নবম শ্রেণীর ইতিহাস ৫ অধ‍্যায় বিংশ শতকে ইউরোপ অনুশীলনী প্রশ্নের উত্তর - Online story

Monday 14 August 2023

নবম শ্রেণীর ইতিহাস ৫ অধ‍্যায় বিংশ শতকে ইউরোপ অনুশীলনী প্রশ্নের উত্তর

 




৬ অনুশীলন প্রশ্নের উত্তর দেখুন

নবম শ্রেণীর

 ইতিহাস

 ৫ অধ‍্যায়

বিংশ শতকে ইউরোপ

অনুশীলনী প্রশ্নের উত্তর

বিভাগ বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো।

মান ১

১. কত বছর সোভিয়েত রাশিয়ায় রোমানভ বংশের রাজারা শাসন করেন-

A) ১৫০

B) ২০০

C) ২৫০

D) ৩০০

উত্তর-D) ৩০০



২. রাশিয়ায় ১৯১৭ খ্রি. রুশ বিপ্লবে নেতৃত্ব দেয়—

A) বলশেভিক দল।

B) মেনশেভিক দল

C) নাৎসি দল

D) ইয়ং ইটালি দল


উত্তর-A) বলশেভিক দল।



৩. সোভিয়েত পার্লামেন্টের

নাম—

A) মজলিস

B) তুমা

C) সেনেট

D) ডায়েট


উত্তর-B) তুমা





বিভাগ খ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি

একটিবাক্যে উত্তর দাও।

অনুশীলনী

মান ১

১. বুশ সাম্রাজ্যে বসবাসকারীদের মধ্যে অধিকাংশ কোন্ জাতিগোষ্ঠীভুক্ত ছিল? 

উত্তর- বুশ সাম্রাজ্যে বসবাসকারীদের মধ্যে অধিকাংশ শ্লাভ জাতিগোষ্ঠীভুক্ত ছিল।



২. কোন্ জারের আমলে রাশিয়ায নিহিলিজম বা নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয়?


উত্তর- "দ্বিতীয় আলেকজান্ডার" জারের আমলে রাশিয়ায নিহিলিজম বা নৈরাজ্যবাদী আন্দোলন শুরু হয়?



৩. সোভিয়েত রাশিয়ায় কোন্ দলের নেতৃত্বে ১৯১৭

খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব ঘটেছিল? 

উত্তর-সোভিয়েত রাশিয়ায় "বলশেভিক"দলের নেতৃত্বে ১৯১৭ খ্রিস্টাব্দের বলশেভিক বিপ্লব ঘটেছিল?


৪. সোভিয়েতের কোন্ শহরে শ্রমিকরা খাদ্যের দাবিতে অনশন শুরু করে?

উত্তর-  সোভিয়েতের পেট্রোগ্ৰ‍্যাড শহরে শ্রমিকরা খাদ্যের দাবিতে অনশন শুরু করে?




৫. সোভিয়েত পার্লামেন্টের নাম কী?


উত্তর- সোভিয়েত পার্লামেন্টের নাম ডুমা‌।



 ৬. 'মীর' কী?

উত্তর-মীর হইল গ্ৰাম‍্য সমিতি বা পঞ্চায়েত।


৭. লেনিনের পুরো নাম কী? 

উত্তর-লেনিনের পুরো নাম-"ভ্লদিমির ইলিচ উলিয়ানভ"।


৮. 'ইসক্লা' কী? 

উত্তর- হইল একটি পত্রিকা।ইসক্লা কথার অর্থ স্ফুলিঙ্গ।


৯. ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত হয়? 

উত্তর-জার্মানি, ইটালি, অস্টিয়ার দেশ নিয়ে গঠিত হয় ত্রিশক্তি মৈত্রী বা ট্রিপল অ্যালায়েন্স।


১০. ত্রিশক্তি চুক্তি বা ট্রিপল আঁতাত কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত হয়?

