সপ্তম শ্রেণীর ইতিহাস ৯ অধ‍্যায় খুঁজে দেখো. অনুশীলনীর প্রশ্ন ও উত্তর - Online story

Monday, 17 July 2023

সপ্তম শ্রেণীর ইতিহাস ৯ অধ‍্যায় খুঁজে দেখো. অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

 


 

 সপ্তম শ্রেণীর ইতিহাস ৯ অধ‍্যায়

খুঁজে দেখো.   

অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১. শূন্যস্থান পূরণ করো :

(ক) (বাংলাদেশ / জাপান / ফ্রান্স) – এ এখনও রাজারানি আছেন। 

উঃ। জাপান।

আট অধ‍্যায় দেখুন


(খ) নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক নির্বাচনের পদ্ধতিকে বলে

(গণতন্ত্র/রাজতন্ত্র/যুক্তরাষ্ট্র)।

উঃ। গণতন্ত্র।


(গ) (ভারতের/জাপানের/ইংল্যান্ডের) – সংবিধান পৃথিবীর বৃহত্তম সংবিধান।

 উঃ। ভারতের।



(ঘ) জনগণ যে শাসনব্যবস্থায় নিজেই নিজের অধীন, তাকে বলে – (সংবিধান/ সভা ও সমিতি/ স্বায়ত্তশাসন।

উঃ। স্বায়ত্তশাসন।





(ঙ) অনেকগুলি গ্রাম নিয়ে হয় একটা (ব্লক/জেলা/পুরসভা)। 

উঃ। ব্লক।


২। 'ক' স্তম্ভের সাথে 'খ' স্তম্ভ মিলিয়ে লেখো :


‘ক’ স্তম্ভ

সরকার।      -  ফারসি

ড. বি. আর. আম্বেদকর-- ভারতীয় সংবিধান

যুক্তরাষ্ট্র   -  ভারত

এথেন্স   -  গ্ৰিস

জেলাপরিষদ। ----স্বায়ত্তশাসন



৩. সংক্ষেপে (৩০–৫০টি শব্দের মধ্যে) উত্তর দাও :

(ক) বর্তমান ভারতে শাসনব্যবস্থার কী কী বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

উঃ। আমাদের দেশ ভারতের বর্তমান শাসনব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। বর্তমান ভারতে গণতান্ত্রিক শাসনব্যবস্থার মাধ্যমে দেশের জনগণ শাসক বেছে নেন। একটি সংসদীয় শাসনব্যবস্থা আছে, যার কেন্দ্রে আছে কেন্দ্রীয় সরকার। আবার প্রতিটি রাজ্যের নিজস্ব সরকার আছে, অর্থাৎ একটি যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা আছে।



(খ) যুক্তরাষ্ট্র ও সংবিধান কাকে বলে?

ব্যবস্থা। ভারতে সংবিধান মেনে শাসন ব্যবস্থা চলে। ভারত একটি যুক্তরাষ্ট্র।



উঃ। যে শাসনব্যবস্থায় কেন্দ্রীয় ও রাজ্য দু-রকম সরকারের ক্ষমতাই স্বীকার করা হয়, তাকে বলে যুক্তরাষ্ট্রীয় সরকার প্রত্যেক দেশ কীভাবে চলবে তার একটা নিয়মকানুন আছে। এই নিময়কানুনকেই ‘সংবিধান' বলা হয়। ‘বিধান' শব্দটির মানেই নিয়ম।



(গ) সরকারের কাজ কী কী?


উঃ। সরকারের কাজ হলো দেশের শাসনব্যবস্থা পরিচালনা করা। জনগণের যাতে ভালো হয় তার জন্য নানান উদ্যোগ নেওয়া, কর সংগ্রহ করা, দেশের স্বাধীনতা বজায় রাখা এবং দেশের শান্তি ও উন্নতির জন্যে কাজ করা। এইসব কাজে সরকারকে পথ দেখাবে সংবিধান। সংবিধান মেনেই সরকার দেশ শাসন করবে।



(ঘ) স্বায়ত্তশাসন বলতে তুমি কী বোঝো?

