Class 3 English {w.b} wings Lesson 8 /তৃতীয় শ্রেণীর ইংরেজিwings 8th chaoter - Online story

Saturday 23 September 2023

Class 3 English {w.b} wings Lesson 8 /তৃতীয় শ্রেণীর ইংরেজিwings 8th chaoter

 


Class 3 {w.b}

wings

Lesson 8


Activity -1 (অ্যাকটিভিটি-ওয়ান) কর্মশীলতা এক

Write T for True statements and 'F' for False statements in the given boxes. One

done for you. (রাইট টি ফর টু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটসমেন্টস ইন দ্য গিভেন বসে। ওয়ান ইজ ডান হয় ইউ) ঠিক তথ্যের জন্য টি এবং ভুল তথ্যের জন্য এক ঘোপের মধ্যে বসাও। একটি তোমার জন্য করে দেওয়া আছেঃ

Ans. (1) Whels are useless. (F)


(2) Cars use wheels. (T)


(3) Wheels are used to draw water from wells. T


(4) Trains do not have wheels. (F)


(5) Wheels save time and effort. T


(6) A potter makes earthen pot using wheel. (T)



Activity-2 (অ্যাকটিভিটি-চু)–কর্মশীলতা-দুই

● Match the type of wheels to their corresponding. (ম্যাচদ্য টাইপ অফ হুইল টু সেয়ার করেসপঞ্জি ওয়ার্কস অ্যান্ড রাইট বিলো) চাকার ধরনের সাথে অনুরূপ কাজগুলি মেলাও কাজ করো এবং নীচে লেখো। একটি তোমার জন্য করে দেওয়া আছে।) works and write below. One is done for you:




Ans. 1 ) Wheels of vehicles 

ans- are used for transport


2) spinning wheel 

ans-are used for spinning thread. 


3) pulleys helps to draw water. 

ans- help to draw water


4) potuers wheel is used to make earthen pots. 

ans-is used to make earthen pots 


5) steer-ing whel controls direction.

ans- controls direction of a car










[Activity-3 (অ্যাকটিভিটি-থ্রি) কর্মশীলতা-তিন


Complete the sentences with information from the text. One is done for you.

(কমপ্লীট দ্য সেনটেনসেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওয়ান ইজ ডান ফর ইউ)— অনুচ্ছেদ থেকে সঠিক তথ্য নিয়ে বাক্য গুলি সম্পূর্ণ করো।

Ans. 1. Wheel is an important component of our life. (চাকা আমাদের জীবনের প্রয়োজনীয় উপাদান।)

2. All cars run on wheels (সব গাড়ি চাকা দ্বারা চলে।)

3. We draw water to use puliey. (আমরা জল তোলার সময় কপিকল ব্যবহার করি।)

4. Wheels save our time and effort. (চাকা আমাদের সময় ও প্রচেষ্টা বাঁচিয়ে দেয়।)

Let's read: (লেট'স রিড)–এসো পড়ি:


Activity-4

Divide the sentences fill in the table. One is done for you. (feede PACCHERI

ইস যা টেবিল ডায়ালে ইজ ডান ফর ইউ)– টেবিলের মধ্য থেকে বাকাগুলি বিভক্ত করো এবং তালিকাটি পূর্ণ করো। একটি তোমার জন্য করে দেওয়া হলো।

1)The giant wheel carries many children. 


2)  The lady is using spinning wheel. 


3) We use wheels to draw water. 


4) The auto has three wheels. 


5) I made a pinwheel with paper. 


6) Potter uses wheel to make pot. 


7) Wheels help us to travel quickly. 


8) The wooden cart has two big wheels.


Part-1 (who).     Part-2 (remaining part)


1)The giant wheel - carries many children. 


2)  The lady - is using spinning wheel. 


3) We - use wheels to draw water. 


4) The auto - has three wheels. 


5) I - made a pinwheel with paper. 


6) Potter - uses wheel to make pot. 


