বৃত্তি পরীক্ষা( সমাজবিজ্ঞান) আমাদের পরিবেশ ২০১৯ সালের প্রশ্নের উত্তর /class 4 britti examination 2019 samaj biggan
"বিজ্ঞান" প্রশ্নের উত্তর দেখুন
চতুর্থ শ্রেণীর
সমাজবিজ্ঞান (ইতিহাস ভূগোল) ২০১৯
প্রশ্নের উত্তর
Time: 2 hours 30 minutes
১। শূন্যস্থান পূরণ করো : (যে-কোনো নয়টি)
(ক) জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে বইছে --- নদী।
উঃ-হলং
(খ) সূর্যের সবচেয়ে কাছের গ্রহ-----।
উঃ- বুধ
(গ) পৃথিবীর একমাত্র উপগ্রহ-----।
উঃ- চাঁদ
(ঘ) শনি গ্রহের সন্ধানে গেছে-------।
উঃ- ক্যাসিনি
(ঙ)-------পোড়া মাটির মন্দির আছে।
উঃ- বিষ্ণুপুরে
(চ) তুলসী একটি.----উদ্ভিদ।
উঃ- ভেষজ
(ছ) যন্ত্রপাতিকে ইংরেজিতে----বলে।
উঃ-টুল
(জ) তামার সঙ্গে টিন --------মিশিয় ধাতু তৈরি হয়।
উঃ- ব্রোঞ্জ
(ঝ)- --ছিল মানুষের প্রথম হাতিয়ার।
উঃ- পাথর
(ঞ)---- মুখোশ পরতেই হয়।
উঃ- ছৌ নাচে
২। সঠিক উত্তরটি বেছে লেখো :
(ক) পিনটেল হল এক ধরনের (পাখি/পশু/উদ্ভিদ)।
উঃ-পাখি
(খ) টোটো একপ্রকার (গাড়ি/উপজাতি/খাবার)।
উঃ-উপজাতি
(গ) সূর্যের সবচেয়ে বড়ো গ্রহ (পৃথিবী/শনি/বৃহস্পতি)।
উঃ-বৃহস্পতি
(ঘ) বিজ্ঞানী গ্যালিলিয়ো গ্যালিলি আবিষ্কার করেন
(অণুবীক্ষণ/দূরবিন/থার্মোমিটার)।
উঃ-দূরবিন
(ঙ) চাঁদের বুকে প্রথম পা দেন (লাইকা/রাকেশ শর্মা/নিল আর্মস্ট্রং)।
উঃ-/নিল আর্মস্ট্রং
৩। নীচের প্রশ্নগুলির অতি-সংক্ষিপ্ত উত্তর দাও : (যে-কোনো দশটি)
উঃ-
(ক) যন্ত্র কাকে বলে? উদাহরণ দাও।
উঃ- মানুষ বুদ্ধি খাটিয়ে জটিল কাজকে সরলভাবে করার জন্য যে সকল জিনিস ব্যবহার করে সেগুলিকে যন্ত্র বলে। যেমন কাঁচি
(খ) সারিগান কী?
উঃ- সবাই মিলে একসঙ্গে কাজ করতে করতে যে গান গাওয়া হয় সেগুলোকে বলা হয় সরি গান যে মন ছাদ পেটানোর গান, মাছ ধরার গান ,নৌকা চালানোর গান।
(গ) ছায়া কখন সবচেয়ে ছোটো হয়? কেন হয়?।।
উঃ- দুপুর ১২ টা ।কারণ সেই সময় সূর্য মাথার উপর থাকে ।
(ঘ) মালাহার ও মালাকার কারা?
উঃ- যারা পিতল-ঢালাইয়ের কাজ করে তাদেরকে বলা হয় মালাহার এবং যারা মালা তৈরি করে তাদেরকে নিয়ে বলা হয় মালাকার।
(ঙ) কুটির শিল্প কাকে বলে?
উঃ- ঘরে বসে যে সকল জিনিস তৈরি করা যায় সেগুলিকে বলা হয় কুটির শিল্প। যেমন ঝুড়ি তৈরি মাদুর তৈরি ঝাঁটা তৈরি ইত্যাদি।
(চ) লাঠি কী কী কাজে লাগে?
উঃ- লাঠি আমাদের অনেক কাজে লাগে। যেমন সাপ তাড়াতে। পশুপাখি তাড়াতে। মারামারি করতে। কাউকে ভয় দেখাতে। ফুল কল পারতে ইত্যাদি কাজে লাগে।
(ছ) পাহাড়ি অঞ্চলে কী কী চাষ ভালো হয়?
উঃ- পাহাড়ি অঞ্চলে স্কোয়াশ, নাশপাতি, ফুল এবং কমলালেবু চাষ হয়।
(জ) আত্মীয় মানে কী?