উঃ। ভারতের জনগণ শুধু শাসক নির্বাচন করেন না, নিজেরাও শাসনে অংশ নেন। সরাসরি শাসনে অংশ নেওয়াকেই বলে ‘স্বায়ত্তশাসন’। ‘স্ব’ মানে নিজের আর ‘আয়ত্ত’ মানে অধীন। জনগণ যেখানে নিজেই নিজের অধীন সেই শাসনব্যবস্থাকে বলে ‘স্বায়ত্তশাসন'।



(ঙ) নির্বাচনকে সাধারণভাবে কী বলে? ভারতে কত বছর অন্তর সরকার নির্বাচন হয়? সরকার নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের কী সম্পর্ক?

উঃ। নির্বাচনকে চলতি কথায় ‘ভোট হওয়া’ বলে। সেই নির্বাচনে ভোট দিয়ে দেশের মানুষ আগামী পাঁচ বছরের জন্য সরকার নির্বাচন করেন। ভারতে প্রতি পাঁচ বছর অন্তর সরকার নির্বাচন হয়। নিজেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে ‘গণতন্ত্র’। জনগণ নিজেরাই দেশের ব্যবস্থা ঠিক করেন বলেই এটা গণতন্ত্র। এইভাবে নির্বাচনের মাধ্যমে জনগণ বেছে নেন নিজেদের প্রতিনিধিদের দেশ চালাবার জন্যে। এটাই হচ্ছে নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক।




৪. বিশদে (১০০–১২০টি শব্দের মধ্যে) উত্তর দাও :







(গ) পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কী কী কাজ করে?


উঃ। ছোটো ছোটো শহরে বা নগরে পৌরসভা আছে। শহর বা নগরের জনসেবা, জনস্বাস্থ্য, উন্নয়ন ও প্রশাসন এর পরিচালনা করাই পৌরসভার কাজ। পানীয় জল সরবরাহ করা, রাস্তাঘাট বানানো, দূষণ রোধ করা, এসব কাজ পৌরসভা করে থাকে । বিদ্যালয়, হাসপাতাল প্রভৃতি নির্মাণ করে শিক্ষার প্রসারে ও স্বাস্থ্য উন্নয়নে পৌরসভাগুলি উদ্যোগ নেয়।

শহরের পৌরসভার মতোই গ্রামে আছে গ্রাম পঞ্চায়েত। গ্রামের সবরকম উন্নতি করা গ্রাম পঞ্চায়েতের কাজ।

জলের সরবরাহ, গ্রামের পরিচ্ছন্নতা, পথঘাট নির্মাণ, এসবই গ্রাম পঞ্চায়েত করে। আবার শিক্ষাদানের জন্য বিদ্যালয় স্থাপন করা, চিকিৎসা কেন্দ্র তৈরি করা, বনসৃজন করা—এসবও গ্রাম পঞ্চায়েতের কাজের মধ্যে পড়ে।




অতি-সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর

১. বেশিরভাগ দেশের সংবিধান কীভাবে রয়েছে?

 উঃ। বেশিরভাগ দেশেরই সংবিধান আছে লিখিত আকারে।

২. পৃথিবীর সবচেয়ে বড়ো সংবিধান কোন্‌টি? উঃ। ভারতীয় সংবিধান।

৩. ভারতীয় সংবিধানের প্রধান রূপকার কে ছিলেন? উঃ। ডঃ বি. আর. আম্বেদকর।

৪. কেন্দ্রীয় সরকারকে কারা নির্বাচন করেন? উঃ। কেন্দ্রীয় সরকারকে নির্বাচন করেন দেশের সমস্ত জনগণ।

৫. রাজ্য সরকারকে কারা নির্বাচন করেন? উঃ। রাজ্য সরকারকে নির্বাচন করেন সেই রাজ্যের বাসিন্দারা।

