নবম শ্রেণীর ইতিহাস ৬ অধ‍্যায় অনুশীলন প্রশ্নের উত্তর - Online story

Tuesday 15 August 2023

নবম শ্রেণীর ইতিহাস ৬ অধ‍্যায় অনুশীলন প্রশ্নের উত্তর

 


৫ অনুশীলন প্রশ্নের উত্তর দেখুন

ইতিহাস ও পরিবেশ চর্চা (নবম শ্রেণি)

নবম শ্রেণীর ইতিহাস

৬অধ‍্যায়

অনুশীলন প্রশ্নের উত্তর

বিভাগ বিকল্পভিত্তিক গ্রন্থাবলি

সঠিক উত্তরটি নির্বাচন করো।

১.  ভার্সাই চুক্তির মোট ধারার সংখ্যা ছিল—

@ ৪২০টি ® ৪৩০টি © ৪৪০টি® ৪৫০টি

উত্তর- ৪৪০টি


২. কত খ্রিস্টাব্দে প্যারিস শান্তি সম্মেলন হয়েছিল-

@ 1916 ® ১৯১৯ © ১৯২২ © ১৯২৫


উত্তর- ১৯১৯


৩.পোলিশ করিডোর অবস্থিত ছিল—


A রোমে

© পারিসে

® টোকিও-তে

@ বার্লিনে


উত্তর- বার্লিনে



বিভাগ(খ) অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি


মান ১ 

একটি বাক্যে উত্তর দাও।

১. কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়


উত্তর- ১৯৩৯ খ্রিস্টাব্দে১ সেপ্টেম্বর।


. কার নেতৃত্বে জার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে

উত্তর- ১৯৪১ খ্রিস্টাব্দে২২শে জুন ভোরে জেনারেল ভন লির এর নেতৃত্বেজার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে।


৩.লেনিনগ্রাডে সোভিয়েত রাশিয়ার কোন্ জারের রাজধানী ছিল? 



উত্তর- জার  পিটার দ‍্য গ্ৰেট


৪. কার নেতৃত্বে রুশবাহিনী জার্মানদের পরাজিত করেছিল? 

উত্তর- মার্শাল ঝুকভের নেতৃত্বে রুশবাহিনী জার্মানদের পরাজিত করেছিল? 


৫. 'ডি-ডে' বলতে কোন দিনটিকে বোঝায়?


উত্তর-  ১৯৪৪ খ্রিস্টাব্দে৬ জুন মিত্রপক্ষের সেনা ফ্রান্সে অবতরণ করলে পশ্চিম ইউরোপে তার দ্বিতীয় রণাঙ্গনের সুচনা হয়।ঐ দিন টি ডি ডে নামে পরিচিত।



. কবে জাতিপুঞ্জের প্রতিষ্ঠা ঘটে

উত্তর- ১৯৪৫ খ্রিস্টাব্দে২৪শে অক্টোবর।


৭. কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়

উত্তর- ১৯৪৫ খ্রিস্টাব্দে ২ রা সেপ্টেম্বর।



৮. রবীন্দ্রনাথ তাঁর কোন্ প্রবন্ধে উগ্র জাতীয়তাবাদের সমালোচনা করেছেন?

উত্তর- রবীন্দ্রনাথ তাঁর সভ‍্যতার সংকট প্রবন্ধে উগ্রজাতীয়তাবাদের সমালোচনা করেছেন।