উঃ- একই পরিবারের শাখা প্রশাখা কে একসঙ্গে আত্মীয় বলে।
(ঝ) সংস্কৃতি বলতে কী বোঝো?
উঃ- মানুষের ভাষা ,খাবার, পোশাক, নাচ গান উৎসব আর শিল্পকলা নিয়ে হলো সংস্কৃতি ।যেটা দিয়ে সমাজকে চেনা যায়।
(ঞ) সমাজের আদি গানকে কী বলা হয়?
উঃ- পল্লী গান
(ট) ভারতের কোথায় মায়েরা এখনও পরিবারের প্রধান?
উঃ- মেঘালয় রাজ্যে খাসিাদের সমাজে মায়েরা এখনও পরিবারের প্রধান।
। টীকা লেখো: (যে-কোনো চারটি)
(ক) গম্ভীরা, (খ) ক্ষুদ্রশিল্প, (গ) হিমঘর, (ঘ) নকশি কাঁথা, (ঙ) লোকগান।
ক) গম্ভীরা,
উঃ- গম্ভীরা হলো পালা গান । মালদায় গম্ভীরা পালা গান দেখা যায়। এই পালা গানে লোকে নাচে। গান বাজনা নাচ মিলিয়ে পুরো পরিবেশটা তৈরি হয়।
(খ) ক্ষুদ্রশিল্প
উঃ- যে সকল শিল্পে অল্প লোকজন এবং অল্প যন্ত্রপাতি নিয়ে কাজ করা হয় সেই সকল শিল্পগুলিকে ক্ষুদ্র শিল্প বলে যেমন ধুপ তৈরি কারখানা ,আইসক্রিম তৈরি কারখানা ইত্যাদি
(গ) হিমঘর,
উঃ- যেখানে কৃষি ফসল ভালো থাকার জন্য করে রাখা হয় কাকে হিমঘর বলে, যেমন আলুর রাখার জন্য হিমঘর তৈরি করা হয়।
(ঘ) নকশি কাঁথা,
উঃ-সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা কাঁথার গায়ে বিভিন্ন গল্পকথা ,বাঘ ,সিংহ হাতি, ঘোড়া, সুশ্চ-সুতো দিয়ে ফুটিয়ে তোলে। একে বলা হয় নকশি কাঁথা।
(ঙ) লোকগান।
উঃ- লোকমুখে প্রচলিত যেসব গান সেগুলোকে বলা হয় লোকগান।
৫) বামদিকের শব্দগুলির সঙ্গে ডানদিকের শব্দগুলি মিলিয়ে দাও :
।
বামদিক। ডানদিক
(ক) মনোহরা (১) শাক
(খ) বেথুয়া (২) উৎসব
(গ) টুসু (৩) মিষ্টি
(ঘ) ট্যাক্টর (৪) পুরুলিয়া
(ঙ) ছৌনাচ (৫) চাষের যন্ত্র
উঃ-
বামদিক। ডানদিক
(ক) মনোহরা (৩) মিষ্টি
(খ) বেথুয়া ১) শাক
(গ) টুসু (২) উৎসব
(ঘ) ট্যাক্টর (৫) চাষের যন্ত্র
(ঙ) ছৌনাচ (৪) পুরুলিয়া
৬। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যে-কোনো দশটি)
(ক) গাছের উপকারিতা লেখো।
উঃ- গাছ থেকে অক্সিজেন পাওয়া যায়। ফুল ফল পাওয়া যায়, ঔষধ পাওয়া যায়। গাছ জঙ্গল তৈরি করে ।সেই জঙ্গল থেকে মোম মধু পাওয়া যায়। জ্বলানোর জন্য কাঠ পাতা পাওয়া যায়।। তুলা পাওয়া যায়।
(খ) জল কীভাবে নষ্ট হয়?
উঃ- ট্যাপ কল বন্ধ না থাকলে জল নষ্ট হয়। ভূগর্ভের জল মেশিন দিয়ে তুলে ভূগর্ভে জলকে নষ্ট করা হয়। খারাপ কিছু মিশে জল নষ্ট হয়।
(গ) অমাবস্যা ও পূর্ণিমা আসলে কী?
উঃ- চাঁদ সূর্য পৃথিবী এক সরল লেখায় অবস্থান করলে যখন চাঁদ মাঝে থাকে তখন হয় অমাবস্যা। আর যখন পৃথিবী মাঝে থাকে তখন হয় পূর্ণিমা।
(ঘ) আবহাওয়া কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভরশীল?
