পঞ্চম শ্রেণি পরিবেশ তৃতীয় পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর সহ - Online story

Sunday, 10 September 2023

পঞ্চম শ্রেণি পরিবেশ তৃতীয় পরীক্ষার জন্য প্রশ্ন উত্তর সহ

 




পঞ্চম শ্রেণি পরিবেশ

 তৃতীয় পরীক্ষার জন্য প্রশ্ন
উত্তর সহ

১২০ পাতা

প্রশ্ল- বনে কি কি গাছ দেখা যায় ?
উত্তর-শাল সেগুন পলাশ ইউক্যালিপটাস ও ফার বার্চ রোডোডেনড্রন ইত্যাদি।


প্রশ্ন- বনে কি কি জীবজন্তু থাকে দেখা যায়?
 উত্তর -সাপ শিয়াল বুনো শুয়োর বাঁদর হরিণ মেছোবিড়াল হাতি বাইসন এক শৃঙ্গ গন্ডার ইত্যাদি।


            ১২২ পাতা
প্রশ্ন বন থেকে আমরা কি কি পাই?
উত্তর; বন থেকে কাঠ পাই ঔষধ ফুল ফল মধু মোম ইত্যাদি পাই। এছাড়াও পাতা পাই যা থেকে থালা বাটি তৈরি হয়


             ১২৩ পাতা
 প্রশ্ন - পশুরা লোকালয়ে চলে আসছে কেন?
 উত্তর- পশুদের খাবার বনের মধ্যে কমে যাচ্ছে।  তাই তারা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে।

প্রশ্ন -সমাজভিত্তিক বন কোন গুলিকে বলা হয়?
 উত্তর লোকালয়ের মাঝেই ছোট ছোট অনেক বন তৈরি হচ্ছে ।এগুলিকে সমাজভিত্তিক বন বলা হয়।


 প্রশ্ন- বিশালাক্ষীর আমবাগানে কতগুলি আম গাছ আছে?
 
উত্তর- কমপক্ষে 2000 আম গাছ আছে।


            ১২৫ পাতা

প্রশ্ন -মাজার কথার অর্থ কি?
 উত্তর- পীর সাহেবের কবরস্থান‌।


                  ১২৭ পাতা

- প্রশ্ন কোন পাখির পালক খুব সুন্দর ছিল? যেটি আজ হারিয়ে গেছে।
উত্তর- হূইয়া পাখি ।


প্রশ্ন -মানুষ বাঘ শিকার করে কেন ?
উত্তর -মানুষ অকারনে শখ মেটাবার জন্য বাঘ শিকার করে‌

              ১২৮ পাতা

 প্রশ্ন -মানুষ গন্ডার স্বীকার করে কেন?
 উত্তর -তার খড়্গের জন্য।

 প্রশ্ন -মানুষ হাতি মারে কেন ?
উত্তর -তার লম্বা দুটো দাঁতের জন্য। কারণ দাঁত থেকে অনেক  দামি দামি জিনিস তৈরি হয় ।


          ১২৯ পাতা
প্রশ্ন -কোথায় কয়লা খনি দেখতে পাওয়া যাবে?
 উত্তর -রানীগঞ্জের

প্রশ্ন -একটি খনিজ সম্পদের নাম করো।
উত্তর -কয়লা

              ১৩০ পাতা
প্রশ্ন- পশ্চিমবঙ্গে কোথায় কোথায় কয়লা খনি দেখা যায় ?
উত্তর -আসানসোল রাণীগঞ্জ বীরভূম বাঁকুড়া পুরুলিয়া ।

প্রশ্ন -প্রায় কত বর্গ কিলোমিটার কয়লা খনি অঞ্চল আছে ?
উত্তর -প্রায় দেড় হাজার বর্গকিলোমিটার।


 প্রশ্ন- কাঠ কয়লা থেকে কি তৈরি হয়?
 উত্তর -তুবড়ি।


         ১৩১ পাতা
প্রশ্ন -পশুপাখি গাছপালা সবকিছুর একটা প্রধান উপাদান এর নাম করো।
 উত্তর -কার্বন

প্রশ্ন --- জমে কয়লা হয়,।
উত্তর -কার্বন



            ১৩২ পাতা
প্রশ্ন -অ্যাসিড বৃষ্টি কিসের ক্ষতি করে ?
উত্তর-গাছপালা মাটি নানা সৌধ র ক্ষতি করে।


 প্রশ্ন- বিষাক্ত ধোঁয়ার মধ্যে কি কি মিশে থাকে? অথবা অ্যাসিড বৃষ্টি ঘটায় কোন গ্যাস গুলি ?

