নবম শ্রেণী ইতিহাসের অনুশীলন প্রশ্ন ও উত্তর পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ - Online story

Sunday, 9 April 2023

নবম শ্রেণী ইতিহাসের অনুশীলন প্রশ্ন ও উত্তর পঞ্চম অধ্যায় বিংশ শতকে ইউরোপ

 

 

  চতুর্থ অধ্যায় অনুশীলন প্রশ্নের উত্তর দেখুন

 নবম শ্রেণী ইতিহাসের অনুশীলন প্রশ্ন ও উত্তর পঞ্চম অধ্যায়

বিংশ শতকে ইউরোপ

বিভাগক বহূ বিকল্পভিত্তিক প্রশ্নাবলি
সঠিক উত্তরটি নির্বাচন করো ।

১. কত বছর সোভিয়েত রাশিয়ায় রোমানভ বংশে রাজারা শাসন করেন—
(A) ১৫০
(B) ২০০
(C) ২৫০
(D) ৩০০

উত্তর-(D) ৩০০

২. রাশিয়ায় ১৯১৭ খ্রি. রুশ বিপ্লবে নেতৃত্ব দেয়—
A বলশেভিক দল
B মেনশেভিক দল
© নাৎসি দল
© ইয়ং ইটালি দল

উত্তর-A বলশেভিক দল


৩.সোভিয়েত পার্লামেন্টের নাম—
(A)মজলিস
(B) সেনেট
(C) ডুমা
(D) ডায়েট

উত্তর-(C) ডুমা

খ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি
একটি বাক্যে উত্তর দাও।

১.বুশ সাম্রাজ্যে বসবাসকারীদের মধ্যে অধিকাংশ কোন জাতি গোষ্ঠীভুক্ত ছিল?
উত্তর- শ্লাজাতি গোষ্ঠী ভুক্ত ।

 ২. কোন্ জারের আমলে রাশিয়ায়
নিহিলিজ্ম বা নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয়?

উত্তর- জার দ্বিতীয় আলেকজান্ডারের আমলে রাশিয়ায় নিহিলিজ্ম বা নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয়।


৩. সোভিয়েত রাশিয়ায় কোন্ দলের নেতৃত্বে ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব ঘটেছিল?
উত্তর-বলশেভিক দলেরনেতৃত্বে ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব ঘটেছিল।


 ৪. সোভিয়েতের কোন্ শহরে শ্রমিকরা খাদ্যের দাবিতে অনশন শুরু করে?
উত্তর- "পেট্রোগ্ৰ‍্যাড" শহরে শ্রমিকরা খাদ্যের দাবিতে অনশন শুরু করে‌।



৫. সোভিয়েত পার্লামেন্টের নাম কী?
উত্তর- সোভিয়েত পার্লামেন্টের নাম "ডুমা"।




৬. ‘মীর’ কী?
উত্তর- রাশিয়ার জমিদারদের মুখাপেক্ষী, গ্রাম্য সমিতি ছিল ছিল মীর।


৭. লেনিনের পুরো নাম কী?
উত্তর-লেনিনের পুরো নাম -ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ।


৮. ‘ইসক্রা’ কী?
উত্তর-




৯. ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত হয়?

উত্তর- ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স জার্মানি ,অস্ট্রিয়া ,ইতালি এই তিনটি দেশ নিয়ে  গঠিত হয়।



১০. ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল আঁতাত কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত হয়?
উত্তর-ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল আঁতাত ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া এই তিনটি দেশ নিয়ে গঠিত হয়।



সত্য না মিথ্যা বলো।
১. অস্ট্রিয়া সার্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।

উত্তর-ঠিক

২. পূর্ববর্তী রাশিয়ায় জুলিয়েন ক্যালেন্ডারের তারিখ পশ্চিম ইউরোপ বা বর্তমান রাশিয়ার ক্যালেন্ডার থেকে ১৩ দিন পিছিয়ে ছিল।
উত্তর-ঠিক



৩. ভার্সাই সম্মেলন বসে জেনিভা শহরে।
উত্তর- ভুল (প্যারিস শহরে)





     'ক'স্তত্ত্বের সঙ্গে 'খ'স্তস্ত মেলাও।
উত্তর-
(1) ত্রিশক্তি চুক্তি          (D) ট্রিপল আঁতাত
(2) ত্রিশক্তি মৈত্রী        (A) ট্রিপল অ্যালায়েন্স
(3) হিটলারের সেনা        (B)ব্রাউন শার্টস
(4) মুসোলিনির সেনা        (C)ব্ল্যাক শার্টস




(1)সাবমেরিন        (D)ডুবোজাহাজ
(2) ইটালির মুদ্রা        (C) লিভা
(3) রাশিয়ার মুদ্রা        (A রুবাল
(4) সোভিয়েত পার্লামেন্ট      (B) ডুমা






প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো।
সুইটজারল্যান্ড–লেনিন যেখান থেকে ফিরে এসে এপ্রিল থিসিস' ঘোষণা করেন।



 ২. ভার্সাই—যেখানে প্রথম যুদ্ধের পর জার্মানি ও মিত্রপক্ষ জোটের মধ্যে একটি চুক্তি ক্ষরিত হয়।



 ৩. ভাইমার প্রজাতন্ত্র।




 ৪. বার্লিন—হিটলারের
কিলাপের প্রধান কেন্দ্র।