7) Wheels - help us to travel quickly. 


8) The wooden cart - has two big wheels.





Activity-5 (অ্যাকটিভিটি-ফাইভ) কর্মশীলতা-পাঁচ


Match the words of column-A with the underlined opposite words given in col-

umn-B. Then write six sentences with the word given in column A. One is done for

you : ম্যাচওয়ার্ডস অফ কলাম এ উইথ দ্য আন্ডার মাইন্ড দ্য অপোটি ওয়ার্ডস ইন কলম বি, দেন রাইট দি

সেনটেনসেস উইথ দ্য ওয়ার্ড গিভন ইন কলম এ। ওয়ান ইজ ডান ফর ইউ।) এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভের নীচে দাগ দেওয়া শব্দগুলি তার ছয়টি মিলিয়ে ন্য বিপরীতার্থক শব্দ নিয়ে বাক্য লেখো। একটি তোমার জন্য করা আছে :

  

Ans. 1) My elder brother is a teacher. 2) This is a light bucket. 3) She has long hair. 4)

Crocodile has small teeth. 5) Don't eat ripe mangoes. 6) That is a little clock.




Activity-6 (অ্যাকটিভিটি-সিক্স) কর্মশীলতা ছয়)

.

Fill in the blanks by choosing appropriate words from the brackets. One is done for

you : (ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েন্ট ওয়ার্ডস ফ্রম দ্য ব্রাকেটস। ওয়ান ইজ্ ডান ফর ইউ) বন্ধনী থেকে যথাযথ শব্দগুলি দ্বারা শূন্যস্থান পূরণ করো। একটি তোমার জন্য করে দেওয়া আছে :

Ans. 1) Please hang the wet clothes and iron the dry clothes (dry, wet).

2) clean your hands because they are dirty (dirty, clean).


3) The jog is on the top of the table and shoes are at the bottom. (top, bottom).


4) The lary fat woman is sleeping but her hard working sister is drawing water from the well




5) She comes up the stairs but goes down by the lift. (up. down).


Activity-7 (অ্যাকটিভিটি-সেভেন) কর্মশীলতা-সাত

●Fill in the blanks with the words from Help Box. One is done for you: (fiper

দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম হেল্প বক্স। ওয়ান ইজ ডান্ট ফর ইউ।) সাহায্যকারী ঘোপ থেকে শব্দগুলি

নিয়ে শূন্যস্থান পূরণ করো।



Help Box

(সাহায্যকারী (খ) heap, sweat, drawing, gold, cry, diet, empty handed, shower shottle, stay.


Ans. (1) There is (dirt) on the table. 


(2) The hot sun causes him to (sweat) 


(3) The spinning whell uses (shuttle. )


(4) Cows( stay) in cow sheds. 


(5) She was carrying a (heap =of books


 (6) The boy is (empty) but the girls has a bag in her hand.


 (7) The title girl is about to (cry) for the balloon, 


(8) Oh! There is a heavy (shower.)


 (9) The trophy is made of (gold.)


 (10) The woman is (drawing) water,







Activity-8 (অ্যাকটিভিটি এইট) কামশীলতা আট)

with the following words:

● Make sentences

বাক্যরচনা করো।

Ans. (a) giant: My sister is riding on a glant wheel (আমার বোন লাগলো ছিল।

(b) fair Last sunday I went to a book fals. (গত রবিবার আমি বইমেলা গিয়েছিলাম)।

(c) earthen Potter makes carthen pot. (কুমোর মাটির পাত্র তৈরি করে)।



●Let's Rhyme: (লেটস রাইম) এসো ছন্দ মেলাই !

Let's Rhyme by using appropriate words. You may take word from the Help Box.

(লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপিয়েট ওয়ার্ডস ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেয় বন্ধু)-সঠিক শব্দ দিয়ে ছন্দ মেলাও।

তুমি সাহায্যকারী যোগ থেকে শব্দ নিতে পারো।

round

found

bound

potter

hotter

shorter

merry

cherry

ferry

very

pound

mound

trouble

rubble

bubble

fake

take

make

rattle

cattle

battle

bightly

tightly

lightly

slightly

[ Help Box: (সাহায্যকারী খোপ) bound, fake, tightly, ferry, rubble, lightly shorter, bubble, cattle,

pound take, battle, very, mound, make, slightly.

n Let's talk : (লেট'স টক) – এসো কথা বলি :

Role play as a Tram and a Train and talk. (রোল প্লে অ্যাজ অ্যাট্রাম অ্যান্ড ট্রেন অ্যান্ড টক) ট্রাম ও ট্রেনের

ভূমিকা পালন করো এবং কথা বলো।

Tram : Hello! Mr. Train! How are you? (ট্রাম: হ্যালো! মি: ট্রেন কেমন আছো?)

Train: I am doing good. How are you? (ট্রেন: আমি ভালো আছি, তুমি কেমন আছো?

Tram : I am also doing well. (ট্রাম: আমিও ভালো করছি।)

Train Why are you so lazy? (hardworking/lazy)? (ট্রেন: তুমি এতো অলস কেন?)

Tran I run along they busy (busy/lonely) streets of city (city/village). I must go slow (fast/slow),

(ট্রাম: আমি শহরের ব্যস্ত রাস্তা দিয়ে দৌড়ে যাই। আমাকে তো ধীর হতেই হবে।)

Train No one needs you anymore. You can now retire (retire / resume) from your work.

(ট্রেন: তোমাকে কারো প্রয়োজন নেই। তুমি তোমার কাজ থেকে অবসর নিতে পারো।)

Tram I don't think so. Still no. I can carry (carry/travel) so many passengers). During school or

office hours, people do not get seats (seats/chairs).

ট্রাম: আমি এমন ভাবি না। এখনও আমি অনেক যাত্রী বহন করতে পারি। স্কুলের বা অফিসের সময় মানুষজন বসার জায়গা পায়

Train: Look (see/look) at me. I travel with high speed (speed/pace). I carry lots and lots of

passengers and vendors (sellers/vendors), You are small so (smail Marge)!

(ট্রেন: আমাকে দেখো। তুমি খুব জোরে যাই। আমি অনেক অনেক যাত্রী ও মালবিক্রেতাকে বহন করি। তুমি সে তুলনায় খুবই

●)

Tram: You are really a giant (giant/tiny) carriage. But I am also doing great work. When I move

through the city I enjoymy journey (journey/tour) very much. Unlike you, I am almost free from

accident (accident/incident).



ENGLISH

Word meaning wheel (ই)-চক potter (পোর্টার)-কুমোর। wooden curt (উডেন

(কাট)—কাঠের গাড়ি। Journey (জ্ঞানি) - যাত্রা। easy (ইজি) - সহজ। smart (স্মার্ট) — সম্প্রতিভ। take

(টেক)— নেওয়া। help (হে) - সাহায্য | far (ফার) - wind (উইড)-বাতাস। need (নিড) প্রয়োজন।

(ড্রিম)—স্বপ্ন। pully (পুলি)-টানা পাখা। spinning wheel (স্পিনিং হুইল)—কপিকল। gear

(গিয়ার)-যন্ত্রপাতি। drivers (ড্রাইভার)—চালক। transport ট্রান্সপোর্ট) পরিবহন। mery-go-round

(ইউজফুল)—উপকারী।

dream



Activity-9 (অ্যাকটিভিটি-নাইন) কর্মশীলতা নয়

Look at the pictures. Write six sentences about the village. Use words from the

Help Box : (লুক অ্যাট দ্য পিকচার। রাইট সিক্স সেনটেনসস অ্যাবাউট দ্য ভিলেজ। ইউজ ওয়ার্ডস ফর্ম দ্য হেলপ বক্সঃ)

