অষ্টম শ্রেণীর বাংলা "পাড়াগাঁর দু - প্রহর ভালোবাসি" জীবনানন্দ দাশ
অষ্টম শ্রেণীর বাংলা
"পাড়াগাঁর দু - প্রহর ভালোবাসি"
জীবনানন্দ দাশ
হাতে-কলমে
অনুশীলনীর প্রশ্ন ও উত্তর
১.১ জীবনানন্দ দাশের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো।
উঃ। জীবনানন্দ দাশের লেখা দুটি বই হলো—' 'সাতটি তারার তিমির এবং বনলতা সেন'
১.২ তাঁর লেখা প্রথম কাব্যগ্রন্থের নাম কী?
উঃ। জীবনানন্দ দাশের লেখা প্রথম কাব্যগ্রন্থ 'ঝরাপালক'।
২.নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :
২.১ 'দু-পহর' শব্দের অর্থ কী?
উঃ। ‘দু-পহর’ শব্দের অর্থ দ্বি-প্রহর।
২.২ 'কেবল প্রান্তর জানে তাহা'—‘প্রান্তর' কী জানে?
উঃ। রৌদ্রস্নাত এক দুপুরে কবির হৃদয়ে কোন গল্প কাহিনি ও অচেনা স্বপ্ন ঘর বেঁধেছে তা ‘প্রান্তর’ জানে।
২.৩ তাহাদের কাছে যেন এ জনমে নয়—যেন ঢের যুগ ধরে কথা শিখিয়াছে এ হৃদয়'—কাদের কথা এখানে বলা হয়েছে?
উঃ। এখানে কবির পাড়াগাঁয়ের প্রাত্তর ও প্রান্তরের শঙ্খচিলের কথা বলা হয়েছে।
২.৪ ‘জলসিড়িটির পাশে ঘাসে...... —কী দেখা যায়?
উঃ। জলসিড়িটির পাশে ঘাসে দেখা যায় বহুদিনের
২.৫ 'জ্বলে তার মুখখানা দেখা যায়.....–জলে কার মুখ দেখা যায়?
উঃ। জলে বুনো চালতা গাছটিকে দেখা যায়।
২.৬ ডিঙিও ভাসিছে কার জলে....—ডিভিটি কেমন?
উঃ। ডিঙিটি বহুদিনের একটি ঝাঝরা ও ফোঁপরা ডিঙি। বুনো চালতার শাখাগুলি ছন্দহীন ভাবে নুয়ে আছে।
২.৭ ডিভিটি কোথায় বাঁধা রয়েছে?
উঃ। ডিঙিটি জলসিড়ি নদীর পাশে হিজল গাছে বাঁধা আছে।
৩. নীচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও :
৩.১ পাড়াগাঁয়ের দ্বিপ্রহরকে কবি ভালোবাসেন কেন?
উঃ। কবি জীবনানন্দ বাংলার প্রকৃতির সঙ্গে এক নাড়ির টান খুঁজে পান। পাড়াগাঁয়ের রৌদ্রস্নাত দ্বিপ্রহরটি কবির অত্যন্ত প্রিয়। তার কারণ পাড়াগাঁয়ের দ্বিপ্রহরে কবি যেন তাঁর মনের গল্প, কাহিনির স্বপ্নের সন্ধান পান। ওই নির্জন দুপুরে কবি যেন প্রান্তরের কাছে তাঁর হৃদয়ের কথা শুনতে পান, স্বপ্নের সন্ধান পান। সেই সব স্বপ্ন ও কল্পনা কবির হৃদয়ে বেদনাময়
অনুভূতির জন্ম দেয়। তাই দ্বিপ্রহরটিকে কবি ভালোবাসেন।
৩.২ ‘স্বপ্নে যে-বেদনা আছে'—কবির স্বপ্নে কেন বেদনার অনুভূতি?
উঃ। কবির হৃদয়ে জমা থাকা কষ্ট যেন তিনি পাড়াগাঁয়ের দুপুরের সঙ্গে ভাগ করে নিতে চান। কবির জীবনে পাড়াগাঁর দুপুরের ছবিগুলি অমলিন হয়ে আছে। তিনি যে স্বপ্ন দেখেন তা তাঁর মতে সত্যি হওয়া দুষ্কর। সেখানে রয়েছে গল্প ও কাহিনি। সেই গল্প বা কাহিনি যা বহু জন্মের সুদূর ও পুরাতন। সেই স্বপ্নের কথা কবির মনে জাগ্রত হয়। কিন্তু তা অস্পষ্ট, তাই কবি তাকে ভালোভাবে দেখতে পান না, বুঝতে পারেন না তাই তিনি বেদনাহত হন। তাঁর সেই বেদনাহত ভাবনা। স্বপ্নের মধ্যে পরিস্ফুট হয়। তাই কবির স্বপ্নে বেদনার অনুভূতি।
অন্য গুলি দেখুন
আলাপ
অন্য টা দেখুন দাঁড়াও
অন্যটা দেখুন আদাব
পথের পাঁচালী বইয়ের অনুশীলন প্রশ্ন উত্তর
ভাষাচর্চা (১)