ক্লাস সিক্স ইতিহাস নবম অধ্যায় ভারত ও সমকালীন বিশ্ব অনুশীলনী প্রশ্নের উত্তর ভেবে দেখো খুঁজে দেখো - Online story

Tuesday 5 September 2023

ক্লাস সিক্স ইতিহাস নবম অধ্যায় ভারত ও সমকালীন বিশ্ব অনুশীলনী প্রশ্নের উত্তর ভেবে দেখো খুঁজে দেখো





ইতিহাস ৮ অধ‍্যায় দেখুন



ক্লাস সিক্স ইতিহাস
নবম অধ্যায় ভারত ও সমকালীন বিশ্ব অনুশীলনী প্রশ্নের উত্তর ভেবে দেখো খুঁজে দেখো
১.বছমানান শব্দটি খুঁজে বার কর ১.১ ভৃগুকচ্ছ / কল্যাণ / সোপারা /তাম্রলিপ্ত
 উত্তর -সোপারা

২.বুদ্ধযশ /  কুমার জীব /পরমার্থ /সুয়ানজান

উত্তর- সুয়ানজান

৩.আলেকজান্ডার /সেলুকাস/ কনিষ্ক মিনান্দার
উত্তর-কনিষ্ক

 ক স্তম্ভের সঙ্গে খস স্তম্ভ মিলিয়ে দেখো
উত্তর
নকস-ই-রুস্তম - প্রথম দরায়বৌষ
 ভৃগু কচ্ছ -  নর্মদা নদী
 প্রথম আন্টিওকস -  সিরিয়া

৩. সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ কর
(৩.১) হেরোডোটাসের মতে ইন্দ্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি ---(প্রদেশ/দেশ/জেলা)।
 

 

৩.৩ ইন্দোগ্ৰিক বলা হয় ----(শকদের/ব্যাকট্রিয়ার অধিবাসীদের/কৃষাণদের)।
উত্তর-
ব্যাকট্রিয়ার অধিবাসীদের

(৩.৩) সেন্টমাস খ্রিস্টধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন--(আলেকজান্ডার/মিনান্দার/গণ্ডোফারনেস) এর আমলে

উত্তর-গণ্ডোফারনেস


৪। নিজের ভাষায় ভেবে লেখো (0/8 লাইন)।
(৪.১) আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযানে কি মৌর্য সাম্রাজ্য গড়ে ওঠার ওপরে কোনো প্রভাব ছিল?
উত্তর। আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে অভিযানে মৌর্য সাম্রাজ্যের গড়ে ওঠার ওপর যথেষ্ট প্রভাব ছিল। ভারতীয় উপমহাদেশে আলেকজান্ডার অভিযান চালিয়ে বিশেষ করে উত্তর-পশ্চিম অংশের ছোটো ছোটো অনেক রাজ্যের রাজাকে হারিয়ে দিয়েছিলেন। সেইসময় তক্ষশিলার রাজা অগ্নি আলেকজান্ডারকে সহযোগিতা করেছিলেন। তবে
আলেকজান্ডারের অভিযানের ফলে ছোটো ছোটো শক্তিগুলি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। তার ফলে মগধের ক্ষমতা বিস্তার