ছবিটি দেখো। গ্রাম সম্বন্ধে ছটি বাক্য লেখো। সাহায্যকারী খোপ থেকে সাহায্য নিতে পারো।

Help Box: (সাহায্যকারী খোপ) cart, earthen pots, stay. ripe. spinning wheel. cows, wind

mills, mud huts, beautiful, bullocks

You may begin like this (ইউ মে বিগিন লাইক দিস) তুমি শুরু করতে পারো এভাবে :

Ans. Our village is very beautiful. There are bullocks moving on the road. The potter making earthen pot. There were many mud huts. The woman is drawing water with spinning wheel. The scenary of the village is very beautiful. (আমাদের গ্রাম খুবই সুন্দর। সেখানে রাস্তায় গোরুর গাড়ি চলে। কুমোরেরা

মাটির পাত্র তৈরি করে। সেখানে অনেক মাটির বাড়ি আছে। মহিলাটি কপিকল দিয়ে জল তুলছে। গ্রামের দৃশ্যটি বড়োই




SELF CHECK (সেলফ চেক) —নিজ নিরীক্ষণ

Let's read: (লেটস্ রিড)-এসো পড়ি:

Last sunday.....by the sea.

উচ্চারণ : লাস্ট সানডে আই ওয়েন্ট টু অ্যা ভিলেজ টু ভিজিট অ্যাফেয়ার। ইট ইজ অ্যা ভেরী পপুলার ফেয়ার। পিপল ঢথ ফার অ্যাওয়ে প্লেসেস ভিজিট ইট। ইটস বিগেস্ট অ্যার্টাকশন ওয়্যার দ্য জয়েন্ট হুইল অ্যান্ড মেরী-গো-রাউন্ড। দ্য চিল্ড্রেন হ্যাপেন্ড টু বী দেয়ার বিগেস্ট ফ্যান। অ্যা টয় ট্রেন রান অ্যারাউন্ড দ্য ফেয়ার গ্রাউন্ড। ইট ওয়াজ পুলড বাই দ্য স্টীম ইনজিন। আই লুকড অ্যাট দ্য স্মোক

কামিং আউট অফ দা ইনজিন। সিয়িং দ্য ম্যাজিক অফ মর্ডান ডেজ ট্রান্সপোর্ট, আই ওয়াজ ফিলড উইথ ওয়ান্ডার দ্য শপস অ্যাট দ্য ফেয়ার অলসো অ্যার্টাক্টেড মি। আই স অ্যা ম্যান মুভিং অন অ্যা সাইকেল উইথ গিয়ারস অ্যান্ড ওয়েডিং অ্যাট দ্য ক্লাউড। মাই সিস্টার লুকক্ড অ্যাট এভরিথিং অ্যান্ড উইশড্ টু হ্যাভ দেম অল—ফ্রম দ্য হেভিয়েস্ট সুটকেস

দ্য টিনিয়েস্ট অফ দ্য ইয়াররিংস। আই ট্রায়েড-ডাইভার্ট হার অ্যাটেনশন টু দ্য মেক-শিফ্ট স্টুডিও। ইট হ্যান্ড অ্যা বিগ পিতার অফ অ্যা লাইন অফ উইন্ডমিলস বাই দ্য সী।

Word meaning: popular (পপুলার) – জনপ্রিয়। fair (ফেয়ার)–মেলা। happened (হ্যাপেন্ড) —ঘটেছিল।

Pulled (পুলড) –টান হয়। transport (ট্রান্সপোর্ট)—যানবাহন। heaviest (হেভিয়েস্ট)—খুব ভারী।




আসতে দেখেছি। আধুনিক যুগের যানবাহন দেখে আমি বিস্মিত হয়েছি।

করনের মূল পর্যন্ত। আমি তার মানোযোগ বিদ্ধ করার চেষ্টা করছি স্যারী স্টুডিওর দিকে। সেখানে সমুদ্রতী

