নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর তৃতীয় শ্রেণি বাংলা প্রশ্নের উত্তর খাতে কলমে
![]() |
"হাট" কবিতার প্রশ্নের উত্তর দেখুন
তৃতীয় শ্রেণি
বাংলা
নৌকা যাত্রা
রবীন্দ্রনাথ ঠাকুর
হাতে কলমে
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১. একটি বাক্যে উত্তর দাও :
১.১ 'নৌকাযাত্রা' কবিতাটি কার লেখা?
উঃ। ‘নৌকাযাত্রা’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
১.২ কবিতাটি তাঁর কোন বই থেকে নেওয়া হয়েছে?
উঃ। কবিতাটি তাঁর 'শিশু' বই থেকে নেওয়া হয়েছে।
১.৩ নৌকটি কোথায় বাঁধা আছে?
উ। নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে।
১.৪ নৌকাটিতে কী রয়েছে?
উঃ। নৌকাটিতে পাট বোঝাই করা রয়েছে।
১.৫ কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও দাঁড় জুড়ে নেবে?
উঃ। কবিতার শিশুটি পাঁচ-ছটি পাল ও একশোটি দাঁড় জুড়ে নেবে।
১.৬ পাল ও দাঁড় নৌকায় কী লাগে?
উত্তর :-দাঁড় নৌকাকে জল কেটে এগিয়ে নিয়ে যেতে,এবং পাল বাতাসের সাহায্যে নৌকাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
১.৭ হাট বলতে কী বোঝো?
উ। গ্রামের মধ্যে বসা বাজার কে হাট বলে।
১.৮ শিশুটি কার নৌকা পেতে চায়?
উঃ। শিশুটি মধু মাঝির নৌকা পেতে চায়।
১.৯ সে নৌকা করে কোথায় যাবে?
উঃ। সে নৌকা করে সাত সমুদ্র তেরো নদীর পারে যাবে।
১.১০ সে সঙ্গে কাকে কাকে নেবে?
উঃ। সে সঙ্গে আম্মু আর শ্যামকে নেবে।
১.১১ সে তার মাকে কাঁদতে বারণ করেছে কেন?
১.১২ রামাকে বনবাসে যেতে হয়েছিল কেন?
উঃ। পিতার সভ্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল।
১.১৩ রামচন্দ্রের কাহিনি কোন বই পড়লে জানা যায়?
উঃ। রামায়ণ বই পড়লে রামচন্দ্রের কাহিনি জানা যায়।
১.১৪ রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বইয়ে থাকে?
উঃ। রূপকথার গল্পের বইতে থাকে।
১.১৫ শিশুটি কী কী নিয়ে যাবে? উঃ। শিশুটি নৌকা ভরা সোনামানিক নিয়ে যাবে।
১.১৬ সে কখন নৌকা ছেড়ে দেবে? উঃ। সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে।
১.১৭ দুপুরবেলা তার মা কোথায় থাকবেন?
উঃ। দুপুরবেলা তার মা পুকুর ঘাটে থাকবেন।
১.১৮ তখন সে কোথায় থাকবে?
উঃ। সে তখন নতুন রাজার দেশে থাকবে।
১.১৯ কোন কোন জায়গা পেরিয়ে শিশুটি যাবে?
উঃ। শিশুটি তিরপূর্ণির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে।
১.২০ সে কখন ফিরে আসবে?
উঃ। সে সন্ধের সময় ফিরে আসবে।
১.২১ নতুন জায়গা ঘুরে আসার গল্প মাকে কীভাবে শোনাবে সে?