উত্তর-ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া দেশ নিয়ে গঠিত হয়‌।


সত্য না মিথ্যা বলো।

১. অস্ট্রিয়া সর্বিয়ার রাজধানী বেলগ্রেড আক্রমণ করলে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ।

উত্তর- সত্য


২.পূর্ববর্তী রাশিয়ায় জুলিয়েন ক্যালেন্ডারের তারিখ পশ্চিম ইউরোপ বা বর্তমান রাশিয়ার ক্যালেন্ডার থেকে ১৩ দিন পিছিয়ে ছিল।

উত্তর- সত্য


৩. ভার্সাই সম্মেলন বসে জেনিভা শহরে।

উত্তর- মিথ্যা( প‍্যারিস শহরে)।



● 'ক'ভতের সঙ্গে 'খ' শুভ মেলাও।

'ক'স্তম্ভ।                  'খ'স্তম্ভ

উত্তর-


1)ত্রিশক্তি চুক্তি--ট্রিপল আঁতাত

2) ত্রিশক্তি মৈত্রী-----ট্রিপল অ্যালায়েন্স

3) হিটলারের সেনা--ব্ল্যাক শার্টস

4) মুসোলিনির সেনা--ব্রাউন শার্টস



উত্তর-


1) সাবমেরিন---ডুবোজাহাজ

2) ইটালির মুদ্রা--লিভ্রা

3) রাশিয়ার মুদ্রা--রুবাল

) সোভিয়েত পার্লামেন্ট--ডুমা





প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত

করো ও নাম লেখো।

১. সুইটজারল্যান্ড–লেনিন যেখান থেকে ফিরে এসে

‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।


 ২. ভার্সাই—যেখানে প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানি ও মিত্রপক্ষ জোটের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ৩. ভাইমার প্রজাতন্ত্র। 


৪. বার্লিন—হিটলারের কার্যকলাপের প্রধান কেন্দ্র।





শূন্যস্থান পূরণ করো।


১. মহামন্দায় সর্বাধিক প্রভাবিত দেশ ছিল----।


উত্তর-আমেরিকা



২. সাহিত্যিক লিও টলস্টয় ছিলেন----।

উত্তর-কাউন্ট নিকোলাই ইলিচ টলস্টয় ।


৩. চোদ্দো দফা নীতি ঘোষণা করেন---।

উত্তর-উড্রো উইলসন‌।


নীচের বিবৃতিগুলির সঙ্গে মানানসই ব্যাখ্যাটি নির্ণয়

করো।

১. বিবৃতি: জার পিটার দ্য গ্রেটকে 'আধুনিক রাশিয়ার জনক' বলা হয়।

ব্যাখ্যা: (ক) তাঁর নেতৃত্বে সোভিয়েত রাশিয়ার

আধুনিকীকরণের সূচনা ঘটে।

 (খ) তিনি ভূমিদাস প্রথার বিলোপ ঘটান। 


গ) তিনি রুশ অর্থনীতির আধুনিকীকরণ ঘটান।

উত্তর-গ) তিনি রুশ অর্থনীতির আধুনিকীকরণ ঘটান।




২. বিবৃতি: রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ায় প্রবল বিক্ষোভ শুরু হয়।

ব্যাখ্যা: (ক) জার সরকার অ-রুশদের ওপর অত্যাচার শুরু করে। 

(খ) জার সরকার অ-রুশদের ওপর রুশ ভাষা,

সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয়।

(গ) জার সরকার অ- রুশদের রাশিয়া থেকে বিতাড়িত করার আদেশ দেয়।

উত্তর-(খ) জার সরকার অ-রুশদের ওপর রুশ ভাষা,সংস্কৃতি ও কৃষ্টি চাপিয়ে দেয়।


বিভাগ গ] সংক্ষিপ্ত প্রা

২-৩টি বাক্যে উত্তর দাও।



১. রুশীকরণ নীতি বলতে কী বোঝ? 

উত্তর-রাশিয়ায় জার ছিলেন যাবতীয় মর্যাদা ও ক্ষমতার উৎস। জার বলতেন যে, তিনি ভগবানের প্রতিনিধি হিসেবে দেশশাসন করছেন। রাশিয়ায় কোনো লিখিত আইন ছিল না। জারের আদেশ ও ঘোষণাপত্রই ছিল আইন। জার নিজের মনোনীত কয়েকজন পরামর্শদাতা ও সংস্থার সাহায্যে শাসন পরিচালনা করতেন। জারকে তাঁর কাজের জন্য কারও কাছে জবাবদিহি করতে হত না। প্রতিটি প্রদেশে ছিল প্রাদেশিক গভর্নর আর গ্রামে ছিল ‘মীর’ নামে পঞ্চায়েত। জার শাসনব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল অভিজাতদের নিয়ে গঠিত আমলাতন্ত্র। জারের স্বেচ্ছাতান্ত্রিক শাসনব্যবস্থার প্রধান হাতিয়ার ছিল প্রিটোরিয়ান গার্ড নামে পুলিশ বাহিনী।


২. 'নিহিলিজম' বা নৈরাজ্যবাদী আন্দোলন কী?

