'চিঠি' কবিতা জসীমউদ্দীনের লেখা হাতে কলমে অনুষ্ঠান প্রশ্নের উত্তর ক্লাস সিক্স (বাংলা) । - Online story

Thursday, 27 April 2023

'চিঠি' কবিতা জসীমউদ্দীনের লেখা হাতে কলমে অনুষ্ঠান প্রশ্নের উত্তর ক্লাস সিক্স (বাংলা) ।

 




ক্লাস সিক্স
(বাংলা) চিঠি কবিতা
 জসীমউদ্দীনের লেখা হাতে কলমে অনুষ্ঠান প্রশ্নের উত্তর।

১.১ কবি জসীমউদ্দীনকে বাংলা কাব্যজগতে কোন অভি ধায় অভিহিত করা হয়েছে?
 উত্তর -কবি জসীমউদ্দীনকে বাংলা কাব্যজগতে পল্লী কবি অভিধায় অভিহিত করা হয়েছে।

১.২ তাঁর লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উত্তর। কবি জসীমউদ্দিনের লেখা দুটি কবিতার বইয়ের নাম 'রাখালী', 'নক্সী কাঁথার মাঠ'।

২. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও :


২.১ কবি কার কার থেকে চিঠি পেয়েছেন?
উত্তর। কবি লালমোরগ, চখাচখি, গাঙশালিক, বাবুই পাখি, কোড়াকুড়ী ও খোকা ভাই এর কাছ থেকে।


২.২ লালমোরণের পাঠানো চিঠিটি কেমন?
উত্তর। লালমোরগের পাঠানো চিঠিটি ভোর জাগানোর সুরে ভরা এবং শিশু ঊষার রঙিন হাসির রং করা।


২.৩ চখাচখি কেমন চিঠি পাঠিয়েছে?
উত্তর। চখাচখি বালুচরের ঝিকিমিকিতে বর্ষার ঢেউ এর কত কিছু লেখা চিঠি পাঠিয়েছে।


২.৪ গাঙশালিক তার চিঠিতে কী বলেছে?

উত্তর। গাঙশালিক তার চিঠিতে সে গাঙের পাড়ের মোড়ল হওয়ার কথা বলেছে।


২.৫ বাবুই পাখির বাসার থেকে আসা চিঠিটি কেমন?

উত্তর। বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি ধানের পাতা ও তালপাতার বুনট-ধরা নকশা আঁকা।


২.৬ কোড়াকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও।

উত্তর। কোড়াকুড়ির পাঠানো চিঠিতে বর্ষাকালের ফসল খেতের সবুজপাতার আসরগুলি জলধারায় মেতে ঢেউ নাচছে। আকাশ জুড়ে মেঘের গুরু গুরু ডাক শোনা যাচ্ছে এবং উদাস বাতাস আছড়ে পড়ে যেন কাকে চাইছে।


২.৭ কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাঁকে চিঠি পাঠিয়েছে?
উত্তর। খোকা ভাই এর চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাঁকে চিঠি পাঠিয়েছে।

২.৮ এই কবিতায় কোন্ ঋতুর প্রসঙ্গ রয়েছে?
উত্তর। এই কবিতায় বর্ষা ঋতুর প্রসঙ্গ রয়েছে।


২.৯ কবিতায় অন্য ঋতুর পটভূমি সত্ত্বেও খোকা ভাই এর চিঠির লেখনখানি শীতের ভোরের রোদের মতো মিঠে মনে হওয়ার তাৎপর্য বুঝিয়ে দাও।
উত্তর। শীতকালে ভোরের প্রথম রোদ যেমন আরামদায়ক তেমন মিঠে। কবির কাছে খোকা ভাই এর চিঠির লেখনখানি অত‍্যস্ত তাৎপর্যপূর্ণ। শীতের ভোরের রোদের মতো কবির কাছে তাই উহা খুব মিষ্টি লাগছে কারণ ভালোবাসার উঁচু পরশ নিয়ে আসে।

২.১০ "খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে"—পত্তিটির অর্থ বুঝিয়ে দাও।
উত্তর। কবির নিরালা নির্জন জীবনে খোকা ভাই এর চিঠি তাঁর মনে আনন্দের নূপুর বাজছে। যে নূপুরের আওয়াজক বির মনে খুশির বান ডেকেছে। ।


৩. কবিতা থেকে এমন একটি শব্দ খুঁজে বের করো যা কোনও ধ্বনির অনুকরণে তৈরি। একটি উদাহরণ
উত্তর। কিচিরমিচির, গুরুগুরু, কুমুর-ঝামুর।


৪. শব্দবুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও শব্দঝুড়ি : স্রোতে, রঙিন, কাঁদন, গাঙ।
উত্তর। রহিন রঙিন। গঙ্গা > গাভ। স্রোতে > সোঁতে। কুন্দন > কাদন।

৫. 'ঢেউ-এ ঢেউ-এ' এখানে ঢেউ-এ শব্দটি পরপর দুবার ব্যবহার হওয়ায় অর্থ দাঁড়িয়েছে, 'অজস্র' ঢেউ-এ'। অর্থাৎ একই শব্দ পরপর দুবার ব্যবহারে বহুবচনের ভাব তৈরি হয়েছে। এই কবিতাটি থেকে আরও তিনটি অংশ
উদ্ধৃত করো যেখানে এমন ঘটেছে।