উত্তর -সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড মিলিত হয়ে অ্যাসিড বৃষ্টি ঘটায় ।

প্রশ্ন -বাতাসে একটি বিষাক্ত গ্যাসের নাম লেখ।

 উত্তর -কার্বন মনোক্সাইড।

             ১৩৪ পাতা
প্রশ্ন- কয়লা এবং পেট্রোলিয়ামের মধ্যে কোনটা আগে ফুরাবে?


 উত্তর পেট্রোলিয়াম

                ১৩৫ পাতা
প্রশ্ন:; পেট্রোল ডিজেলের পর কয়লা ফুরিয়ে গেলে তখন কোন শক্তি দিয়ে কাজ হবে?

 উত্তর -বিদ্যুৎ শক্তি
.
 প্রশ্ন -জলবিদ্যুৎ কিভাবে তৈরি করা হয়?
 উত্তর -পাহাড়ি নদীর স্রোতে মুখে একটা পাখার মতো কিছু ঘুরিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়।

 প্রশ্ন- ভুটানের কাছে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখ।
 উত্তর- ঝালং

 প্রশ্ন- ঝালং বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত?
 উত্তর  জলঢাকা নদী।

                ১৩৬ পাতা

 প্রশ্ন- সকল শক্তি উৎস কি?
 উত্তর -সূর্য


 প্রশ্ন- সোলার প্যানেলের সাহায্যে কি কি কাজ করা হয় ?
উত্তর;; ক্যালকুলেটর চলে ,বৈদ্যুতিক আলো জালানো হয়।

 প্রশ্ন -প্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও।

 উত্তর- যে শক্তি গুলি অনেক ব্যবহার হয়। ফুরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেগুলিকে প্রচলিত শক্তি বলে। যেমন পেট্রোলিয়াম কয়লা ব্যবহারের শক্তি।

প্রশ্ন- অপ্রচলিত শক্তি কাকে বলে উদাহরণ দাও।

 উত্তর -যে শক্তিগুলি কম ব্যবহার হয় ফুরিয়ে যাওয়ার কোন সম্ভাবনাও নেই। সেগুলি কি অপ্রচলিত শক্তি বলে  যেমন জলবিদ্যুৎ শক্তি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি ইত্যাদি .




           ১৩৮ পাতা

 প্রশ্ন -আগে কতজন লোক পালকি বহন করতো?, 

উত্তর- চারজন লোক।

 প্রশ্ন -কোথায় ঘোড়ায় টানা গাড়ি ছিল ?
উত্তর- কলকাতায়


            ১৫৯ পাতা প্রশ্ন
প্রশ্ন-কোথায় কত সালে রিক্সা প্রথম এসেছিল?
 উত্তর- ১৯০০ সালে কলকাতায়



 প্রশ্ন -কত সালে রিক্সা দিয়ে মানুষ বহন করা শুরু হয় ?
উত্তর-১৯১৪ সালে


 প্রশ্ন- আগে মানুষ কিসের মাধ্যমে যাতায়াত করত?
 উত্তর- যাতায়াতের জন্য ছিল উট এবং ঘোড়া বা গাধা, এদের মধ্যে গাধার পিঠে মাল বয়ে নিয়ে যাওয়া হত। আবার মানুষও চেপে যেত।

              ১৪০ পাতা

 প্রশ্ন- পানসি কি?
 উত্তর-পানসি হল ছোট নৌকা ।

প্রশ্ন -নৌকায় হাল দিয়ে কি করা হয়?
 উত্তর- দিক নির্ণয় করা হয় ।


প্রশ্ন -নৌকায় পাল কি কাজে লাগে?
 উত্তর- নৌকাকে এগিয়ে নিয়ে যেতে কাজে লাগে।

প্রশ্ন -তুমি নদীতে কি কি জলযান দেখেছো?
 উত্তর -ডিঙ্গি, পানসি, ভুটভুটি ,নৌকা, লঞ্চস্টিমার ইত্যাদি দেখেছি।


                    ১৪২ পাতা
প্রশ্ন- পরিবেশবান্ধব যানবাহনে উদাহরণ দাও।
 উত্তর- সাইকেল

              ১৪৪ পাতা
প্রশ্ন- ধুলোবালি গাছের কি ধরনের ক্ষতি করতে পারে?
 উত্তর- গাছের পাতা ঠিক মত খাবার তৈরি  পারেনা। মাটির ক্ষতি হয়। পুকুরের জলে ক্ষতি হয়। পুকুরে মাছের ক্ষতি হয়।

