প্রধান শিক্ষকের কাছে লেখা কিছু চিঠি - Online story

Monday, 31 July 2023

প্রধান শিক্ষকের কাছে লেখা কিছু চিঠি

 



বন্ধুকে লেখা কিছু চিঠি গুলি দেখুন

প্রধান শিক্ষকের কাছে লেখা কিছু চিঠি


★অসুস্থাতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলে। ছুটি মঞ্জুরের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো‌।


কালীদাশী উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মহাশয়ের নিকট সমীপেষু।


বিষয় : অনুস্থতাজনিত কারণে ছুটি মঞ্জুরের আবেদন



প্রধান শিক্ষক মহাশয়,

আমার বিনীত নিবেদন এই যে, আমি শ্রীমান পলাশ মণ্ডল আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণি

‘ক’ বিভাগের ছাত্র, রুনিক নং-১। প্রবল জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আমি গত ৬ সেপ্টেম্বর

থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম। উক্ত কদিনের ছুটি মঞ্জুর করে আমাকে বিদ্যালয়ে নিয়মিত ক্লাস করার অনুমতি দিলে কৃতজ্ঞ হবো।


আশা করি আপনি আমার আবেদনে সাড়া দেবেষ।


   ১২ সেপ্টেম্বর       একান্ত অনুগত ছাত্র

                                         বিকাশ মণ্ডল

সংযোজন : চিকিৎসকের শংসাপত্রের একটি প্রত্যয়িত নকল চিঠির সঙ্গে জুড়ে দেওয়া হলো।









বিদ্যালয় আয়োজিত শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করার অবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র রচনা করো :


বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মহাশয়ের নিকট সমীপেষু।

বিষয় : শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করার আবেদন


মাননীয়

প্রধান শিক্ষক মহাশয়,

আমি রাবেয়া খাতুন আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ‘খ’ বিভাগের ছাত্রী, ক্রমিক নং-২৩৷

বিদ্যালয়ের পক্ষ থেকে আগামী ২-১৫ নভেম্বর সপ্তম 

- অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের নিয়ে দিল্লি ও

আগ্রায় যে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে, আমি তাতে অংশগ্রহণ করতে চাই। এ

বিষয়ে আমার অভিভাবকেরও সম্মতি রয়েছে।

আপনার অনুমতি পেলে আমি বিজ্ঞপ্তি অনুসারে যাবতীয় শর্ত পূরণে বাধ্য থাকব।

                                      ইতি

  ৩/১০/২০১৪।           রাবেয়া খাতুন



আঞ্চলিকক্রীড়া প্রতিযোগিতায় তোমার বিদ্যালয়ের সাফল্যের পরিপ্রেক্ষিতে প্রধান শিক্ষকের কাছে একদিনের ছুটির জন্য আবেদনপত্র রচনা করো।


বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মহাশয়ের নিকট সমীপেষু।

বিষয় : একদিনের ছুটির জন্য আবেদন


মাননীয়

প্রধান শিক্ষক মহাশয়,

            আপনার নিকট আমাদের সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ‘খ’ বিভাগের ছাত্র‌বৃন্দ।

     গত ২২ শে শ্রাবণ আমাদের বিদ্যালয়ের যে আঞ্চলিকক্রীড়া প্রতিযোগিতাঅনুষ্ঠিত হয় তাতে আমাদের ইস্কুল ভালো ফল করে।সেই জন্য অথ‍্যৎ বিদ্যালয়ের সাফল্যের পরিপ্রেক্ষিতেযদি এক দিনের ছুটি দেন তাহলে আমরা গর্ববোধ করবো।

