Class 4 english 4 chapter (The hero)/ চতুর্থ শ্রেণি ইংরেজি চার অধ্যায় এক্টিভিটি প্রশ্নের উত্তর - Online story

Tuesday 11 April 2023

Class 4 english 4 chapter (The hero)/ চতুর্থ শ্রেণি ইংরেজি চার অধ্যায় এক্টিভিটি প্রশ্নের উত্তর

 


 পরের ২ পর্ব দেখুন

 Class 4 english 

4 chapter (The hero)


Let's read
Last summer vacation, I visited my uncle's place at Simultala. I was bored
during the afternoons. Every afternoon, my friends played football or cricket. But I never got a chance to play with them. I was not an important player to them. So I felt myself to be as insignificant as an ant.One day a miracle happened!


-চলো পড়ি :
• উচ্চারণ : লাস্ট সামার ভ্যাকেশন, আই ভিজিটেড মাই আঙ্কলস প্লেস অ্যাট শিমুলতলা। আই ওয়াজ বোরড ডিউরিং দি আফটারনুনস। এভরি আফটারনুন, মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। বাট আই নেভার গট এ চাস টু প্লে উইথ দেন। আই ওয়াজ নট অ্যান ইমপরট্যান্ট প্লেয়ার টু দেম। সো আই ফেল্ট মাইসেল্ফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট। ওয়ানডে এ মিরাকল হ্যাপেনড্।

বঙ্গানুবাদ ঃ গত গ্রীষ্মের ছুটিতে, আমি শিমুলতলায় আমার কাকার বাড়িতে বেড়াতে গেছিলাম। বিকেলগুলি আমার খুবই
একঘেয়ে লাগত। প্রতি বিকেলে আমার বন্ধুরা ফুটবল বা ক্রিকেট খেলত। কিন্তু আমি ওদের সঙ্গে খেলার সুযোগ পেতাম না। আমি ওদের কাছে কোন জরুরি খেলোয়াড় ছিলাম না। নিজেকে পিঁপড়ের মতো গুরুত্বহীন মনে হত।একদিন একটা অভাবনীয় ঘটনা ঘটল।
+ Word Trove (ওয়ার্ড ট্রোভ)—শব্দ ভাণ্ডার :

bored (বোর্ড)
(verb)
insignificant (ইন্‌সিগ্লিফিকান্ট)
(adjective)
miracle (মিরাকল্)
(noun)


: tired of something
(টায়ার্ড অফ সামথিং)-কোনো বিষয় নিয়ে ক্লান্ত।
: unimportant
(আইম্পর্ট্যান্ট)—অদরকারি।

: an unexpected and wonderful incident.
(অ্যান আনএক্সপেক্টেড অ্যান্ড ওয়ান্ডারফুল ইনসিডেন্ট)
—একটা অপ্রত্যাশিত ও চমৎকার ঘটনা।

Let's do (লেট্স্ ডু)—চলো করি :

                      Activity-1
Complete the following sentences by choosing the most appropriate
alternatives:
i) The writer went to his----- (uncles house/ father's house/friend's house).
Ans. The writer went to his uncle's house. — লেখক তাঁর কাকার বাড়িতে গেছিলেন।


ii) During the afternoons, the writer was-------(happy/angry/bored).
Ans. During the afternoons, the writer was bored.
—বিকেলের সময়টাতে লেখকের খুবই একঘেয়ে লাগত।

iii) The writer's friend played------every afternoon. (cricket or hockey/football or cricket/football or kabadi).
Ans. The writer's friend played football or cricket every afternoon.
—রোজ বিকেলে লেখকের বন্ধুরা ফুটবল বা ক্রিকেট খেলত।


iv) The writer felt that he was very------ (important/powerful/unimportant).
–লেখক ভাবতেন তিনি খুবই গুরুত্বহীন।
Ans. The writer felt that he was very unimportant.




                   Activity-2
What do you think was the 'miracle'? Discuss with your partner.
(হোয়াট ডু ইউ থিংক ওয়াজ দ্য ‘মিরাকল?’ ডিসকাস উইথ ইয়োর পার্টনার।)
—তোমার কী মনে হয় অভাবনীয় ঘটনাটি কী ছিল? তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো।
Ans. I think the writer's friends called him to play with them somehow. (আই থিংক দ্য রাইটারস্ ফ্রেন্ডস্ কলড্ হিম টু প্লে উইদ দেম সামহাউ।) — মনে হয় লেখকের বন্ধুরা তাঁকে কোনোভাবে তাদের আমার সঙ্গে তাঁকে খেলতে ডেকেছিল।


Let's continue
One afternoon, my cousin came to me and said, "We'll go to Burir Math
today. We've a Kabadi match there. Last year's winners from Motiganj are
our opponents So hurry we
must be there by 4 o'clock."

