নবম শ্রেণী দ্বিতীয় পরীক্ষার জন্য সকল বিষয়ের সাজেশন/class 9 al subject suggestion about 2ed examination - Online story

Tuesday 27 June 2023

নবম শ্রেণী দ্বিতীয় পরীক্ষার জন্য সকল বিষয়ের সাজেশন/class 9 al subject suggestion about 2ed examination

 






নবম শ্রেণী ইতিহাস
দ্বিতীয় পরীক্ষার সাজেশন
২৫ টি শর্ট প্রশ্ন দেয়া হল


১) "দাশ ক্যাপিটাল' কার লেখা ?
উত্তর -কার্ল মার্কস।


২ কোন ঘটনাটি ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটাতে সাহায্য করেছিল?
 উত্তর-বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার।

,৩ উড়ন্ত মাকু কে আবিষ্কার করে?
উত্তর- জনকে

,৪ সেফটি ল্যাম্প কে আবিষ্কার করে?
 উত্তর- হামফ্রে ডেভি।

,৫ ডেভিড কপারফিল্ড কার লেখা?
 উত্তর- চার্লস ডিকেন্স

৬, দা মাদার উপন্যাসটি কার লেখা?
 উত্তর -ম্যাক্সিন গোর্কি।

৭  নৈরাজ্যবাদের জনক কাকে বলা হয়?
 উত্তর- প্রুডোকে


,৯ কে প্রথম শিল্প বিপ্লব কথাটি প্রয়োগ করেন?
 উত্তর -ফেডারিক অ্যাঙ্গেলস

১০ কোনটিকে সমাজতন্ত্রের বাইবেল বলা হয়?
 উত্তর- দাস ক্যাপিটেল গ্রন্থটিকে

১১ আটলান্টিক কেবলস কত সালে পাতা হয়?
 উত্তর -১৮৬৬ খ্রিস্টাব্দে।

১২ টেলিগ্রাফ যন্ত্র কে আবিষ্কার করেন?
 উত্তর- স্যামুয়েল এফ বি মোর্স।

১৩ কোন সাগরের মধ্য দিয়ে ভারত এবং ইংল্যান্ডের টেলিগ্রাফ ব্যবস্থা গড়ে ওঠে ?
উত্তর- লোহিত সাগরের মধ্যে দিয়ে।

১৪ সর্বপ্রথম শিল্প বিপ্লব কোন দেশে ঘটেছিল ?
উত্তর- ইংল্যান্ডে।

১৫ বিশ্বের প্রথম কারখানা হিসেবে পরিচিত দেশটির নাম কি?
 উত্তর- ব্রিটেন।

১৬ রাশিয়া কোন জাতি রাষ্ট্র ঘুরে ওঠে ছিল?
 উত্তর -রোমানভ।

১৭ ভিয়েনা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
 উত্তর- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা তে।

১৮ ফেব্রুয়ারি বিপ্লব কত সালে ঘটেছিল?
 এবং কোথায় ঘটেছিল?
 উত্তর -১৮৪৮ খ্রিস্টাব্দে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব ঘটেছিল।

১৯  জুলাই বিপ্লব কত সালে ঘটেছিল?
 উত্তর -১৮৩০ খ্রিস্টাব্দে।

২০- ভারতের রাজা রামমোহন রায় কোন বিপ্লবকে সমর্থন করেছিল?
 উত্তর- জুলাই বিপ্লবকে।

,২১ ইয়ং ইটালি কে গঠন করেন?
 উত্তর- জোসেফ মাৎসিনি।

২২ ইটালি জাতীয়তাবাদী প্রাণ পুরুষ কাকে বলা হয়?
উত্তর-জোসেফ মাৎসিনিকে।

,২৩ লৌহ ও রক্ত নীতির দ্বারা কে জার্মানির ঐক্য সমাধান করেছিলেন ?
উত্তর -অটো ভন বিসমার্ক।

২৪ লৌহ ও রক্ত নীতি কথাটির অর্থ কি?
 উত্তর- কুটির কূটনীতি

,২৫, রাশিয়ার কার উদ্যোগে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটে?
 উত্তর- জার দ্বিতীয় আলেকজান্ডার।