               আশা করি আপনি আমাদের আবেদনে সাড়া দেবেন।



                                      ইতি

আপনার বিদ‍্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বৃন্দ

   ১২ই শ্রাবণ               ১ কাজল সেন

                                   ২.পলাশ বসু

                                  ৩। চন্দন ঘোষ

                                  ৪ বাদল রায়

                                  ৫ মদন সাউ






বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি

লেখো।


বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মহাশয়ের নিকট সমীপেষু।

বিষয় : বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন


মাননীয়

প্রধান শিক্ষক মহাশয়,

           আপনার নিকট আমারদের সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ‘খ’ বিভাগের ছাত্র‌বৃন্দ।

আগামী আষাঢ় মাসে আমরা বিদ্যালয়ে একটি বৃক্ষরোপণ উৎসব করিতে ইচ্ছুক। গতবছর অনেক ইস্কুলে বৃক্ষরোপণ উৎসব পাল করেছে।শুধু আমাদের ইস্কুল বন‍্যা জন্য করিতে পারে নাই। এবছর যদি অনুষ্ঠানে অংশ গ্ৰহন করতে পারি তাহলে খুব আনন্দিত হবো।

 আশা করি আপনি আমাদের আবেদনে সাড়া দেবেন।


                                    ইতি

আপনার বিদ‍্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বৃন্দ

   ২২শেজৈষ্ঠ           

                                ১ কাজল সেন

                                   ২.পলাশ বসু

                                  ৩। চন্দন ঘোষ

                                  ৪ বাদল রায়

                                  ৫ মদন সাউ



★.তুমি তোমার বিদ্যালয়ের সাহিত্যসমিতির সম্পাদক। এর বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখার

আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো।


বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মহাশয়ের নিকট সমীপেষু।

বিষয় : বার্ষিক অনুষ্ঠানে বক্তব্য রাখার আবেদন


মাননীয়

প্রধান শিক্ষক মহাশয়,

            আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে আমি জয়রাম সাউ।আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির ‘খ’ বিভাগের ছাত্র, ক্রমিক নং-২৩৷

প্রতি বছরের মতো এবছর যে ২২ জানুয়ারি বার্ষিক অনুষ্ঠান  হইবে,সেই অনুষ্ঠানে আমাকে যদি বিদ্যালয়ের সাহিত্যসমিতির সম্পাদকে পক্ষ থেকে কিছু বক্তব্য রাখার সুযোগ দেয় তাহলে বিদ্যালয়ে অনেক কিছু বিষয়ে অবগত করতে পারি।

আশা করি আপনি আমাদের আবেদনে সাড়া দেবেন।

                                      ইতি,

  16 জানুয়ারি                  জয়রাম সাউ 







বিদ্যালয় পত্রিকা প্রকাশের আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো।

বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মহাশয়ের নিকট সমীপেষু।

বিষয় :  বিদ্যালয় পত্রিকা প্রকাশের  আবেদন


মাননীয়

প্রধান শিক্ষক মহাশয়,

            আপনার নিকট আমাদের সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ‘খ’ বিভাগের ছাত্র‌বৃন্দ।

আমাদের বিদ্যালয়ে যদি একটি পত্রিকা প্রকাশের উদ্যোগ নেন তাহলে আমরা খুব খুশি হবো।ঐ পত্রিকায় আমরা কিছু ভাবনা, এবং প্রতিভা কে সকলের কাছে পৌঁছে দিতে পারবো।

আশা করি আপনি আমাদের আবেদনে সাড়া দেবেন।

                              

                              ইতি

আপনার বিদ‍্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বৃন্দ

   ২২শে আষাঢ়          

                                ১ কাজল সেন

                                   ২.পলাশ বসু

                                  ৩। চন্দন ঘোষ

                                      ৪ বাদল রায়

                                      ৫ মদন সাউ







বিদ্যালয়ে প্রবন্ধ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, বিতর্ক

প্রতিযোগিতা আয়োজন করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো।


বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মহাশয়ের নিকট সমীপেষু।

বিষয় :প্রতিযোগিতা আয়োজন করার আবেদন আবেদন।


মাননীয়

প্রধান শিক্ষক মহাশয়,

            আপনার নিকট আমাদের সবিনয় নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ‘খ’ বিভাগের ছাত্র‌বৃন্দ। আমাদের বিদ্যালয়ে এবছর যে।২৫শে বৈশাখ রবীন্দ্রজয়ন্তী উৎসব হবে সেই উৎসবের

