আমি সাগর পাড়ি দেবো"হাতেকলমে প্রশ্নের উত্তর চতুর্থ শ্রেণীর বাংলা সাহিত্য
দক্ষিণ মেরু অভিযান গল্পের প্রশ্নের উত্তর দেখুন
চতুর্থ শ্রেণীর
বাংলা সাহিত্য
"আমি সাগর পাড়ি দেবো"
কাজী নজরুল ইসলাম
হাতেকলমে প্রশ্নের উত্তর
১। কবি কাজী নজরুল ইসলাম বাংলা কাব্যজগতে কী অভিধায় অভিহিত।
উঃ 'বিদ্রোহী কবি' এই অভিধায় অভিহিত।
২। তাঁর লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো।
উঃ নজরুলের লেখা কাব্যগ্রন্থের নাম অগ্নিবীণা, বিষের বাঁশি।
৫। কোন্ কোন্ শব্দগুলির অন্ত্যমিল আছে তাদের মেলাও
উত্তর-
সওদাগর - মধুকর
আজ - লাজ
বদর-গাজি - মাল্লামাঝি
সিন্ধু -বন্ধু
নীচের প্রশ্নগুলির উত্তর দাও :
৬.১ সওদাগর কোথায় পাড়ি দিতে চায় ?
উঃ সাগরপাড়ি দিতে চায়।
৬.২ ময়ূরপঙ্খী বজরা কীসের তো দুলে দুলে চলবে?
উঃ মরাল-এর মতো।
৪.শুক্তি সওদাগরকে কী নজরানা দেবে?
উঃ মুক্তামালা নজরানা দেবে।
৬.৪ কথক সওদাগর হয়ে কাদের ভয় পান না ?
উঃ হাঙর কুমিরদের ভয় পান না।
৬.৫ কথক সওদাগর কীভাবে বিভেদ ভেঙে সমস্তকে একাকার করতে চান?
উঃ বন্যা এলে বিভেদের সমস্ত প্রাচীর ভেঙে একাকার করতে চান।
৬.৬ কথক কাদের জলদস্যু বলেছেন? তাদের জন্য তিনি কাদের পাহারায় রেখে যেতে চান?
উঃ জলপথে যারা ডাকাতি করে। জলদস্যুদের জন্য তিনি সিন্ধু-গাজি, মোল্লামাঝি, নৌসেনা এবং জেলেদের পাহারায় রেখে যেতে চান।
৬.৭ ‘দেশে দেশে দেয়াল গাঁথা'—বলতে কবি কী বুঝিয়েছেন? কীভাবে তিনি এর প্রতিকার করবেন?
উঃ দেশে দেশে মানুষের মধ্যে যে উচ্চনীচ, ধনী-গরিব, অধম-উত্তম এই ভেদাভেদ বুঝিয়েছেন। তিনি ভালোবাসার বন্যা বইয়ে সমস্ত বিভেদের প্রাচীর ভেঙে দিতে চান।
৬.৮ কবিতায় কথক কোন কোন জিনিসকে ‘সাত সংখ্যা’ দিয়ে উল্লেখ করেছেন?
উঃ সাত সংখ্যা দিয়ে কথক সাত সাগর বুঝিয়েছেন। সপ্ত মধুকর ডিঙাকে বুঝিয়েছেন।
৬.৯ দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান?
উঃ কবি নিজের দেশের সুধা নিয়ে অন্য দেশে দেবেন এবং অন্য দেশের সুধা এনে তাঁর দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে চান।
৬.১০ কবিতায় কোন কোন রত্নের উল্লেখ আছে খুঁজে বার করো।
উঃ কবিতায় উল্লেখ আছে রত্ন, মাণিক, মুস্তা, জহরত, পান্না ও চুনি।
৬.১১ কবিতায় কোন্ কোন্ জলজ প্রাণীর উল্লেখ আছে?
উঃ কবিতায় হাঙর ও কুমিরের উল্লেখ আছে।
৭। কবিতায় ‘বেচাকেনা শব্দ দুটি একসঙ্গে বসে।কিছু শব্দের শূন্যস্থান পূরণ করো।শব্দ দুটি বিপরীতার্থক। পাশের শব্দঝুড়ির সাহায্যে এরকম শব্দ-
মরণ-বাঁচন। আকাশ-পাতাল। দেনা-পাওনা অগ্র-পশ্চাৎ। ওঠা-নামা। আলো-আঁধার। আগা-গোড়া।
অন্য গুলির উত্তর দেখুন
(১) সবার আমি ছাত্র
(২) নরহরি দাস
(৩) বনভোজন
(৬) বনের খবর
(৭) মালগাড়ি
(৮) বিচিত্র সাধ
আর ও আমি সাগর পাড়ি দেবো
(১০) আলো
(১১) আমাজনের জঙ্গলে
(১২) দক্ষিণ মেরু অভিযান
(১৩) অ্যাডভেঞ্চার বর্ষায়
(১৪) আমার মা-র বাপের বাড়ি
(১৫) দূরের পাল্লা
(১৬) নইলে
(১৭) ঘুম পাড়ানি ছড়া
(১৮) আদর্শ ছেলে
(১৯) যতীনের জুতো
(২০) ঘুম ভাঙ্গানি
(২১) মায়াদ্বীপ
(২২) বাঘা যতীন
আর ও বাঘা যতীন