২৬ নেপোলিয়ন সর্বশেষ কোন দ্বীপে নির্বাচিত হন? উত্তর -সেন্ট হেলেনা দ্বীপে

২৭ এমস টেলিগ্রাম কত সালে ঘটনা?
 উত্তর -১৮১৭ সালের ঘটনা

২৮ জোলভারেইন ছিল একটি-------।
উত্তর- শুল্ক সংঘ


এগুলি  শর্ট প্রশ্ন। তিন নম্বর এবং চার নম্বর প্রশ্নের উত্তরগুলি দেখতে হলে আমার ওয়েবসাইট দেখুন।




নবম শ্রেণি বাংলা সাজেশন দ্বিতীয় পরীক্ষা
বিষয়- বাংলা

পূর্ণমান- ৪০
১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো :
১.১) “সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল” - লেখকের এমন মনে হওয়ার কারণ-



(ক) সংস্কৃত কখনো বিদেশি শব্দ গ্রহণ করেনি।

(খ) সংস্কৃত এখন আর কোনো বিদেশি শব্দ গ্রহণ করে না।

(গ) কোনো নতুন চিন্তা, অনুভূতি কিংবা বস্তুর জন্য নবীন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ধার করার কথা না ভেবে আপন ভাণ্ডারে অনুসন্ধান করে।


(ঘ) সংস্কৃত একটি অন্যতম প্রাচীন ভাষা।


১.২) “এরই মাঝে বাংলার প্রাণ” - বাংলার প্রাণশক্তি নিহিত -
(ক) সন্ধ্যার আকাশে, (খ) কামরাঙা লাল মেঘে,
(গ) কবির মনে, (ঘ) বাংলার পরমাসুন্দরী প্রকৃতিরাজ্যে।



১.৩) ‘কভ়াস্’ গল্পে প্রোফেসর শঙ্কুর তৈরি যন্ত্রটির নাম-
(ক) সিজমোগ্রাফ (
খ) স্নাগান
(গ) অরনিথন
(ঘ) রিমেমব্রেন।


১.৪) ‘আলকাতরা’ কী ধরনের শব্দ?
(ক) অর্ধতৎসম
 (খ) বিদেশি
(গ) তদ্ভব
 (ঘ) দেশি।


১.৫) ‘মরদ কি বাত’ - কীসের মতো?
(ক) হাতির শুঁড়
(২) হাতির দাঁত
(গ) হাতির দাম
(ঘ) হাতির ওজন।
১.৬) প্র, পরা - এ দুটি হল
(ক) সংস্কৃত উপসর্গ
(খ) বিদেশি উপসর্গ
গ) বাংলা উপসর্গ
 (ঘ) কোনোটিই নয়।

১.৭) ‘কৰ্ভাস’ কাক প্রজাতির -
(ক) স্পেনীয় নাম
(খ) ল্যাটিন নাম
(গ) ইংরেজী নাম
(ঘ) চীনদেশীয় নাম।


১.৮) যেসব পদের লিঙ্গ, বচন, পুরুষ ও বিভক্তি ভেদে কোনো পরিবর্তন হয় না তাদের বলে
(ক) সন্ধি
(3) বাচ্য
(গ) অব্যয়
(ঘ) প্রত্যয়।


২। অনধিক ১৫টি শব্দের মধ্যে উত্তর দাও :-
২.১) “নেভে না তার যন্ত্রণা” - কীসের যন্ত্রণা?


২.১ তখন ফিরাইয়া দিব" - বক্তা কী ফিরিয়ে দেওয়ার কথা বলেছে?


২.৩) " নারী চুলের রত্ন বিশেষ”- কার সম্পর্কে এই উক্তি?


২.৪) অনুসর্গের অপর নাম কী?


২.৫) “আমি পাই টের” - কে কী টের পান?


২.৬) “তৎসম” শব্দের অর্থ বিশ্লেষণ করো।


২.৭) ধ্বনাত্মক ক্রিয়া ব্যবহার করে একটি বাক্য লেখো।


৩। প্রসঙ্গ নির্দেশ সহ কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও


৩.১) লেখক কোন শব্দকে ‘জীবন্বৃত’ বলেছেন? কেন বলেছেন?

