চতুর্থ শ্রেণি (বাংলা) দক্ষিণ মেরু অভিযান নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় হাতেকলমে প্রশ্নের উত্তর - Online story

Thursday 20 April 2023

চতুর্থ শ্রেণি (বাংলা) দক্ষিণ মেরু অভিযান নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় হাতেকলমে প্রশ্নের উত্তর

 



   "আমাজনের জঙ্গলে" হাতে কলমে প্রশ্নের উত্তর দেখুন

 

চতুর্থ শ্রেণি (বাংলা) দক্ষিণ মেরু অভিযান

 নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়
হাতেকলমে প্রশ্নের উত্তর

কেবলমাত্র গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি উত্তর দেওয়া হলো
১.দক্ষিণ মেরু অভিযান রচনাটি লেখকের কোন বই থেকে নেওয়া
উত্তর-লেখকের" নতুন যুগের মানুষ" বই থেকে নেওয়া।

২। তাঁর লেখা আরও দুটি বইয়ের নাম লেখো।
উত্তর-চা দুর্গম পথে, দুঃখজয়ীর দল।


৩। শূন্যস্থান পূরণ করো :
৩.১ স্কট-------সালে জন্মগ্রহণ করেন?
উত্তর-১৮৬৮।


৩.২ ছেলেবেলা থেকে স্কট---- কাজ শিখতেন।
উত্তর-জাহাজে।

৩.৩ প্রত্যেক তাঁবুর উপর একটা করে-- গুঁজে রাখা হলো।
 উত্তর- পতাকা


৩.৪ ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে দলবল নিয়ে স্কট---- জাহাজে করে দক্ষিণ মেরুর পথে যাত্রা করলেন।
উত্তর-টেরানোভা।



৩.৫ ক্যাপ্টেন স্কট-এর মৃতদেহের সঙ্গে তাঁর--- পাওয়া যায়
উঃ ডায়ারিও।



নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
৮.১ স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন?
উঃ স্কটের পূর্বপুরুষেরা সামুদ্রিক বিভাগে বড়ো বড়ো চাকরি করতেন।


৮.২ ইংল্যান্ডের দক্ষিণমেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো।
উঃ রয়েল জিয়োগ্রাফিক্যাল সোসাইটি।


৮.৩ প্রথম দক্ষিণমেরু অভিযান কত সালের কোন মাসে শুরু হয়েছিল?
উঃ ১৯০১ সালের আগস্ট মাসে।



৮.৪ দক্ষিণমেরু যাত্রায় স্কটের সঙ্গী কারা ছিলেন? মোট কয়টি কুকুর নেওয়া হয়েছিল?

উঃ স্যার আর্নস্ট স্যাকলটন, উইলসন। উনিশটা কুকুর নেওয়া হয়েছিল।



৮.৬ এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিলেন?

উঃ দ্বিতীয়বার যাত্রাকালে স্কটের সঙ্গী ছিলেন ইভানস আর লাসলি।


৮.৭ স্কট আর কত মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণমেরুতে পৌঁছোতে পারতেন?
উঃ ৪৬৩ মাইল দূরত্ব অতিক্রম করতে পারলেই দক্ষিণমেরুতে পৌঁছোতে পারতেন।



৮.৮ ১৯০৮ সালে কে দক্ষিণমেরুর উদ্দেশ্যে যাত্রা করেন?

 উঃ স্যার আর্নেস্ট স্যাকলটন।


৮.৯ স্যাকলটন আর কতদূর যেতে পারলেই দক্ষিণমেরুতে পৌঁছোতে পারতেন?
উঃ আর মাত্র ৯৭ মাইল।


৮.১০ স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন?
উঃ ১৯১০ সালের জুন মাসের প্রথম দিকে।[/


৯। নীচের প্রশ্নগুলির নিজের ভাষায় উত্তর লেখো :
৯.১ ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন?
উঃ স্কটের পূর্বপুরুষেরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড়ো বড়ো চাকরি করে গিয়েছেন। তাঁদের রক্তের প্রভাবেই সমুদ্রের
প্রতি স্কট একটা টান অনুভব করতেন।


৯.২ স্কট ছাড়া অন্যান্যদের দক্ষিণমেরু আবিষ্কারের অভিযানের প্রচেষ্টার কথা লেখো।

উঃ দ্বিতীয়বার স্কট দক্ষিণমেরুর পথ থেকে ফিরে এসেছেন শুনে স্কটের ১৯০১ সালের সঙ্গী স্যার আর্নেস্ট স্যাকলটন ১৯০৮
সালে নিজের দল নিয়ে আবার দক্ষিণমেরুর দিকে রওনা হলেন। আর মাত্র ৯৭ মাইল পেরোতে পারলেই তিনি দক্ষিণমেরুতে
পৌঁছোনোর গৌরব অর্জন করতে পারতেন। কিন্তু তাঁকে বাধ্য হয়ে ফিরে আসতে হয় দুর্লঙ্ঘ্য বাধার মুখোমুখি হয়ে।



অন্য গুলির উত্তর দেখুন

(১) সবার আমি ছাত্র

(২) নরহরি দাস

(৩) বনভোজন

(৪) তোত্তোচানের অ্যাডভেঞ্চার

(৫)   ছেলে বেলায় দিনগুলি

(৬)  বনের খবর

(৭)  মালগাড়ি 

 (৮)  বিচিত্র সাধ

(৯)  আমি সাগর পাড়ি দেবো

আর ও আমি সাগর পাড়ি দেবো

(১০)  আলো

(১১)  আমাজনের জঙ্গলে

(১২)  দক্ষিণ মেরু অভিযান

(১৩) অ্যাডভেঞ্চার বর্ষায়

(১৪) আমার মা-র বাপের বাড়ি

(১৫) দূরের পাল্লা

(১৬) নইলে

(১৭) ঘুম পাড়ানি ছড়া

(১৮) আদর্শ ছেলে

(১৯)  যতীনের জুতো

(২০)   ঘুম ভাঙ্গানি

(২১)   মায়াদ্বীপ

(২২)  বাঘা যতীন

আর ও  বাঘা যতীন



বিজ্ঞান মেধা পরীক্ষা

English question