ঠিক বা ভুল নির্ণয় করো।

১. হিটলার নাৎসিবাদের উত্থান ঘটান।

উত্তর-  ঠিক


 ২. মুসোলিনি ফ্যাসিবাদের উত্থান ঘটান। 

উত্তর-  ঠিক


৩. ফ্র্যাঙ্কো ছিলেন স্পেনের সেনানায়ক। 

উত্তর- ঠিক


৪. ইংল্যান্ড ছিল মিত্রশক্তি জোটের একটি দেশ।


উত্তর- ঠিক


'ক' তন্তের সঙ্গে 'খ' স্তস্ত মেলাও


উত্তর-

● নাৎসিবাদ-  অ্যাডলফ হিটলার

® ফ্যাসিবাদ-  মুসোলিনি

3 ক্যাশ অ্যান্ড -  ক্যারি-মার্কিন                                   যুক্তরাষ্ট্র

4 হিরোশিমা- -নাগাসাকি-জাপান


উত্তর- 

(1) লেবেনশ্রউম   - তত্ত্ব-জার্মানি

2) বান্দুং সম্মেলন-   -ইন্দোনেশিয়া

3) লেনিনগ্রডের লড়াই-   -সোভিয়েত রাশিয়া

4) লেন্ড লিজ আইন-   -মার্কিন যুক্তরাষ্ট্র





প্রদত্ত রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো।

১. রোম–অক্ষশক্তির সদস্য ইটালির রাজধানী। 

উত্তর- 

২. পার্ল হারবার—মার্কিন যুক্তরাষ্ট্রের যে নৌঘাঁটিতে জাপান বোমা বর্ষণ করে। 

উত্তর- 

৩. বাল্টিক রাজ্য—লাটভিয়া। 



৪. হিরোসিমা- দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে আমেরিকা যেখানে পারমাণবিক বোমা নিক্ষেপ করে।



শূন্যস্থান পূরণ করো।



১. অপারেশন বারবারোসা নামে হিটলার সামরিক অভিযান শুরু করেন ---আক্রমণের লক্ষ্যে।

উত্তর- মস্কো


২.--–পোড়ামাটি নীতি নামে যুদ্ধকৌশল অবলম্বন করে হিটলারের জার্মান বাহিনীকে পরাজিত করে।

উত্তর-  রাশিয়া


৩. ট্রম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা ঘোষণাকারী দেশ ছিল–--

উত্তর- সোভিয়েত



নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।

১. বিবৃতি: ইটালিতে ফ্যাসিবাদী ও জার্মানিতে নাৎসিবাদী আদর্শের প্রসার ঘটে।

ব্যাখ্যা: (ক) এই দেশগুলিতে একদলীয় সরকার গঠনের আদর্শ গৃহীত হয়। 

(খ) এই দেশগুলিতে বিরোধী দলের অস্তিত্ব দুর্বল হয়ে পড়ে। 

(গ) এই দেশগুলির অধিবাসীগণ ফ্যাসিবাদী ও নাৎসিবাদী আদর্শকে গ্রহণ করেন।


উত্তর-(গ) এই দেশগুলির অধিবাসীগণ ফ্যাসিবাদী ও নাৎসিবাদী আদর্শকে গ্রহণ করেন।



২. বিবৃত্তি: ভার্সাই চুক্তির শর্তগুলি জার্মানদের কাছে অমর্যাদাকর ছিল।


ব্যাখ্যা: (ক) জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয়েছিল। এবং জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়েছিল। 


(গ) ভার্সাই চুক্তির শর্তগুলিতে জার্মান জাতীয়তাবাদের অপমান করা হয়েছিল। 

(গ) ভার্সাই চুক্তিরমাধ্যমে জার্মানদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছিল।


উত্তর-(ক) জার্মান উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয়েছিল। এবং জার্মানির ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণ চাপানো হয়েছিল। 



৩. বিবৃতি: ফ্যাসিস্ট শক্তিগুলির সাহস দ্বিগুণ হয়।

ব্যাখ্যা: (ক) কারণ ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে

রোম-বার্লিন-টোকিও চুক্তি স্বাক্ষরিত হয়।


 (খ) কারণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে মিত্র শক্তি জোট গঠিত হয়।

(গ) কারণ ইংল্যান্ড ও ফ্রান্স হিটলারের ওপর তোষাণ নীতি গ্রহণ করে।


উত্তর-ক) কারণ ইটালি, জার্মানি ও জাপানের মধ্যে রোম-বার্লিন-টোকিও চুক্তি স্বাক্ষরিত হয়।



বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নাবলি

২-৩টি বাক্যে উত্তর দাও।

১. ইঙ্গ-ফরাসি তোষণ নীতির উদ্দেশ্য কী ছিল?