৩.২) “পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনিকো”- কবির এরূপ ভাবনার কারণ কী?



৪। কমবেশি ১৫০ শব্দে নিজের ভাষায় উত্তর লেখো

৪.১) “খাঁচা সমেত কৰ্ভাস উধাও” - কর্ভাস কীভাবে উধাও হয়ে গিয়েছিল ?

৪.২) কর্ভাস কীভাবে জাদুকরকে জব্দ করেছিল?
৫। কমবেশি ১৫০ শব্দে উত্তর দাও


৫.১) “তাহারা দরিদ্র, কিন্তু লোভী নহে” - কাদের কথা বলা হয়েছে? এ উক্তি কতটা যথার্থ তা গল্প অনুসরণে লেখো।

৫.২) “ফুরয় না সেই একগুঁয়েটার দূরন্ত পিপাসা” - পিপাসা ফুরয় না বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?

৬। কমবেশি ২০০ শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও

৬.১) “যে টাকা দিয়েছে, সে নাই - চলিয়া গিয়াছে” - যে টাকা দিয়াছিল তাহার পরিচয় দাও। তাহার টাকা দেওয়ার কারণ কী ছিল?

৬.২) বাংলায় যেসব বিদেশি ভাষার শব্দ ঢুকেছে তার মধ্যে কোন্ কোন্ ভাষাকে লেখক প্রধান বলেছেন? সংস্কৃত ও ইংরেজি সম্পর্কে লেখকের বক্তব্য বিশ্লেষণ


৭। নীচের প্রশ্নটির উত্তর দাও (যে কোন একটি) :-
৭.১) ভাবার্থ লেখ :-
‘কর্মময় এ পৃথিবী। এখানে ঘুমাইয়া কাটাইতে কেহ আসে নাই। যে ঘুমাইয়া জীবন কাটাইল পৃথিবীকে তাহার জানা হইল না। তাহার আত্মস্বরূপ ও উপলব্ধি হইল না, ঘুম ভাঙিয়া সে একবার যদি বহির্বিশ্বের দিকে তাকাইত তাহা হইলে দেখি.....





নবম শ্রেণী ভূগোল সাজেশন
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন
শ্রেণি: নবম
বিষয় : ভূগোল
পূর্ণমান : 40
1. নিম্নলিখিত স্থানগুলিকে মানচিত্রে চিহ্নিত কর।

1) চা উৎপাদক অঞ্চল।

(ii) পার্বত্য মৃত্তিকা।

iif) দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু।

(iv) দামোদর নদী।

V) গোগাবুরু।

vi) ইন্দিরা পয়েন্ট

vii) কন্যাকুমারিকা


viii) দশ ডিগ্রি চ্যানেল


2. শূন্যস্থান পূরণ কর :
i) একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হল----

ii)--- পৃথিবীর ছাদ বলা হয়।

wiii) পর্বতের পাদদেশে শিলাখন্ড গঠিত ভূমিরূপ হল

iv) একটি সক্রিয় আগ্নেয়গিরি হল ---।

y) একটি ভঙ্গিল পর্বত হল----


3. এক কথায় উত্তর দাওঃ
(i) ভারতের খনিজ ভান্ডার কাকে বলে?


ii) কাকে পাত গাঠনিক তত্ত্বের জনক বলা হয়?
i

ii) চুনাপাথর গঠিত অঞ্চল কি নামে পরিচিত ?

iv) আবহবিকারের মাধ্যমে সৃষ্ট শিথিল স্তরকে কি বলে?

(v)কোন শিলায় ক্ষুদ্রকণা বিশরণ প্রক্রিয়া ঘটে?


4. পার্থক্য নির্ণয় কর
i) হোর্স্ট ও গ্রাবেল।


ii) মহিভাবক ও গিরিজনি আলোড়ন।


iii) এলুভিয়েশন ও ইলুভিয়েশন  কি?


iv) মোনাজনক কি?


(v) পেনিম্নেন কাকে বলে?

vi) অ্যাসথেনোস্ফিয়ার কি?


