রায়/রায় / মাটিন সেন প্রশ্ন বিচিত্রা চতুর্থ শ্রেণীর পরিবেশ দ্বিতীয় পরীক্ষার জন্য সমাধান পর্ব১ - Online story

Friday, 26 May 2023

রায়/রায় / মাটিন সেন প্রশ্ন বিচিত্রা চতুর্থ শ্রেণীর পরিবেশ দ্বিতীয় পরীক্ষার জন্য সমাধান পর্ব১

 


রায় মার্টিন বাংলা দেখুন দ্বিতীয় পরীক্ষার জন্
বৃত্তি পরীক্ষার জন্য পর্ব ১
রায়/রায় / মাটিন সেন প্রশ্ন বিচিত্রা
চতুর্থ শ্রেণীর পরিবেশ
দ্বিতীয় পরীক্ষার জন্য
সমাধান

কাঁথি হিন্দু গার্লস প্রাথমিক বিদ্যালয়
১। নিম্নলিখিত প্রম্নগুলির সংক্ষেপে উত্তর দাও :
(ক) ইনস্যাট' কী?
উত্তর:- কৃত্রিম উপগ্রহ

(খ) ধ্রুবতারা আকাশের কোন দিকে দেখা যায় ?
উত্তর:- উত্তর আকাশে

(গ) চাঁদের কলঙ্ক’ বলতে কী বোঝো?
উত্তর:- চাঁদের গায়ে কালো কালো দাগগুলিতে চাঁদের কলঙ্ক বলে।( চাঁদের গায়ে বড় বড় গর্ত আছে। সেগুলিতে সূর্যের আলো প্রবেশ করে না।  কালো কালো দাগ দেখায় ওই দাগগুলিকে কলঙ্ক বলে।)

(ঘ) 'কিউরিওসিটি কী?
উত্তর:- মঙ্গলের বুকে সন্ধানী যান।

(ঙ) আমরুল পাতার রস কোন্ রোগে উপকারী?
উত্তর:- আমাশয় রোগের উপকারিতা পাওয়া যায়।

(চ) হাতিয়ার কি টুল? যদি হয় কেন?

উত্তর:- হাতিয়ার কে টুল বলা হয় না। কারণ বুদ্ধি খাটিয়ে মানুষ নানারকম প্রয়োজনীয় ছোট যন্ত্রপাতি তৈরি করে সেগুলিকে টুল বলে। আর হাতিয়ার হল অস্ত্রশস্ত্র।



(ছ) প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কী?
উত্তর:- রাকেশ শর্মা


(জ) দাহ্যবস্তু বলতে কী বোঝো? উদাহরণ দাও।
উত্তর:- যে সকল বস্তুতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে এবং অল্প সময়ে পুড়ে যায়। সেগুলি কে বলা হয় দাহ‍্যবস্তু। যেমন- বাজি,পটকা, পেট্রোল ইত্যাদি

২। শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো চারটি)

(ক) সপ্তর্ষিমণ্ডল আকাশের----দিকে দেখা যায়।
উত্তর:- উত্তর-পূর্ব

(খ) টুসু পরব হয়--মাসে।
উত্তর:- পৌষ

(গ) পশ্চিমবঙ্গের----রেলইঞ্জিন তৈরি হয়।
উত্তর:- চিত্তরঞ্জনে

(ঘ) ব্রোঞ্জ হল----আর -----এর মিশ্রণ।
উত্তর:- তামা , টিন


(ঙ) কেবলমাত্র-----তারা আকাশে জায়গা পাল্টায় না।
উত্তর:- ধ্রুব

(চ) বশিষ্ঠের একেবারে গায়ে ছোটো তারাটির নাম হল---।
উত্তর:- অরুন্ধতী












৩। নীচের ছকটি পূরণ করো :
উত্তর:-

    শিল্প          পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়
তাঁতশিল্প।       > হুগলির ধনেখালি শ্রীরামপুর , নদীয়ায় নবদ্বীপ ,শান্তিপুর

