ক্লাস সিক্স ইতিহাস ৮ অধ্যায় অনুশীলনী প্রশ্নের উত্তর হাতে-কলমে ভেবে দেখো খুঁজে দেখো - Online story

Saturday 19 August 2023

ক্লাস সিক্স ইতিহাস ৮ অধ্যায় অনুশীলনী প্রশ্নের উত্তর হাতে-কলমে ভেবে দেখো খুঁজে দেখো

 



ক্লাস সিক্স ইতিহাস আট অধ্যায় অনুশীলনী প্রশ্নের উত্তর হাতে-কলমে ভেবে দেখো খুঁজে দেখো

১.বেমানান শব্দটি খুঁজে বের করো



 ১.১ নালন্দা/ তক্ষশীলা/ পল্লবী /পাটিলিপুত্র।
 উত্তর পাটলীপুত্র

১.২ ব্রাম্বি / সংস্কৃত /খরোষ্ঠী /দেবনগরী
 উত্তর -সংস্কৃত

১.৩ রত্নাবলী/ মৃচ্ছকটিকম্/অর্থশাস্ত্র অভিজ্ঞানশকুন্তলম।
উত্তর- অর্থশাস্ত্র


২। নীচের বাকাগুলির কোনটি ঠিক কোনটি ভুল লেখো :
২১। নালন্দা মহাবিহারে কেবল ব্রাক্ষ্মণ ছাত্ররাই পড়তে পারত।
উত্তর। ভুল।


২.২। কম্বনের রামায়ণে রামকেই বড়ো করে দেখানো হয়েছে
উত্তর। ভুল।


২.৩। ৰাগভট্ ছিলেন একজন চিকিৎসক।

উত্তর। ভুল।

২.৪। কুষাণ আমলে গন্ধার শিল্পের বিকাশ ঘটেছিল।

উত্তর। ঠিক।


৩। 'ক'-স্তত্ত্বের সঙ্গে 'খ'-স্তত মিলিয়ে লেখো
:
উত্তর-
মহাবলীপুরম- রথের মতো মন্দির
গন্ধার শিল্পরীতি-
গণিতবিদ-  নাগার্জুন
মণিমেখলাই-  তামিল মহাকাব্য
অজন্তা -  গৃহাচিত্র




৪। নিজের ভাষায় ভেবে লেখো (তিন/চার লাইন)
৪.১। প্রাচীনকালের বৌদ্ধ শিক্ষাব্যবস্থার সঙ্গে আজকের শিক্ষাব্যবস্থায় মিল-অমিলগুলি নিজের ভাষায় লেখো।
উত্তর। প্রাচীনকালের বৌদ্ধ শিক্ষাব্যবস্থার সঙ্গে আজকের শিক্ষাব্যবস্থার মিল ও অমিল-

প্রাচীনকালের বৌদ্ধ শিক্ষাব্যবস্থা
(i) পড়াশোনা হত বিহার, মহাবিহারে।
(ii) গরিব ছাত্রদের সুবিধার জন্য বৃত্তি দেওয়ার ব্যবস্থা ছিল।
(iii) পড়ানো হত ধর্মীয় বিষয় এবং কৃষি, চিকিৎসা, তির ও তরবারি চালানো, কুস্তি, রাজ্যশাসন বিষয়।
(iv) খেলাধুলা শেখানো হত।
(v) ছাত্রভরতির সময় মেধা যাচাই করে নেওয়া হত। তার জন্য কঠিন পরীক্ষা দিতে হত।


আজকের শিক্ষাব্যবস্থা
(i) পড়াশোনা হয় বিদ্যালয়, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে।
(ii) গরিব ছাত্রদের সুবিধার জন্য বৃত্তি দেওয়া হয়।
(iii) বাংলা, ইংরেজি, বিজ্ঞান, গণিত, ইতিহাস, ভূগোল,
কম্পিউটার, খেলাধুলা প্রভৃতি শেখানো ও পড়ানো হয়।
(iv) খেলাধূলা শেখানো হয়।
(v) প্রাথমিক স্তরে মেধা যাচাই করা হয় না। মধ্য ও
উচ্চস্তরে মেধা যাচাই করা হয়।




৪.৩। একটি বিহার ও স্তূপের মধ্যে পার্থক্যগুলি লেখো।
উত্তর। বৌদ্ধ বিহার ও স্তূপের মধ্যে নিম্নলিখিত- পার্থক্যগুলি উল্লেখ করা যায়—
(i) বৌদ্ধ বিহারগুলো তৈরি করা হত বৌদ্ধ ভিক্ষুদের থাকার জন্য ও পড়াশোনার জন্য। অন্যদিকে স্তূপ হল গৌতম বুদ্ধের দেহাবশেষের ওপর অর্ধ গোলাকার ঢিবির মতো স্থাপত্য।
(ii) প্রথম প্রথম বিহার ছিল অনেকগুলি গুহার সমষ্টি। পরবর্তীকালে ইট দিয়ে বিহার তৈরি করা হত। অন্যদিকে প্রথম প্রথম স্তূপ তৈরি হত মাটির ঢিবি করে। পরবর্তীকালে স্তূপগুলি তৈরি করা হয় ইট দিয়ে মজবুত করে। অনেক ইটের স্তূপেরগায়ে পাথরও বসানো হয়।