5. রচনাধর্মী গ্রন্থগুলির উত্তর দাও
i) মালভূমি কাকে বলে। বিভিন্ন প্রকার মালভূমির চিত্রসহ বর্ণনা দাও।


ii) শঙ্কমোচন ও ক্ষুদ্রকণা বিশরণ প্রক্রিয়াগুলি চিত্রসহ আলোচনা কর।


iii) পাতসংস্থান তত্ত্ব অনুসারে ভগিল পর্বতের উৎপত্তি ব্যাখা কর।



শ্রোণ-নবম
বিষয়- জীবন বিজ্ঞান
সাজেশন
A. সঠিক উত্তর নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো :
(1) সালোকসংশ্লেষে কোন গ্যাস ব্যবহৃত হয়?
(a) O2 (b) N2 (c) Cord) H2

2) হিল বিকারক হল -
(3) ADP, (b)NAD, (c) NADP, (d) FAD.


3) প্লাইকোলাইসিসে উৎপন্ন ATP অণুর সংখ্যা -
(a) 2, (b) 4, (c) 6, 8.


4) ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ ?
(a) কেঁচো, (b) অ্যামিবা, (c) ফড়িং,) বাদুড়।


^১) কোন প্রাণীর দেহে ফ্লেমকোশ দেখা যায়
(a) অ্যামিবা, (৬) ফিতাকৃমি, (c) কেঁচো, (d) হাইড্রা।


(২) স্বল্পমাত্রিক মৌলটি হল -
{(a) Zn, (b) Mg, (c) Ca, (d) P.


(৩) উদ্ভিদের N2 যুক্ত রেচনপদার্থ কোনটি?
(a) নিকোটিন, (b) রজন, (c) ট্যানিন, (d) গঁদ।


(৪) কোন বিভাগের রক্তকে সার্বিকদাতা বলে?
(a) A (b)/ B (c) O (d) AB.


B. অতি সংক্ষিপ্ত উত্তর দাও :
1) সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণীর নম্ লেখ।

2) সবাত ও অবাত শ্বসনের সাধারণ পর্যায় কোটি?


3) অ্যালভিয়োলাই কোথায় থাকে?


4) শ্বাসমূল কোন উদ্ভিদে দেখা যায়?


5) রসের উৎস্রোত কোন কলার মাধ্যমে ঘটে?


6) রেসারপিন উপক্ষার কোথায় পাওয়া যায়?


7) দুটি পতঙ্গভুক উদ্ভিদের নাম লেখ।

৪) ফুসফুসের বাইরের আবরণের নাম লেখ।


9) মাইট্রাল কপাটিকা কোথায় অবস্থিত।


10) ক্রেবনচক্র কোশের কোথায় ঘটে?


11) RUBP-পুরো নাম লেখো।


12) একটি ফ্যাট ভঙ্গক উৎসেচকের নাম লেখ।


C. সংক্ষেপে উত্তর দাও :-
1) সালোকসংশ্লেষকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন?


2) মানুষের দুটি শ্বাস পেশীর নাম লেখো।


3) মুক্ত ও বদ্ধ রক্ত সংবহনতন্ত্রের দুটি পার্থক্য লেখো।


4) প্রাণী পৃষ্টির পর্যায়গুলির নাম লেখ।
2x5=10


5) রেচনে যকৃতের ভূমিকা লেখ।


D. প্রশ্নগুলির উত্তর দাও (দুটি) ঃ-


1) একটি নেব্রুনের চিত্র অঙ্কণ করে বিভিন্ন অংশ চিহ্নিত করো।


2) রক্তের উপাদানগুলির নাম লেখো। রক্তের দুটি কাজ লেখো।

3) সালোকসংশ্লেষের অন্ধকার দশাটি লেখচিত্রের সাহায্যে উপস্থাপিত করো।






নবম শ্রেণী
ভৌত বিজ্ঞান সাজেশন

11HB) এর ভরকে গ্রামে প্রকাশ করলে হবে
(a) 100g (b) 99g (c) 98g (d) 95g.


ii) যুদ্ধ জলের উপর ভাসে জলের কোন ধর্মের জন্য
(a) পাতা (b) খ (3) স্থিতিস্থাপকতা (d) পৃষ্ঠটান।

