রচনা গ্ৰামের পরিবেশ - Online story

Tuesday 19 September 2023

রচনা গ্ৰামের পরিবেশ





 পরিবেশ বিষয়ক

গ্রামের পরিবেশ

ভূমিকা : আমাদের চারপাশের মানুষ, গাছপালা, পশুপাখি, বাড়িঘর,আলো, বাতাস, জল সবকিছু নিয়েই আমাদের পরিবেশ। আমাদের দেশে

শহরের সংখ্যা ক্রমশঃ বাড়ছে কিন্তু এখনও গ্রামের সংখ্যা অনেক বেশি।গ্ৰামের  বেশি লোক বাস করে।



গ্রামের পরিবেশ : গ্রামের পথঘাট এবং বাড়িঘর বেশির ভাগই কাঁচা। বাড়িগুলিতে টালি কিংবা খড়ের ছাউনি থাকে। গ্রামে নানারকম গাছপালা দেখা

হয়। যেমন—আম, জাম, কাঁঠাল, ক্ট, অশ্বত্থ, সুপারি, নারকেল, বাবলা, শিরিস ইত্যাদি। গ্রামে নানারকম শাক-সবজি ও ফসলের চাষ হয়। গ্রামে ছোটো বড়ো

পুকুরের সংখ্যা অনেক। তাতে বিভিন্ন রকম মাছ পাওয়া যায়। গ্রামে গোরুর গাড়ি, রিক্সা, সাইকেল ইত্যাদি যানবাহন দেখা যায়। যেসব গ্রামে পাকা রাস্তা

আছে তাতে বাস, লরি, টেম্পো, অটোরিক্সা চলে। গ্রামে নানারকম পশুপাখি দেখা যায়। প্রায় প্রত্যেক বাড়িতেই কমবেশি গৃহপালিত পশুপাখি দেখা যায়।



গ্রাম-জীবনের সুবিধা-অসুবিধা : গ্রামের জীবন অনেক সহজ-সরল। গ্রামেরল, বাতাস ইত্যাদি শহরের মতো দূষিত নয়। এখানে শব্দ দূষণও নেই।

এখানকার আলো বাতাস স্বাস্থ্যের পক্ষে উপকারী। গ্রামে শাক-সবজি, মাছ, দুধ  বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। গ্রামে পানীয় জলের অভাব, ভালো

হাসপাতাল ও ডাক্তারের অভাব দেখা যায়। বর্ষাকালে গ্রামের কাঁচা রাস্তায় যাতায়াতের অসুবিধা দেখা দেয়।



উপসংহার : বর্তমানে গ্রামে অনেক পরিবর্তন দেখা দিচ্ছে। এখানে ব্যবসা-বাণিজ্য বাড়ছে। রাস্তা-ঘাটের উন্নতি হচ্ছে, চিকিৎসার সুযোগ সুবিধা বাড়ছে। বহু গ্রামে বিদ্যুতের আলো জ্বলছে। সিনেমা, ভিডিও, টিভি প্রভৃতি আনন্দের উপকরণ বাড়ছে।





রচনা লিষ্ট নীচে রচনা গুলি দেখুন





পত্ররচনা বাবা কে