Class 4 english 5th Lesson part 1Meeting Barre Miya
Class 4 english
Meeting Barre Miya
Lesson 5
বড়ে মিয়ার সঙ্গে সাক্ষাৎ
পাঁচ অধ্যায়
Cow, lion, deer, goat
Domestic animal. Wild animal
Cow goat. lion, deer,
গরু, ছাগল সিংহ, হরিণ
The description of an animal is given below. Name the animal.
I am a wild animal. I have stripes on my body. I roar. The Sunderl one of my favourite living areas. Who am I?
(দ্য ডেসক্রিপশন অফ অ্যান অ্যানিমাল ইজ গিভন বিলো। নেম দি অ্যানিমাল।)
—নীচে একটি পশুর বর্ণনা দেওয়া রয়েছে। পশুটির নাম বলো।
(আই অ্যাম এ ওয়াইল্ড অ্যানিমাল। আই হ্যাভ স্ট্রাইপস অন মাই বডি। আই রোর। দ্য সুন্দরবনস ইজ ওয়ান অফ মাই ফেভারিট লিভিং এরিয়াজ। হু অ্যাম আই?)
~আমি একটি বন্য পশু। আমার শরীরে ডোরাকাটা দাগ আছে। আমি গর্জন করে ডেকে থাকি। সুন্দরবন আমার অন্যতম প্রিয় থাকার জায়গা। আমি কে?
Ans. Tiger (টাইগার) বাঘ
•
Let's read owned
Two brothers, Subol and Madol, lived in a village in the Sunderbans. The Sunderbans is in the extreme south of Bengal. It is a place of rivers, waterways and jungles: Subol and Madol owned a boat.
উচ্চারণ: ব্রাদারস, সুবল অ্যান্ড মাদল, লিভড্ ইন এ ভিলেজ ইন দ্য সুন্দরবনস্। দ্য সুন্দরবনস্ ইজ ইন দি একসট্রিম সাউথ অফ বেঙ্গল। ইট ইজ এ গ্লেস অফ রিভারস, ওয়াটারওয়েজ অ্যান্ড জালস্। সুবল অ্যান্ড মাদল ওনড্ এ বোট
★ বঙ্গানুবাদ : সুন্দরবনের একটি গ্রামে, সুবল ও মাদল নামে দুই ভাই থাকত। সুন্দরবন পশ্চিমবঙ্গের সর্বদক্ষিণে অবস্থিত। এই স্থানটি নদী, জলপথ ও জঙ্গলে পূর্ণ। সুবল ও মাদলের নিজস্ব একটি নৌকা ছিল
One day they were sailing down
the Matla river. It was early morning. They were going deep into the forest.
They were out to collect dry branches for fuel. Subol had never gone into the deep forest before. It was his first time and he was very excited. From Basanti, the river narrowed down. Beyond Basanti the river took the name of Bidya. It flowed south.
Word Trove
ওয়ান ডে দেওয়্যার সেইলিং ডাউন দ্য মাতলা রিভার। ইট ওয়াজ আর্লি মর্নিং। দেওয়্যার গোয়িং ডিপ ইন্টু দ্য ফরেস্ট। দে ওয়্যার আউট টু কালেক্ট ড্রাই ব্রান্চেস্ ফর ফুয়েল। সুবল হ্যাড নেভার গন ইন্টু দ্য ডিপ ফরেস্ট বিফোর। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। ফ্রম বাসন্তী, দ্য রিভার ন্যারোড ডাউন। বিয়ন্ড বাসন্তী দ্য রিভার টুক দ্য নেম অফ বিদ্যা। ইট ফ্লোড্ সাউথ।
একদিন তারা মাতলা নদীতে নৌকা চালাচ্ছিল। সময়টা ছিল বেশ সকাল। তারা বনের গভীরে চলে যাচ্ছিল। তারা জ্বালানির জন্য শুকনো ডাল সংগ্রহের জন্য বেরিয়েছিল। সুবল এর আগে কখনো গভীর বনে যায়নি। এটাই ছিল তার প্রথমবার (ভ্রমণ) ও সে খুব উত্তেজিত ছিল।
বাসন্তী থেকে নদীটা আরও সরু হয়ে গেছে। বাসন্তী ছাড়িয়ে নদীটার নাম হয়েছে বিদ্যা। এটা দক্ষিণে বয়ে চলেছিল।
Activity-1
Write 'T' for true and 'F' for false statements in the given boxes.
