সপ্তম শ্রেণীর ইতিহাস ৬ অধ্যায় অनुশীলনীর প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণীর ইতিহাস ৬ অধ্যায়
ইতিহাস
অनुশীলনীর প্রশ্ন ও উত্তর
১। নীচের নামগুলির মধ্যে কোন্টি বাকিগুলির সঙ্গে মিলছে না তার তলায় দাগ দাও।
(ক) শাহাজাহানবাদ, তুঘলকাবাদ, কিলা রাই পিথোরা, দৌলতাবাদ।
উঃ। কিলা রাই পিযোত্রা।
(খ) তঙ্কা, মোহর, হুন্ডি, জিতল।
উঃ। হুন্ডি।
(গ) নীল, গোলমরিচ, সুতিবন্ত্র, রূপো।
উঃ। রূপো
(ঘ) করওয়ানি, কসবা, বানজারা, মুলতানি।
উঃ। কসবা।
(ঙ) পাণ্ডুয়া, বুরহানপুর, চট্টগ্রাম, গৌড়।
উঃ। বুরহানপুর।
২। 'ক' স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মিলিয়ে লেখো :
উত্তর-
সিরি জল সংরক্ষণ
দিনেমার ডেনমার্কের অধিবাসী
সরাফ মুদ্রা বিনিময়কারী
হৌজ আলাউদ্দিন খলজি
চিরাগ-ই-দিল্লি শেখ নাসিরউদ্দিন
৩। সংক্ষেপে (৩০৩৫টি শব্দের মধ্যে) উত্তর দাও :
(ক) কী কী ভাবে মধ্যযুগের ভারতে শহর গড়ে উঠত।
উঃ। ‘শহর’ কথাটা কারনি। সুলতানি ও নুঘল আমলে ভারতে গ্রামের সঙ্গে অনেক শহর বা নগড়া ছিল। এই শহরগুলোর কোনোটি ছিল আর্থিক লেনদেন, ব্যাবসা-বাণিজ্যের প্রাণকেন্দ্র। অনেক সময় রাজনৈতিক এবং প্রশাসনিক কারণে শহর গড়ে উঠত। আবার ধর্মীয় স্থান বা মন্দির, মসজিদকে ঘিরে গড়ে উঠেছিল কোনো কোনো শহর। এ শহরগুলোর বেশিরভাগই ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতকের মধ্যে বিকাশ লাভ করেছিল।
(খ) কেন সুলতানদের সময়কার পুরানো দিল্লির আস্তে আস্তে ক্ষয় হয়েছিল।
উঃ। চতুর্দশ শতকের দ্বিতীয়ার্ধে দিল্লি শহরের চেহারা বদলে যায়। আগেকার মতো আন্নাবলির পাথুরে এলাকায় শহর তৈরি না করে সুলতান ফিরোজ তুঘলক যে ফিরোজাবাদ শহর তৈরি করলেন তার মধ্যমণি ছিল ফিরোজ শাহ কোটলা।
এই শহর ছিল যমুনা নদীর পাড় বরাবর। এই পরিকল্পনার ফলে শহরে জলের সমস্যা মেটানো গেল। নদীপথে বয়ে আনা জিনিসপত্র শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দেওয়া সহজ হল ও তার জন্যে খরচও কমল। এর ফলে সুলতানদের পুরানো দিল্লি শহর আস্তে আস্তে ক্ষয় পেতে লাগল।
(গ) কেন, কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল।
উঃ। দিল্লিতে সুলতানি আমলে যে শহরগুলো গড়ে উঠেছিল তাদের থেকে খানিকটা দূরে যমুনা নদীর পশ্চিমে একটি উঁচু জায়গায় শাহজাহানাবাদ শহরটি বাদশাহ শাহজাহান তৈরি করেছিলেন। যমুনা নদীর পাড় ভেঙে আগ্রা শহরটি ক্রমশ ক্ষতিগ্রস্ত ও ঘিঞ্জি হয়ে পড়ছিল। এছাড়া আগ্রার প্রাসাদ দুর্গ মুঘল বাদশাহের আঁকজমক পূর্ণ অনুষ্ঠানের জন্য যথেষ্ট বড়ো ছিল না তাই শাহাজাহানাবাদ শহরটি তৈরি করা হল। বাদশাহ শাহজাহান সুলতানদের আমলের দিল্লি শহরের ধ্বংসাবশেষকে রাজধানী হিসাবে বেছে নেননি। তিনি একটি নতুন এলাকায় শহর পত্তন করে সার্বভৌম শাসক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এই শহর বানানোর সময় ইসলামি ও হিন্দু শাস্ত্র অনুযায়ী পরিকল্পনা করা হয়েছিল। শাহজাহানাবাদ' তৈরি হয়েছিল ১৬৩৯ খ্রিস্টাব্দে। ১৬৪৮ খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে সেখানে চলে আসেন।
(ঘ) ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল?