নীচের সঠিক উত্তরটি নির্বাচন করো:- (সকল প্রশ্ন আবশ্যিক)
24g কার্বনে অণুর সংখ্যা -)
a) 6.022 x 10th, b) 12.044 x 10, c) 3.011 x 10, d) 9.0345 x 10th


নিম্নলিখিত কোন পদার্থটির উষ্ণতাবৃদ্ধির সাথে দ্রাব্যতা কমে যায়?
a) Ca(OH)2. b) KNO3, c) Na, SO 10H, O, d) NaNO,

ii) কোনটি ক্ষারক নয় - a) NaOH, b) KOH, c) NH, OH, d) CH, OH


iv) মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারের প্রশমনে ব্যবহার করা হয় যে নির্দেশক তা হল
a) মিথাইল অরেঞ্জ, b) ফেনল থ্যালিন, c) লিটমাস, d) কোনোটিই নয়



v) পৃষ্ঠটানের মাত্রা হল -
a) MLT", b) MT. c) ML"T1, d) ML+


vi) বল ধ্রুবকের মান যত বেশি হবে স্প্রিং তত বেশি...........হবে।
a) ভঙ্গুর, b) প্রসার্য, c) নমনীয়, d) অনমনীয়



vii) কার্য করার সামর্থ্যকে বলে - a) ক্ষমতা, b) শক্তি, c) বল, d) যন্ত্র

iii) কোন স্থানের ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যাওয়া কি নির্দেশ করে -
 (a) বৃষ্টির পূর্বাভাস (b) সাইক্লোনের (o) শুষ্ক আবহাওয়া (d) ভালো আবহাওয়ার পূর্বাভাস।

তা বৃদ্ধিতে যেটির মাধ্যতা কমে যায়
iv) (a) KNO, (b) CaSO4 (6) NaCl (d) NILACH


v) সোডিয়াম বাইকালোনেট হল (NaHCOj) -
(n) আকি লবণ (b) ক্ষারীয় কোণলবণ (0) শম লবণ (d) কোনটিই নয়।



vi) STP তে 16 gin অক্সিজেনের আয়তন-
(a) 11.2 L (b) 22.4L (0) 5.6L (d) 2.8L



Vii) নেগেটিভ কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের মধ্যেকার কোণ হল-
(n) 0' (b) 45' (e) 90' (d) 180'



2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :-
1) মোল কাকে বলে? অথবা 36g জলে মোলের পরিমাণ কত?


ii) পৃষ্ঠটানের BI একক কি?

iii) বললাং-এর কোন ধর্ম প্রকাশ করে।



(v) পৃথিবীকে প্রদক্ষিণরত কৃত্রিম উপগ্রহের মধ্যে আর্কিমিডিসের নীতি কি প্রযোজ্য হলে অথবা সনি কাজ করবে কী?


v) পীড়নের আন্তর্জাতিক একক কী?


vi) ইয়রেণার কাকে বলে?



(vii) অশির একটি উদাহরণ দাও।

vill) জুল ও আর্গের মধ্যে সম্পর্ক কী?


23) কার্য ও ক্ষমতার মধ্যে সম্পর্ক কী?


3. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :- (বিকল্প প্রশ্নগুলি লক্ষ্যনীয়)

i) একটা ছুরির ধারাল প্রাত্ত দ্বারা সহজে কাটা যায় কিন্তু ভোতা প্রাপ্ত দ্বারা কাটা যায় না

অথবা, নদীর জলে সাঁতার কাটার চেয়ে সাগরের জলে সাঁতার কাটা সহজ কেন?



ii) m ভরের কোন বস্তু u বেগে গতিশীল হলে গতিশক্তির রাশিমালাটি প্রতিষ্ঠা কর।
অথবা, কোন বস্তুর ভর m, ভরবেগ P এবং গতিশক্তি E হলে প্রমাণ কর P = √2mE
2



iii) প্রশমন ক্রিয়া কাকে বলে? নির্দেশক কি?
অথবা, উদাহরণ সহ সংজ্ঞা দাও (a) প্রশম অক্সাইড


(b) উভধর্মী অক্সাইড 1+1=2



4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :-

i) পারমাণবিক ওজন এবং কোন মৌলের একটি পরমাণুর ওজন বলতে কী বোঝ?
মোলার আয়তন কাকে বলে?