ইঙ্গ-ফরাসি তোষণ নীতি: ১৯৩৬-১৯৩৯ খ্রি. পর্যন্ত সময়কালে ইংল্যান্ড ও ফ্রান্স ইটালির মুসোলিনি ও জার্মানির হিটলারকে তোষণ করার যে নীতি নেন, তা ইঙ্গ-ফরাসি তোষণ নীতি নামে পরিচিত। এই নীতির সাহায্যে ইংল্যান্ড ও ফ্রান্স নিজেদের গণতন্ত্রকে রক্ষার জন্য ফ্যাসিবাদী মুসোলিনি ও নাৎসিবাদী হিটলারের আক্রমণ থেকে রক্ষা করতে চেয়েছিলেন। এই তোষণ নীতির প্রধান রূপকার ছিলেন স্ট্যান্‌সি বল্ডউইন | তোষণ নীতির প্রয়োগ ঘটান ব্রিটিশ প্রধানমন্ত্রী নেভিল চেম্বারলেইন ও ফরাসি প্রধানমন্ত্রী এডোয়ার্ড দালাদিয়ের । তোষণ নীতির দ্বারা ইংল্যান্ড ও ফ্রান্স পশ্চিম ইউরোপের বদলে আগে রাশিয়ার দিকে হিটলারের অবাধ সম্প্রসারণ চেয়েছিল। ধনতন্ত্রী দেশগুলির কাছে নাৎসি জার্মানি বা ফ্যাসিবাদী ইটালির চেয়ে সমাজতন্ত্রী রাশিয়া ছিল অনেক বেশি বিপজ্জনক। তাই ইংল্যান্ড ও ফ্রান্স চেয়েছিল হিটলারের জার্মানি ও মুসোলিনির ইটালিকে দিয়ে।সোভিয়েত সাম্যবাদকে ধ্বংস করতে। তারা ভেবেছিল সুদেতান অঞ্চল বা অ্যাবিসিনিয়া প্রভৃতি দু-একটি অঞ্চল পেলেই হিটলার বা মুসোলিনি সন্তুষ্ট হবেন। তাই মুসোলিনি অ্যাবিসিনিয়া আক্রমণ করলে ইংল্যান্ড ও ফ্রান্স নিরপেক্ষতা অবলম্বন করে।



 ২. রোম বার্লিন-টোকিও অক্ষজোট কেন গড়ে ওঠে? 

উত্তর- রোম-বার্লিন-টোকিও জোট: হিটলারের নাৎসি জার্মানি, মুসোলিনির ফ্যাসিস্ট ইটালি এবং জাপান—এই তিন দেশ একজোট হয়ে বিশ্বে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এক চুক্তি স্বাক্ষর করে (৬ নভেম্বর, ১৯৩৭ খ্রি.)। তিন দেশের রাজধানীর নামে এই চুক্তির নাম হয় ‘রোম-বার্লিন-টোকিও’ অক্ষচুক্তি | এই অক্ষচুক্তির মূল কয়েকটি শর্ত ছিল—এই চুক্তির মেয়াদ হবে দশ বছর, অক্ষচুক্তিভুক্ত এই তিন দেশের কোনো একটি দেশ চতুর্থ শক্তি দ্বারা আক্রান্ত হলে অন্য দুই দেশ তাকে রক্ষা করবে, চুক্তিবদ্ধ সদস্য রাষ্ট্রগুলি সাম্যবাদী রাশিয়ার সঙ্গে কোনো অবস্থাতেই সমঝোতায় যাবে না। বিশ্ব রাজনীতিতে ‘রোম-বার্লিন-টোকিও’ চুক্তি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।  একনায়কতন্ত্রের প্রসার ঘটায়, সাম্যবাদের প্রসার রোধ করার উদ‍্যেশে রোম বার্লিন-টোকিও অক্ষজোট কেন গড়ে ওঠে।




৩. অপারেশন বারবারোসা বলতে কী বোঝ? 