উঃ- আবহাওয়া বৃষ্টিপাত উষ্ণতা জলীয়বাষ্প বায়ুর আদ্রতার উপর নির্ভর করে
(ঙ) সপ্তর্ষিমণ্ডল কী?
উঃ- সপ্তর্ষিমণ্ডল হল একটি নক্ষত্র মন্ডল সাতটি তারা কি একত্রিত করলে প্রশ্নচিহ্নের মতো দেখায় একে সপ্তর্ষিমণ্ডল বলে।
(চ) দিন-রাত হওয়ার কারণ কী?
উঃ- সূর্যের আলো পৃথিবীর যে অংশে পড়ে সেই অংশে দিন হয়। যে অংশে আলো পড়ে না সেই অংশে রাত হয়।
(ছ) সমাজ কীভাবে গড়ে উঠল?
উঃ- মানুষ একসময় জোট বেঁধে থাকতে শুরু করেছিল সেই জোট বাঁধা থেকেই একসময় সমাজ গড়ে উঠেছিল।
(জ) আদিম মানুষ প্রথম কোথায় আগুন দেখেছে?
উঃ- আদিম মানুষ প্রথম বনে আগুন দেখেছিল। যাকে দাবানল বলা হয়।
(ঝ) 'বিপন্ন বাসভূমি' বলতে কী বোঝানো হয়েছে?
উঃ- বিভিন্ন অঞ্চলে জীবের বাসস্থান বাঁচানোর ওপর একটা পোস্টটা তৈরি করা। অর্থাৎ বিভিন্ন অঞ্চলে উদ্ভিদ ওপ্রাণীদের কেন বেঁচে থাকা দরকার সে বিষয়ে মানুষকে জানানো। হলো বিপন্ন বাসভুমি।
(ঞ) পশুপালনের সুবিধা কী?
উঃ- পশু পালনের ফলে মানুষ পশুকে বস করে চাষের কাজে, কখনো মাল বহনের কাজে, আবার কখনো কুকুরকে রাত্রে পাহার দেওয়ার কাজে বা কোন অপরাধী কে ধরার কাজে সুবিধা পাওয়া যায় এছাড়াও দুগ্ধ ও মাংস পাওয়ার সুবিধা হয়।
(ট) রবারের চাকা তৈরিতে মানুষের কী সুবিধা হল?
উঃ- রাবারের চাকার ব্যবহারের ফলে ,চাকা হালকা হলো। ঝাঁকুনি কম হওয়ার সুবিধা হল এবং তাড়াতাড়ি অগ্রসর হওয়ার সুবিধা হল।
৭। নীচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও : (যে-কোনো তিনটি)
(ক) চাকা আবিষ্কারের কথা লেখো।
উঃ- মানুষ একশান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য প্রথমে গাছের গুড়ি থেকে চাকা বানায়। পডরে সেই টাকাকে শক্ত বক্তব্য করার জন্য লোহার বেড দেওয়া হতো
(খ) নদীর ধারে বড়ো বড়ো জনবসতি গড়ে ওঠার কারণ কী?
উঃ- নদীর ধারে জনবসতি গড়ে ওঠার কারণ নদী থেকে জল পাওয়া যায়,। নদীর জলের ওপর দিয়ে যাতায়াতের সুবিধা হয়।। কলকারখানা জল নদীর জলে ফেলার সুবিধা থাকে।
(গ) কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কী কী সুবিধা পাচ্ছি?
উঃ- কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা রেডিও খবর শুনতে পাই। টিভি দেখতে পাই। মোবাইলে মাধ্যমে যোগাযোগ করতে পারি এবং আবহাওয়া খবর পাই।
(ঘ) তাঁত শিল্প, রেশম শিল্প, মৃৎ-শিল্প, গালা-শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায়?
উঃ-তাঁত শিল্প - পশ্চিমবঙ্গে হুগলির শ্রীরামপুর ধনেখালি নদীয়ার নবদ্বীপ শান্তিপুর দেখা যায়
রেশম শিল্প- মালদার সুজাপুর কালিয়াচক মুর্শিদাবাদে বহরমপুরে দেখা যায়।
মৃৎ-শিল্প- কলকাতার কুমোরটুলি নদীয়ার কৃষ্ণনগরে দেখা যায়
গালা-শিল্প- পুরুলিয়ার ঝালদা বাঁকুড়ার সোনামুখী তে দেখা যায়।
সকল প্রশ্নের উত্তর নীচে ক্লিক করুন
2023
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2022
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2021(2022)
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2019
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2018
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2017
বাংলা চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
ENGLISH চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
সমাজ বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
গণিত (অঙ্ক) চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
বিজ্ঞান চতুর্থ শ্রেণীর পরীক্ষা উত্তর
2016
●●English paragraph suggestion answer