ষষ্ঠ শ্রেণি (বাংলা) চিত্রগ্রীব হাতেকলমে প্রশ্নের উত্তর - Online story

Saturday, 13 May 2023

ষষ্ঠ শ্রেণি (বাংলা) চিত্রগ্রীব হাতেকলমে প্রশ্নের উত্তর


 

 

 

 

,ষষ্ঠ শ্রেণি (বাংলা)

 চিত্রগ্রীব

 

 ধনগোপাল মুখোপাধ্যায় যথাযথ সেনগুপ্ত

হাতেকলমে
১.১ ধনগোপাল মুখোপাধ্যায়ের কোন বইয়ের চিত্ররূপ তুমি পড়লে?
উত্তর। ধনগোপাল মুখোপাধ্যায়ের Gay Neck বা চিত্রগ্রীব বইয়ের চিত্ররূপ আমি পড়লাম।

১.২ তাঁর লেখা অন্য আর একটি বইয়ের নাম লেখো।
উত্তর। তাঁর লেখা অন্য আর একটি বই হল — Kari — The Elephant.

২. চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটি পড়ে চিত্রগ্রীবের বাবা-মায়ের আচরণ তোমার কেমন লাগল কয়েকটি বাক্যে লেখো।
 বাবা-মায়ের সাহচর্যে চিত্রগ্রীব যেমন উড়তে শিখেছে। ঠিক তেমন কোন্ শিক্ষা তুমি প্রথম বাবা-মায়ের সাহচর্যে শিখেছ মনেকরে লেখো।
উত্তর। চিত্রগ্রীব নামক ছবিতে গল্পটি আমাদের খুব ভালো লাগল এবং আমরা চিত্রগ্রীবের বাবা-মায়ের সম্বন্ধে অনেক
কথা জানতে পারলাম। প্রত্যেক পিতামাতাই সন্তানের প্রতি স্নেহশীল থাকেন। চিত্রগ্রীবের বাবা-মাও তার ব্যতিক্রম নন।
তারাও চিত্রগ্রীবের প্রতি অত্যন্ত স্নেহশীল ছিলেন। শিশুকালে যখন অত্যন্ত ছোটো ছিল তখন তাকে খাওয়ানো এবং
নিয়ম করে উড়তে শেখানোর মাধ্যমে আমরা চিত্রগ্রীবের বাবা-মায়ের সন্তান বাৎসল্যের পরিচয় লাভ করি। প্রত্যেক
বাবা মাই সন্তানের প্রতি স্নেহপ্রবণ। আমার বাবা-মাও তার ব্যতিক্রম নন। আমি বাল্যকাল থেকেই আমার বাবা-মায়ের
সান্নিধ্যে বড়ো হয়েছি। তারা আমাকে স্নেহের চাদরে মুড়ে রেখেছিলেন। এখনও আমি বাবা-মায়ের অত্যন্ত সতর্ক দৃষ্টির
মধ্যেই থাকি। মা সর্বদা আমার যত্ন নেন এবং খুব আদর করেন। তিনিই আমার সকল প্রেরণার উৎস। বাবা কাজের
মানুষ। তিনি সর্বদা বাড়িতে থাকেন না। কিন্তু যখনই তিনি দিনের শেষে সুযোগ পান তখন আমায় সাহচর্য দেন এবং
পড়ার বিষয়ে খোঁজখবর করেন। এর থেকে আমি চিত্রগ্রীবের বাবা-মায়ের ভালোবাসার সঙ্গে আমার বাবা-মায়ের ভালোবাসার একটা মিল খুঁজে পাই।