উত্তর-যার দ্বিতীয় আলেকজান্ডারের সময়কালে রাশিয়ায় যে আন্দোলন শুরু হয় তাকে  নিহিলিজম' বা নৈরাজ্যবাদী আন্দোলন বলে।




 ৩. ‘এপ্রিল থিসিস' বলতে কী বোঝ?

উত্তর -

এপ্রিল থিসিস :


কেরেনেস্কি সরকার জনমত এবং সৈন্যবাহিনীর

মানসিকতা উপেক্ষা করে।যুদ্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই সময় লেনিন নির্বাসন থেকে ফিরে এসে বিখ্যাত 'এপ্রিল থিসিস' ঘোষণা করলেন। এতে বলা হল, বুর্জোয়া বিপ্লব সফল হয়েছে। এখন এক ধারাবাহিক এবং অবিচ্ছিন্ন বিপ্লবের মধ্য দিয়ে সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।


 ৪. হুভার মোরাটোরিয়ান' বলতে কী বোঝ?

উত্তর-

হুভার মোৱাটোরিয়াম

হার্বাট হুভার ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। মহামন্দার অভিঘাত থেকে বিভিন্ন দেশকে রক্ষার জন্য হুতার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথা বলেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক ঋণদান সংক্রান্ত ঘোষণা। তাসাই চুক্তির শর্তানুযায়ী জার্মানির ওপর যে বিশাল পরিমাণ ক্ষতিপুরণের বোঝা চাপানো হয়েছিল তা মেটানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানিকে ঋণ প্রদান করত। এই।ঋণের অর্থে জার্মানি ক্ষতিপুরণের অর্থ পরিশোধ করত। আবার জার্মানি কর্তৃক প্রদত্ত ক্ষতিপুরণের অর্থে মিত্রশক্তিভুক্ত দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের।কাছ থেকে গৃহীত যুদ্ধ ঋণ মেটাত। মহামন্দার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র।জার্মানিকে ঋণ প্রদান বন্ধ করলে সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থায় জার্মানির রাষ্ট্রপতি হিভেনবুর্গের অনুরোধে মার্কিন রাষ্ট্রপতি হুভার 1931 খ্রিস্টাব্দে এক ঘোষণা দ্বারা এক বছরের জন্য ক্ষতিপূরণ ও যুদ্ধ ঋণ পরিশোধ স্থগিত করেন। এই ঘটনা হুভার মোরাটোরিয়াম নামে খ্যাত।


৫. মহামন্দার অবসান কীভাবে ঘটে? 

উত্তর-মহামন্দার অবসান ঘটানোর লক্ষ্যে লণ্ডনে"বিশ্ব অর্থনীতিক সম্মেলন"আয়োজিত হয়।সারা বিশ্বের৬৪টি দেশের প্রতিনিধিরাএই সম্মেলনে যোগ দেয়।কিন্তু ঐ সম্মেলনে উপস্থিত প্রতিনিধিরা মহামন্দার অবসানের কোনো দিশা দেখাতে পারেন নাই।শেষপ্রর্যন্ত ১৯৩৩ খ্রিস্টাব্দ থেকে বিশ্বে মহামন্দাজনিত আর্থিক অবস্থা কাটতে শুরু করে।


৬. মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান কীভাবে ঘটে?

উত্তর-১৯৩০ দশকে মার্কিন রাষ্ট্রপতি এফ ডি রুজভেল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সামাজিক উন্নতির জন্য ব্যাপক সংস্কার মূলক ব্যবস্থা বা "নিউ ডিল" কর্মসূচি গ্রহণ করেন এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিবর্তন ঘটে ও শিল্প বাণিজ্যের উন্নতি শুরু হয়। এই সমস্ত কিছু পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু ও শেষ কে কেন্দ্র করে মার্কিন অর্থনীতি পুনর্জীবন ঘটলে মহানন্দার অবসান ঘটে


৬ অনুশীলন প্রশ্নের উত্তর দেখুন