উঃ। ইউরোপীয় বণিক কোম্পানিগুলি আস্তে আস্তে ভারতে নানা ঘাঁটি বানাতে শুরু করে। কোম্পানির কুঠিতে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়িঘর তৈরি করত। কুঠিগুলো তারা অস্ত্রশস্ত্র দিয়ে দুর্গের মতো সুরক্ষিত করে রাখত। এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকত। এইভাবে সপ্তদশ শতকের ভারতে গুজরাত, উত্তর ও দক্ষিণ
করমণ্ডল এবং বাংলাদেশ হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল।
(ঙ) মুঘল শাসকরা কীভাবে ব্যবসাবাণিজ্যে উৎসাহ দিতেন?
উঃ। মুঘল শাসকরা বাণিজ্য করতে বণিকদের উৎসাহ দিতেন। মালের ওপর শুল্ক ছাড় দিয়ে, কুঠি বানানোর অনুমতি দিয়ে তাঁরা বণিকদের সুবিধা করে দিতেন। মুঘল অভিজাতদের মধ্যে কেউ কেউ সরাসরি বাণিজ্য করত। তবে এই প্রয়াস ছিল খুবই সীমিত।
মুঘল সম্রাটরা, রাজপুত্ররা ও অভিজাতরা নিজেদের প্রয়োজনে ও শখ মেটাতে নিজেদের কারখানায় কারিগরদের দিয়ে নানা ধরনের শৌখিন জিনিস, অস্ত্র, বিলাসদ্রব্য তৈরি করাতো। তবে এগুলো বাণিজ্যের স্বার্থে তৈরি করত।
৪। (১০০–১২০টি শব্দের মধ্যে) উত্তর দাও :
(ক) খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল?
উঃ। ভৌগোলিকভাবে দিল্লির অবস্থান আরাবল্লি শৈলশিরার একটি প্রাপ্ত ও যমুনা নদীবিধৌত সমতলের সংযোগস্থলে। এখানে আরাবল্লির পাথর দিয়ে জমির ঢাল অনুযায়ী সুরক্ষিত দুর্গ নির্মাণ করা সহজ ছিল। আবার যমুনা নদী এখানে প্রধান জলপথ এবং শহরের পূর্ব দিকের প্রাকৃতিক সীমানা। মধ্যযুগে দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশের দুটি ভাগ ছিল। একটি হল ত্রয়োদশ-চতুর্দশ শতকের দিল্লি, অপরটি হল সপ্তদশ শতকে মুঘল সম্রাট শাহজাহানের তৈরি শাহজাহানাবাদ। কুতুবউদ্দিন আইবকের আমলে দিল্লি তৈরি হয়েছিল রাজপুত শাসকদের শহর কিলা রাই পিখোরাকে কেন্দ্র করে। এটাই ছিল সুলতানি আমলের প্রথম দিল্লি বা কুতুব দিল্লি। জালালউদ্দিন খলজির আমলে একে ঘিরেই শহর-ই-নও বা নতুন শহর তৈরি হয়। মহম্মদ বিন তুঘলকের আমলে কুতুব দিল্লি সিরি ও তাঁর নিজের তৈরি জাহানপনাহকে একটি প্রাচীর দিয়ে ঘিরে আরও বড়ো শহর হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই কাজ শেষ হয়নি। তাই বলা যেতে পারে, এত কিছুর মধ্যে কিন্তু সুলতানি আমলের দিল্লি সবসময়ই গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল।
।
কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
২. ভৌগোলিক ভাবে দিল্লির অবস্থান কোথায়?
উঃ। দিল্লির অবস্থান আরাবল্লি শৈলশিয়ার একটি প্রান্তে ও যমুনা নদীবিধৌত সমতলের সংযোগস্থলে।।
৩. কুতুবউদ্দিন আইবকের আমলে কাকে কেন্দ্র করে দিল্লি তৈরি হয়েছিল।
উঃ। রাজপুত শাসকদের শহর কিলা রাই শিখোরাকে কেন্দ্র করে।
8. 'কিলোঘড়ি প্রাসাদ' কে নির্মাণ করেন?
উঃ। বলবনের পৌত্র কায়কোবাদ।
৫. তুঘলকাবাদ কে বানিয়েছিলেন?
উঃ। সুলতান ি
৬. সুফি সাধকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত কে ছিলেন?