৬. ব্লক কীভাবে গঠিত হয়? উঃ। অনেকগুলি গ্রাম নিয়ে একটি ব্লক গঠিত হয়।

৭. কী মেনে সরকার দেশ শাসন করেন? উঃ। সংবিধান মেনে সরকার দেশ শাসন করেন।

৮. কতদিন অন্তর দেশে নির্বাচন হয়? উঃ। প্রতি পাঁচ বছর অন্তর দেশে নির্বাচন হয়।

৯. গ্রামের উন্নতি কারা করেন? উঃ। গ্রামের উন্নতি করেন গ্রাম পঞ্চায়েত।

১০. পৌরসভা কোথায় আছে? উঃ। ছোটো ছোটো শহরে বা নগরে পৌরসভা আছে।

১১. সরকার শব্দটি কোথা থেকে এসেছে? উঃ। ‘সরকার’ শব্দটি ফারসি থেকে এসেছে।

১২. এখনও কোন্ কোন্ দেশে রাজা-রানি আছেন? উঃ। ইংল্যান্ড ও জাপানে এখনও রাজা-রানি আছেন।

১৩. ভারতবর্ষে কি রাজা-রানি আছেন? উঃ। না। ভারতবর্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী আছেন।

১৪. দেশের নির্বাচন হওয়াকে চলতি কথায় কী বলা হয়? উঃ। ভোট হওয়া।

১৫. জনগণের সরাসরি শাসনে অংশ নেওয়ার ব্যবস্থাকে কী বলা হয়? উঃ। স্বায়ত্তশাসন।

১৬. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা কে প্রথম বলেছিলেন? উঃ। ফ্রান্সের দার্শনিক মন্তেস্থ।



১.সংবিধানের প্রধান রূপকার কে?

উঃ -সংবিধানের প্রধান রূপকার হলেন ডঃ বি. আর. আম্বেদকর।

২. ভারতীয় সংবিধান কবে গৃহীত ও কার্যকর হয়?

উঃ। ১৯৪৯ খ্রিস্টাব্দের ২৬শে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত

হয়। ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি ওই সংবিধান কার্যকরা হয়।


৩. ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয় কেন?

উঃ। ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়। তাই প্রতি বছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।

৪. কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার কী?


উঃ। ভারত একটি বিশাল দেশ। এই দেশে একটাই কেন্দ্রীয় সরকার আছে। ভারতের প্রতিটি রাজ্যের একটি নিজস্ব সরকার আছে। তাদের বলে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকারকে নির্বাচন করেন দেশের সমস্ত জনগণ এবং রাজ্য

সরকারকে নির্বাচন করেন সেই রাজ্যের বাসিন্দারা।

৫. গ্রিস দেশের লোকেরা কীভাবে শাসক বেছে নিতো?

উঃ। আজ থেকে আড়াই হাজার বছর আগে গ্রিস দেশে এথেন্সের লোকেরা নিজেদের মধ্যে থেকে শাসক বেছে নিত।

শোনা যায় যে ভাঙা কলসির টুকরোর উপর পছন্দমতো চিহ্ন এঁকে লোকেরা একটা আস্ত কলশির মধ্যে ফেলে দিত।যার পক্ষে বেশি কলশির টুকরো জমা পড়তো সেই শাসক হতেন।

৬. গণতন্ত্র কী?

উঃ। নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার পদ্ধতিকে বলে গণতন্ত্র। ‘তন্ত্র' মানে ব্যবস্থা। জনগণ নিজেরাই দেশের ব্যবস্থা ঠিক করেন বলেই এটি গণতন্ত্র।

৭. পঞ্চায়েত সমিতি বলতে কী বোঝায়?

উঃ। অনেকগুলি গ্রাম নিয়ে একটা ‘ব্লক’ হয়। প্রতিটি ব্লকের স্বায়ত্তশাসন ব্যবস্থা পরিচালনার জন্য থাকে পঞ্চায়েত সমিতি। এই পঞ্চায়েত সমিতির প্রধানকে সভাপতি বলা হয়।

৮. জেলা পরিষদ কী?

উঃ। কয়েকটি ব্লক নিয়ে জেলা গঠিত হয়। জেলার স্বায়ত্তশাসনের ভার থেকে তোলা পরিষদের উপরে। জেলা পরিষদের প্রধান কে