উচ্চারণ : ওয়ান আফটারনুন, মাই কাজিন কেম টু মি অ্যান্ড সেইড, ‘উই উইল গো টু বুড়ীর মাঠ টুডে। উই হ্যাভ এ কাবাডি ম্যাচ দেয়ার। লাস্ট ইয়ারস উইনারস ফ্রম মোতিগঞ্জ আর আওয়ার অপোনেন্টস। সো হারি, উই মাস্ট বি দেয়ার বাই ফোর ও ক্লক।'
★ বঙ্গানুবাদ: একদিন বিকেলবেলা, আমার ভাই আমার কাছে এসে বলল, 'আজ আমরা বুড়ীর মাঠে যাব। ওখানে আমাদের একটা কাবাডি ম্যাচ আছে। গতবছরের বিজয়ীরা মোতিগঞ্জ থেকে আসছে আমাদের প্রতিপক্ষ হিসেবে। তাই তাড়াতাড়ি করো, আমাদের ৪ টের মধ্যে ওখানে যেতে হবে।'

"But what will be my
role there?" I was anxious pr
play and you'll be
one of our supporters."
"Oh! That's fine then, I replied with great relief

উচ্চারণ;'বাট হোয়াট উইল বি মাই রোল দেয়ার?' আই ওয়াজ অ্যাংশাস।
—'আই উইল প্লে অ্যান্ড ইউ উইল বি ওয়ান অফ আওয়ার সাপোর্টারস'।
‘ওহ। দ্যাটস্ ফাইন দেন’, আই রিপ্লায়েড উইদ গ্রেট রিলিফ।

বঙ্গনুবাদ;-আমি চিন্তিত হয়ে বললাম, 'কিন্তু ওখানে আমার ভূমিকাটা কী হবে?'
‘আমি খেলব ও তুমি আমাদের একজন সমর্থক হবে।'
আমি স্বস্তির সঙ্গে বললাম, 'ওহ! তাহলে ঠিক আছে।'

There was already a
large crowd at Burir Mathy
quietly took a place among
the crowd. All on a sudden,
my cousin came and gripped my hand tightly


 উচ্চারণ ঃ দেয়ার ওয়াজ অলরেডি এ লার্জ ক্রাউড অ্যাট বুড়ীর মাঠ। আই কোয়ায়েটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্লাউড।
অল অন এ সাডেন, মাই কাজিন কেম অ্যান্ড গ্রিপড মাই হ্যান্ড টাইটলি।

বঙ্গানুবাদঃ বুড়ীর মাঠে ইতিমধ্যেই বিশাল জনতা জড়ো হয়েছিল। আমি আস্তে করে ওই ভিড়ের মধ্যে ঢুকে গেলাম। হঠাৎ
আমার খুড়তুতো ভাই এসে শক্ত করে আমার হাতটা ধরল।
"Hey, what's wrong?" lasked.
"Nasir's mother is ill. He hasn't come. So you will have to play for us."
was stunned! My heart was beating like a drum. "........." I started
stammering

উচ্চারণ;- হেই, হোয়াটস্ রং?' আই আস্কড।
‘নাসির'স মাদার ইজ ইল। হি হ্যাজনট্ কাম। সো ইউ উইল হ্যাভ টু প্লে ফর আস'।
আই ওয়াজ স্টানড্। মাই হার্ট ওয়াজ বিটিং লাইক এ ড্রাম। 'আই... আই...' আই স্টারটেড স্ট্যামারিং।


বঙ্গানুবাদ ;-আমি জিজ্ঞেস করলাম, 'কী সমস্যা হয়েছে?'
‘নাসিরের মায়ের শরীরটা খারাপ। ও আসেনি। তাই তোমাকে আমাদের হয়ে খেলতে হবে।'
আমি আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলাম। আমার হৃদপিণ্ডটা ড্রামের মতো বাজতে শুরু করেছিল। আমি তোতলাতে
থাকলাম ‘আমি.... আমি...

"It's a matter of prestige for our village. So, Apu, please get ready to play."
My cousin pulled me to the playground. My legs started shaking. The large
crowd cheered But I could hear only the sound of my own heartbeat,

উচ্চারণ:ইটস্ এ ম্যাটার অফ প্রেস্টিজ ফর আওয়ার ভিলেজ। সো, অপু, প্লিজ গেট রেডি টু প্লে।' মাই কাজিন পুলড মি
টু দ্য প্লেগ্রাউন্ড। মাই লেগস স্টারটেড শেকিং। দ্য লার্জ ক্রাউড চিয়ারড। বাট আই কুড হিয়ার অনলি দ্য সাউন্ড অফ
মাই ওউন হার্টবিট।


বঙ্গানুবাদ;এটা আমাদের গ্রামের সম্মানের বিষয়। তাই অপু, খেলার জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে নাও।' ভাই আমাকে মাঠে টানল।
আমার পাদুটো কাঁপতে শুরু করল। বিশাল জনতা উৎসাহ দিচ্ছিল। কিন্তু আমি শুধু আমার নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিলাম।
Word Trove

 

 

 

পরের উত্তরগুলি দেখতে এই লিংকে ক্লিক করুন