প্রশ্ন- কোন মার্কা হেলমেট পড়া উচিত ?
উত্তর- ISI মার্কা


 প্রশ্ন -;কত সালে এদেশে প্রথম ট্রেন চালু হয়?
 উত্তর- ১৮৫৩ সালে ১৬ই এপ্রিল

প্রশ্ন-কত সালে এ দেশে প্রথম ট্রেন চালু হয় ?
উত্তর -১৮৫৪ সালে। হাওড়া থেকে হুগলি এর রাজ্য প্রথম ট্রেন চালু হয়।

             ১৫৮ পাতা
 প্রশ্ন- কত সালে আয়লা ঝড় হয়েছিল ?
উত্তর- ২০০৯ সালে আয়লা ঝড় হয়েছিল।

 প্রশ্ন -কত সালে সুনামি হয়েছিল ?
উত্তর- ২০০৪ সালে

         ১৬৩ পাতা
প্রশ্ন -কোন তিথিতে চন্দ্রগ্রহণ হয়?
 উত্তর - পূর্ণিমা তিথিতে।

 প্রশ্ন- কোন তিথিতে সূর্যগ্রহণ হয়?
উত্তর- অমাবস্যা তিথিতে


প্রশ্ন -সূর্যগ্রহণ কাকে বলে? একটি চিত্রসহ ব্যাখ্যা করো।
উত্তর- চাঁদ, সূর্য পৃথিবীর মাঝখানে এসে পড়লে, সূর্যের আলো চাঁদে পড়ে চাঁদের ছায়া পৃথিবীতে পরে। তখন পৃথিবীর কিছু অংশের লোক সূর্যকে দেখতে পায় না। তাকে সূর্যগ্রহণ বলে। ছবিটি বইয়ে আছে ১৪৪ পাতায় দেখে নেবে।


প্রশ্ন -কোন রাতে চাঁদ কে গোল দেখায়?
 উত্তর- পূর্ণিমা রাতে।

           ১৬৬ পাতা
প্রশ্ন- চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে আসতে কত সময় নেয়?
 উত্তর -২৯ দিন ১২ ঘন্টা ।


          ১৬৯ পাতা
প্রশ্ন- পৃথিবীর উপগ্রহের নাম কি ?
উত্তর- চাঁদ  

       ।।১৭১ পাতা


প্রশ্ন -মূলত কার জন্যই জোয়ার ভাটা হয়?
 উত্তর- চাঁদ।


 প্রশ্ন- মুখ্য জোয়ার বলতে কি বোঝ?
 উত্তর-  চাঁদের সামনে যে জোয়ার হয় বলা হয় মুখ্য জোয়ার।

 প্রশ্ন- মুখ্য জোয়ারের বিপরীত দিকে কি জোয়ার হয়?
 উত্তর; গৌণ জোয়ার।



 প্রশ্ন; একটা মুখ্য জোয়ার থেকে একটা মুখ‍্য জোয়ার কত সময় নেয়?

উত্তর- ২৪ ঘন্টা ৫৬ মিনিট



 প্রশ্ন -একটি মুখো জোয়ার থেকে গৌণ জোয়ারের সময় কত?
 উত্তর; ১২ ঘন্টা ২৬ মিনিট।

 প্রশ্ন- জোয়ারের কতক্ষণ পর ভাটা হয় ?
উত্তর -সোয়া 6 ঘন্টা পর


 প্রশ্ন- গৌণ জোয়ার কেন হয়?
 উত্তর -পৃথিবীর আবর্তনের জন্য।


            ১৭২ পাতা

 প্রশ্ন - কোন তিথিতে মরা জোয়ার হয়?

 উত্তর- অষ্টমী তিথিতে



         ১৭৪ পাতা

 প্রশ্ন- সূর্যের জন্ম কত দিন আগে?
 উত্তর- প্রায় ৪৫০ কোটি বছর আগে।


             ১৭৫ পাতা প্রশ্ন
প্রশ্ন- সব নক্ষত্রের জন্ম মৃত্যু আছে।
 ঠিক না ভুল?

 উত্তর -ঠিক।

 প্রশ্ন- কত সালে বৃহস্পতির ওপর ধূমকেতু আছড়ে পড়েছিল?

 উত্তর- 1994 সালে


 প্রশ্ন- বৃহস্পতির উপর যে ধূমকেতুতি আছড়ে  পড়েছিল তার নাম কি ছিল ?

উত্তর -শুমেকার- লেভি


প্রশ্ন -ধুমকেতুর পিছনে অংশটা কেমন?

 উত্তর- ঝাঁটার মতো।

 প্রশ্ন -বিশ্ব বয়স্ক দিবস কবে?
 উত্তর -১লা অক্টোবর

প্রশ্ন- বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস কবে ?

 উত্তর- ১৫ জুন


এই সকল প্রশ্নের উত্তরগুলি করলে ভালো নম্বর হবে অবশ্যই ভালো নম্বর হবে।