অষ্টম শ্রেণীর বাংলা"ছন্নছাড়া"হাতে-কলমে অনুশীলনীর প্রশ্ন ও উত্তর - Online story

Saturday 29 July 2023

অষ্টম শ্রেণীর বাংলা"ছন্নছাড়া"হাতে-কলমে অনুশীলনীর প্রশ্ন ও উত্তর


অষ্টম শ্রেণীর বাংলা

 ছন্নছাড়া

অচিন্তকুমার সেনগুপ্ত





হাতে-কলমে

অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১.১ অচিন্ত্যকুমার সেনগুপ্তের লেখা দুটি বইয়ের নাম লেখো। 

উঃ। 'পরমপুরুষ শ্রীশ্রী রামকৃষ্ণ" এবং"অকালবসন্ত’, ‘



১.২ তিনি কোন্ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? উঃ। 'কল্লোল' পত্রিকার সঙ্গে তিনি যুক্ত ছিলেন।




২. নীচের প্রশ্নগুলির উত্তর একটি বাক্যে লেখো :

২.১ কবি প্রথমে গাছটিকে কেমন অবস্থায় দেখেছিলেন?

উঃ। কবি প্রথমে গাছটিকে রুক্ষ, রুষ্ট, রিক্ত, জীর্ণ, লতাপাতাহীন, ছায়াহীন, ছালবাকল নেই একটি গাছের প্রেতারা রূপে দেখেছিলেন।



২.২ ড্রাইভার বললে, ওদিকে যাব না'।—ওদিকে না যেতে চাওয়ার কারণ কী?

উঃ। ওদিকে ছন্নছাড়া বেকাররা রাস্তার মোড়ে আড্ডা দেয়, তারা গাড়ি থামিয়ে লিফট চাইবে। তাই ড্রাইভার ওদিকে যেতে চায় নি।



২.৩ তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। সড়কের মাঝখানে, পথে এসে দাঁড়ানোর কারণ কি?

উঃ। মধ্যবিত্ত বাড়ির এক চিলতে একটি ফালতু রক ছিল। সেখানেই ছন্নছাড়া ওই বেকারের দলটি তাদের আসর বসাতো, সেটাই এখন লোপাট হয়ে গেছে। তাই তারা সড়কের মাঝখানে পথে এসে দাঁড়িয়েছে।



২.৪ 'আমি বললুম, না ওখান দিয়েই যাব।'—কবির ওখান দিয়েই যেতে চাওয়ার কারণ কী?

উঃ। কবি ড্রাইভার কথিত ছন্নছাড়া ছেলেগুলোকে দেখতে চান বুঝতে চান। তাই ওই মোড়ের রাস্তা দিয়েই তিনি যেতে চান।




২.৫ ওই দেখতে পাচ্ছেন না ভিড়।'—ওখানে কীসের ভিড়?

উঃ। ওইখানে একটা নিরীহ মানুষ গাড়ি চাপা পড়েছে তারই ভিড়।



২.৬°কে সে লোক?’— লোকটির পরিচয় দাও। 

উঃ। লোকটি একজন বেওয়ারিশ ভিখারি, তার কেউ নেই, কিছু নেই।



২.৭ ‘চেঁচিয়ে উঠল সমস্বরে'—কী বলে তারা সমস্বরে চেঁচিয়ে উঠল?

উঃ। তারা সমস্বরে আনন্দে ঝংকৃত হয়ে চেঁচিয়ে উঠল প্রাণ আছে, এখনও প্রাণ আছে।




২.৮ 'আমি নেমে পড়লুম তাড়াতাড়ি।'—কবি তাড়াতাড়ি নেমে পড়লেন কেন?

উঃ। কবির গায়ে সেই বেওয়ারিশ ভিখিরির রক্তের দাগ লেগে যেতে পারে। এর থেকে নিজের ভব্যতা ও শালীনতাকে বাঁচাতে গিয়ে কবি তাড়াতাড়ি ট্যাক্সি থেকে নেমে পড়লেন।



২.৯ ফিরে আসতেই দেখি... –ফেরার পথে কবি কী দেখতে পেলেন?

উঃ। ফেরার পথে কবি দেখতে পেলেন গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালি কচিপাতা, মর্মরিত হচ্ছে বাতাসে। আর তার ডালে ডালে উড়ে এসেছে নানা রঙের পাখি।



২.১০ অবিশ্বাস্য চোখে দেখলুম।'—কবির চোখে অবিশ্বাসের ঘোর কেন?

উঃ। কারণ কবি যা শুনে ছিলেন, তা সবটা ঠিক ছিল না, তাই অবিশ্বাস্য চোখে তিনি দেখলেন যে কীভাবে এক মুহুতেসমস্ত কৃত্রিমতা, অমানবিকার শিকড়কে তুলে ফেলে শান্তির বারিধারা প্রকৃতিকে স্নিগ্ধ করতে পারে।


অন্য গুলি দেখুন

বোঝাপড়া

অদ্ভুত আতিথেয়তা

চন্দ্রগুপ্ত

বনভোজনের ব‍্যাপার

সবুজ জামা

চিঠি

আলাপ

পরবাসী

পথচলতি

একটি চড়ুই পাখি

দাঁড়াও

অন্য টা দেখুন দাঁড়াও

পল্লীসমাজ

ছন্নছাড়া

গাছের কথা

হাওয়ায় গান

কি করে বুঝবো

পাড়াগাঁর দু-পহর ভালোবাসি

নাটোরের কথা

অন‍্যটা দেখুন নাটোরের কথা

গড়াই নদীর তীরে

জেলখানায় চিঠি

স্বাধীনতা

আদাব

অন্যটা দেখুন আদাব

শিকল পরার গান

হরিচরণ বন্দোপাধ্যায়

ঘুরে দাঁড়াও

সুভা

পরাজয়

মাসিপিসি

টিকিটের অ্যালবাম

লোকটা জানলই না



পথের পাঁচালী (১)

পথের পাঁচালী(২)

পথের পাঁচালী(৩)

পথের পাঁচালী বইয়ের অনুশীলন প্রশ্ন উত্তর

ভাষাচর্চা (১)

ভাষা চর্চা (২)