"দিন ফুরালো" শঙ্খ ঘোষ অনুশীলন প্রশ্নের উত্তর/din phuralo anusgilan question answer
,
সপ্তম শ্রেণীর বাংলা
দিন ফুরালো
শঙ্খ ঘোষ
৯ .এক কথায় উত্তর দাও।
৯.১ সুয্যি ডুবে যাওয়ায় কথকরা ‘দুচ্ছাই' বলছে কেন?
উঃ। সন্ধ্যা হয়ে যাওয়ায় তাদেরও খেলার সময় শেষ হল।
৯.২ কে এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন?
উঃ। ঈশ্বর এক্ষুনি আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্যে চমকে দেবেন।
৯.৩ কথকরা কেন সেই দৃশ্য দেখতে পাবে না?
উঃ। দিন ফুরিয়ে আসায় তাদের বাড়ি যেতে হবে বলে কথকরা সেই দৃশ্য দেখতে পাবে না।
৯.৪ কথকরা কেন বলেছে, ‘কেই বা খুলে দেখেছে রঙের বাক্স’?
উঃ। বাক্সটি ঈশ্বরের, তাই ইচ্ছে ছাড়া সেটিকে খুলে দেখা যাবে না।
৯.৫ বাপ-মায়েরা কী হলে মুচ্ছো যাবেন?
উঃ। বাচ্চাদের ফিরতে দেরি হলে বাপ-মায়েরা মুচ্ছো যাবেন।
৯.৬ পাখিরা কোথা থেকে কোথায় উড়ে যায়?
উঃ। পাখিরা ধানের খেত থেকে ঘরের দিকে উড়ে যায়।
৯.৭ কথকরা কেন বলেছেন তাদের নিজের নিজের ‘মন খারাপের গর্তে’ ফিরতে হবে?
উঃ। খেলা থেকে বাড়ি ফেরাটা বাচ্চাদের কাছে মন খারাপের হয়।
৯.৮ বাবা কী বলবেন?
উঃ। বাবা বলবেন যে অন্ধকার হওয়ার পরেও এইটুকু সব বাচ্চারা মাঠ ছাড়ে না।
১.৯ মা-ই বা বাড়ি ফিরলে কী বলবেন?
উঃ। মা বলবেন পাগুলো কুৎসিত তাই একগঙ্গা জল দিয়ে তিনি ধুচ্ছেন।
১.১০ কথকরা কেন ‘একগঙ্গা জল’ দিয়ে পা ধুচ্ছে? উঃ। পায়ে ময়লা লেগেছে বলে কথকরা পা ধুচ্ছে।
১০. ব্যাখ্যা করোঃ
১০.১ “সুয্যি নাকি...........ডুব দিয়েছে?”
উঃ। লেখকের মনে হয় সূর্য নাকি সত্যি নিজের ইচ্ছায় সন্ধেবেলা ডুব দেয় না। তার মনে হয় কোনো এক ঈশ্বরের ইচ্ছায় সূর্যকে ডুব দিতে হয়েছে। কারণ এই প্রকৃতির চালক ঈশ্বর, তাঁর ইচ্ছাতেই সব হয় বলে মানুষ বিশ্বাস করে।
১০.২ “আকাশ জুড়ে---লক্ষ রঙের দৃশ্য।”
উঃ। এক ঈশ্বর আকাশ জুড়ে লক্ষ রঙের দৃশ্য এঁকে চমকে দেবেন। কারণ সূর্য অস্ত যাওয়ার পর আকাশ জুড়ে অদ্ভুত এক রঙের খেলা দেখা যায়। সেই অপরুপ রঙের যে দৃশ্য তা বোধহয় ঈশ্বরের সৃষ্টি।
১০.৩ “লক্ষ, বা তা হতেও পারে...........রঙের বাক্স।”
উঃ। কবির মনে হয় সূর্য অস্ত্র যাওয়ার পর আকাশ জুড়ে যে রঙের দৃশ্য দেখা যায় তা লক্ষ না-হয়ে একশো হতে পারে কারণ কেউ রঙের বাক্স খুলে দেখতে যায়নি। সেটি ঈশ্বরের নিজের বাক্স, তাতে কী আছে জানার উপায় নেই। কারণ সেটি খুলে দেখা যাবে না।
১০.৪ “আমরা কি আর যাবেই তবে মুচ্ছো।”
উঃ। ছেলেদের আফশোস সূর্য অস্ত যাওয়ার পরে আকাশ জুড়ে এই সুন্দর রঙের খেলা তারা দেখতে পাবে না, কারণ অন্ধকার হবার পরেও মাঠে থাকলে মা-বাবা ভয়েই মুচ্ছো অর্থাৎ মূৰ্চ্ছা যাবেন। সন্ধ্যা হবার পর সকলকেই ফিরতে হয় না হলে বাবা মা চিন্তা করবেন। বাবা আশ্চর্য হয়ে বলবেন দিন ফুরোবার পরও এই বাচ্ছা ছেলেগুলো মাঠ থেকে ঘরে ফেরেনা।
অন্য গুলি দেখন
(১) ছন্দে শুধু কান রাখো (১)
(২) কার দৌড় কদ্দুর
(৩) বঙ্গভূমির প্রতি
(৪) পাগলা গণেশ
(৫) আত্মকথা
(৬) চিরদিনের কবিতা
(৮) নোট বই
(৯) স্মৃতি চিহ্ন
(১০) দেবাতাত্মা হিমালয়
(১১) আঁকা- লেখা
(১২) খোকনের প্রথম ছবি
(১৩) ভারত তীর্থ
(১৫) রাস্তায় ক্রিকেট খেলা
(১৬) দিন ফুরালো
(১৭) গাধার কান
(১৮) পটল বাবু ফ্লিমস্টার
(১৯) মেঘ-চোর
(২০) কুতুব মিনারের কথা
(২১) চিন্তা শীল
(২২) একুশের কবিতা
মাকু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর
মাকু হাতে কলমে অনুশীলন প্রশ্নের উত্তর
মাকু গল্পের সকল প্রশ্নের উত্তর