উঃ। মায়ের কোলে বসে সে মাকে নতুন জায়গার গল্প শোনাবে।
২. বাক্য রচনা করো :
ৰাঁধা— গাছ তলায় একটি গরু বাধা আছে।
নৌকা- নদীর ধারে নৌকা দেখা যায়।
সমুদ্র— দীঘাতে সমুদ্র দেখা যায়।
গল্প— কাকু রাজকন্যার গল্প ভালো জানে।
মাঝি— মাঝিরা নৌকা চালায়।
৩. বর্ণ বিশ্লেষণ করোঃ
রাজপুত্র র্ + আ + জ + ণ্ + উ + ত্ + র্ + অ।
তেপান্তর–ত্ + এ + প্+আ+ন্+ত্ +র।
রাজগঞ্জ + আ + জ + গ + ঞ + জা
পুকুর-ঘাট-প্ + উ + ক্ + উ + র + + আ + ট।
দুপুরবেলা–দ্ + উ + প +উ+++এ+ + আ
বিপরীত শব্দ লেখো :
বাঁধা—ছাড়া।
বোঝাই-খালি।
মিথ্যে—সত্যি।
সন্ধে—সকাল।
দেশে-বিদেশে।
৫. অর্থ লেখো : দাঁড়-নৌকা চালানোর জিনিস। পার পেরিয়ে যাওয়া। পাল—কাপড়ের তৈরি পর্দা বিশেষ, এটি
টাড়িয়ে হাওয়ার সাহায্যে নৌকা চালানো হয়। কোণে—ঘরের একপ্রান্ত, সেখানে দুটি দেয়াল একত্রিত হয়।
মানিক—একজাতীয় রত্ন বিশেষ।
নদী— তটিনী, তরঙ্গিণী।
১. সমার্থক শব্দ লেখো :
সোনা–কনক, কাঞ্চন, স্বর্ণ।
সমুদ্র – সাগর, জলধি, অনব।
নৌকা—তরি, তরনী, খেয়া।
মাঠ-প্রান্তর, ময়দান।
৭. এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো :
ত্রুপুজরা—রাজপুত্র।
পাতেরন্ত—তেপান্তর।
রলাদুৰেপু-দুপুরবেলা।
জরাঞ্জগ-রাজগঞ্জ।
টিরএবাক—একটিবার।
৮. শব্দযুগলের অর্থ পার্থক্য দেখাও :
ৰাধা—প্রতিরোধ।
ৰাঁধা—বাঁধন।
কোণে—প্রান্তে।
কনে—বিয়ের পাত্রী, নববধূ।
পার—পেরোনো।
পাড়—কিনারা (নদীর কূল)।
ছটা—সময়।
ছটা—শোভা।
দেশ-রাষ্ট্র
দ্বেষ-হিংসা
৯. ‘পাটে’ শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো।
উঃ। (ক) সূর্য গেল পাটে। (অস্ত যাওয়া)
(খ) পাটের আঁশ থেকে কার্পেট তৈরি হয়। (ফসল বোঝাচ্ছে)
(গ) কাপড়গুলি পাট করে সাজিয়ে রাখো। (ভাঁজ করা)
১০.৩ ভোরের বেলা দে নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে।
উঃ। ভোরের বেলা নৌকা ছেড়ে দিয়ে দেখতে দেখতে কোথায় ভেসে যাব।
১১. ঠিক উত্তরটির নীচে দাগ দাও :
১১.১ নৌকার মালিকের নাম (আশু/মধু/শ্যাম)
উত্তর-মধু
১১.২ কবিতার শিশুটি যাবে (নৌকায়/বজরায়/জাহাজে) চড়ে।
উত্তর:-নৌকায়
১১.৩ তার সঙ্গে যাবে (মাঝি/বন্ধু/মা)।
উত্তর:-বন্ধু
১১.৪ সে যাবে (একদিনের/তিনমাসের/চোদ্দো বছরের) জন্য।
উঃ। একদিনের
১১.৫ সাত সমুদ্র তেরো নদীর পারে (তেপান্তরের মাঠ/তিরপূর্ণির ঘাট/নতুন রাজার দেশ) আছে।
উঃ। নতুন রাজার দেশ।