(রাইট ‘টি’ ফর ট্রু অ্যান্ড ‘এফ’ ফর ফলস্ স্টেটমেন্টস ইন দ্য গিভন বক্সেস)।
—নীচের বাক্সগুলিতে সত্য বাক্যগুলির জন্য 'T ও মিথ্যাগুলির জন্য F বসাও।
Let's do (লেট্স্ ডু)—চলো করি :
(a) The Sundarbans is in the north of Bengal.(F)
(দ্য সুন্দরবনস্ ইজ ইন দ্য নর্থ অফ বেঙ্গল।) – সুন্দরবন বাংলার উত্তরদিকে অবস্থিত।
(b) Subol and Madol had a boat.
(F)
(সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট।)—সুবল ও মাদলের একটি নৌকা ছিল।
(c) It was Subol's first journey into the deep forest.(T)
ইট ওয়াজ সুবলস্ ফার্স্ট জার্নি ইনটু দ্য ডিপ ফরেস্ট।)—এটি ছিল সুবলের প্রথম গভীর বনের দিকে যাত্রা।
d) The river beyond Basanti is called the Matla.(F)
দ্য রিভার বিয়ন্ড বাসন্তী ইজ কলড মাতলা।)—বাসন্তী ছাড়িয়ে নদীটির নাম মাতলা।
Activity-2
"It was his first time and he was very excited'-
How did he feel before
hey started their journey? Discuss with your partner.
(‘ইট ওয়াজ হিজ ফার্স টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরী এক্সাইটেড’—হাউ ডিড হি ফিল্ বিফোর দে স্টারটেড দেয়ার জার্নি? ডিসকাস উইদ ইয়োর পার্টনার।)—‘এটা ছিল তার প্রথম যাত্রা এবং সে খুবই উত্তেজিত ছিল’—যাত্রা শুরু করার পূর্বে সে কেমন বোধ করছিল? তোমার বন্ধুর সঙ্গে আলোচনা করো।
Ans. Before they started their journey Subol was excited and thought how beautiful or frightening the deep forest would be.
◆(বিফোর দে স্টারটেড দেয়ার জার্নি সুবল ওয়াজ একসাইটেড অ্যান্ড থট হাউ বিউটিফুল অর ফ্রাইটেনিং দ্য ডিপ ফরেস্টউড বি।
◆যাত্রা শুরুর আগে সুবল খুব উত্তেজিত ছিল ও ভাবছিল গভীর বন কতটা সুন্দর বা ভয়ংকর হতে পারে।
Let's continue
Madol was the elder brother. He had a lot of experience. "Have you ever seen a tiger?", Subol asked him eagerly.
"No," Madol said," Barre Miya is a strange creature; It is powerful,
quick and silent. It can snatch a prey at will."
উচ্চারণ : মাদল ওয়াজ দি এলডার ব্রাদার। হি হ্যাড এ লট অফ এক্সপেরিয়েন্স। ‘হ্যাভ ইউ এভার সিন এ টাইগার?’,
সুবল আস্কড্ হিম ইগারলি।
‘নো’, মাদল সেইড, ‘বড়ে মিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিচার; ইট ইজ পাওয়ারফুল, কুইক অ্যান্ড সাইলেন্ট। ইট ক্যান স্ন্যাচ
এ প্রে অ্যাট উইল।'
বঙ্গানুবাদ : মাদল ছিল বড়ো ভাই। তার অভিজ্ঞতা অনেক বেশি। সুবল ওকে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ‘তুমি কি কখনো বাঘ দেখেছো?
মাদল বলল, ‘না, বড়ে মিয়া এক অদ্ভুত প্রাণী; এটা শক্তিশালী, দ্রুত ও নিঃশব্দ। এটা ইচ্ছে করলেই শিকার ছিনিয়ে নিতে পারে।'
"Our Sunderbans is a wild place, isn't it?", Subol asked. "There are
snakes, tigers and alligators."
"Yes, but animals are enemies. In Sunderbans men and not our animals live together," Madol said.
◆আওয়ার সুন্দরবনস ইজ এ ওয়াইল্ড প্লেস, ইজনট্ ইট?’ সুবল আস্কড, ‘দেয়ার আর স্নেকস, টাইগারস অ্যান্ড অ্যালিগেটরস।' ‘ইয়েস, বাট অ্যানিমালস আর নট আওয়ার এনিমিজ, ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিমালস লিভ টুগেদার,’মাদোল সেইড।
◆সুবল জিজ্ঞেস করল, ‘আমাদের সুন্দরবন একটা বন্য জায়গা, তাই না? এখানে সাপ, বাঘ, কুমির সব আছে।'
‘হ্যাঁ, কিন্তু পশুরা আমাদের শত্রু নয়। সুন্দরবনে মানুষ ও জন্তু একসঙ্গেই থাকে’, মাদল বললো।
They were sailing
down the Bidya river. The