"ঘুমিয়ে নাকো আর"তৃতীয় শ্রেণীর বাংলা অনুশীলনীর প্রশ্ন ও উত্তর - Online story

Monday, 4 September 2023

"ঘুমিয়ে নাকো আর"তৃতীয় শ্রেণীর বাংলা অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

 



তৃতীয় শ্রেণীর বাংলা

ঘুমিয়ে নাকো আর

বিমল চন্দ্র ঘোঘ


হাতে-কলমে

অনুশীলনীর প্রশ্ন ও উত্তর

১. একটি বাক্যে উত্তর দাও :

১.১ কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন? 

উঃ। খোকন বুকে কৃতথা জড়িয়ে ঘুমে মগ্ন।



১.২ 'কল্পলোক’ মানে কী? 

উঃ। কল্পলোক মানে কল্পনার পৃথিবী।



১.৩ কল্পলোকের মানুষদের বর্ণনা দাও।

উঃ। কেউ মাটিতে হাঁটে, কেউ বা চড়ে ফানুস, কেউ ফোকলা, কার ও মুখে দাড়ি, আবার কারও চোখে চশমা আঁটা।



১.৪ কে চরকা কাটে?

 উঃ। স্বপ্নবুড়ি চা কাটে।



১.৫ দিগন্তহীন মাঠটির নাম কী?

উঃ। দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ।



১.৭ নিঝুম রাতে অশখ-শাখে কে চেঁচা.? 

উঃ। নিবম রাতে অশাহ-শাখে হুতুমপোঁচা চেঁচায়।



১.৮ জানলা দিয়ে কে মুখ বাড়ায়? 

উঃ। জানলা দিয়ে রাজপুত্রের ঘোড়া মুখ বাড়ায়।



১.৯ তার সাজ-পোশাক কীরকম? 

উঃ। তার মাথায় মুক্তা গাঁথা ঝালর আর হিরেড মোড়া লাগাম।



১.১০ কে, কাকে পিঠের উপর বসিয়ে কোথায় নিয়ে যেতে চায়?



উঃ। রাজপুত্রের ঘোড়া, খোকনকে তার পিঠের উপর বসিয়ে আচিন দেশে রূপকুমারীর রাজ্যে নিয়ে যেতে চায়।


১.১১ কড়ির পাহাড়, হাড়ের পাহাড় পেরিয়ে কোন দেশ?

উঃ। কড়ির পাহাড়, হাড়ের পাহাড় পেরিয়ে অচিন  দেশ।


১.১২ সেখানে কে থাকে।

 উঃ। সেখানে রূপকুমারী থাকে।



২. শব্দঝুড়ি থেকে উপযুক্ত শব্দ নিয়ে শুনাখানে বসাও(হুতুম, খোকন, চশমা, ঝালর, চরকা)


২.১ কানুর চোখে-~-আঁটা, কারুর মুখে দাড়ি।

উত্তর- চশমা


স্বপ্ন বুড়ি -আমায় হারায় সুতোর খেই।

উত্তর- চরকা


২.৩ নিঝুম রাতে—-চেঁচায় হঠাৎ অশখ-শাখে।

উত্তর- হুতুম


২.৪ মুক্ত গাঁথা--মাথায় হিরের লাগাম মোড়া।

উত্তর-ঝালর



২.৫ ঘমথমে স্তূপকথার দেশে——ঘুমে মগ্ন।

উত্তর- খোকন


৩. 'ক' ওভের সলো 'খ' স্তম্ভ মেলাও

তেপান্তর----মাঠ

কড়ি -–--পাহাড়

চোখ---চশমা

অশথ---শাখা

অচিন--- দেশ


৪. এই কবিতায় যে সমস্ত শব্দজোড়ে ছন্দের মিল আছে তার মতো অন্তত পাঁচটি জোড়া খুঁজে লেখো। (একটি করে দেওয়া হলো‌)

উঃ। মানুষ-ফানুস

দাড়ি-মাড়ি

নেই - খেই

মাঠ-ঘাট

ডাকে - শাখে

ঘোড়া - মোড়া

আর -পার

দেশে শেষে



৫. তুমি কী রূপকথার গল্প পছন্দ তরো? যদি পছন্দ করো তবে কেন পছন্দ করো, লেখো। কোনো রূপকথা

কী তুমি শুনেছ? শুনলে কার কাছ থেকে শুনেছ?

উঃ। হ্যাঁ, আমি রূপকথার গল্প পছন্দ করি।

এই গল্পগুলি শুনতে শুনতে আমিও যেন সেইসব দেশে পৌঁছে যাই। সেখানে গিয়ে রাজকন্যা, রাজপুত্র, রাজা-রানি সবাইকে দেখতে পাই। গল্পগুলি শোনা শেষ হয়ে গেলেও বহুক্ষণ ধরে মনে হয় আমি সেই দেশেই রয়েছি। সেখানে থাকতে আমার ভালো লাগে। তাই আমি রুপকথার গল্প পছন্দ করি।

আমি রাক্ষস-খোক্কসের গল্প শুনেছি। লালকমল-নীলকমলের গল্প শুনেছি।

এই সব গল্প আমি আমার ঠাকুমার কাছ থেকে শুনেছি।

৬. তুমি কী স্বপ্ন দেখো? তোমার শেষ দেখা স্বপ্নটির কথা লেখো।

উঃ। হ্যাঁ, আমি স্বপ্ন দেখি।

আমি শেষ, স্বপ্ন দেখেছি এক রাজপুত্র-রাজকন্যাকে নিয়ে। রাজপুত্র-রাজকন্যার মধ্যে খুব ভাব। তারা একসাথে বড়ো হয়। একদিন হঠাৎ এক দুষ্টু রাক্ষস এসে রাজকন্যাকে নিয়ে গিয়ে সাত সমুদ্র, তেপান্তরের মাঠ পেরিয়ে এক প্রাসাদে বন্দি করে রাখে। সেখানে রাজকন্যা মনের দুঃখে দিন কাটায় আর ভাবে রাজপুত্র কবে নিতে আসবে। এদিকে রাজপুত্রও তার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে রাজকন্যাকে খুঁজতে। অনেক খোঁজার পর সে রাজকন্যার খোঁজ পায়। খোঁজ পেয়ে রাজপুত্র খোলা তলোয়ার হাতে সেখানে যায়।।সেখানে রাজপুত্রর সাথে রাক্ষসের খুব লড়াই হয়। তারপর রাজপুত্র

রাক্ষসকে হারিয়ে রাজকন্যাকে নিয়ে দেশে ফিরে আসে।

৭. স্বপ্নে যদি তুমি কোনও অচিন দেশে পৌঁছে যাও তবে সেখানে কী কী তুমি দেখতে চাইবে আর কী কী দেখতে।চাইবে না লেখো।

উঃ। আমি রাজপুত্র, কাজকন্যা, রাজা-রানি, রাজপ্রাসাদ, ব্যাঙ্গমা-বাঙ্গমি ও চাদের বুড়িকে দেখতে চাইব।আর রাক্ষস-রাক্ষসী, ডাইনি বুড়ি, হাড়ের পাহাড়, রাক্ষসপুরী এসব দেখতে চাইব না।