নালের একটি বড়ো ছবি রয়েছে।

Let's do(স) এসো কাজ করি

হয়। আমি ইল্গুিনের মধ্যে থেকে ধোঁয়া দেখি

Match the words in column & with the pictures in column H্য ওয়ার্ডস ইন কলামে এ উচ্চ

বি) এরেসঙ্গে বিস্তপ্ত মিলিয়ে দাও।

5) cycle

A

Activity -2 (অ্যাকটিভিটি) কর্মশীলতা দুই

Match the words in column A with column B and put the numbers in brackets: (357)

ওয়ার্ডস ইন বালাম এ উইপ বি উইথ কলাম বি জ্যান্ত পুঁট দ্য নাম্বারস্ ইন বক্সাস) বন্ধনীর মধ্যে সংখ্যা বসিয়ে এ স্তম্ভের সঙ্গে

বিস্তপ্ত মিলিয়ে দাও।

A

1) giant wheel

3) earthen pot

B

let's fill in with water (3)

let's play (6)

Let's ride (1)

6) meadow

Activity-3 (অ্যাকটিভিটি থ্রি)-কর্মশীলতা তিন

Write the uses of two tools having wheels:

(ইউস অফ টুলস হ্যাভিং হুইলস) দুটি যন্ত্র

ঢাকা কীভাবে ব্যবহার হচ্ছে লেখো।

Ans. 1 ) wind mill: Windmillused

tmping water ( তুলতে কপিকল ব্যবহৃত হয়)।

2) gears Some transport.moving on gears (কিছু পরিবর্তন যন্ত্রপাতি দ্বারা চলে)।

wet (feça)

bottom (নী)

Activity-4 (অ্যাকটিভিটি-ফোর)-কর্মলতা চার

Write the opposites of the following words: (রাইট দ্য অপটিস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস) নীড়ে

শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো।

Ans.

dry (শুকনো)

top (ওপরে)

small (ছোটো)

up (উপরে)

big (বড়ো)

down (নীচে)

B

let's use umbrella (5)

let's clean (2)

let's make a chain (4)

ripe (151)

long (2)

green (জে)

large (বৃহৎ)

short (5)

clean (পরিষ্কার




Activity -5(অ্যাকটিভিটি)- কর্মশীলতা পাঁচ

Divide the sentences to fill in the table. One is done for you: ভাই দ্য সেনটেনসেস টু ফিল

টেবিল। ওয়ান ইজ্ জ্ঞান ফর ইউ): টেবিলের মধ্যে ব্যাগুলো বিভক্ত করো।

1. She loves her pet. 

2. The man suddenly can away.

 3. The dog is of afraid of the stick.

4. You Leep your book with you.

Part -1

1. She

3. The dog

Part-2

loves her pet.

is of afraid of the stick

১৯৩

Part-1

2. The man

4. You

Letic rend

Part-2

suddenly ran away.

keep your book with.



Activity 6 (অ্যাকটিভিটি সিক্স) কর্মশীলতা

Write six sentences about what you can see in the surrounding of your house 1 (160

সিঙ্গ সেনটেনসেষ আবাউট হোয়াট ইউ ক্যান সি ইন দ্য সারাউনডিং অফ ইওর হাউস) তুমি তোমার বাড়ির চারপাশে কীভাবে

দেখেছ তা নিয়ে ছয়টি বাক্য লেখো:

Ans. There are many other house, some big and some small. It is a very clean society, every

body here lives peacefully and happily. I have many friend here. We have many hepiful neighbours.

We love each other. (সেখানে অনেক বাড়িঘর আছে। কিন্তু বড়ো এবং কিছু ছোটো। সোসাইটি এখানে খুব পরিষ্কার।

প্রত্যেকে সুখে ও শান্তিতে বসবাস করেন। আমার এখানে অনেক বন্ধু আছে। আমাদের অনেক সাহায্যকারী প্রতিবেশী আছে।।

আমরা প্রত্যেককে ভালোবাসি।)

LESSON - 9 (লেসন নাইন)। নবম পাঠ দেখুন