রেশম শিল্প >  মালদার সুজাপুর কালিয়াচক মুর্শিদাবাদে বহরমপুর              

মৃৎশিল্প   > কলকাতার কুমোরটুলি নদীয়ার কৃষ্ণনগর ।          

গালা শিল্প > পুরুলিয়ার ঝালদা, বাঁকুড়ার সোনামুখী ।               


৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো চারটি)
(ক) সপ্তর্ষিমণ্ডল বলতে কী বোঝো? সপ্তর্ষিমণ্ডলের সাতটি তারার নাম লেখো।

উত্তর:- আকাশে উত্তর পূর্ব দিকে প্রশ্ন চিহ্নের(?) মতো যে নক্ষত্রমন্ডল দেখা যায় তাকে সপ্তর্ষি মণ্ডল বলে।
 সপ্তর্ষি মণ্ডলের সাতটি তারার নাম-ক্রতু,পুলহ, পুলস্ত‍্য , অত্রি, অঙ্গিরা বশিষ্ট্য ও মরীচি।

(খ) চাঁদ পৃথিবীর কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? অমাবস্যায় আমরা চাঁদকে দেখতে পাই না কেন?
উত্তর:- চাঁদ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে।
চাঁদের দিকে তাকালে যে পিঠটা  আমরা দেখতে পাই, অমাবসায় সূর্যের আলোয় সেই পিঠে পড়ে না। আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে। কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে থাকে না। তাই অমাবস্যায় আমরা চাঁদকে দেখতে পাই না।


(গ) ডোকরা বলতে কী বোঝো? দুটি উদাহরণ দাও। পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় এই শিল্প প্রসিদ্ধ।
উত্তর:- কিছু লোক মৌ -মোম আর ধুনোর ছাঁচে গলানো পিতল ঢেলে নানান ধরনের মূর্তি তৈরি করেন ।ঐ সব জিনিসগুলোকে বলা হয় ডোকরা।
যেমন- পঞ্চ প্রদীপ, ময়ূর, গনেশ , পেঁচার মূর্তি।
পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও বর্ধমান জেলায় এই শিল্প প্রসিদ্ধ।



(ঘ) তুলসী, কুলেখাড়া এবং থানকুনি -এই তিনটি ভেষজ গাছের যে-কোনো দুটির ক্ষেত্রে গাছের কোন্ অংশ, কীভাবে আমরা ব্যবহার করি? এতে কোন্ রোগ সারে?
উত্তর:-
তুলসী :-গাছের পাতা ব্যবহার করি ।
গাছের পাতা থেঁতো করে রস খেতে হয়। তার সঙ্গে একটু মধু দিলে আর উপকারিতা বেশি পাওয়া যায়।
 সর্দি-কাশি রোগ ভালো হয়।


 কুলেখাড়া :-কুলেখাড়া গাছের সমগ্র অংশ ব্যবহার করা হয়।
 এই গাছের বীজ ও মূল চূর্ণ করে রস খেতে হয় ।
রক্তশূন্যতা ,অনিদ্রা , লিভারের রোগ সারে।

থানকুনি :-থানকুনি গাছের পাতা ব্যবহার করা হয় ।
এই পাতা থেঁতো করে সেদ্ধ করে ছেঁকে নিয়ে তিন চারবার খেতে হয়।
আমাশয়, পেটের বায়ু, মাথা ধরা স্মৃতিশক্তিহীনতা রোগ সারে।




(ঙ) লালন ফকির কে ছিলেন? তিনি কীসের জন্য বিখ্যাত? তাঁর লেখা একটি গানের উল্লেখ করো।
উত্তর:- লালন ফকির ছিলেন বাংলার এক মহান সাধক বাউল ।
তিনি তিনি মানুষে মানুষে মিলনের বাণী প্রচার করার জন্য বিখ্যাত ছিলেন । যার কাছে আল্লা-হরি, রাম- রহিমের আসন ছিল সমান।
তার একটি গান হল-" খাঁচার ভিতর"