প্রবন্ধ প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার

অনুমতি দেন তাহলে আমরা অনুষ্ঠান টি অনেক সময় ধরে করতে পারি।

আশা করি আপনি আমাদের আবেদনে সাড়া দেবেন।

                              

                              ইতি

আপনার বিদ‍্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বৃন্দ

   ২২শে বৈশাখ          

                                ১ কাজল সেন

                                   ২.পলাশ বসু

                                  ৩। চন্দন ঘোষ

                                      ৪ বাদল রায়

                                      ৫ মদন সাউ

                                      



তুমি কেন কম্পিউটার ক্লাসে যোগ দিতে চাও তা জানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি

লেখো।


বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মহাশয়ের নিকট সমীপেষু।

বিষয় : তুমি কেন কম্পিউটার ক্লাসে যোগ দিতে চাই।


মাননীয়

প্রধান শিক্ষক মহাশয়,

            আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে আমি জয়রাম সাউ।আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির ‘খ’ বিভাগের ছাত্র, ক্রমিক নং-২৩৷

আমি কম্পিউটার শিক্ষার পারদর্শী হতে ইস্কুলে কম্পিউটার ক্লাসে যোগ দিতে চাই।


আশা করি আপনি আমাদের আবেদনে সাড়া দেবেন।

                                      ইতি,

  16 জানুয়ারি                  জয়রাম সাউ 










★  গ্রন্থাগারে প্রয়োজনীয় কিছু বই কেনার আবেদনজানিয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো।


বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মহাশয়ের নিকট সমীপেষু।

বিষয় : গ্রন্থাগারে প্রয়োজনীয় কিছু বই কেনার আবেদন।


মাননীয়

প্রধান শিক্ষক মহাশয়,

            আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে আমি জয়রাম সাউ।আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির ‘খ’ বিভাগের ছাত্র, ক্রমিক নং-২৩

আমি আমাদের ইস্কুলের গ্রন্থাগারে একজন নিয়মিত পাঠক।আমাদের ইস্কুলের গ্রন্থাগারে অনেক নামিদামি লেখকের বই আছে। আমাদের পঠনপাঠনের জন্য প্রয়োজনীয় বই খুব কম । আপনি  যদি আমাদের 

পঠনপাঠনের জন্য প্রয়োজনীয় কিছু বই কেনার উদ্যোগ নেন তাহলে খুব উপকৃত হবো।


আশা করি আপনি আমাদের আবেদনে সাড়া দেবেন।

                                      ইতি,

  16 জানুয়ারি                  জয়রাম সাউ 


   






বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলি জানতে চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি লেখো।


বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়,প্রধান শিক্ষক মহাশয়ের নিকট সমীপেষু।

বিষয় : বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের নিয়মাবলি জানতে  আবেদন


মাননীয়

প্রধান শিক্ষক মহাশয়,

            আপনার নিকট আমার সবিনয় নিবেদন এই যে আমি জয়রাম সাউ।আপনার বিদ্যালয়ের দশম শ্রেণির ‘খ’ বিভাগের ছাত্র, ক্রমিক নং-২৩

আমাদের বিদ‍্যালয়ে প্রতি বছর যে বৃত্তি পরীক্ষা হয়,তার নিয়মকানুন যদি আমাকে একটু জানান তাহলে ঐ বৃত্তি পরীক্ষায় অংশ গ্ৰহন করতে পারি।


আশা করি আপনি আমাদের আবেদনে সাড়া দেবেন।

                                      ইতি,

  16 জানুয়ারি                  জয়রাম সাউ 






রচনা লিষ্ট নীচে রচনা গুলি দেখুন





পত্ররচনা বাবা কে