উত্তর- অপারেশন বারবারোসা নামে হিটলার সামরিক অভিযান শুরু করেন মস্কোআক্রমণের লক্ষ্যে। ১৯৪১ খ্রিস্টাব্দে২২শে জুন ভোরে জেনারেল ভন লির এর নেতৃত্বেজার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে।


৪. রাশিয়ার পোড়ামাটি নীতি বলতে কী বোঝ?

উত্তর- 


 ৫. ক্যাশ অ্যান্ড ক্যারি নীতিটির ধারণা দাও।

উত্তর- 


 ৬. লেণ্ড লিজ আইন কী? 

উত্তর- 

৭. পার্ল হারবার ঘটনা ক?

বিভাগ য নিম্নেষণধর্মী গ্রন্থাবলি

8

৭-৮টি বাক্যে উত্তর দাও।

১. দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা লেখো।

উত্তর- 

আমেরিকার ভূমিকা ঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে পরবর্তী চমকপ্রদ ঘটনা হল আমেরিকার বিশ্বযুদ্ধে অংশগ্রহণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথমদিকে মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছিল। কিন্তু পরবর্তী সময়ে ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি গ্রহণের মাধ্যমে পশ্চিমি গণতান্ত্রিক দেশগুলিকে অর্থের বিনিময়ে সামরিক সরঞ্জাম সরবরাহ করতে থাকে। অতঃপর জার্মান আক্রমণের আশঙ্কায় মার্কিন যুক্তরাষ্ট্র 1941 খ্রিস্টাব্দের মার্চ মাসে লেন্ড-লিজ নীতি অনুযায়ী মিত্রপক্ষকে সাহায্য করার নীতি গ্রহণ করে। ওই বছরই ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জাপান হাওয়াই দ্বীপপুঞ্জের পার্ল হারবারে অবস্থিত মার্কিন নৌবহরের ওপর হঠাৎ বোমাবর্ষণ করলে ব্রিটেন আর আমেরিকা জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জাপানের সঙ্গে চুক্তিবদ্ধ জার্মানিও আমেরিকার বিরুদ্ধে পালটা যুদ্ধ ঘোষণা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগদান মিত্রপক্ষের সাফল্যকে প্রায় সুনিশ্চিত করে তোলে।



২. টীকা লেখো-অপারেশন বারবারোসা।

উত্তর- অপারেশন বারবারোসা নামে হিটলার সামরিক অভিযান শুরু করেন মস্কোআক্রমণের লক্ষ্যে। ১৯৪১ খ্রিস্টাব্দে২২শে জুন ভোরে জেনারেল ভন লির এর নেতৃত্বেজার্মান সেনাদল অপারেশন বারবারোসা শুরু করে।



 ৩. ক্রিয়াপদ্ধতি।গবেষণার পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। 

উত্তর- 

৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধংসের ক্ষেত্রে কীভাবে গুণ ও পরিমাণগত বদল ঘটে? 

উত্তর- 

৫. উগ্র জাতীয়তাবাদের পরিচয় দাও ও এর প্রসার

সম্পর্কে লেখো। 

উত্তর- 

৬. আন্তর্জাতিকতাবাদের পরিচয় ও প্রসার সম্পর্কে লেখ।

উত্তর- 

বিভাগ 3 ব্যাখ্যামূলক প্রশ্নাবলি

১৫-১৬টি বাক্যে উত্তর দাও।

১. ফ্যাসিবাদ ও নাৎসিবাদের সঙ্গে গণতান্ত্রিক আদর্শের সংঘাত কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটায়? কোন্ কোন্ ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনায় সাহায্য করে?


উত্তর- 




৩. বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো।।দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কী ভূমিকা ছিল?

উত্তর- 


৪. যুদ্ধাস্থের প্রকৌশলগত পরিবর্তন কীরূপ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রকৃত বিশ্বজনীনরূপ কীরূপ ছিল?


উত্তর-