ কী?
উঃ বালির দেশ কথার অর্থ মরুভূমি।


৯। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ঃ

৯.১ কাকাদের সঙ্গে না থাকাকে পাঠ্যাংশের আগন্তুক ছেলেটি সৌভাগ্যজনক মনে করেছে কেন?
 উঃ -কাকাদের সঙ্গে থাকলে আগন্তুক ছেলেটি দক্ষিণ আমেরিকার আমাজনের জঙ্গলে ঢুকতে পারত না। সেই আমাজনের
জঙ্গলের  রূপ, সুন্দর নদী, সেখানকার আকাশে চাঁদের দৃশ্য, দেখতে পেত না। সেখানকার সরসলমানুষজনের সঙ্গলাভ করতে পারত না। লেখক তাই একে সৌভাগ্যজনক মনে করেছেন।



৯.২ কোন উৎসবের কথা পাঠ্যাংশে রয়েছে? কীভাবেই বা সে প্রসঙ্গ উত্থাপিত হয়েছে?

৯.২ উঃ পাঠ্যাংশে নৌকা উৎসবের কথা বলা হয়েছে।
লেখক নৌকা উৎসবের দিনে তার সমবয়সি সেখানকার এক কিশোরের সঙ্গলাভ করে একটি নৌকায় উৎসব দেখতে আমাজনের জলে ভাসছিল। সেই নদীর জলে রাতে চাঁদের আলোয় বোতো নামে একটি বিচিত্র জলজ প্রাণীর দেখা পাওয়ায় এই উৎসবের প্রসঙ্গ এসেছে। এই উৎসবের দিনে বোতোর দেখা পাওয়া সৌভাগ্যের সূচক। ওই জলজ প্রাণীটির হঠাৎ দর্শন লাভই সেখানকার নৌকা উৎসবের প্রসঙ্গ এসেছে।

৯.০ 'বোতো' সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত বিশ্বাসটি কী? তার সম্বন্ধে সকলে কী কল্পনা করে? 

 উঃ ‘বোতো’ সম্পর্কে আমাজন অঞ্চলে প্রচলিত হল, ওই জলজ জীবটির দর্শন পাওয়া সবসময় ভালো। এ ছাড়া নৌকো
উৎসবের দিনে বোতোর দেখা পাওয়া সৌভাগ্যের লক্ষণ।
 বোতোই নাকি আমাজনের বিপদে-আপদে মানুষকে রক্ষা করে। জলের তলায় তার
মস্ত শহর, সেখানে রঙিন পাথরে তৈরি তার বিরাট প্রাসাদ।


৯.৬ বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনাটি কী ছিল?
.উঃ বোতোর কাছে আগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল, বোতো যদি সত্যিই আমাজনের রক্ষাকর্তা হয় তাহলে
আগন্তুককে সে যেন তার মা-বাবার কাছে আর স্কুলের বন্ধুদের কাছে ফিরে যাওয়ার উপায় করে দেয়।


৯.৭ ছবি এঁকে আগন্তুক ছেলেটি ‘উবা’-কে কী বোঝাতে চেয়েছিল

 উঃ ছবি এঁকে আগন্তুক ছেলেটি উবাকে বোঝাতে চেয়েছিল, আগন্তুক কলকাতায় থাকে, তার বাবা-মায়ের কথা, বন্ধুদের
থা, স্কুলের কথা, কলকাতা শহরের কথা, শহর ভরা ঘরবাড়ি, গাড়ি-ঘোরা, দোকানবাজার, লোকজনের কথা বোঝাল।


১.৮ 'উবা’-র কলকাতা সম্বন্ধে কী ধারণা হলো?
কলকাতা সম্পর্কে ‘উবা’-র ধারণা কী ?

৮ উঃ কলকাতা সম্পর্কে উবার ধারণা হল, কলকাতায় জঙ্গল নেই, পাখি নেই, প্রজাপতি নেই, বড়ো বড়ো নদী নেই।
কলকাতা একটা শুধু বালির দেশ। অর্থাৎ কলকাতা একটা মরুভূমির দেশ।

কলকাতা সম্পর্কে ‘উবা’-র ধারণাকে বদলে দিতে আমি যা যা করতাম তা হল এইরকম-
গা আমাদের দেশের দীর্ঘতম নদী। এই নদী-তিরেই আমাদের কলকাতা নগরী।
 শহরটাকে এমনভাবে গড়ে তুলতাম যেখানে গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত এই চারটি ঋতুর বৈচিত্র্য অনুভব করা যায়।




অন্য অধ্যায়ের প্রশ্নের উত্তর দেখুন




অন্য গুলির উত্তর দেখুন

(১) সবার আমি ছাত্র

(২) নরহরি দাস

(৩) বনভোজন

(৪) তোত্তোচানের অ্যাডভেঞ্চার

(৫)   ছেলে বেলায় দিনগুলি

(৬)  বনের খবর

(৭)  মালগাড়ি 

 (৮)  বিচিত্র সাধ

(৯)  আমি সাগর পাড়ি দেবো

আর ও আমি সাগর পাড়ি দেবো

(১০)  আলো

(১১)  আমাজনের জঙ্গলে

(১২)  দক্ষিণ মেরু অভিযান

(১৩) অ্যাডভেঞ্চার বর্ষায়

(১৪) আমার মা-র বাপের বাড়ি

(১৫) দূরের পাল্লা

(১৬) নইলে

(১৭) ঘুম পাড়ানি ছড়া

(১৮) আদর্শ ছেলে

(১৯)  যতীনের জুতো

(২০)   ঘুম ভাঙ্গানি

(২১)   মায়াদ্বীপ

(২২)  বাঘা যতীন

আর ও  বাঘা যতীন



বিজ্ঞান মেধা পরীক্ষা

English question