অথবা, 11g Cox এ যত সংখ্যক অণু আছে কত গ্রাম Soz এ তত সংখ্যক অণু আছে?



18g জলে অণুর সংখ্যা কত?

ii) বরফ জলেভাস কেন? প্লবতা কাকে বলে?



অথবা, তরলের পৃষ্ঠটান কোন্ কোন্ বিষয়ের উপর নির্ভর করে?



 বানৌলির নীতিটি লেখ। উচ্চবেগে চলা ট্রেনের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন?
2+1=3
দ্রাব্যতা লেখ কাকে বলে? উষ্ণতা বৃদ্ধিতে দ্রাব্যতা একই থাকে এরূপ লবণের নাম লেখ।

অথবা, প্রকৃত দ্রবণ ও কোলয়েড দ্রবণের মধ্যে পার্থক্য লেখ। ইমালসন কী?




v) ক্ষারীয় লবণ কাকে বলে? HNO3 কে শনাক্ত করবে কীভাবে?



অথবা, প্রশম লবণ কাকে বলে? অ্যান্টাসিড কী?
vi) কার্যহীন বল কাকে বলে? যান্ত্রিক শক্তি কী?

অথবা, গতিশক্তি কাকে বলে?m ভরের কোন বস্তু র্ষ বেগে গতিশীল হলে, বস্তুটির গতিশক্তি (Ex) এর রাশিমালা প্রতিষ্ঠা কর।



বর্ধমান জেলা বিদ্যালয় গুচ্ছ
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ণ - ২০১৭
শ্রেণি - নবম
বিষয়: ভৌতবিজ্ঞা
সময় : ১ ঘঃ ৩০ মিনিট
1.
2. নীচের প্রশ্নগুলির উত্তর দাও :- (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)
a) S.T.P তে 1/2 মোল O, গ্যাসের আয়তন কত?
by ইমালসনের একটি উদাহরণ দাও।
বিকৃতির
পূর্ণমান : 40
[1x7=7]
অথবা
একটি অতিপৃক্ত দ্রবণকে উষ্ণ করলে সেটি কিরূপ দ্রবণে পরিবর্তিত হবে?
c) Nacl এর 20% জলীয় দ্রবনের 50ml আয়তনে কত গ্রাম Nacl বর্তমান?
d) পাকস্থলীতে কোন অ্যাসিড নিঃসৃত হয়?
(e) রবার ও ইস্পাতের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক?
অথবা
একক নেই কেন?
[1x9 = 9]

1kg একটি বস্তুর স্থিতিশক্তি কত?
[3]
মিভারের পারদস্তস্কের পাঠ হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন
হবে। ব্যারোমিটারে পারদ ব্যবহারের একটি সুবিধা লেখো। প্রমাণ বায়ুমণ্ডলীয়
[1+1+1]
v) আর্কিমিডিসের নীতিটি লেখো। একটি লোহার পেরেক জলে ডুবে যায় কিন্তু
[1+2]
বার্নেনালির উপপাদ্যটি লেখো। প্রচন্ড ঝড়ের সময় খড়ের তৈরি চাল উড়ে যায়
[1+2]
v1) গ্রাম-পরমাণু কাকে বলে? অ্যাভোগাড্রো সংখ্যার মান কত? NTP তে 44.8L
CO, গ্যাসে অণুর সংখ্যা কত?
[1+1+1]
অথবা
মোলার আয়তন কী? তরলে গ্যাসের দ্রবণের একটি উদাহরণ দাও।
আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে অ্যাসিড দ্রবণে উৎপন্ন ক্যাটায়নটির নাম লেখো।
[1+1+1)





