প্রশ্ন - নিরক্ষীয় অঞ্চল বরাবর ঋতুপরিবর্তন হয় না কেন?
প্রশ্ন - নিরক্ষীয় অঞ্চল বরাবর ঋতুপরিবর্তন হয় না কেন?
উত্তর-ছায়াবৃত্ত নিরক্ষরেখার সাথে সারাবছর লম্বভাবে অবস্থান করে বলে নিরক্ষীয় বরাবর সারাবছর দিন-রাত্রির দৈর্ঘ্য সমান থাকে, অর্থাৎ সর্বদা ১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি বিরাজ করে। সূর্যরশ্মি এখানে সারাবছরই লম্বভাবে কিরণ দেয়। উভয় কারণের প্রভাবে নিরক্ষীয় অঞ্চল বরাবর সর্বদা গ্রীষ্মকাল বিরাজ করে। তাই এখানে কোনোরূপ ঋতুপারবর্তন লক্ষ করা যায় না। বাতাসে অধিক আর্দ্রতার কারণে এখানকার জলবায়ু সারাবছর উষ্ম -আর্দ্র প্রকৃতির। সর্বদা এখানে উরু
আর্দ্রঋতু বিরাজ করে।