উঃ। শেখ নিজামউদ্দিন আউলিয়া।
৭. আকবর কোথায় নতুন রাজধানী তৈরি করেন।
উঃ। সেলিম চিশতির স্মৃতিধনা সিকরি গ্রামে আজহার
৮. ফিরোজাবাদ শহর কে গড়েছিলেন।
উঃ। সুলতান ফিরোজ শাহ তুঘলক।
৯. দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল?
উঃ। জনের অভাবই ছিল।তৈরি করেন।
১০. কোন সময়ে ও কালে আম| শহরের বিকাশ শুরু হয়
১৫০৫ খ্রিস্টাব্দে সুলতান সিকান্দর লোদির সময় আগা শহরের বিকাশ শুরু হয়।
১১. কে কাকে হারিয়ে আগ্রা ও দিল্লি উভয়ই দখল করেন?
উঃ-মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর পানিপতের প্রথম ইব্রাহিম লোদিকে হারিয়ে আত্মা ও দিল্লি উভাই দখল করেন।
১১. আহানগনাহ কে তৈরি করেন।
উ। সুলতান মহম্মদ বিন তুঘলক।
১২. সুলতানি শাসনের সময়কালে দিল্লি সুলতানরা মোট কতবার তাদের শাসনকেন্দ্র বদল করেন?
উঃ। এগারো বার।
১৩. জাহান আরা কে ছিলেন?
উঃ। মুঘল সম্রাট শাহাজাহানের কন্যা।
১৪. শেরশাহের শাসনকালে রাজধানী কোথায় ছিল?
উঃ। যমুনার পশ্চিমদিকে কিলা-ই কুহনা বা পুরোনো কেল্লা ছিল শেরশাহের রাজধানী।
১৫. সুলতানের দিল্লি কত বছর টিকে ছিল?
উঃ। তিনশো বছর।
১৬. কর আদায় এবং ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য দিল্লি সুলতানরা কী কী মুদ্রা তৈরি করেছিলেন?
উঃ। তঙ্কা নামে রুপোর মুদ্রা ও 'জিতল' নামে তামার মুদ্রা তৈরি করেছিলেন।
১৭. ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে ও কোথায় গড়ে ওঠে?
উঃ। ১৬০০ খ্রিস্টাব্দে লন্ডনে ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে উঠেছিল।
১৮. চিরাগ-ই-দিল্লি' নামে কে পরিচিত ছিলেন?
উঃ। দিল্লির প্রখ্যাত সুফি সাধক শেখ নাসিরউদ্দিন ‘চিরাগ-ই-দিল্লি' নামে পরিচিত ছিলেন।
১৯. ইংরেজ বণিকরা কোথায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিল?
উঃ। ইংরেজ বণিকরা প্রথমে মসুলিপটনম ও পরে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করেছিল।
২০. ভারতীয় জাহাজের তুলনায় ইউরোপীয় জাহাজগুলি কেমন ছিল?
উঃ। ভারতীয় জাহাজের তুলনায় ইউরোপের জাহাজগুলি ছিল আকারে বড়ো এবং সেগুলি গভীর সমুদ্রে শারদর্শী ছিল।
২১. শেরশাহ কী কী মুদ্রা চালু করেছিলেন?
উঃ। শেরশাহ সোনা, রুপো ও তামা এই তিনরকমের ধাতুর মুদ্রা চালু করেন।
২২. মুঘল আমলে কী কী মুদ্রা ছিল?
উঃ। মুঘল আমলে সোনার মুদ্রা মোহর বা আশরফি নামে পরিচিত ছিল। এছাড়া এযুগে প্রধান মুদ্রা ছিল রুপো দিয়ে তৈরি এবং তামা দিয়ে তৈরি মুদ্রা দায়।
২৩. চরকার সুতো কেটে কাপড় বোনা কোন্ যুগে প্রথম শুরু হয়?
উঃ। সুলতানি যুগে।
২৪. 'হোন' কী?
উঃ। এটি দক্ষিণ ভারতে বিজয়নগরে সোনা দিয়ে তৈরি মুদ্রার নাম।
২৫. কোন্ দেশের অধিবাসীদের দিনেমার বলা হয়?
উঃ। ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়।
২৬. কোথায় ও কবে ডাচ্ ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়?
উঃ। ১৬০২ খ্রিস্টাব্দে আমস্টারডামে তৈরি হয় ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
২৭. কবে ও কোথায় ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হয়েছিল?
উঃ। ১৬৬৪ খ্রিস্টাব্দে প্যারিসে তৈরি হয়েছিল ফরাসি ইস্ট-ইন্ডিয়া কোম্পানি।