2nd Summative Evaluation NSUTSTA-2018
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্য
ঘন্টা ৩০ च
1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো
1-8-8
i) পরমাণুর নিউক্লিয়াসের আধানের প্রকৃতি কীরূপ – (a) ধনাত্মক (b) ঋণাত্মক
(c) নিশুড়িৎ (d) কোনোটিই নয়।
ii)। গ্রাম-পরমাণু অক্সিজেনের তর হল- (a) 32g (b) 16g (c) By
(d) 64g.
iii) কোনটি ইমালসন – (4) দই (b) শ্যাম্পু (c) জেলি (d) শেভিং-ক্রিম।
iv) বিশুদ্ধ জলে অ্যাসিড যোগ করলে pH এর মাত্রা – (a) বাড়বে
(b) কমবে (c) একই থাকবে (d) শূন্য হবে।
v) আলকাতরা থেকে বেঞ্জিনকে পৃথক করা হয়
(a) পাতন পদ্ধতিতে
(b) আম্রাবন পদ্ধতিতে (c) পরিশ্রাবন পদ্ধতিতে (d) আংশিক পাতন
পদ্ধতিতে।
(vi) জলে শৈবালের অতিবৃদ্ধির জন্য দায়ী – (a) ক্লোরাইড (b) ফসফেট
(c) আর্সেনিক (d) ফুরাইড।
vii) অ্যান্টাসিড হিসাবে ব্যবহৃত হয়- (a) Ca(OH), (b) Mg(OH),
(c) ZnO (d) NaOH,
viii) আইসোটোপগুলির ক্ষেত্রে সমান হয় – (a) প্রোটন সংখ্যা (b) নিউট্রন
সংখ্যা (c) পজিট্রন সংখ্যা (d) মেসন সংখ্যা।
1x6=6y
2. শূন্যস্থান পূরণ করো ( যেকোনো ছয়টি ) ঃ
এ) ক্যাথোড রশ্মি হল
ii) মোল সংখ্যা - পদার্থের ভর +
jin) কোনো পদার্থের মান্যতা প্রকাশ করার সময়
(V) ইপার ও লুইনের জ্ঞান থেকে ে
সাবানের পরিবর্তে
v) খর জলে
(vi) রখেনা প্রকৃতি সামান্য-
- উল্লেখ করা প্রয়োজন।
পৃথক করা যাবে।
ব্যবহার করা সুবিধাজনক।
(পরের পাতায় ে
ii) Naa পরমাণুতে নিউট্রন সংখ্যা
(vii) সাধারণত
11
অক্সাইডগুলি আম্লিক প্রকৃতির।
3. এক কথায় উত্তর দাও ( যে কোনো আটটি ) ঃ
i) একটি নিউট্রনবিহীন পরমাণুর নাম লেখো।
ii) অ্যাভোগাড্রো সংখ্যার মান কত ?
iii) বায়ুতে ভাসমান ধূলিকণা কী ধরণের কোলয়েড ?
iy) Al(OH), যৌগটি ক্ষার না ক্ষারক ?
v) তেল ও জলের মিশ্রনকে পৃথক করা যায় কোন পদ্ধতিতে ?
vi) জ্বলে কোন জাতীয় লবণের উপস্থিতি দাঁতের ক্ষতি সাধন করে।
vii) NaCl ও NH, -এর মধ্যে কোন যৌগের ক্ষেত্রে ‘সংকেত ভর’ -এর
ধারণা প্রয়োগ করা দরকার ?
viii) একটি লবণের নাম লেখো যার দ্রাব্যতা তাপমাত্রা বৃদ্ধির ফলে হ্রাস
পায়।
ix) জলের খরতা কোন এককে প্রকাশ করা হয়?
x) কোন ধরণের দ্রবণের ক্ষেত্রে টিল্ডাল প্রভাব দেখা যায়?
4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও ( যে কোনো নয়টি ) ঃ
j) আইসোটোপ কাকে বলে?
ii) মোল’ কথাটির অর্থ কী?
iii) ‘ব্রাউনীয় গতি’ বলতে কি বোঝায়?
iv) অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।
v) আংশিক পাতন কাকে বলে?
vi) জল দূষণের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।
vii) নিউক্লিয় বলের দুটি বৈশিষ্ট্য লেখো।
viii) মোলের আয়তন কাকে বলে?
1×8-8
2×9=18
vix) তরলে গ্যাসের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে ?
x) ধাতব কপারের সাথে উত্তপ্ত ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়া সমিত
সীমকরণসহ লেখা।
Aা) এর তিলের আংশিক পাতনে পাওয়া দুটি পদার্থের নাম লেখো।
খর জল ও মৃদু জলের দুটি পার্থক্য লেখো।