"adarsha chhele"class 4 bangla poem anushilan answer - Online story

Saturday 26 August 2023

"adarsha chhele"class 4 bangla poem anushilan answer

 



চতুর্থ শ্রেণীর বাংলা

আদর্শ ছেলে' কবিতা

 লেখক-কুসুমকুমারী দাশ



১.১ কুসুমকুমারী দাশের কবিতা কোন কোন পত্রিকায় প্রকাশিত হতো?


উত্তর- প্রবাসী, মুকুল,ব্রম্মবাদী পত্রিকায় প্রকাশিত হতো।


২. তার রচিত একটি গদ‍্যগ্ৰন্থের নাম লেখো।

উত্তর- পৌরাণিক আখ‍্যায়িকা।




১২। নীচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো।

১২.১ 'কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে' বলতে কবি কী বোঝাতে চেয়েছেন?



উঃ কবি কুসুমকুমারী দাশ বলতে চেয়েছেন যে বড়ো বড়ো কথা না বলে ,বড়ো বড়ো  কাজের মধ্য দিয়ে দেশের কল‍্যাণ ময় কাজ  করবে।




১২.২'চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়? -চেতনা সম্পন্ন মানুষ কি ধরনের কাজে এগিয়ে যায়?

উঃ নিজের, পরিবারের, সমাজের তথ্য দেশের মঙ্গল হবে এমন কাজে এগিয়ে যায়।







১২.৪ 'আদর্শ ছেলে' কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কােন আশা রাখেন?

উঃ কবি কুসুমকুমারী দাশ এদেশের ছেলেদের কাছে অনেক আশা রাখেন। যেমন তারা কথায় না বড়ো হয়ে কাজে বড়ো হবে । মুখে হাসি, বুকে বল আর তেজে ভরা মন নিয়ে তারা মানুষ হওয়ার প্রতিঞ্জা করবে। বিপদেএগিয়ে যাবে নির্ভয়ে। চাষির ছেলে থেকে রাজার ছেলে সবাই নিজের সর্বশান্তি দিয়ে দেশের উন্নতি করবে।




১২.৫ প্রত্যেক দেশবাসীর কী প্রতিঞ্জা করা উচিত?

উঃ মানুষ হতেই হবে এই প্রতিজ্ঞায় ঘটল হতে হবে সব মানুষকে। আর তা হতে গেলে মুখে হাসি, বুকে বল আর তো ভরা মন চাই। দুই বড়ো কথা নয়-বড়ো কাজকরতে হবে।



১২.৬ দেশের জন্য অনেক দুঃখ-কষ্ট সহ্য করে দেশকে স্বাধীন করেছেন, এমন কয়েকজনের নাম লেখো।

উঃ নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাশ, ক্ষুদিরাম বসু, মাল্টা সন, প্রীতিলতা




২.৭ 'আদর্শ ছেলে'-কে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে?

উঃ 'আদর্শ ছেলে হতে গেলে তার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য থাকতে হবে। তাকে কথায় না বড়ো হয়ে কাজে বড়ো  হতে হবে। তার থাকবে মুখে হাসি, বুকে বল ও তেজে ভরা মনথাকতে হবে। বিপদ কাছে এলে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে।

অন্য গুলির উত্তর দেখুন

(১) সবার আমি ছাত্র

(২) নরহরি দাস

(৩) বনভোজন

(৪) তোত্তোচানের অ্যাডভেঞ্চার

(৫)   ছেলে বেলায় দিনগুলি

(৬)  বনের খবর

(৭)  মালগাড়ি 

 (৮)  বিচিত্র সাধ

(৯)  আমি সাগর পাড়ি দেবো

আর ও আমি সাগর পাড়ি দেবো

(১০)  আলো

(১১)  আমাজনের জঙ্গলে

(১২)  দক্ষিণ মেরু অভিযান

(১৩) অ্যাডভেঞ্চার বর্ষায়

(১৪) আমার মা-র বাপের বাড়ি

(১৫) দূরের পাল্লা

(১৬) নইলে

(১৭) ঘুম পাড়ানি ছড়া

(১৮) আদর্শ ছেলে

(১৯)  যতীনের জুতো

(২০)   ঘুম ভাঙ্গানি

(২১)   মায়াদ্বীপ

(২২)  বাঘা যতীন

আর ও  বাঘা যতীন



বিজ্ঞান মেধা পরীক্ষা

English question